(১) - রাণীগঞ্জের নিকটস্থ ক্ষুদ্র নদী। (২) - রামায়ণ, দুর্গাপঞ্চারাত্র, আত্মবোধ প্রভৃতি গ্রন্থ রচয়িতা সুবিখ্যাত প্রাচীন কবি জসদ্রাম রায়ের নিবাস ভূমি। (৩) - রাণীগঞ্জ হইতে বাঁকুড়া যাইবার রাস্তায় দামোদরের অপর তীরবর্ত্তী বাঁকুড়া জেলার অন্তর্গত গ্রামসমূহ।