কবি নফর দাস-এর কবিতা
*
বান-ভাসীর গান
কবি নফর দাস, বড়রা গাম, থানা খয়রাশোন, বীরভূম জেলা, ১২৩০ বঙ্গাব্দ (১৮২৩)
সংগ্রাহক শিবরতন মিত্রর লেখা পল্লী কবির বন্যা সঙ্গীত প্রবন্ধ। প্রবাসী পত্রিকার আশ্বিন
১৩২০ (অক্টোবর ১৯১৩) সংখ্যায় প্রকাশিত।

নদী সে দামোদরে, বরাকরে, কর্ ছে আনাগোনা।
দু’ধার মিশায়ে ভাঙ্গে শেরগড় পরগণা॥

এলো বান পঞ্চকোটে---
এলো বান পঞ্চকোটে, নিলেক লুটে, ভাঙ্গলো রাজার গড়।
দুড়্ দুড়্ শব্দে ভাঙ্গে পর্ব্বত পাথর॥        

মিশায়ে নালাখোলা---
মিশায়ে নালাখোলা, বানের খেলা, নদীর হলো বল।
দামোদরে জড হলো চৌদ্দ তাল জল॥
নদীতে আঁটবে কত, শত শত, নৌকা ভাসে জলে।
প্রলয়-কালেতে যেন সমুদ্র উথলে॥

ভাঙ্গলো আদগাঁ ভাড়া---
ভাঙলো আদগাঁ ভাড়া, গোপের পাড়া, ভাঙ্গলো বাবইজোড়।
তারপর ভাঙ্গিল যো নপুর বল্লভপুর॥

যত সব ডুবলো গোলা---
যত সব ডুবলো গোলা, হাতে খোলা, নিলেক মহাজন।
দামোদরের বল দেখে উঠলো সিঙ্গেরণ (১)॥

চল্ লো বান যোজন জুড়ে---
চল্ লো বান যোজন জুড়ে, ত্বরা করে, যেমন টাঙ্গল ঘোড়া।
আদাগাঁ ভুলুই (২) ভাঙ্গে মেজে ময়সাড়া (৩)॥

কর্ লে ঢিপেপুরী---
কর্ লে ঢিপেপুরী, আহা মরি, কি করলে ঠাকুর।
তারপর! ভাঙিগুল গিয়ে পুব্ ড়া মদনপুর॥

চল্ লো বান পূর্ব্বমুখে---
চল্লো বান পূর্ব্বমুখে, আপন সুখে, চল্ লো দামোদর।
দু’ধার মিশিয়ে ভাঙ্গে কাঞ্চন-নগর॥

বাবুদের কাঠগোলাতে---
বাবুদের কাঠগোলাতে, নাটশালাতে, প্রবেশ কর্ লো বান।
বাঁকার সনে সালিশ ক’রে ভাঙ্গলো বর্দ্ধমান॥

বাজারে নৌকা চলে---
বাজারে নৌকা চলে, কুতুহলে, প্রলয় দেখি বান।
যে যেখানে আছে পলায় ছাড়ি বর্দ্ধমান॥

ভাঙ্গলো রাণীর হাটা---
ভাঙ্গলো রাণীর হাটা, দালান কোঠা, জজসাহেবের কুঠি।
রাজবাড়ী ছাড়ি বান জান গুটি গুটি॥

এবারে বান বাহির হলো---
এবারে বান বাহির হলো, রাত পোহালো, চল্ লো মাঠে মাঠে।
গঙ্গায় মিশায় বান অম্বিকার ঘাটে॥

বারশ’ ত্রিশ সালে---
বারশ’ ত্রিশ সালে, বরষা কালে, ভাঙ্গলো নফর দাস।
কেও হলো পাতুড়ে রাজা---কারো সর্ব্বনাশ॥

.                 ************************       

(১) - রাণীগঞ্জের নিকটস্থ ক্ষুদ্র নদী।
(২) - রামায়ণ, দুর্গাপঞ্চারাত্র, আত্মবোধ প্রভৃতি গ্রন্থ রচয়িতা সুবিখ্যাত প্রাচীন কবি
জসদ্রাম রায়ের নিবাস ভূমি।
(৩) - রাণীগঞ্জ হইতে বাঁকুড়া যাইবার রাস্তায় দামোদরের অপর তীরবর্ত্তী বাঁকুড়া জেলার
অন্তর্গত গ্রামসমূহ।




.                                                                              
সূচীতে . . .    




মিলনসাগর