বাঁচা মরার খেলা কবি প্রদীপ চৌধুরী মিলনসাগরে প্রকাশ ১১.৭.২০১৬
ক্ষুধার জ্বালায় কেউ মরে যায় কেউ খায় ভুরিভুরি কারো আছে খাবার পাহাড় আর কেউ করে তাই চুরি | অন্ন দাতার কি পরিহাস দেখে হয়েছি ধন্য!! ভরা পেটে খাবার ঢালে আর গরীব হারায় অন্ন || ক্ষুধার জ্বালায় দিন কেটে যায় আসে নতুন সাল | তবু তাদের চোখে অশ্রু ঝরে শূন্য খাবার থাল | চোখের জলের দাম নেই গো শ্রেয় তাদের মরাই! ক্ষুধার জ্বালার কি বাঁচা যায় হয় কি কোনো লড়াই ||
তাদের যন্ত্রণা কবি প্রদীপ চৌধুরী মিলনসাগরে প্রকাশ ১১.৭.২০১৬
যখন আকাশ স্তব্ধ হয়ে থাকে শোনা যায় ঝিঝিপোকার গান| দরিদ্র মানুষগুলো খবর কি জান তারা পেয়েছে কি কোনো ত্রাণ? ক্ষুধা অনাহার সঙ্গী তাদের রাতের ঘুম নাই| ক্ষুধিত দু চোখ তাইতো শুধু রাস্তা পানে চাই|| কিন্তু বৃথায় সে চাওয়া তাদের দিকে কি কারো দৃষ্টি যাবে! না চির অবহেলিত হয়ে সারাটা দিন ক্ষুধায় কাটাতে হবে? ক্ষুধিতরা তাই প্রার্থনা করে প্রভু আমাদের দিকে চাও| সেটাও যদি না হয় তবে এক ফোঁটা বিষ দাও||