কবি প্রদীপ চৌধুরীর কবিতা
*
বাঁচা মরার খেলা
কবি প্রদীপ চৌধুরী
মিলনসাগরে প্রকাশ ১১.৭.২০১৬

ক্ষুধার জ্বালায় কেউ মরে যায়
কেউ খায় ভুরিভুরি
কারো আছে খাবার পাহাড়
আর কেউ করে তাই চুরি |
অন্ন দাতার কি পরিহাস
দেখে হয়েছি ধন্য!!
ভরা পেটে খাবার ঢালে
আর গরীব হারায় অন্ন ||
ক্ষুধার জ্বালায় দিন কেটে যায়
আসে নতুন সাল |
তবু তাদের চোখে অশ্রু ঝরে
শূন্য খাবার থাল |
চোখের জলের দাম নেই গো
শ্রেয় তাদের মরাই!
ক্ষুধার জ্বালার কি বাঁচা যায়
হয় কি কোনো লড়াই ||

.             ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
রঙিন সকাল
কবি প্রদীপ চৌধুরী
মিলনসাগরে প্রকাশ ১১.৭.২০১৬

রঙের মাঝে রঙিন জীবন
লাগলো সুখের ছোঁয়া|
রঙে রঙে মাতছে বাতাস
আবির রাঙায় ধোঁয়া||
তাইতো আজই খুশীর সকাল
ফুটছে হলুদ রঙে|
বাচ্চারা সব রঙ মাখছে
নানার খেলার ঢঙে||
কেউ হয়তো লুকিয়ে ঘরে
মাখবে না রঙ তাই|
আমরা কিন্তু বাউন্ডুলে
রঙ মাখানো চাই||
সবার জীবন রাঙুক রঙে
দিনটা কাটুক ভাল|
খুশীর জোয়ার ভাসিয়ে দেক
সবার মনের কালো||

.             ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
হারানো সময়
কবি প্রদীপ চৌধুরী
মিলনসাগরে প্রকাশ ১১.৭.২০১৬

এ-সময় থমকে গেছে
চলছেনা আর ঘড়ি,
ক্লান্ত দুপুর পেরিয়ে গেছে
সূর্য দিয়েছে পাড়ি|
কালো হয়েছে আকাশের মেঘ
নেইকো আলোর বাতি,
দুনিয়াটা যেন অন্ধ হয়েছে
কাটছেনা আর রাত্রি|
সে বাতি তো জ্বলবেনা আর
বলছে রাতের তারা,
হিংসার আগুন জ্বালিয়ে দিয়ে
পালাচ্ছে ওই কারা|
এদেশে শান্তি নেই আর
নেইকো সুখের ছোঁয়া,
ঐক্য কোথায় হারিয়ে গেছে
হারিয়েছে গান গাওয়া|

.             ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর
*
তাদের যন্ত্রণা
কবি প্রদীপ চৌধুরী
মিলনসাগরে প্রকাশ ১১.৭.২০১৬

যখন আকাশ স্তব্ধ হয়ে থাকে
শোনা যায় ঝিঝিপোকার গান|
দরিদ্র মানুষগুলো খবর কি জান
তারা পেয়েছে কি কোনো ত্রাণ?
ক্ষুধা অনাহার সঙ্গী তাদের
রাতের ঘুম নাই|
ক্ষুধিত দু চোখ তাইতো শুধু
রাস্তা পানে চাই||
কিন্তু বৃথায় সে চাওয়া
তাদের দিকে কি কারো দৃষ্টি যাবে!
না চির অবহেলিত হয়ে
সারাটা দিন ক্ষুধায় কাটাতে হবে?
ক্ষুধিতরা তাই প্রার্থনা করে
প্রভু আমাদের দিকে চাও|
সেটাও যদি না হয় তবে
এক ফোঁটা বিষ দাও||

.             ******************               


.                                                                           
সূচীতে . . .   


মিলনসাগর