কবি প্রদীপ চৌধুরী - জন্মগ্রহণ করেন বীরভূম জেলার তারাপীঠের ময়ূরেশ্বর থানার অন্তর্গত শিবগ্রাম
নামক গ্রামে।

এই পাতা প্রকাশনার কালে তিনি “সাঁইথিয়া অভেদানন্দ মবাবিদ্যালয়ে”, বি.এ. দ্বিতীয় বর্ষে পাঠরত।
১৪ বছর বয়স থেকেই লেখালেখির মধ্যে রয়েছেন।

বর্তমানে তিনি সৃজনী সাহিত্য পত্রিকা ও ঋতুপুত্র পত্রিকার আজীবন সদস্য। মোরামের কথা সাহিত্য পত্রিকা,
অবেক্ষনণ পত্রিকা, পথের সুজন সাহিত্য পত্রিকা, ভাষাপথ পত্রিকা, সাহিত্যলোক পত্রিকা, সাহিত্য সাধনা
পত্রিকা, অনুবিক্ষণ অনুকাব্য পত্রিকা, নবপ্রয়াস পত্রিকা প্রভৃতি পত্রিকায় লেখালেখি করে থাকেন।

কবি, পথের গরীব মানুষের জন্য কিছু করা ব্রত নিয়েছেন। আমরা সেদিকে লক্ষ্য রাখবো যে তিনি তাঁর ব্রত
কীভাবে সফল করে তুলতে পারেন।


আমরা
মিলনসাগরে  কবি প্রদীপ চৌধুরীর কবিতা তুলে আনন্দিত



কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল -
pradipchowdhury59@gmail.com       


উত্স -  ইমেলে পত্রালাপ।        


কবি প্রদীপ চৌধুরীর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১১.৭.২০১৬
...