ও ভাই কৃষক ও ভাই শ্রমিক কথা ও সুর - কবিয়াল রাইগোপাল দাশ সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ কাব্যসংকলন থেকে নেওয়া।
১৯৫০ সালের দাঙ্গার সময় রচিত।
ও ভাই কৃষক ও ভাই শ্রমিক . দস বেঁধে সব রুখে দাঁড়া। নাগিণী তুলেছে ফণা, স্বভাব ধর্মে মানুষ মারা॥ . কালো বর্ণ জাতি সাপ, . ফোঁস করে দেখায় প্রতাপ। . ভয় করিলে পাবে না মাফ . পেছন দিকে করে তাড়া। ধর্মের নামে ডাক ছাড়ে, দেয় মাঝে মাঝে অঙ্গ ঝাড়া॥
যারা দেশের দরদী কথা ও সুর - কবিয়াল রাইগোপাল দাশ সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ কাব্যসংকলন থেকে নেওয়া।
পাকিস্তানে কমিউনিস্ট পার্টি যখন বেআইনী ঘোষিত হয়, সেই সময় রচিত।
যারা দেশের দরদী তাহারা মরেছে দূরে দেখা পাই যদি॥ মনের কথা জানাইতাম, . দেখলাম না আজ অবধি॥ . কত শত নেতা হল স্বাধীনতার পর . অখ্যাত কুখ্যাত কত হল মাতবর, দেশপ্রেম নাই দুই রত্তিভর, তারা পেল মস্ নদি॥
দেশের লাগি বুকের রক্ত দিয়েছে যারা, তারা হল দেশের শত্রু ঘর বাড়ি হারা, গরীবের দুঃখ বুঝতে কারা, নাই তাদের প্রতিনিধি॥
জোর করিয়া দেশ দরদী দেশেতে যে দল, গরীবগণের চামড়া নিয়া বাজায় মাদল, জীবন নৌকা পড়তেছে তল, . শোষণের ভরা নদী॥
আর কত দিন ঘুমিয়ে রবে কথা ও সুর - কবিয়াল রাইগোপাল দাশ সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ কাব্যসংকলন থেকে নেওয়া।
আর কত দিন ঘুমিয়ে রবে, বাংলাদেশের কৃষকগণ শোষকেরা লুট করে খায় ফাঁকি দিয়ে অনুক্ষণ। . স্বাধীনতার সুফল যত, . করে তারা কুক্ষিগত, . তোমাদের করে বঞ্চিত, . বাড়াইতেছে ধনীর ধন।
চাষীরা রক্তে মাটি জলে, বাংলা দেশের ফসল ফলে, শোষক শ্রেণীর যাঁতাকলে, . বাঁচে না চাষীর জীবন। . কৃষকের আশা মনেতে, . উত্পাদন বৃদ্ধি করিতে, . পারে না তার যোগান দিতে, . ঘুচে না অভাব অনটন।
জোঁকে জানে রক্ত খেতে। জানে না সে রক্ত দিতে, বাঁচতে হলে করতে হবে . সংগঠন আর আন্দোলন।