কবি রামগতি দত্ত রায়-এর কবিতা |
বউ কথা কও কবি রামগতি দত্ত রায় রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত, প্রবাসী পত্রিকার আষাঢ় ১৩২১ ( জুন ১৯১৪ ) সংখ্যায়, শশিভূষণ দত্তর “সেকেলে দুইটি কবিতা” নামক রচনা থেকে নেওয়া। বউ কথা কও ব্রাহ্মণ গিয়াছে হাটে, ব্রাহ্মণী জলেরি ঘাটে, ঘরে মাত্র রহিয়াছে বউ। হেন কালে ব্রহ্মচারী ঘন ডাকে তাড়াতাড়ি--- গৃহস্থরা বাড়ী আছ কেউ॥ আমি ত রসিকানন্দ ভিক্ষাতে করহ বন্দ কাল গেছে একাদশী ব্রত। অর্থেতে নাহিক রুচি খাই সদা ক্ষীর লুচি দধি দুগ্ধ চিনি কিম্বা ঘৃত॥ ওল আলু কাঁচ কলা সৈন্ধবের দুই তোলা অভাবেতে সিদ্ধ করি খাই। বধু বলে হায় হায় একি মম হল দায়--- শ্বশুর শ্বাশুড়ী নাহি ঘরে। রসনা দশনে তুলি নাকে দিয়া অঙ্গুলি লজ্জায় বচন নাহী সরে॥ অতিথি ফিরিয়া যায় কেমনে রাখিব তায় হেন জন নাহি বলে রও। অতিথে বিমুখ দেখি গাছ হতে বলে পাখী বউ কথা কও॥ . ****************** . সূচীতে . . . মিলনসাগর |