কবি শম্পা মাহাতোর কবিতা |
শ্রাবণের ধারা কবি শম্পা মাহাতো রচনা ১৬.০৮.২০১৬ বাতাসে ঘনীভুত আবার আবেগ হাতের তালুতে খুঁজে চলি শুধু কোন রেখাটায় তুই। এমনিতেই শ্যামলা বরন শ্রাবণ মাসের মেঘ অঝোর ধারায় বৃষ্টি নামে দৃষ্টি দিয়ে ছুঁই। সাদা কাগজের নৌকা ভাসে প্লাবনের ভাঁজে জলকেলি করে দুটি হাঁস দ্বিধাহীন, যদিবা কূল নিশ্চিত হয় দূরের পরবাসে চঞ্চল প্রাণ বানভাসি হয়ে, হয়ে পড়ে বড় ক্ষীণ। আকাশের গায়ে তড়িৎ খেলে বৃষ্টির জলে ডুবে যায় দেখি পারাপার, নদী, সাঁকো এসকল দিনে গাছও ভেসে চলে বাঁধভাঙ্গা জল মানে না বাঁধা যত তারে পিছু ডাকো। একদিন তবু জল নেমে যায় পথে প্রান্তরে,মাঠ ঘাট জুড়ে ফুটে ওঠে শুধু ক্ষত। শ্রাবণ নেয়না এসকল দায় রেখাটা বলছে তুইও নাকি আমারই মত আহত! . ****************** . সূচীতে . . . মিলনসাগর |