কবি গণসঙ্গীতকার সত্যেন রায়ের গান ও কবিতা |
বাবু তোমাক্ চিনায় বড় ভার কথা ও সুর – সত্যেন রায় স্বপন দাসাধিকারী সম্পাদিত “যুদ্ধ জয়ের গান” থেকে নেওয়া। রচনাকাল ১৯৪২-৪৪। বাবু তোমাক্ চিনায় বড় ভার তোমাক্ বুঝার বড় ভার তোমরা হলেন দ্যাশের নেতা গান্ধী অবতার || তোমরা তাইলে ভাতে নিজে খান হামাক্ উপাস করির কন তোমায় নয়া জামা কাপ্ ড়া পিনধেন হামার বেলায় খেতা আধপেটা খাবার খাই যদি পুরা প্যাটের কাথা কই সেলাই লাঠির দ্যাছেন গুতা | এইলা দেখি মন হামার তোমার পুখে হয় বেজার তোমরা নাকি রাম অবতার তোমার মহিমা অপার তোমাক্ চিনার বড় ভার || তোমরা মুখত্ হলেন হাসিখুশি হামার পিঠত্ চড়েন আসি হামার মাথত্ চড়ি তোমরা কতয় দোখান খেলা | তোমার বিশ বছরের জমিনদারী হামার যতো টারীবাড়ি তামান তো পেটত্ সেনধাইলেন বুঝির পায়সি এলা | তোমরা গান্ ধীবাদী না কন আর চুরী তোমার খালি সার এইলা দেখি হাম্ রা সগায় হইসি যে বেজায় তোমরা হলেন দ্যাশের নেতা গান্ ধী অবতার হিটা দিমেন হুটা দিমেন কতয় তোমার কাথা তামান তো ভরেয়া দিলেন খালি ব্যাঙের ছাতা তোমার আইসেজে মরণ কাল সাদা টুপী হইবে নাল জোড়া বলদ বদলী যাবে এইটা বুঝেন সার | . ****************** . সূচীতে . . . মিলনসাগর |
বাবু দেছি নমস্কার কথা ও সুর – সত্যেন রায় স্বপন দাসাধিকারী সম্পাদিত “যুদ্ধ জয়ের গান” থেকে নেওয়া বাবু দেছি নমস্কার তোমরা হলেন দ্যাশের নেতা গান্ধী অবতার | গদী আঁটা ঘরত্ বসি কিবা কল্লেন কাম্ ঐ ঠেলাতেই হয়া গেল হের হেন্দু পাকিস্তান | হামরা মাইয়া ছাওয়া নিয়া মরি, ভাবি, হিলা-কি ব্যাপার | তোমার মহিমা অপার, তোমাক্ চিনায় বড় ভার, তারে বাদে তোমাক্ হামরা দেছি নমস্কার || . ****************** . সূচীতে . . . মিলনসাগর |