কবি সত্যেন রায় - জলপাইগুড়ি শহরে বাস করতেন। তিনি সরকারী চাকরি করতেন।
তিন গণনাট্য সংঘের সদস্য ছিলেন। তিনি বহু সঙ্গীত রচনা করেছিলেন। তাঁর বহুল প্রচারিত গান “তোমরা
হলেন দ্যাশের নেতা, গান্ধী অবতার” ১৯৪২-৪৪ সালে লেখা। দেশ বিভাগের ফলে মানুষের যে দুর্দশা তার
উপর ভিত্তি করেই এই সঙ্গীতটি রচনা করেছিলেন।
১৯৫০ সালের পর সত্যেন রায় আর গণনাট্য সঙ্ঘের সদস্য থাকেন নি। কিন্তু তিনি গণনাট্য সংঘকে
প্রয়োজনীয় চাদর ঢোল ইত্যাদি কিনে দিয়েছিলেন।
তাঁর রচনায় রয়েছে নাটক ‘ধান কাটি’। পানু পালের “ম্যায় ভুখা হুঁ”-র অনুকরণেও একটি ছায়ানাট্য লেখেন
সত্যেন রায়। পরিমার্জনা করে দেন নারায়ণ গাঙ্গুলী।সত্যেন রায় বহু গানও লিখেছিলেন। আমরা মাত্র দুটি
সংগ্রহ করতে পেরেছি।
তিনি নেতাজীর ভক্ত ছিলেন। কমিউনিষ্ট পার্টির নেতাজীকে কুকুর বলা, উনি মেনে নিতে পারেন নি। একবার
একটা অনুষ্ঠানে সত্যেন রায় “তোমরা হলেন দ্যাশের নেতা” গানটি গেয়েছিলেন পেছন থেকে। এর ফলে
সত্যেন রায় সাসপেণ্ড হয়ে গেলেন দল থেকে। তবুও তিনি ভয় পেয়ে চুপ করে যান নি।
তাঁর সম্বন্ধে এর বেশী আমাদের কাছে আর কোনো তথ্য নেই। কেউ আমাদের যদি একটি ছবি ও কবি
সম্বন্ধে আরও তথ্য পাঠান তাহলে আমরা কতজ্ঞতাস্বরূপ এখানে প্রেরকের নাম উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি গণসঙ্গীতকার সত্যেন রায়ের গণসঙ্গীত ও কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে
পৌঁছে দিতে পারলে এই প্রচেষ্টাকে সার্থক বলে মনে করবো।
উত্স - পানু পাল, উত্তরবঙ্গে গণসঙ্গীত চর্চা, স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধজয়ের গান, এবং জলার্ক
. প্রকাশনী, ১৯৯৭।
কবি সত্যেন রায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ৩০.৬.২০১৬
...