আমি এক বাতিল কাকতাড়ুয়া কথা ও সুর - কবি শুভ জোয়ারদার সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া।
আমি এক বাতিল কাকতাড়ুয়া মেটেহাঁড়ি চুলকালিতে তালিমারা ফতুয়াতে ধানক্ষেত পাহারা দি একপায়ে ভর দিয়া, আমি এক বাতিল কাকতাড়ুয়া॥
এ জমির ধানকাটা শেষ তুললো ঘরে কে? শুধিও না দোহাই বাবু দোহাই আমাকে, শুধু, চৌধুরীদের পাইকগুলো সড়কি দিয়ে খুঁড়লো ধূলো তুললো লুঠলো ধান আর বাগদিবধূর নরম শরম হিয়া আমি এক বাতিল কাকতাড়ুয়া॥
নই নই মানুষ আমি নাই গো আমার মন নাইকো বুকে অনুভূতি জড়ের জীবন, মানুষ হলে থাকতো দুচোখ মুখ নাক কান পা পদাঘাত-প্রতিশোধে কাঁপত আমার গা,
দিনদুপুরে দালানকোঠা হুড়মুড়িয়া পড়ত গোটা বুকবাতাসে দিতাম লিখে খুনের শতকিয়া আমি এক বাতিল কাকতাড়ুয়া॥
বাগদিপাড়ার মেঠোপথে আর ভাসে না সুর এলোমেলো হঠাৎ ঝড়ে এ যে নিঝুমপুর।
আমি যদি মানুষ হতাম ঘৃণার আগুনে দাবানল লাগিয়ে দিতাম সুখের দালানে, ঠাকুরদার গল্প বলে জাগাতাম বাগদিদুলে লাগাতাম পেলয়নাচন তাথিয়া তাথিয়া আমি এক বাতিল কাকতাড়ুয়া॥
এক দুই তিন, ডামাডোলের দিন কথা ও সুর - কবি শুভ জোয়ারদার সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া।
এক দুই তিন : ডামাডোলের দিন মই লাগালেই নাগাল পাবো পাড়বো কেরোসিন! দুই তিন চার : বাঁচার কি দরকার? ভেজাল খেয়ে দেশের সবাই ছেড়েছে আহার, ভ্যালা রে সরকার। তিন চার পাঁচ : ভূতপেত্নীর নাচ মানুষ হল শিয়াল কুকুর তোরাই শুধু বাঁচ। চার পাঁচ ছয় : রোজই সবার ভয় কখন আবার ট্যাক্সো বাড়ার মজার আইন হয়! পাঁচ হয় সাত : লম্বা লম্বা বাৎ ঝাড়েন নেতা---অভিনেতা আমরা কুপোকাত। সাত আট নয় : নতুন বোধোদয় আত্মসুখের মন্ত্র জপে পার হবো নিশ্চয়? আট নয় দশ : দিয়াশলাই ঘস্ ফাটবে বারুদ, জ্বলবে আগুন ভাগ্য হবে বশ, অন্ধকারের দরদালানে বিরাট বারাট ধ্বস॥
হিমিপিসি ছিল বাল্যবিধবা মহিলা নিষ্ঠাবতী তিনকুলে তার ছিলনা কো কেউ, আচারে বিচারে সতী । অশ্লেষা-মঘা-অম্বুবাচীর তিথি মেনে সব কর্ম যেখানে আমিষ সেখানে কারফু, মনেতে কঠিন বর্ম ।
সেই পিসিমাই ঢলানি হলেন, মাছে-মাসে দিলো মন মুখে পমেটম, ক্লাবেতে প্লাবন, রিসর্টে বৃন্দাবন ! আসলে পিসির খিদে ছিল পেটে, শত্রুর মুখে ছাই দিয়েছেন পিসি, তাই দিবানিশি রসেবশে মাখা ফ্রাই !
হিমিপিসিমার ফরমূলা আজ খাচ্ছে বুদ্ধিজীবীরা কবি অভিনেতা শিল্পী গায়ক , বিখ্যাত বাবুবিবিরাঃ পেটে খিদে বলে বেহায়া হয়েছে, রাজার ভজনা করিয়া চেটেপুটে খান, লেবু চটকান, প্রতিবাদে গড় করিয়া , নিজের ছায়াকে ডরিয়া !!!