কবি শুভ জোয়ারদার - এর পরিবারের আদি বাড়ি ছিলো ঢাকা, বাংলাদেশ। বর্তমানে তাঁরা
বারুইপুরের অধিবাসী।
১৯৬১ সালে খড়দহ শিবনাথ হাইস্কুল থেকে পাশ করে ১৯৬৫ সালে কলকাতার গোয়েঙ্কা কলেজ থেকে কমার্স
এ স্নাতক হন। ১৯৬৫ সালে ভারত সরকারের C.A.G ( চীফ অ্যাকাউন্টেন্ট জেনারেল ) বিভাগে সিনিয়ার
অ্যাকাউন্টেন্ট হিসেবে যোগদান করেন।
কবি Bangopootool Puppet Passion নামে একটি পুতুলনৃত্যকলা শিক্ষা ও গবেষণা সংস্থার ডাইরেকটর।
এরই সঙ্গে তিনি নাটক ও ছায়াছবির পরিচালক।
তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের ভূমিকা সহ “ছড়া এলোপাথাড়ি”, “বঙ্গদেশের
পুতুল নাট্যকলা” প্রভৃতি।
তাঁর তিনটি গান সুব্রত রুদ্র সম্পাদিত গণসঙ্গীত সংগ্রহ সংকলনের অন্তর্ভুক্ত করা হয়। সেই গানগুলি হলো
“আমি এক বাতিল কাকাতুয়া”, “দেশের লোকের ভাত জুটিল কই”, “এক দুই তিন, ডামাডোলের দিন”।
আমরা মিলনসাগরে কবি শুভ জোয়ারদার-এর গণসঙ্গীত তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টার সার্থকতা।
উত্স - কবির ফেসবুক পাতা।
. সুব্রত রুদ্র সম্পাদিত গণসংগীত সংগ্রহ, ১৯৯০।
কবি শুভ জোয়ারদার-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২০.৮.২০১৬
পাতার পরিবর্ধিত সংস্করণ - ২৫.৯.২০১৬
...