কবি শ্যামসুন্দর বসুর গণসঙ্গীত
*
আগুন লেগেছে আগ্নি ঝড়                                        
কথা - কবি শ্যামসুন্দর বসু
সুর - অজ্ঞাত
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসংগীত সংগ্রহ” থেকে নেওয়া |


আগুন লেগেছে আগ্নি ঝড়
কখনো এখানে কখনো সেখানে
কাকদ্বীপ থেকে তেলেঙ্গানা
ছোটনাগপুর নকসালবাড়ি সাঁওতালপরগণা
এ আগুন পেটের আগুন জমির আগুন আগ্নিবানে
এ আগুন লক্ষ জনের লক্ষ চাষীর লক্ষ প্রাণের
এ আগুন তুফান আনে ঝঞ্ঝা আনে চতুর্দিকে
এ আগুন লক্ষ প্রাণে জোয়ার আনে দিগ্বিদ্গিকে
এ আগুন ছডিয়ে দাও জ্বালিয়ে দাও অযুত পানে
প্রেরণায় রাঙিয়ে দাও রাঙিয়ে দাও তোমার গানে

সামনে যাবার একটু পথ, রাইফেল তোল লও শপথ
রাইফেল তোল, রাইফেল তোল, রাইফেল তোল ,লও শপথ
ছাড়বো না আর জমির ধান, না হয় মরবে হাজার প্রাণ
হাজার প্রাণই  দিতে পারে অত্যাচারের মহাশ্মশান
হাজার প্রাণের ক্ষেতে গড়া হবে অত্যাচারীর মহাশ্মশান।

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর