অব দিন উয়োহ প্যারা আয়া হ্যায় কথা ও সুর : সুবীর মুখার্জ্জী জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে নেওয়া | ( ১৯৮৬ সালে মে দিবসের শতবর্ষে রচিত হয়েছিল গানটি | )
অব দিন উয়োহ প্যারা আয়া হ্যায় জিস্ দিনকা হম ইন্তেজার কিয়া ইন্তেজার কি ঘড়িয়াঁ বীত গই ঢল গই, রাত ভোর হুই মৈ দিন হমারা আয়া হ্যায় |
এ দিন বড়া রঙ্গিলা হ্যায় আনেসে মন ভর যাতা হ্যায় মজদুর দুনিয়াকা সব মিলকর ইস দিনকো সব আপনায়া হ্যায় ইস দিনমে সব মজদুর নে মিলকর কসমে লড়াই খাতা হ্যায় |
জরা ইয়াদ করো উয়োহ কুরবানি সও সাল পুরানি উয়োহ মরদানি হে মার্কেট কি সড়কোঁ পর যব্ খুন বহা জৈসে পানি উস্ খুন কি দৌলত ঝণ্ডা হমারা আজভি লাল নিরালা হ্যায় ||
আজব জমানা দেখো আয়ারে ভৈয়া কথা ও সুর : সুবীর মুখার্জ্জী জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে নেওয়া | ( সুরূপা গুহ থেকে দেবযানী বণিক – একের পর এক বধূহত্যা বা নির্যাতন আমাদের সমাজে শ্বশুরবাড়িতে মেয়েদের অসহায়তা ও নিরাপত্তার অভাবকে প্রকট করে দিয়েছে | এই ঘটনারই আশ্চর্য্য সাদৃশ্য আমাদের পুরাণেও | সেই ট্রাডিশন সমানে চলেছে | )
এমন দ্যাশে জনম মোদের বলিব কি আর ভাই কথা : সুবীর মুখার্জ্জী সুর : প্রচলিত ( ভাওয়াইয়া ) জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে নেওয়া |
এমন দ্যাশে জনম মোদের বলিব কি আর ভাই একবেলাতে ভাত জোটে তো অন্য বেলাই নাই দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া আন্ধার ঘরে ঘরে করলে নালিশ জুটবে গুলি প্রাণটা যাবে যে বেঘোরে |
মাতা কান্দে খুনির হাতে স্বামীরে হারাইয়া কন্যা কান্দে সমাজপাকে কু-পথে পড়িয়া বেকার জ্বালায় জ্বলিয়া ভাই গলায় যে দেয় দড়ি ধন্য স্বাধীনতা তোমার দুই পায়েতে গড় করি |
প্রতি বছর বন্যা খরায় হাজার হাজার মরে জাতের নামে হানাহানি নিত্য ঘরে ঘরে কারখানাতে ঝুলছে তালা খ্যাতে পানি নাই কেমন সুখে আছি বেঁচে তোমরা বল দেখি ভাই |
দ্যাশের শাসন যাদের হাতে গদির তরে মরেন মানুষজনের দুঃখ তাঁরা থোড়াই কেয়ার করেন সভায় সভায় মালা গলায় দ্যান কেবল বুকুনি কাজের বেলায় অষ্টরম্ভা মুখে সমাজবাদের বাণী |
মুখটি বুজে থাকলে পড়ে চলবে নাকো আর হকের কড়ি বুঝে নিতে হবে যে সব্বার মোদের গান শেষ হলে পর চিন্তা করি দেখো লড়াই ছাড়া পথ কি আছে কথাটা মনেতে ভাবিও |
সেই সব লাখো লাখো শহীদের খুন কথা : সুবীর মুখার্জ্জী জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে নেওয়া | ( নিবেদিতা দাস অভিনীত ও পরিচালিত গোর্কির ‘মাদার’ নাটকে ‘সেই সব লাখো লাখো’ গানটি অবলম্বনে রচিত ও সুরারোপিত | মূল গানটির সুরকার ছিলেন প্রবীর মজুমদার | )
সেই সব লাখো লাখো শহীদের খুন যেন বিফলেই না ঝরে যায় ধুলিতে |
তাদের দু’চোখে ছিল স্বপ্ন গভীর নতুন সমাজ এক নতুন স্বদেশ |
সেই সব লাখো লাখো শহীদের গান যেন অকালেই না থেমে যায় বাতাসে |
চেয়েছিল আগুনের ফুল ফোটাতে জীর্ণ এ সমাজের ভিত্ নাড়াতে মানুষের মুক্তির জন্য যে হায় দিল জীবন রক্ত দিল হায় |
তাদের দু’চোখে দেখা সেই পৃথিবী আমাদের মনে তার গড়ার শপথ |
সেই সব লাখো লাখো শহীদের প্রাণ যেন আমাদের প্রাণে মিশে হয় দুর্বার |