কবি সুবীর মুখার্জীর গণসঙ্গীত
*
অব দিন উয়োহ প্যারা আয়া হ্যায়
কথা ও সুর : সুবীর মুখার্জ্জী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া | ( ১৯৮৬ সালে মে দিবসের শতবর্ষে রচিত হয়েছিল গানটি | )


অব দিন উয়োহ প্যারা আয়া হ্যায়
জিস্ দিনকা হম ইন্তেজার কিয়া
ইন্তেজার কি ঘড়িয়াঁ বীত গই
ঢল গই, রাত ভোর হুই
মৈ দিন হমারা আয়া হ্যায় |

এ দিন বড়া রঙ্গিলা হ্যায়
আনেসে মন ভর যাতা হ্যায়
মজদুর দুনিয়াকা সব মিলকর
ইস দিনকো সব আপনায়া হ্যায়
ইস দিনমে সব মজদুর নে মিলকর
কসমে লড়াই খাতা হ্যায় |

জরা ইয়াদ করো উয়োহ কুরবানি
সও সাল পুরানি উয়োহ মরদানি
হে মার্কেট কি সড়কোঁ পর
যব্ খুন বহা জৈসে পানি
উস্ খুন কি দৌলত ঝণ্ডা হমারা
আজভি লাল নিরালা হ্যায় ||

ইয়ে খুশ রহনেকা দিন হ্যায় মগর
ইস্ দিন্ খুশিয়াঁ মনাও নহি
লেঙ্গে কসম্ ইস্ দিনপর হম
জুলমো সিতম সহেঙ্গে নহি
সও বরসোঁ পুরানা ঝণ্ডা লাল হমে
আজ ভি খুঁসে রঙ্গানা হ্যায় ||

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
অব সাহিল তেরা দূর নহি
কথা ও সুর : সুবীর মুখার্জ্জী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


অব সাহিল তেরা দূর নহি
তু রুকনা নহি বঢ় চল্
হম্ ভি হ্যায় তেরে সাত ও সাথী
নাও বঢ়ালে চল্,
( ও মাঝি ) নাও বাঢ়ালে চল্ |

অগর হাম মিলকর নাও বঢ়ায়ে
কোই নহি রোক পাতা হ্যায়
জিতনি ভি লম্বী সফর হো
পার হোকে রহ্ যাতা হ্যায় |
হাথ্ মে হাথ্ মিলাকর সাথী
সুর মিলাকর্ চল্ |
হম্ ভি হ্যায় তেরে সাথ ও সাথী
নাও বঢ়ালে চল, ও মাঝি নাও বঢ়ালে চল্ |

কালে বাদল রাত আন্ধেরি
দরিয়া হ্যায় চঞ্চল
তেরে হাথ্ পতওয়ার হ্যায় মাঝি
সমভল সমভল কর্ চল্ |
( ও মাঝি ) সমভল সমভল কর্ চল্ |

জোর লগাকর লে চল নইয়া
তুফাঁসে ক্যা ডরনা হ্যায়
পূরব গগন পর সুবহ কা তারা
মনজিল দূর নহি হ্যায়
হাথ্ মে হাথ্ মিলাকর সাথী
হিম্মত সে বড় চল |
তেরে হাথ্ পতওয়ার হ্যায় মাঝি
সমভল সমভল কর্ চল্ |
( ও মাঝি ) সমভল সমভল কর্ চল্ |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
আজব জমানা দেখো আয়ারে ভৈয়া
কথা ও সুর : সুবীর মুখার্জ্জী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া | ( সুরূপা গুহ থেকে দেবযানী বণিক – একের পর এক বধূহত্যা বা নির্যাতন
আমাদের সমাজে শ্বশুরবাড়িতে মেয়েদের অসহায়তা ও নিরাপত্তার অভাবকে প্রকট করে
দিয়েছে | এই ঘটনারই আশ্চর্য্য সাদৃশ্য আমাদের পুরাণেও | সেই ট্রাডিশন সমানে চলেছে | )


আজব জমানা দেখো আয়ারে ভৈয়া
আয়া হ্যায় নয়া জমানা |
সীতা জ্বলত হ্যায় আগমে জ্বলকে
তালি বাজাওত্ হ্যায় রামা রে ভৈয়া ||

জিন হাথোঁসে মালা পহ্ নায়া
রামা সীতাকি গলেমে
উন হাথোঁ আজ রঙ্গে হুয়ে হ্যায়
খুনকি লাল রঙ্গোমে
দহেজকি লালচমে সীতাকে পতিনে
ফুলকো কাঁটা বনায়া রে ভৈয়া ||

নয়া জমানোকা রামজীকো চাহিয়ে
বাংলা, টি.ভি. অর মোটর
সোনেকি জেবর দশভরি চাহিয়ে
চাহিয়ে রিফ্রিজরেটর
দহেজকি লালচমে রামজীকে আঁখোমে
পর্দা নহি কোই রহারে ভৈয়া ||

জ্বল জ্বল মরতি হ্যায় জনক দুলারি
উসকি ঘেরকে ছম্ ছম্
নাচ রহ হ্যাঁয় এ দশরথ কৌশল্যা
ভরত শত্রুঘন সছমন |
দহেজকি লালচমে রামজীকে চেহ্ রাপে
জানোয়ারকি রূপ সমায়া রে ভৈয়া ||

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
জিনা হ্যায় তো সব মিলকর
কথা ও সুর : সুবীর মুখার্জ্জী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


জিনা হ্যায় তো সব মিলকর
ঘরসে আযা রাহ্ পর
হর শহর কে হর মজদুরোঁ
আজ হাথ মিলালে
করনা হ্যায় সামনা দুষ্ মনকা
হাথিয়ার উঠালে |

মেহনত্ করকে হম্ মরতে
অওর অ্যাস উড়ায়ে গ্যায়রোঁনে
পেট কি খাতির জান লুটায়া
আপ্ নে লাখো ভাইওঁনে
অব্ লেনা হ্যায় বদ্ লা হামকো
তু খুন বহালে
করনা হ্যায় সামনা দুষ্ মনকা
হাথিয়ার উঠালে |

হিন্দু হো ইয়া মুসলিম হো তুম
শিখ হো ইয়া হো ইসাহি
আও হম্ সব মিলকে করদে
লড়নে কি তৈয়ারি |

মিটাকে আপস কা ঝগড়া সব
মিলকর আগে বড়হা কদম
আখির তক্ হম লড়তে রহেঙ্গে
যত তক্ হোঙ্গে দম্ মে দম্
খুনী দুষমন্ সে তু আপনা
পেয়াস বুঝালে
করনা হ্যায় সামনা দুষ্ মনকা
হাথিয়ার উঠালে |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
দেখো আ গয়া ক্যায়সা জমানা
কথা ও সুর : সুবীর মুখোপাধ্যায়
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


দেখো আ গয়া ক্যায়সা জমানা
ভাও বাজারকা চঢ় গয়া অ্যায়সা
দিনমে দেখতে হ্যায় তারা
ও মারা, ভাও বাজার কা মারা |

খালি থ্যায়লা লেকর হমনে
যাকর পঁহুচা বাজার |

ভাও শুনশুনকে থ্যালা রোয়া
সরনে চক্ কর খায়া
আলু, টমাটর, বয়গন, কদু
কর দিয়া মুহকো কালা
চাওল, শক্কর, তেল, ডাল
সবনে মিলকর হমে লুটা |
ও মারা, ভাও বাজার কা মারা |

কালে ধন্ধেওয়ালোনে দেখো
কর দিয়া জিনা হরাম |
ওয়্যারসেতো পাকিট সুনা হো গয়া
ট্যাকসোঁকা ফন্দামে পঢ়কর
উসপর চুলহা খালি কর দিয়া
কালাবাজারকা চক্কর
চারোঁ তরফ দেখো কালাকা জয় জয়
পাবলিককা বজ গয়া বারাহ |
ও মারা, ভাও বাজার কা মারা ||

চোর সিপাহী বন গয়া ভাই ভাই
কানুনকা আঁখেঁ হ্যায় অন্ধা |
কালাবাজার ম্যাহ্যাঙ্গাইনে হমকো
বনাকে ছোড়া ভিখারি
কবতক হম ভরতেহি রহেঙ্গে
লালা ঔর শেঠকা তিজৌরী
একহি রাস্তা ---- দমদম দবাকা
রহ গয়া সামনে হমারা
ও মারা, ভাও বাজার কা মারা |

টেঢ়া কো সিধা করনা হ্যায়তো
খুদকো করনা হোগা  |
শেঠোঁকো হাথোমে বন্ধে হুয়ে হ্যায়
হর গোদামকা তালা
সাথ হমারা কভি না দেগা
আমলা পোলিশওয়ালা
ম্যাহ্যাঙ্গাইকো কব্জেমে রখনা হ্যায় তো
খুদকা লে লো সাহারা
ও মারা, ভাও বাজার কা মারা |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
মজদুর কি হ্যায় জিন্দগানি তেরি
কথা ও সুর : সুবীর মুখার্জ্জী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


মজদুর কি হ্যায় জিন্দগানি তেরি
ফির, দুখসে তুঝে ক্যা ডরনা হ্যায়
দেখ গ্যার হ্যায় ক্যায়সে মওজ উড়াতে
ইন গ্যারোঁসে তুঝে লড়না হ্যায় |

মানা গরিবিনে ছিনা সুখ তেরা
ভুখা বদন তু রহতা হ্যায়
তনমেনা কপড়া ঘর মে অন্ধেরা
.        বাচ্চা ভুখা প্যাসা হ্যায় |

ফিরভি তুঝে জিনাহি পড়গা
.        দুখকো দুর হটানা হ্যায় |

গ্যারোঁকি তাকতসে ডরনা ক্যায়সা
.        তেরে ভি বাজু মে তাকত হ্যায়
ডটকর ছিনলে অপনি আজাদী
.        পরওয়া তুঝে কিসকি করনা হ্যায় |

শান্ সে তুঝে জিনাহি পড়েগা
.        জুলমোকি বদলা লেনা হ্যায় |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
কলকি বাতেঁ ভুল যাও, ভুল যাও ভেদ পুরানী
কথা : সুবীর মুখার্জ্জী
সুর  : জলি বাগচী ও সুবীর মুখার্জ্জী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


কলকি বাতেঁ ভুল যাও, ভুল যাও ভেদ পুরানী
নয়ি ভবিষমে লিখেঙ্গে হম মিলকর নয়ে কাহানী
হোঙ্গে হোনী, জো হ্যায় অনহোনী |

ধনওয়ানোকো বনায়া হ্যায় ইয়ে জাতকা ফন্দা
দূর হটানা হ্যায় হমকো জালিমকা ধন্ধা
দূর ভাগাও জাতপাত কা হর মতলবকো
তোড়কে রখদো বীচ খড়ে হর দিওয়ারোঁকো
নয়ে ঢঙ্গসে নয়া জমানা হমসব মিলকে বসায়েঙ্গে |
হোঙ্গে হোনী, জো হ্যায় অনহোনী |

এক হ্যায় আপনা ধরতি আকাশ এক হ্যায় তনমন
এক হ্যায় আপনা ভুখপেয়াস অর দিলকা ধড়কন
এক হওয়ামে দম লেতে যব ঝগড়া ক্যায়সা
খুন পসিনা এক হ্যায় আপনা লড়না কৈসা
নয়ে ঢঙ্গসে নয়া জমানা হমসব মিলকে বসায়েঙ্গে |
হোঙ্গে হোনী, জো হ্যায় অনহোনী |

পণ্ডিত মুল্লা ধরমকো লেকর ভেদ রচাতা
দূর হটাও ঝগড়া মন্দির মসজিদোঁ কা
না হম হিন্দু হ্যায়না মুসলিম এক হ্যায় জাতি
মেহনত কস হম ভুক্ গরিবি আপনা সাথী
নয়ে ঢঙ্গসে নয়া জমানা হমসব মিলকে বসায়েঙ্গে |
হোঙ্গে হোনী, জো হ্যায় অনহোনী |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
এমন দ্যাশে জনম মোদের বলিব কি আর ভাই
কথা : সুবীর মুখার্জ্জী
সুর  :  প্রচলিত  ( ভাওয়াইয়া )
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া |


এমন দ্যাশে জনম মোদের বলিব কি আর ভাই
একবেলাতে ভাত জোটে তো অন্য বেলাই নাই
দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া আন্ধার ঘরে ঘরে
করলে নালিশ জুটবে গুলি প্রাণটা যাবে যে বেঘোরে |

মাতা কান্দে খুনির হাতে স্বামীরে হারাইয়া
কন্যা কান্দে সমাজপাকে কু-পথে পড়িয়া
বেকার জ্বালায় জ্বলিয়া ভাই গলায় যে দেয় দড়ি
ধন্য স্বাধীনতা তোমার দুই পায়েতে গড় করি |

প্রতি বছর বন্যা খরায় হাজার হাজার মরে
জাতের নামে হানাহানি নিত্য ঘরে ঘরে
কারখানাতে ঝুলছে তালা খ্যাতে পানি নাই
কেমন সুখে আছি বেঁচে তোমরা বল দেখি ভাই |

দ্যাশের শাসন যাদের হাতে গদির তরে মরেন
মানুষজনের দুঃখ তাঁরা থোড়াই কেয়ার করেন
সভায় সভায় মালা গলায় দ্যান কেবল বুকুনি
কাজের বেলায় অষ্টরম্ভা মুখে সমাজবাদের বাণী |

মুখটি বুজে থাকলে পড়ে চলবে নাকো আর
হকের কড়ি বুঝে নিতে হবে যে সব্বার
মোদের গান শেষ হলে পর চিন্তা করি দেখো
লড়াই ছাড়া পথ কি আছে কথাটা মনেতে ভাবিও |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর       
*
সেই সব লাখো লাখো শহীদের খুন
কথা : সুবীর মুখার্জ্জী
জলি বাগচী ও দিপালী সেনগুপ্ত সম্পাদিত “গণবিষাণের গানের স্বরলিপি” ( ২০১২ ) থেকে
নেওয়া | ( নিবেদিতা দাস অভিনীত ও পরিচালিত গোর্কির ‘মাদার’ নাটকে ‘সেই সব লাখো
লাখো’ গানটি অবলম্বনে রচিত ও সুরারোপিত |  মূল গানটির সুরকার ছিলেন প্রবীর
মজুমদার | )


সেই সব লাখো লাখো শহীদের খুন
যেন বিফলেই না ঝরে যায় ধুলিতে |

তাদের দু’চোখে ছিল স্বপ্ন গভীর
নতুন সমাজ এক নতুন স্বদেশ |

সেই সব লাখো লাখো শহীদের গান
যেন অকালেই না থেমে যায় বাতাসে |

চেয়েছিল আগুনের ফুল ফোটাতে
জীর্ণ এ সমাজের ভিত্ নাড়াতে
মানুষের মুক্তির জন্য যে হায়
দিল জীবন রক্ত দিল হায় |

তাদের দু’চোখে দেখা সেই পৃথিবী
আমাদের মনে তার গড়ার শপথ |

সেই সব লাখো লাখো শহীদের প্রাণ
যেন আমাদের প্রাণে মিশে হয় দুর্বার |

.            *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর