কবি সুবল দাস-এর গণসঙ্গীত
*
যারা দাঙ্গা করে মানুষ মারে
কথা ও সুর - কবি সুবল দাস
শিল্পী - শুভেন্দু মাইতি
“মঈনুদ্দীন কেমন আছ” (১৯৯৫) সি.ডি.-র গান। শুনে লেখা।


যারা দাঙ্গা করে মানুষ মারে
ভাবেনা রে পাছের গতি
সেকি কখন চিন্তা করে
এটা তো তার দেশের ক্ষতি

কেউবা কারো তালে পড়ে
পরের ঘরে দেয় আগুন
প্রাণ বাঁচাতে পরের ফাঁদে
তার বাবা হইয়াছেন খুন

মামা শিবুর(?) ভাগ্নে জামাই
দাঙ্গাতে কেউ পায়না রেহাই
কে শোনে কার বাপের দোহাই
পায় ধরিলে মারে লাথি

হোক না সে ভিন্ন জাতি
তাতে কোনো ক্ষতি নাই
ভালোবেসে আদর কোরে
পর কে আপন করা চাই

সুবল দাসের পথটা ধর
মিলে মিশে কর্ম করো
দেশের শত্রু দমন করো
কেউ কোরো না কারো ক্ষতি

যারা দাঙ্গা করে মানুষ মারে
ভাবেনা রে পাছের গতি
সে কি কখন চিন্তা করে
এটাতে তার নিজের ক্ষতি

.        *************************      

.                                                                             
সূচীতে . . .      



মিলনসাগর