কবি তরুণ বন্দ্যোপাধ্যায়ের কবিতা
*
পোষাকের প্রয়োজনে
কবি তরুণ বন্দ্যোপাধ্যায়


পোষাকের প্রয়োজনে নগ্ন হই অন্ধকারে একা

সীমিত সময়গুচ্ছ বাতাসে ছড়ানো হল বেশ কিছুদিন
দেখা গেল এলোমেলো কিছু মুখ, কিছু জটিলতা
অ্যাকোয়ারিয়ামে মাছ, লাল-নীল—কী যে সফলতা—
এইভাবে বেঁচে থাকি, জমে যায় কিছু-কিছু ঋণ

কিছু-কিছু ঋণ থাকে যাদের সহজে কোনো হিসেব মেলে না
কিছু-কিছু প্রেম যাদের রাখতে হয় আলোহীনতায়
কিছু সিগারেট তুমি কেন যে পোড়ালে তার কারণ পেলে না
কেন যে ব্যাকুল হলে লোহিতাভ এই নম্র গোধূলিবেলায়

গোধূলিবেলায় কেউ একা একা চলে যায় দূরে
অলেখা ঋণের বোঝা কারু বুকে জমায় আঘাত
অদৃশ্য হাঙারে ঝোলে বাতাসে সংখ্যাহীন প্রার্থীর হাত
রিক্ত হয়ে আছে কেউ, কোথাও বৃষ্টি পড়ে রিমঝিম সুরে

পোষাকের প্রয়োজনে নগ্ন হই অন্ধকারে একা

.             ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
বিনয় মজুমদার
কবি তরুণ বন্দ্যোপাধ্যায়


ঠাকুরনগর ইষ্টিশানের পাশে
.            ছায়ায় ঢাকা একটি বাড়ি আর—
সেইখানে খুব একা-একাই থাকেন
.                ভীষণ একা বিনয় মজুমদার |

গ্রামের মানুষ ঘিরে আছেন তাঁকে,
.            ঘিরে আছেন তরুণ কবির দল,
সব-হারানো কবির কথা ভেবে
.            বাংলা ভাষার দু’চোখ ভরা জল |

স্মৃতির মতো রহস্যময় তিনি,
.            বীজের মতো ব্যাকুল দুটি চোখ
মেলে আছেন, সামনে পড়ে আছে
.            কান্না, ধুলো, আকাশ : বিশ্বলোক |

কত-কিছুই দেখে গেলেন তিনি
.         অবাক করার, স্তব্ধ করার মতো,
অন্যে পেল জ্বরে শীতল প্রলেপ,
.          তিনি পেলেন জীবন-ভরা ক্ষত !

জীবন সে তো মৃত্যুরই হাত ধরে
.            অনন্তকে স্পর্শ করে থাকা,
তবু আকাশ একটা কথা রাখো :
.            ফিরিয়ে দাও কবিকে তাঁর চাকা |

.             ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর
*
রৌদ্রস্নান
কবি তরুণ বন্দ্যোপাধ্যায়

আকাশে স্মৃতির মতো ছায়া-ছায়া মেঘ ভেসে আসে---
সমস্ত উদ্বেগ ভুলে দ্যাখো আজ সূর্যের উথ্বান,
আলোর বন্যায় এই জগতের ভেসে যাওয়া দ্যাখো,
পথে নামো, গাছ ও পাখির সঙ্গে করো রৌদ্রস্নান |

অনন্ত তোমাকে আজ তাঁর পথে দিয়েছেন ডাক,
বিষাদের কথা নয়, নয় মন-খারাপের কথা,
গহন অরণ্যে একা অত্রস্ত হরিণ --- রক্তে তার
গান গায়, খেলা করে বিশ্বসঙ্গীতের জঙ্গমতা |

.                ************************                 
.                                                                          
সূচীতে . . .    




মিলনসাগর