সীমিত সময়গুচ্ছ বাতাসে ছড়ানো হল বেশ কিছুদিন দেখা গেল এলোমেলো কিছু মুখ, কিছু জটিলতা অ্যাকোয়ারিয়ামে মাছ, লাল-নীল—কী যে সফলতা— এইভাবে বেঁচে থাকি, জমে যায় কিছু-কিছু ঋণ
কিছু-কিছু ঋণ থাকে যাদের সহজে কোনো হিসেব মেলে না কিছু-কিছু প্রেম যাদের রাখতে হয় আলোহীনতায় কিছু সিগারেট তুমি কেন যে পোড়ালে তার কারণ পেলে না কেন যে ব্যাকুল হলে লোহিতাভ এই নম্র গোধূলিবেলায়
গোধূলিবেলায় কেউ একা একা চলে যায় দূরে অলেখা ঋণের বোঝা কারু বুকে জমায় আঘাত অদৃশ্য হাঙারে ঝোলে বাতাসে সংখ্যাহীন প্রার্থীর হাত রিক্ত হয়ে আছে কেউ, কোথাও বৃষ্টি পড়ে রিমঝিম সুরে
আকাশে স্মৃতির মতো ছায়া-ছায়া মেঘ ভেসে আসে--- সমস্ত উদ্বেগ ভুলে দ্যাখো আজ সূর্যের উথ্বান, আলোর বন্যায় এই জগতের ভেসে যাওয়া দ্যাখো, পথে নামো, গাছ ও পাখির সঙ্গে করো রৌদ্রস্নান |
অনন্ত তোমাকে আজ তাঁর পথে দিয়েছেন ডাক, বিষাদের কথা নয়, নয় মন-খারাপের কথা, গহন অরণ্যে একা অত্রস্ত হরিণ --- রক্তে তার গান গায়, খেলা করে বিশ্বসঙ্গীতের জঙ্গমতা |