কবি জগদ্বন্ধু ভদ্রর কবিতা গান ও বৈষ্ণব পদাবলী
*
প্রেমবন্যা
সম্পাদকের মঙ্গলাচরণ
ভণিতা জগ-বন্ধু

কবি জগ
দ্বন্ধু ভদ্র
বৈষ্ণব পদাবলী
“শ্রীগৌরপদ-তরঙ্গিণী” গ্রন্থ মুদ্রিত হবার কয়েক মাস পরে ১৩১১ বঙ্গাব্দের ২২শে ভাদ্রের (সেপ্টেম্বর ১৯০৪)
শ্রীশ্রীবিষ্ণুপ্রিয়া ও আনন্দবাজার পত্রিকায় লেখেন যে, “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” প্রকাশের জন্য তিনি যে
মঙ্গলাচরণটি রচনা করে প্রকাশকের কাছে পাঠিয়েছিলেন তা সেই গ্রন্থে ছাপা হয়নি। তার পরিবর্তে
জগ
দ্বন্ধুবাবু সম্পাদিত প্রেমানন্দের মনঃশিক্ষা গ্রন্থে তাঁর রচিত যে মঙ্গলাচারণটি ছাপা হয়েছিল, ভ্রমবশতঃ
সেটিই “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”-তে প্রকাশিত হয়েছে। জগ
দ্বন্ধু ভদ্রর মৃত্যুর পর প্রকাশিত, মৃণালকান্তি ঘোষ
সম্পাদিত “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪), সংকলনের সেই ভ্রমবশতঃ ছাপা মঙ্গলাচরণটি পরিবর্তন করে
জগ
দ্বন্ধুবাবুর এই গ্রন্থের জন্য লেখা মঙ্গলাচরণটি প্রকাশিত করা হয়।


বৃন্দাবনমে                           শেষ-রস-পাহাড় ;
তহিছে গৌর নিতাই।
প্রেমক ঢল                             বঙ্গে নামাওল,
ভাসল সবহুঁ ঠাই॥
সীতাপতি পহুঁ                            পহিল ভাসল,
ভাসল মুকুন্দ আদি।
নদীয়া ছোড়কে                        উধাউ প্রবাহে,
ধাোল পীরিতিনদী॥
প্রেম-দরিয়াসে,                        ডুবি ভকত-মীন,
ক্রীড়ত সানন্দ প্রাণ।
পাসণ্ডীক দল,                        খণ্ড খণ্ড হোকে,
ভাসত তৃণ সমান॥
ভাব মহাভাব                               সাত্ত্বিকাদি,
উঠল কতহুঁ তরঙ্গ।
তাহে পড়ি পাষণ্ড,                    হাবুডুবু খাওত,
দোন ভাই দেখে রঙ্গ॥
হরিদাস ছুতার                          হরিনাম-তরী,
পাতল সো নদী মাহে।
রুপ সনাতন                           আদি দাঁড়ি ছয়
রসক দাঁড় খেচে তাহে॥
ডিঙ্গি সামনে বৈঠি                     হরেনাম-বাদাম
ডুবিছে খাটাওয়ে নিমাই।
ভকতি কেরোয়ালে                 ভবাম্ বুদ্ধি পারে
পাতকী তরাওয়ে নিতাই॥
রাধা-নাম-সারি                            সবহুঁ নাবিক
ঘন গগন ভেদী গাহে।
কোই কহে রাধা,                    কিষণ কহে কোই,
যুগল নাম কোই কহে॥
এ নাম সাধনে                        জগত মাতাওল
গায় জীব নিয়ড় দূরে।
কাঠ কঠিন হিয়া                         এ জগ-বন্ধুক
জিভে নাম নাহি স্ফূরে॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .   


মিলনসাগর
*
কী কহব আজু সখি আনন্দক ওর
ভণিতা দীন জগবন্ধু
কবি জগবন্ধু ভদ্র
বৈষ্ণব পদাবলী
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙ্গালীর গান” ( ১৯০৫ ) সংকলন থেকে নেওয়া।


.        ॥ ধানশী॥

কী কহব আজু সখি আনন্দক ওর।
আওল পরাণ-নাথ মন্দিরে হি মোর॥
ইহ হিয়া পালঙ্গে বৈঠল বঁধু আসি।
বরষল অমিয়া তছুর মৃদু হাসি॥
বিরহক পাপিয়া বিষাক ভোমরা।
দগধল হুতাশ-চাঁদ হিয়া হমরা॥
নিরাশা মলয়ানিল যত দুখ দেল।
পিয়া-মুখ হেরইতে সব দূরে গেল॥
নেহারি বঁধুয়া-মুখ চিত মাতোয়ারা।
সরস পরশে তঁহি ভেণু আত্মহারা॥
পিরিতে ভরল হিয়া ভৈ-গেনু ভোর।
দুনয়নে বহতহি আনন্দক-লোর॥
পরশ-পাথর জনু বঁধুয়া পিরিতি।
পরশে নিকশ হেম ভেল মজুমতি॥
হিমক ওঢ়নী পিয়া গিরীষক বাও।
বরিষাক ছত্র পিয়া দরিয়াক নাও॥
আঁধারি রাতিক পিয়া চাঁদ উজিয়ার।
দরিদ জনক পিয়া সবরস সার॥
মরি মরি পিয়ারূপ লোচনাভিরাম।
চিত উন মাতাওই বঁধুক সুঠাম॥
আও সখি বঁধুসনে করত আলাপ।
শীতল হোয়ব হিয়া বিঘুচব তাপ॥
ঝুরত রহন-দিন দীন জগ
দ্বন্ধু।
চরণ-পদম-সুধা মিলব কি বিন্দু॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
পামর মন তুহুঁ কাহে করু হাহুতাশ
ভণিতা দীন জগদ্বন্ধু
কবি জগবন্ধু ভদ্র
বৈষ্ণব পদাবলী
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙ্গালীর গান” ( ১৯০৫ ) সংকলন থেকে নেওয়া।


.        ॥ তিরোতা-ধানশী॥

পামর মন তুহুঁ কাহে করু হাহুতাশ।
কাহাকে ছোড়ত দীঘল নিশোয়াস॥
আঁখি-লোরে ভাসত কাহে দিনরাতি।
কাহে হিয়া দপদপি কাহে ফাটে ছাতি॥
সমঝলু তছুক মরম অব মন্ মে।
বিখয়-ভুজঙ্গম দংশনে মরমে॥
বিখম-বিখে তনু ভৈগেল বিথার।
তঁহিছে করহুঁ তুহুঁ ইহ হাহাকার॥
কাহে নহি ডাকহু ওঝা মূঢ়মন।
নদিয়ামে বৈঠত ওঝা মিশ্র-নন্দন॥
হরিনাম-মন্তরে যব সোই ঝাড়ে।
ভাগত ভুজগ, বিখ যাউ দূরে॥
বিখ-বৈদ্য পহুঁ করুণাক সিন্ধু।
কব তাহে চিনহব দীন জগবন্ধু॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর
*
বুঝলু রে মন ভেলত বোখার
ভণিতা জগবন্ধু
কবি জগ
দ্বন্ধু ভদ্র
বৈষ্ণব পদাবলী
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙ্গালীর গান” ( ১৯০৫ ) সংকলন থেকে নেওয়া।


.        ॥ কেদার॥

বুঝলু রে মন ভেলত বোখার।
দারুণ তাপ জনু দগধ অঙ্গার॥
কাঁপত থরথরি দারুণ শীতে।
রহিরহি ওঠত ভর জনু চিতে॥
ঘনঘন বহত তপত নিশোয়াস।
দূর নাহি ভেলত দারুণ পিয়াস॥
ক্ষীণ বহত নাড়ী বিখম-বিকার।
হকল গেয়ান, পরলাও সার॥
রে মন, ভোগবি ভব রোগে কাহে।
পায়ব সোয়াতি, শুন কহি যাহে॥
হরিনাম-ঔখদ ভকতি-অনুপানে।
পান করহ ব্যধি করব পয়ানে॥
কিন্তু জগবন্ধুক বিখয়-রোগে।
হরিনাম-ঔখদ না মিলই ভাগে॥

.        *************************       
.                                                                               
সূচীতে . . .    


মিলনসাগর