| কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী |
| অপরূপ পহুঁক প্রেম বলিহারি ভণিতা নরহরি দাস ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৯০-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! ॥ বেলোয়ার॥ অপরূপ পহুঁক প্রেম বলিহারি। গর গর অন্তর তরল অঙ্গ-গতি অথির চরণ ধৃতি ধরণ না পারি॥ ধ্রু॥ দূরহি দূর অব- লকি তুরিত গতি আওল নিয়ড়ে সুঘড় অভিরাম। অধিক অবশ বশ নাহি বসন পবি- তাকর কন্ধে ধরল কর বাম॥ গৌরক মুখচন্দ নিরখি ঘন হাসত মৃদু মৃদু অধর উজোর। অনুপম ভঙ্গী ভুরি শোভা শুভ শারদবরণ শকত নাহি থোর॥ ইহ নিতাই বিনু গৌর-বিমলপাদপদ্ম পাওব বলি যো করু আশ। সো ত্রিজগত মধি মূরুখ এক সব বিফল নিচয় ভণ নরহরি দাস॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| শ্রীবীরভূমেতে ধাম কাঁদড়া মাঁদড়া গ্রাম ভণিতা নরহরি দাস ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩১৩-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! ॥ কামোদ॥ শ্রীবীরভূমেতে ধাম কাঁদড়া মাঁদড়া গ্রাম তথায় জন্মিলা জ্ঞানদাস। আকুমার বৈরাগ্যেতে রত বাল্যকাল হৈতে দীক্ষা লৈলা জাহ্নবার পাশ॥ অদ্যাপি কাঁদড়া গ্রামে জ্ঞানদাস কবি নামে পূর্ণিমায় হয় মহামেলা। তিনদিন মহোত্সব আসেন মহান্ত সব হয় তাহাদের লীলাখেলা॥ মদনমঙ্গল নাম রূপে গুণে অনুপাম আর এক উপাধি মনোহর। খেতুরীর মহোত্সবে জ্ঞানদাস গেলা যবে বাবা আউল ছিল সহচর॥ কবিকুলে যেন রবি চণ্ডীদাস তুল্য কবি জ্ঞানদাস বিদিত ভূবনে। যার পদ সুধারস মেন অমৃতের ধার নরহরি দাস ইহা ভণে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| রাধিকা জনম উত্সবে মাতিছে ভণিতা নরহরি দাস ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২১১- জগবন্ধু ভদ্র, এই পদটিকে ভক্তিরত্নাকর গ্রন্থের পদ বলে উল্লেখ করেছেন। আমরা, ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থে এই পদটি পাইনি। তাই এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! এই পদটি আমরা নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদাবলীর পাতাতেও রাখছি। ॥ ধানশী॥ রাধিকা জনম- উত্সবে মাতিছে শচীর দুলাল গোরা রঙ্গিয়া। গোপবেশ ধরি নাচে তার সাথে নটন-পণ্ডিত সুঘড় সঙ্গিয়া॥ বাজিছে মাজল তাদৃম্ তাদৃম্ ধিক ধিন্না তালে বাজিছে খোল। ঝানানা ঝানান ঝাঁঝরির বোল বাজে করতাল করি ঘোর রোল॥ গাব্ গাব্ গাব্ থমক গমকে ভেউ ভেউ ভোঁ ভোঁ রামশিঙ্গা বাজে। ডিম্ ডিম্ ডিম্ গোপীযন্ত্র বাজে তাক্ তা তাধিন্ খঞ্জরি বাজে॥ ষড়জে গারত মুকুন্দাদি সব পঞ্চমে বালক ধরয়ে তান। রহি রহি রহি উঠে তিন গ্রামে সপ্ত সুর সঙ্গে মূর্চ্ছনা মান॥ শঙ্খ কাংস্য রব তা সহ মিশিছে তা সহ মিশিছে আবাবা ধ্বনি। তা সহ গাইছে দাস নরহরি বলিহারি যাই গোরার নিছনি॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |