কবি নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলী
*
*
উঠিয়া বিধুমুখী রজনী প্রভাত দেখি
ভণিতা নরহরি দাস
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময়
মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, ১৩৮১টি
পদবিশিষ্ট “শ্রীপদমেরুগ্রন্থ”, ৭৩-পৃষ্ঠা। এখানে এই পদটি কোন নরহরির, তা বলা হয়নি।


উঠিয়া বিধুমুখী রজনী প্রভাত দেখি চমকি এ দিগ নেহারে।
বিহান দেখিয়া ধনি মনে বিষাদ গুণি তুরিতহি জাগাও বন্ধুরে॥
ওঠ বলি প্রাণনাথ শ্যাম অঙ্গে দিয়ে হাথ ঘন ফুকরয়ে বিনোদিনী।
সুন সুন নাগর নিন্দহ পরিহর অবগত হইল যামিনী॥
উঠল গোকুলবাসী মনে মনে হেন বাসি তবে ত হইবে পরমাদ।
তাহে ননদিনী ঘরে মোর ছন্দে সদা ফেরে অবিরোধে সাধে কত বাদ॥
কি জানি পাপলোকে যদি হেন কালে দেখে অনরথ হইবে তখন।
কহে দাস নরহরি অলস সম্বরি ঝাট হরি করহ চেতন॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
লাগি ধূলায় ধূসর সোনার বরণ শ্রীগৌর দেহ
ভণিতা নরহরি দাস
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৯৯-পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ সুহই॥

লাগি ধূলায় ধূসর সোনার বরণ শ্রীগৌর দেহ।
অঙ্গের ভূষণ সকল তেজল, না জানি কাহার লেহ॥
হরি হরি মলিন গৌরাঙ্গচাঁদে।
উহু উহু করি, ফুকরি ফুকরি, উরে পাণি ধরে কাঁদে॥ ধ্রু॥
তিতিয়া গেয়ল সব কলেবর ছাড়য়ে দীঘল নিশ্বাস।
রাইয়ের পিরীতি যেন হেন রীতি কহে নরহরি দাস॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নিশিশেষে গোরা ঘুমের আবেশে
ভণিতা নরহরি দাস
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৩২-পৃষ্ঠা। জগবন্ধু ভদ্র,
এই পদটিকে ভক্তিরত্নাকর গ্রন্থের পদ বলে উল্লেখ করেছেন। আমরা, ৪২৬ গৌরাব্দে
(১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থে এই পদটি পাইনি। তাই
এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তবুও আমরা
এই পদটি নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদাবলীর পাতাতেও রাখলাম। নরহরি
সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে
বলতে পারে!

.                        ॥ তুড়ী॥

নিশিশেষে গোরা ঘুমের আবেশে শয়ন পালঙ্কোপরে।
হেন জন নাহি বারেকে সে শোভা হেরিয়া পরাণ ধরে॥
প্রভাতে জাগিয়া নিজ পরিকর বেষ্টিত অঙ্গনে বসি।
জগজন মন হেলাতে হরিয়া হিয়াতে থাকয়ে পশি॥
দন্তধাবনাদি সারি সুরধুনী সিনান আনন্দাবেশে।
নিজগৃহে গণ সহিত ভোজন কৌতুক শয়ন শেষ॥
পূর্ব্বাহ্ণ সময়ে শুক্লাম্বর আদি ভকতগণের ঘরে।
প্রেমের আবেশে অবশ হইয়া বিবিধ বিলাস করে॥
মধ্যাহ্ন কালেতে অতি মনোহর পুষ্পের উদ্যান মাঝে।
কত কত রঙ্গ তরঙ্গে বিভোর সঙ্গে পারিষদ সাজে॥
অপরাহ্ণ সময়ে ধরিয়া ভুবনমোহন বেশ।
নদীয়ানগরে ভ্রমণ বিবাদ শোভার নাহিক শেষ॥
সন্ধ্যাকালে নিজ ভবনে গমন অতি অপরূপ রীত।
দেব বন্দনাদি করিয়া যতনে যাহাতে মায়ের প্রীত॥
প্রদোষে শ্রীবাস মন্দিরে প্রবেশ অধিক উলাস হিয়া।
তথা প্রিয়গণ মন অনুরূপ করয়ে অদ্ভুত ক্রিয়া॥
নিশায় সকল পরিকর সহ সংকীর্ত্তন করি।
পুনঃ নিজ গৃহে শয়ন আনন্দে ভণে দাস নরহরি॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
অপরূপ পহুঁক প্রেম বলিহারি
ভণিতা নরহরি দাস
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২৯০-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ বেলোয়ার॥

অপরূপ পহুঁক প্রেম বলিহারি।
গর গর অন্তর                                  তরল অঙ্গ-গতি
অথির চরণ ধৃতি ধরণ না পারি॥ ধ্রু॥
দূরহি দূর অব-                                লকি তুরিত গতি
আওল নিয়ড়ে সুঘড় অভিরাম।
অধিক অবশ বশ                              নাহি বসন পবি-
তাকর কন্ধে ধরল কর বাম॥
গৌরক মুখচন্দ                                নিরখি ঘন হাসত
মৃদু মৃদু অধর উজোর।
অনুপম ভঙ্গী                                   ভুরি শোভা শুভ
শারদবরণ শকত নাহি থোর॥
ইহ নিতাই বিনু                             গৌর-বিমলপাদপদ্ম
পাওব বলি যো করু আশ।
সো ত্রিজগত মধি                                মূরুখ এক সব
বিফল নিচয় ভণ নরহরি দাস॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শ্রীবীরভূমেতে ধাম কাঁদড়া মাঁদড়া গ্রাম
ভণিতা নরহরি দাস
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩১৩-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয়
নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে!

॥ কামোদ॥

শ্রীবীরভূমেতে ধাম                                কাঁদড়া মাঁদড়া গ্রাম
তথায় জন্মিলা জ্ঞানদাস।
আকুমার বৈরাগ্যেতে                             রত বাল্যকাল হৈতে
দীক্ষা লৈলা জাহ্নবার পাশ॥
অদ্যাপি কাঁদড়া গ্রামে                             জ্ঞানদাস কবি নামে
পূর্ণিমায় হয় মহামেলা।
তিনদিন মহোত্সব                                আসেন মহান্ত সব
হয় তাহাদের লীলাখেলা॥
মদনমঙ্গল নাম                                    রূপে গুণে অনুপাম
আর এক উপাধি মনোহর।
খেতুরীর মহোত্সবে                                জ্ঞানদাস গেলা যবে
বাবা আউল ছিল সহচর॥
কবিকুলে যেন রবি                                 চণ্ডীদাস তুল্য কবি
জ্ঞানদাস বিদিত ভূবনে।
যার পদ সুধারস                                   মেন অমৃতের ধার
নরহরি দাস ইহা ভণে॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গৌরাঙ্গচাঁদ হের নয়নের কোণে
ভণিতা নরহরি দাস
কবি নরহরি সরকার ঠাকুর অথবা নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩২৮-পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ কেদার॥

গৌরাঙ্গচাঁদ হের নয়নের কোণে।
শরণ লইনু তোমার শীতল চরণে॥
দিয়াছি তোমারে দায় আমার কেহ নাই।
তুমি দয়া না করিলে যাই কার ঠাঁই॥
প্রভু নিত্যানন্দ করহ করুণা।
কাতর হইয়া ডাকে দীনহীন জনা॥
পূর্ব্বে পাপী তরাইলে এবে না তরাও।
পাপিষ্ঠ উদ্ধার এবার জগতে দেখাও॥
তোমার কৃপা না পাইয়া বেড়াই কাঁদিয়া।
পূরবে দিয়াছ প্রেম জগতে যাচিয়া॥
সে করুণা প্রকাশিয়া উদ্ধারহ মোরে।
শুনিয়াছি দয়ার ঠাকুর দেখুক সংসারে॥
গৌরাঙ্গ নিতাই মোরে না কর নৈরাশ।
দন্তে তৃণ ধরি কহে নরহরিদাস॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাধিকা জনম উত্সবে মাতিছে
ভণিতা নরহরি দাস
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ২১১- জগবন্ধু ভদ্র, এই পদটিকে ভক্তিরত্নাকর গ্রন্থের পদ বলে
উল্লেখ করেছেন। আমরা, ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থে
এই পদটি পাইনি। তাই এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। নরহরি
সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! এই
পদটি আমরা নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদাবলীর পাতাতেও রাখছি।

॥ ধানশী॥

রাধিকা জনম-                                উত্সবে মাতিছে
শচীর দুলাল গোরা রঙ্গিয়া।
গোপবেশ ধরি                                নাচে তার সাথে
নটন-পণ্ডিত সুঘড় সঙ্গিয়া॥
বাজিছে মাজল                                  তাদৃম্ তাদৃম্
ধিক ধিন্না তালে বাজিছে খোল।
ঝানানা ঝানান                                 ঝাঁঝরির বোল
বাজে করতাল করি ঘোর রোল॥
গাব্ গাব্ গাব্                                     থমক গমকে
ভেউ ভেউ ভোঁ ভোঁ রামশিঙ্গা বাজে।
ডিম্ ডিম্ ডিম্                                গোপীযন্ত্র বাজে
তাক্ তা তাধিন্ খঞ্জরি বাজে॥
ষড়জে গারত                                     মুকুন্দাদি সব
পঞ্চমে বালক ধরয়ে তান।
রহি রহি রহি                                    উঠে তিন গ্রামে
সপ্ত সুর সঙ্গে মূর্চ্ছনা মান॥
শঙ্খ কাংস্য রব                               তা সহ মিশিছে
তা সহ মিশিছে আবাবা ধ্বনি।
তা সহ গাইছে                                     দাস নরহরি
বলিহারি যাই গোরার নিছনি॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় জয়দেব দয়াময় পিরীতি রতনখানি
ভণিতা নরহরি দাস
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৭১পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ সুহই॥

জয় জয়দেব দয়াময় পিরীতি রতনখানি।
পরম পণ্ডিত, পূজ্যগুণগণ-মণ্ডিত চতুরমণি॥
মধুর মূরতি, অতি অনুপম, বিদিত চরিত রীতি।
রসিকশেখর, সুখময় পদ্মাবতীর পরাণপতি॥
বিপ্রবংশ-অবতংস কবিভূষণ ভুবনে কে সম তার।
প্রেমরসে মহামত্ত সদা কেন্দুবিল্লীতে বসতি যাঁর॥
শ্রীরাধামাধব, সেবা সুবিগ্রহ, কেবা না হেরিয়া ভুলে।
যে রস অমিঞা, পিয়া দিবা নিশি, ভাসয়ে আনন্দজলে॥
পদ্মাবতী সহ গানে বিচক্ষণ, আনে কি উপমা সাজে।
পশু পক্ষী ঝুরে শুনিয়া গন্ধর্ব্ব কিন্নর মরু লাজে॥
যাহার রচিত শ্রীগীতগোবিন্দ গ্রন্থ সুকোমল তাতে।
গোবিন্দ আনন্দে “দেহি পদ পল্লবাদি” বর্ণিলেন যাতে॥
প্রেমে মাখি রাখিলেন যেন সব এ সব অদ্ভুত ভাতি।
নীলাচলচন্দ্র জগন্নাথ যাহা শুনয়ে আনন্দে মাতি॥
ব্রজেন্দ্রনন্দন গৌরচন্দ্র নবদ্বীপে অবতরি রঙ্গে।
যার কাব্যরস আস্বাদে স্বরূপ রায় রামানন্দ সঙ্গে॥
পর দুঃখে দুঃখী পদ্মাবতী-নাথ-পদ যে করয়ে আশ।
যুগল পিরীতি, রসে সে ভাসয়ে, ভণে নরহরি দাস॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বিপ্রকূলে ভূপ ভুবনে পূজিত
ভণিতা নরহরি দাস
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৭০-পৃষ্ঠা। এই পদের
রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও
অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে!

॥ মঙ্গল॥

বিপ্রকূলে ভূপ, ভুবনে পূজিত, যুগল পিরীতিদাতা।
যার তনু মন, রঞ্জন না জানি, কি দিয়া গড়িল ধাতা॥
সতত ভকতি, রসে ডগমগ, চরিত বুঝিবে কে।
যাহার চরিতে, ঝুরে পশু-পাখী পিরীতে মজিল যে॥
শ্রীরাধাগোবিন্দ, কেলিবিলাস যে, বর্ণিল বিবিধ মতে।
কবিগুরু চারু, নিরুপম মহী, ব্যাপিল যাহার গীতে॥
শ্রীনন্দনন্দন, নবদ্বীপপতি, শ্রীগৌর আনন্দ হৈয়া।
যার গীতামৃত, আস্বাদে স্বরূপ, রায় রামানন্দ লৈঞা॥
পরম পণ্ডিত, সঙ্গীতে গন্ধর্ব্ব, জিনিয়া যাহার গান।
অনুখন কীর্ত্তনানন্দে মগন, পরম করুণাবান্॥
বৃন্দাবনে রতি, যার তার সঙ্গে, সতত সে সুখে ভোর।
রসিক জনের প্রাণধন, গুণ বর্ণিতে নাহিক নাহিক ওর॥
চণ্ডীদাস পদে যার রতি সেই পিরীতি মরম জানে।
পিরীতিবিহীন জনে ধিক রহু দাস নর হরি ভণে॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর