কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী |
নৃত্যতি রাধা ধৃতি ভর ভঞ্জিনী গজগামিনী ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম তরঙ্গ, ৪১৪-পৃষ্ঠা। ॥ তথাহি গীতে॥ কেদারঃ॥ নৃত্যতি রাধা ধৃতি ভর ভঞ্জিনী গজগামিনী। মঙ্গলময় হীন মলিন, কোমল কালিন্দী পুলিন, ধনি ধনি ধনি নির্ম্মল বর সরস পুলিন যামিনী॥ ধ্রু॥ বাজত মৃদুতর মৃদঙ্গ, ধিগি ধিগি ধিগি তগ ধিলঙ্গ, ধা দৃগু দৃগু ঝেন্দ্রাং দৃমি, দৃমি দৃমি দৃমি দ্রামিনী। ঝুনু নুনু পগ নূপুর ধ্বনি, কিঙ্কিণী কটি ঝিনি নিনি নিনি, ঝঙ্কৃত কর বলয় ঝনন, ঝনন অতিরামিণী॥ প্রফুল্লিত মুখকঞ্জ বসন, দশনাবলি ললিত হসন, নিগদত তক থৈ থৈ, থৈ তক সুখদামিনী। সুললিত মণিভূষণ গণ, গীম ধুনত কৌতুক ঘন, লোল লোচনাঞ্চল ভরু, অলক কুল ললামিনী॥ চামীকর গরব হরণ, পরম মধুর মধুরিতন, আবৃত বসনাঞ্চল চল, ঝলকত অনুপামিনী। হস্তক বহুভীতি করত, শোভা রস পুঞ্জ ঝরত, নরহরি বহু নিছনি নিরখি---লজ্জিত সুরকামিনী॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
শ্যামরসময় রাসমণ্ডল মধ্য লসত সু ভঙ্গিতে ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম তরঙ্গ, ৪১৩-পৃষ্ঠা। ॥ পুনঃ কেদারঃ॥ শ্যামরসময় রাসমণ্ডল মধ্য লসত সু ভঙ্গিতে। ললিত বেশ বিলাস অতিশয় নিপুণ নব নব সঙ্গীতে॥ জাতি শ্রুতি স্বর গ্রাম মুরুছন তান সরস প্রকাশঈ। থোদিত কত থৈতা থৈ থৈ বদত মৃদু মৃদু হাসঈ॥ মঞ্জু বদন ময়ঙ্ক ঝলকত মদন মদভর ভঞ্জএ। লোল লোচন কঞ্জ চাহনি যুবতিগণ হৃদি রঞ্জএ॥ ঝন নন নন শব্দকৃত মঞ্জীর চরণে বিরাজঈ। নিছনি নরহরি মধুর নৃত্যে মৃদঙ্গ দৃমি দৃমি বাজঈ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
জয় জনরঞ্জন কঞ্জনয়ন ঘন ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম তরঙ্গ, ৩৭২-পৃষ্ঠা। ॥ শুকঃ প্রাহ। যড়ঙ্গা মেদিনী গীতে যথা॥ জয় জনরঞ্জন কঞ্জ নয়ন ঘন অঞ্জননিভ নব নাগর ঐ ঐ। গোকুল কুলজা কুলধৃতি মোচন চন্দ্রবদন গুণ সাগর ঐ ঐ॥ নন্দ তনুজ ব্রজভূষণ রসময় মঞ্জুল ভুজ মুদবর্দন ঐ ঐ। শ্রীবষভানু তনয়া হৃদিসম্পদ মদনার্ব্বুদ মদ মর্দ্দন ঐ ঐ॥ গীত নিপূণ নিধুবন নয় নন্দিত নিরুপম তাণ্ডবপণ্ডিত ঐ ঐ। ভানুতনয়া পুলিনাঙ্গন পরিসর রমণীনিকর মণিমণ্ডিত ঐ ঐ॥ বংশীধর ধরণীধর কৃত বন্ধুর অধরারুণ সুন্দর ঐ ঐ। কুন্দরদন কমনীয় কৃশোদর বৃন্দাবিপিন পুরন্দর ঐ ঐ॥ কৃষ্ণকেলি কলহৈক ধুরন্দর ধা ধা ধি ধি ত গ ধেন্না ঐ ঐ। স্ব স্বরি গরি নরহরিনাথ এ ই অ ইতি অই অই অতেন্না ঐ ঐ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই সংকলনে এই পদটি নরহরি চক্রবর্তীর পদ পলে উল্লিখিত রয়েছে। ॥ তথারাগ॥ জয় জন রঞ্জন কঞ্জ নয়ন ঘন অঞ্জন নিভ নব নাগর ঐ ঐ। গোকুল কুলজা কুল ধৃতি মোচন চন্দ্রবদন গুণসাগর ঐ ঐ॥ নন্দতনুজ ব্রজ ভূষণ রসময় মঞিজুল ভুজ মুদবর্দ্দন ঐ ঐ। শ্রীবষভানু তনয়াহৃদি সম্পদ মদনার্ব্বুদ মদ মর্দ্দন ঐ ঐ॥ গীত নিপূণ নিধু বন নয় নন্দিত নিরুপম তাণ্ডব পণ্ডিত ঐ ঐ। ভানুতনয়া পুলিনাঙ্গন পরিসর রমণী নিকর মণি মণ্ডিত ঐ ঐ॥ বংশীধর বর ধরণীধর কৃত বন্ধু অধরারুণ সুন্দর ঐ ঐ। কুন্দরদন কিবা কমনীয় কৃশোদর বৃন্দাবিপিন পুরন্দর ঐ ঐ॥ কৃষ্ণকেলি কলহৈক ধুরন্দর ধাধা ধিধি তগ ধেন্না ঐ ঐ। স্ব স্বরি গরি নরহরি নাথ এই এই অ ইতি অই অই অতেন্না ঐ ঐ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩২৬, ৩৭২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। জয় জন রঞ্জন কঞ্জ নয়ন ঘন অঞ্জন নিভ নব নাগর ঐ ঐ। গোকুল কুলজা কুল ধৃতি মোচন চন্দ্রবদন গুণসাগর ঐ ঐ॥ নন্দতনুজ ব্রজ ভূষণ রসময় মঞিজুল ভুজ মুদবর্দ্দন ঐ ঐ। শ্রীবষভানু তনয়াহৃদি সম্পদ মদনার্ব্বুদ মদ মর্দ্দন ঐ ঐ॥ গীত নিপূণ নিধু বন নয় নন্দিত নিরুপম তাণ্ডব পণ্ডিত ঐ ঐ। ভানুতনয়া পুলিনাঙ্গন পরিসর রমণী নিকর মণি মণ্ডিত ঐ ঐ॥ বংশীধর বর ধরণীধর কৃত বন্ধু অধরারুণ সুন্দর ঐ ঐ। কুন্দরদন কিবা কমনীয় কৃশোদর বৃন্দাবিপিন পুরন্দর ঐ ঐ॥ কৃষ্ণকেলি কলহৈক ধুরন্দর ধাধা ধিধি তগ ধেন্না ঐ ঐ। স্ব স্বরি গরি নরহরি নাথ এই এই অ ইতি অই অই অতেন্না ঐ ঐ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
আজু মধুর মধু যামিনী পূরণ শশি শোহয়ে ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম তরঙ্গ, ২৬১-পৃষ্ঠা। ॥ গীতে যথা---মালকোষ॥ আজু মধুর মধু যামিনী পূরণ শশি শোহয়ে। যমুনা বন পুলিন হেরি, উনমত চিত বেরি বেরি, বায়ত বলদেব শৃঙ্গনাদ জগত মোহয়ে॥ ধ্রু॥ কর্ষত ধ্বনি প্রেয়সীগণ, পর্শত শ্রুতি তেজি ভবন, আয়ত হিয় হর্ষ সরস, সুমনা মন রঞ্জয়ে। কিঙ্কিণী রিণি ঝিনিন ঝনন, নূপুর রব ধ্বিজ হরণ, কঞ্জ চরণ ধরণ মঞ্জু, খঞ্জন গতি গঞ্জয়ে॥ বহু পিয় চউতোর সকল, কামিনী বনি বেশ বিমল, দামিনী জিনি ঝল কত অতি, কৌতুক পরকাশয়ে। নাহ পরম কৌতুক রত, মৃদু মৃদু মৃদু ভাখত কত, চাতুরী ময় বচন চারু, অমিয়গরব নাশয়ে॥ চঞ্চল যুগ ভ্রমর-নয়ন, ললনাকুল কমল বয়ন, মাধুরী মধু পীয়ত মগন ঘন ভণ তন আয়য়ে। বিপুল পুলক উয়ত দেহ, অতুলিত নিত ললিত লেহ, নরহরি কিএ বুঝব পরশ পর রস উমতায়ে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
রাধা মৃগনয়নী গোরি ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম তরঙ্গ, ১৯৩-পৃষ্ঠা। ॥ রাগ সারঙ্গ॥ রাধা মৃগনয়নী গোরি, নাগর করবাহু জোরি, প্রমুদিত চিত নিরখত, ঘনশ্যাম সরসী শোভা। নির্ম্মল পরিপূর্ণ বারি, পীযূষবর গরব হারি, মন্দ পবন পরশত, মৃদু বীচি ভুবন লোভা॥ বিকসিত নবকুঞ্জ নিকর, গুঞ্জত মধুমত্ত ভ্রমর, মঞ্জু নটত খঞ্জন জনরঞ্জন অনুপামা। সারস লস হংস লাখ, ফিরতহি তহি চক্রবাক, ক্রৌঞ্চ কীর কোকিল শিখী, কলরব অভিরামা॥ ঝলকত সর তীর অতুল, কুসুমিত তরু বল্লী বকুল, বলয়িত জল ছলক ছাঁহ, ছূটত ছবি ভারী। অভিনব কুটি মণ্ডপ গণ, মণ্ডিত কত বেদি রতন, সুগঠন মণি জড়িত ঘাট, লোচন রুচিকারী॥ চৌদিশ রস ঝরত পুঞ্জ, বেষ্টিত সুবলাদি কুঞ্জ, সুরুচি রচনা তঁহি কত, ভাঁতি ভবন ভ্রাজে। ষড় ঋতু কৃত সেবন ঘন, অদভুত মহিমা সুরগণ, গায়ত নরহরি অনুখন, ধ্যায়ত হৃদি মাঝে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |