কবি নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনের পদাবলী
*
রামচন্দ্র কবিরাজ বিখ্যাত ধরণী মাঝ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩২০-পৃষ্ঠা। আমরা মনে করছি যে এই পদটি নরহরি চক্রবর্তীরই
রচনা। কারণ নরহরি সরকার গোবিন্দদাস কবিরাজের পূর্বেকার, শ্রীচৈতন্য মহাপ্রভুর সমসাময়িক কবি
ছিলেন। অবশ্য নরহরি চক্রবর্তী ছাড়াও পরবর্তী অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে
পারে! তাই, পদটিকে আমরা নরহরি সরকার বা নরহরি চক্রবর্তীর অনির্দিষ্ট পদাবলীর পাতাতেও রাখছি।

॥ মঙ্গল॥

রামচন্দ্র কবিরাজ                                বিখ্যাত ধরণী মাঝ
তাহার কনিষ্ঠ শ্রীগোবিন্দ।
চিরঞ্জীব সেন-সুত                               কবিরাজ নামে খ্যাত
শ্রীনিবাস শিষ্য কবিচন্দ॥
তেলিয়াবুধরি গ্রামে                                জন্মিলেন শুভক্ষণে
মহাশাক্তবংশে দুই ভাই।
পরে পিতৃধর্ম্মত্যাগী                               ঘোরতর পীড়া লাগি
বৈষ্ণব হইলা দোঁহে তাই॥
হইল আকাশবাণী                                কহিলেন কাত্যায়নী
গোবিন্দ গোবিন্দপদ ভজ।
বিপত্তে মধূসূদন                                  বিনে নাহি অন্য জন
সার কর তার পদরজ॥
শ্রীখণ্ডের দামোদর                                 কবিকুলে শ্রেষ্ঠতর
গোবিন্দের হন মাতামহ।
সুরগুরু সঙ্গে যার                                 তুলনায় বারে বার
লোকে যশ গায় অহরহ॥
বুঝি মাতামহ হৈতে                               কবিকীর্ত্তি বিধিমতে
পাইলা গোবিন্দ কবিরাজ।
কহে দীন নরহরি                                   তাই ধন্য ধন্য করি
গায় গুণ পণ্ডিতসমাজ॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় জয় রামচন্দ্র কবিরাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী।
১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-
তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩২০-পৃষ্ঠা।
আমরা মনে করছি যে এই পদটি নরহরি
চক্রবর্তীরই রচনা কারণ, ভণিতার পংক্তি “কাতর উর নরহরি সুপুকারত”-তে কবি নিজেকে
“সুপকার” বলে সম্বোধন করছেন। প্রবাদ রয়েছে যে নরহরি চক্রবর্তী বৃন্দাবনে কিছুকাল
সূপকারের কাজ করেছিলেন। এই পদটিই তার প্রমাণ।
এ বিষয়ে কবির পরিচিতির পাতায়
বিস্তারিত দেওয়া রয়েছে।

॥ পঠমঞ্জরী॥

জয় জয় রামচন্দ্র কবিরাজ।
সুললিত রীত                                  নামরত নিরবধি
মগন আনন্দ মহোদধি মাঝ॥ ধ্রু॥
শ্রীশ্রীনিবাস                                     আচার্য্যবর্য্য-যুগ
চরণ কঞ্জরজ ভজন বিভোর।
তছু গুণ চরিত                                অমৃত নিত পান
সুপ্রেম অতুল তুলনা নহু থোর॥
রসময় শ্রীমদ্                                      ভাগবতাদিক
গ্রন্থ পঠনঅনুভব নহু মর্ম্ম।
শ্রীল নরোত্তম                                  সজ সতত অতি
প্রীতি বিদিত অনুভব সব কর্ম্ম॥
শ্রীগোবিন্দ                                     কবীন্দ্র কৃপানিধি
ধীর মহামন গৌরচরিত্র।
নির্ম্মল প্রেম-                                     প্রচার চারু গুণ
যাক কার্য্য করু ভুবন পবিত্র॥
কর্ণপুর পরি-                                        পূর্ণ প্রেমরস
রসিক অনন্য হরষ দিন রাতি।
সুঘড় নৃসিংহ                                  সিংহ সম বিক্রম
ভাব প্রবল অবিরত রহু মাতি॥
শ্রীভগবান                                      ভাব ভর ভুষিত
চতুর-শিরোমণি চরিত গভীর।
গুণমণি গোকুল-                                   গৌরচন্দ্র-গুণ
কীর্ত্তনে অনুখণ হোত অথির॥
শ্রীবল্লবীকান্ত                                          করুণার্ণব
ভক্তিপ্রচারক অধিক উদার।
গোপীরমণ                                         নৃত্যগীতপ্রিয়
পূজ্য প্রচণ্ড প্রতাপ অপার॥
দ্বিজকুল উজ্জ্বল-                                কারী চক্রবর্ত্তী
শ্রীশ্যামাদাসাখ্য কৃপাল।
কো সমুঝব তছু                                চরিত সুধাময়
ত্রিভুবন বিদিত সুকীর্তি বিশাল॥
রামচরণ চিত-                                  চোর চতুরবর
পণ্ডিত পরম কৃপালয় ধীর।
গৌর নিতাই                                 নাম শুনইতে যছু
ঝর ঝর নয়নযুগলে ঝরু নীর॥
শ্রীমদ্ব্যাস-                                বিদিত বিদগধ অতি
সঘনে জপতহি সুমধুর হরিনাম।
রোয়ত খনে খনে                             কম্প পুলক তনু
লোটত ক্ষিতি নহি হোত বিরাম॥
শ্রীগোবিন্দ                                      গৌরগুণ-লম্পট
ভাসত প্রেমসমুদ্র মাঝার।
শ্রীশ্রীদাস                                     রসিক-জন-জীবন
দীনবন্ধু-যশ বিশদ বিথার॥
গোকুল-চক্র-                                     বর্ত্তী গুণসাগর
কি কহব জগভরি মহিমা প্রকাশ।
শ্রীমদ্রূপ                                        ঘটক ঘটনাকৃত
নিত্যচিত্ত মতি যুগল বিলাস॥
শ্রীরাধাবল্লভ                                        মণ্ডল মহী
মণ্ডিত গুণ আনন্দ স্বরূপ।
পরিকর সহিত                              গৌর যছু সবরস
পরম উদার ভক্তিরসভূপ॥
নৃপতি বীর                                    হাম্বীর ধীরবর
করি দুঃখ দূর পুরই অভিলাষ।
কাতর উর                                নরহরি সুপুকারত
চরণ নিকট রাখহ করি দাস॥

.            *************************            

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর