| কবি নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনের পদাবলী |
| জয় জয় জয়দেব দয়াময় ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২২ বঙ্গাব্দ (১৯১৫), ১ম খণ্ড, ১ম শাখা, ১ম পল্লব, মঙ্গলাচরণ, পদসংখ্যা ১৩। শ্রীশ্রীপদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায় দেওয়া সতীশচন্দ্র রায়ের নির্দেশ অনুসারে এই পদটি গীতচন্দ্রোদয়ের রচয়িতা নরহরি চক্রবর্তীর রচনা। ॥ যথারাগ॥ (মঙ্গল) জয় জয় জয়- দেব দয়াময় পিরিতি-রতন-খনি। পরম পণ্ডিত পূজ্য গুণগণ- মণ্ডিত চতুর-মণি॥ মধুর মূরতি অতি অনুপম বিদিত-চরিত-রীতি। রসিক-শেখর সুখময় পদ্মা- বতীর পরাণ-পতি॥ বিপ্রবংশ-অব- তংশ কবি-ভূপ ভূবনে কে সম তার। প্রেম-রসে মহা- মত্ত সদা কেন্দু- বিল্বেতে বসতি যার॥ শ্রীরাধামধব- সেবা সুবিগ্রহ কেবা না হেরিয়া ভুলে। সে রূপ-অমিয়া পিয়া দিবা নিশি ভাসয়ে আনন্দ-জলে॥ পদ্মাবতী সহ গানে বিচক্ষণ আনে কি উপমা সাজে। পশু পক্ষ ঝুরে শুনিয়া গন্ধর্ব্ব কিন্নর মরয়ে লাজে॥ যার বিরচিত শ্রীগাতগোবিন্দ গ্রন্থ সুকৌশল তাতে। গোবিন্দ আনন্দে “দেহি পদ-পল্লব” আদি বর্ণিলেন যাতে॥ প্রেমে মাখি রাখি- লেন যেন সব বর্ণ সুঅদ্ভুত ভাতি। নীলাচল-চন্দ্র জগন্নাথ যাহা শুনয়ে আনন্দে মাতি॥ ব্রজেন্দ্র-নন্দন গৌরচন্দ্র নব- দ্বীপে অবতরি রঙ্গে। যার কাব্য-রস আস্বাদে স্বরূপ রায় রামানন্দ সঙ্গে॥ পরদুখে দুখী পদ্মাবতী-নাথ- পদে যে করয়ে আশ। যুগল-পিরিতি- রসে সে ভাসয়ে ভণে নরহরি দাস॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৩৭১-পৃষ্ঠা। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। ॥ সুহই॥ জয় জয়দেব দয়াময়, পিরীতি রতনখানি। পরম পণ্ডিত, পূজ্যগুণগণ-মণ্ডিত চতুরমণি॥ মধুর মুরতি, অতি অনুপম, বিদিত চরিত রীতি। রসিকশেখর, সুখময় পদ্মাবতীর পরাণপতি॥ বিপ্রবংশ-অবতংস কবিভূষণ ভূবনে কে সম তার। প্রেমরসে মহামত্ত সদা কেন্দুবিল্লীতে বসতি যাঁর॥ শ্রীরাধামধব, সেবা সুবিগ্রহ, কেবা না হেরিয়া ভুলে। যে রস অমিঞা পিয়া দিবা নিশি, ভাসয়ে আনন্দজলে॥ পদ্মাবতী সহ গানে বিচক্ষণ, আনে কি উপমা সাজে। পশু পক্ষী ঝুরে শুনিয়া গন্ধর্ব্ব কিন্নর মরু লাজে॥ যার বিরচিত শ্রীগীতগোবিন্দ গ্রন্থ সুকোমল তাতে। গোবিন্দ আনন্দে “দেহি পদ-পল্লবাদি” বর্ণিলেন যাতে॥ প্রেমে মাখি রাখিলেন যেন সব এ সব অদ্ভুত ভাতি। নীলাচলচন্দ্র জগন্নাথ যাহা শুনয়ে আনন্দে মাতি॥ ব্রজেন্দ্রনন্দন গৌরচন্দ্র নবদ্বীপে অবতরি রঙ্গে। যার কাব্যরস আস্বাদে স্বরূপ রায় রামানন্দ সঙ্গে॥ পর দুঃখে দুঃখী পদ্মাবতী-নাথ-পদ যে করয়ে আশ। যুগল পিরীতি, রসে সে ভাসয়ে, ভণে নরহরি দাস॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| জয় জয় চণ্ডীদাস দয়াময় ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩২২ বঙ্গাব্দ (১৯১৫), ১ম খণ্ড, ১ম শাখা, ১ম পল্লব, মঙ্গলাচরণ, পদসংখ্যা ১৪। শ্রীশ্রীপদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায় দেওয়া সতীশচন্দ্র রায়ের নির্দেশ অনুসারে এই পদটি গীতচন্দ্রোদয়ের রচয়িতা নরহরি চক্রবর্তীর রচনা। ॥ যথারাগ॥ (মঙ্গল) জয় জয় চণ্ডী- দাস দয়াময় মণিড সকল গুণে। অনুপম যার যশ রসায়ন গাওত জগত-জনে॥ বিপ্র-কুল-ভূপ ভুবনে পূজিত অতুল আনন্দ-দাতা। যার তনু মন রঞ্জন না জানি কি দিয়া করিল ধাতা॥ সতত সে রসে ডগ-মগ নব চরিত বুঝিবে কে। যাহার চরিতে ঝুরে পশু পাখী পিরিতে মজিল যে॥ শ্রীরাধাগোবিন্দ- কেলি-বিলাস যে বর্ণিলা বিবিধ মতে। কবি-বর চারু নিরুপম মহী ব্যাপিল যাহার গীতে॥ শ্রীনন্দ-ননদন নবদ্বীপ-পতি শ্রীগৌর আনন্দ হৈয়া। যার গীতামৃত আস্বাদে স্বরূপ রায় রামানন্দ লৈয়া॥ পরম পণ্ডিত সঙ্গীতে গন্ধর্ব্ব জিনিয়া যাহার গান। অনুখন কীর্ত্ত- নানন্দে মগন পরম করুণাবান॥ বৃন্দাবনে রতি যার তার সঙ্গ সতত সে সুখে ভোর। রসিক জনের প্রাণ-ধন গুণ বর্ণিতে নাহিক ওর॥ চণ্ডীদাস-পদে যার রতি সেই পিরিতি মরম জানে। পিরিতি-বিহীন জনে ধিক্ রহু দাস নরহরি ভণে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| নাচে শচীসুত লীলা অদভুত ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী আনুমানিক ১৭৫০ সালে বৈষ্ণবদাস ( গোকুলানন্দ সেন ) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের, সটীক সংস্করণ ১৩৩০ বঙ্গাব্দ (১৯২৩), ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ১৭শ পল্লব, শ্রীগৌরাঙ্গের নৃত্যাদি লীলা, পদসংখ্যা ২০৯৭। শ্রীশ্রীপদকল্পতরুর ৫ম খণ্ডের ভূমিকায় দেওয়া সতীশচন্দ্র রায়ের নির্দেশ অনুসারে এই পদটি গীতচন্দ্রোদয়ের রচয়িতা নরহরি চক্রবর্তীর রচনা। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ২২০৬ সংখ্যক পদ। ॥ মায়ূর॥ নাচে শচীসুত লীলা অদভুত চলনি ডগমগি ভঙ্গিয়া। সঙ্গে কত কত ভকত গাওত হিলন গদাধর-অঙ্গিয়া॥ আজানুবাহু তুলি বোলয়ে হরি হরি আপনি নিজ রসে মাতিয়া। বদন-মণ্ডল চাঁদ ঝলমল দশন মোতিম-পাঁতিয়া॥ কষিত কাঞ্চন- কিরণ ঝলমল সতত কীর্ত্তন-রঙ্গিয়া। অরুণ নয়ানে বরুণ-আলয় অঝরে ঝরে দিন রাতিয়া॥ পঙ্গু অন্ধ যত পতিত দুর্গত দেওল সভে প্রেম যাচিয়া। করুণা দেখি মনে ভরসা বাঢ়ল দাস নরহরি-ছাতিয়া॥ এই পদটি ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৬৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদের রচয়িতা কোন নরহরি তা বলা সম্ভব হয় নি। নরহরি সরকার ও নরহরি চক্রবর্তী ছাড়াও অন্য কোনো কবি নরহরির পদ কি না তাও বা কে বলতে পারে! ॥ মায়ূর॥ নাচে শচীসুত, লীলা অদভুত, চলনি ডগমগি ভঙ্গিয়া। সঙ্গে কত কত, ভকত গাওত, হিলন গদাধর-অঙ্গিয়া॥ আজানু বাহু তুলি, বোলয়ে হরি হরি, আপনি নিজ রসে মাতিয়া। বদন-মণ্ডল, চাঁদ ঝলমল, দশন মোতিমপাঁতিয়া॥ কষিত কাঞ্চন, কিরণ ঝলমল, সতত কীর্ত্তন রঙ্গিয়া। অরুণ-নয়ানে, বরুণ-আলয়, অঝরে ঝরে দিন রাতিয়া॥ পঙ্গু অন্ধ যত, পতিত দুরগত, দেয়ল সবে প্রেম যাচিয়া। করুণা দেখি মনে, ভরসা বাঢ়ল, দাস নরহরি ছাতিয়া॥ এই পদটি ১৯০৫ সালে প্রকাশিত, দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৫৩০-পৃষ্ঠা। এখানে এই পদটি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। ॥ মায়ূর॥ নাচে শচীসুত, লীলা অদভুত, চলনি ডগমগি ভঙ্গিয়া। সঙ্গে কত কত, ভকত গাওত, হিলন গদাধর ভঙ্গিয়া॥ আজানু বাহু তুলি, বোলয়ে হরি হরি, আপনি নিজ রসে মাতিয়া। বদন মণ্ডল, চাঁদ ঝলমল, দশন মোতিম-পাঁতিয়া॥ কষিত কাঞ্চন- কিরণ ঝলমল, সতত কীর্ত্তন রঙ্গিয়া। অরুণ নয়ানে, বরুণ আলয়, অঝরে ঝরে দিন রাতিয়া॥ পঙ্গু অন্ধ যত, পতিত দুর্গত, দেওল সভে প্রেম যাচিয়া। করুণা দেখি মনে, ভরসা বাঢ়ল, দাস নরহরি ছাতিয়া॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| গৌরসুন্দর পরম শুভক্ষণে ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ৫৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। জগবন্ধু ভদ্র এই পদটি, নরহরি চক্রবর্তী বিরচিত “ভক্তিরত্নাকর” গ্রন্থের “নরহরি” ও “নরহরি দাস” ভণিতাযুক্ত পদের মধ্য থেকে পেয়েছেন বলে জানিয়েছেন। তাই এই পদটি নরহরি চক্রবর্তীর পদ বলে বিবেচিত হয়েছে। এই পদটি আমরা আমাদের কাছে সংগৃহীত, ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থে খুঁজে পাইনি। পদটি এখানে রাখা হলো এবং একই সঙ্গে পদটি কবি নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থে প্রাপ্ত পদাবলীর পাতাতেও রাখা হলো। ॥ সুহই॥ গৌরসুন্দর পরম শুভক্ষণে ধরল যজ্ঞোপবীত। বেদবিহিত ক্রিয়ানিপূণ, শচী মিশ্র নিরুপম রীত॥ বিবিধ মঙ্গল হোত কুলবধু উলু লু লু লু লু দেত। ভাটগণ ভণ সুযশ শুভ শোভা সুদুঠি ভরি লেত॥ গান করু নবতাল গুণী মুরজাদি বায়ত সুরঙ্গ। নৃত্য কৃত নর্তক উখটি ঘন ধাধি ধিকধ ধিলঙ্গ॥ দেবগণ-মন মগন অতিশয় নিরখি ললিত বিলাস। ভুবন ভরি জয় জয় ধ্বনি নিছনি নরহরি দাস॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |