কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
এ সখি এ সখি বহু করল অকাজ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০৬। অথ চিত্রে যথা --- ॥ বেলাবলী॥ এ সখি এ সখি বহু করল অকাজ । মোহে অসিয়ানি ? জানি নিরদয় মতি ডারল অতিশয় সঙ্কট মাঝ ॥ ধ্রু ॥ চাতুরি করি কত যতনে আনি পট লেখি পুরুখবর নিরুপম সাজ । দেয়ল গুপতে চকিত নয়নাঞ্চলে লখইতে পৈঠি রহল হিয়মাঝ ॥ সুবলিত তনু জনু জলদপুঞ্জ রুচি বরিষয়ে নিরত পিরীতিময় বারি । কোটি কুসুমশর- গরব বিমোচন লোচন ভাঙ ভুজগ-মদহারি ॥ চান্দবদনে মৃদু মধুর হাস রস অমিয় তরঙ্গ যুবতি উমতায় । বিলসত বংশী অধর কর পরশত নরহরি ভণউ ভুবন মুরুছায় ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |