কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
এ সখি এ সখি বহু করল অকাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০৬।

অথ চিত্রে যথা ---
॥ বেলাবলী॥

এ সখি এ সখি বহু করল অকাজ ।
মোহে অসিয়ানি ?                         জানি নিরদয় মতি
ডারল অতিশয় সঙ্কট মাঝ ॥ ধ্রু ॥
চাতুরি করি কত                            যতনে আনি পট
লেখি পুরুখবর নিরুপম সাজ ।
দেয়ল গুপতে                                চকিত নয়নাঞ্চলে
লখইতে পৈঠি রহল হিয়মাঝ ॥
সুবলিত তনু জনু                              জলদপুঞ্জ রুচি
বরিষয়ে নিরত পিরীতিময় বারি ।
কোটি কুসুমশর-                              গরব বিমোচন
লোচন ভাঙ ভুজগ-মদহারি ॥
চান্দবদনে মৃদু                                 মধুর হাস রস
অমিয় তরঙ্গ যুবতি উমতায় ।
বিলসত বংশী                            অধর কর পরশত
নরহরি ভণউ ভুবন মুরুছায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! কি কহব তাকর রীত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৩৩।

.      ॥ ধানশী ॥

এ সখি! কি কহব তাকর রীত ।
অলখিত চাহি চোরায়ল চিত ॥
বিসরণ লাগি করত অনুবন্ধ ।
হোয়ই হৃদয়ে উদর মুখচন্দ ॥
চাহিতে চহুঁ দিশ দিশই তায় ।
জীবইতে সংশয় কি করু উপায় ॥
শুনি নরহরি চলু দেই আশোয়াস ।
কানু নিকটে কহে গদগদ ভাষ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! কি কহব তোর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০৯।

অথাদি-পদে যথা---
.    ॥ ধানসী ॥

এ সখি !  কি কহব তোয় ।
বিহি কি ঘটায়ল মোয় ॥
শ্যাম বরণ যুবরাজ ।
আপে উয়ল হিয় মাঝ ॥
অপরূপ তছু মুখচন্দ ।
জনু কত মনমথ ফন্দ ॥
মধুর মধুর মৃদু হাস ।
করু কত রস-পরকাশ ॥
বঙ্কিম নয়ন উজোর ।
যুবতি ধিরজ ধন চোর ॥
পিঞ্ছখচিত বরকেশ ।
ঝলমল নিরুপম বেশ ॥
কো উহ নহু অনুমান ।
বিসরিতে বিকল পরাণ ॥
নরহরি করব কি থির ।
অনুখণ বিরস শরীর ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! কি নব রমণীমণি গোরী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৫২ ।

শ্রীকৃষ্ণবাক্যং---
.           ॥ তোড়ী ॥

এ সখি !  কি নব রমণীমণি গোরী ।
লোচন-কোণে করল চিতচোরি ॥
মনমথকোটি মথন-গতি ভাঁতি ।
ঝলকত বিজুরীপুঞ্জ জিতি কাঁতি ॥
মুখশশী শরদ চাঁদে মুরুছাত ।
হসইতে অমিয়সিন্ধু বহি যাত ॥
পেখলুঁ চলইতে কালিন্দীকূলে ।
অভিনব ভঙ্গি ভুবনে নহুঁ তুলে ॥
সখীসহ সো ধনী জলমাহা গেলি ।
হেম কমল জনু বিকশিত ভেলি ॥
উলসি উলসি করে ছিরকই বারি ।
নরহরি সো ছবি কহই না পারি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! কুলশীল সব রহু দূর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫৮।

.      ॥ আশাবরী॥

এ সখী ! কুলশীল সব রহু দূর ।
জীউ কি করই কহন নাহি ফুর ॥
গুণইতে বিষম হোয়ল হিয়মাঝ ।
কৈছে মিলব উহ নাগররাজ ॥
ঐছন ভণইতে সখী উহ বেরি ।
গদগদ ভাষে কহয়ে মুখ হেরি ॥
এ ধনি ! তোহে নিরখি কউ ভাতি ।
না বুঝিয়ে কানু কোন রসে মাতি ॥
তুরিতহি দেহ দরশ তহি যাই ।
সহচরী-বচনে গমন করু রাই ॥
নরহরি ভণ যব ভেটবি নাহ ।
রাখবি মান বাঢ়ায়বি চাহ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! তুরিতহি যাহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪১০ ।

 ॥শ্রীরাগ ॥

এ সখী ! তুরিতহি যাহ ।
পশুপতি-পূজন ভেল নিরবাহ ॥
রাইক দেই পরবোধ ।
আয়ল কানু নিয়রে অতিমোদ ॥
কানু কহই সখী হেরি ।
কহ কহ কৈছে আয়লি তুহুঁ ফেরি ॥
সখী কহে সিধি ভেল কাজ ।
সমুঝবি তোহারি রসিকপন আজ ॥
মিলহ কুঞ্জে নব গোরী ।
শুনি উলসিত ধৃতি রহল না থোরি ॥
নরহরি সহ তহি গেল ।
শুভখণে দুহুঁ দুহুঁ দরশন ভেল ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! ধনী কিয়ে চেটক কেলি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৭৬ ।

 ॥ পুনঃ গান্ধার ॥

এ সখি !  ধনী কিয়ে চেটক কেলি ।
ঘুঘটে বদন ঝাপি চলি গেলি ॥
লোচন মন গেও তাকর সঙ্গ ।
তিলে তিলে অবশ হোত মঝু অঙ্গ ॥
নিশি দিশি ঐছে করই হিয় মোর ।
কহব কি তাক তনক নহু ওর ॥
এ নরহরি !  ইথে করহি বিধান ।
এত কহি নিশবদে ঝরয়ে নয়ান ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! পুন ধনী দরশন না দেল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৯৮।

 শ্রীকৃষ্ণবাক্যং---
   ॥ সুহই॥

এ সখি! পুন ধনী দরশন না দেল ।
মরমক বাত মরমে রহি গেল ॥
কয়লি যতন কত মঝু সুখ লাগি ।
মোহে নিদয় বিধি হামহু অভাগী ॥
তেজব অব এ জীবন কিয়ে কাম ।
ভাখবি সোই সময়ে উহ নাম ॥
সো ধনী কুসুমচয়নে যহি যাহি ।
রাখবি যতনে হামারি তনু তাহি ॥
ঐছে ভণত থির না হই হিয়ায় ।
যৈছে তেজব তনু করই উপায় ॥
নরহরি রোই তুরিতে চলু তাহি ।
করি নিঠুরাই রাই রহু যাহি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! বংশী শ্রবণ যব ভেল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১৩।

.     শ্রীরাধিকাহ—
.       ॥ আশাবরী॥

এ সখি !  বংশী শ্রবণ যব ভেল ।
তব কুল লাজ ভসম ভই গেল ॥
তাসঞে যবহি ঘটব অপবাদ ।
বাঢ়ব তব কুলবতী মরিয়াদ ॥
যব মঝু দেহ দরশ নাহি পাবি ।
তব বুঝি মোহে তাহে দরশাবি ॥
নরহরি উহ নব বংশিক সান ।
বিসরব কো অছু ধরই পরাণ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
এ সখি! মরকত বাত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫৭।

.     শ্রীমত্যাহ---
.     ॥ ধানশী ॥

এ সখি! মরকত বাত ।
লাজে কহইতে নাহি যাত ॥
হাম অবলা কুলনারী ।
তাহে গুরুজন ভয় ভারি ॥
স্বপনে লহই মন যোই ।
দৈবে ঘয়ায়ল সোই ॥
পেখলু নবযুবরাজ ।
বিপরীত তাকর কাজ ॥
কো অছু ঐছে নিশঙ্ক ।
গণই ন কাহু কলঙ্ক ॥
নরহরি হেরইতে তায় ।
ধৈরজ ধরই না যায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর