| কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত |
| দেখ কিনা অপরূপ রঙ্গ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৪৩। ॥ আশাবরী ॥ দেখ কিনা অপরূপ রঙ্গ । হরিণনয়নী হরি হেরইতে হরষে অবশ অঙ্গ॥ ধ্রু ॥ কত ছলে কালা চকোর নিরখি রাইয়ের বদনবিধু । চঞ্চল নয়ন- কোণে ঘনঘন ঢালয়ে পিরীতি মধু ॥ সুমধুর হাসি ভাসি কত রসে পশারি যুগল বাহু । যতনে ধরিয়া করে আলিঙ্গন যেন চান্দ ঝাঁপে রাহু ॥ অধরে অধর ধরইতে ধনী অমনি রহয়ে লাজে । নরহরি পহু বিলসে ললিত কেলিতলপের মাঝে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| দেখ দেখহ রাইয়ের কাজ ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৬০। ॥ ধানশী॥ দেখ দেখহ রাইয়ের কাজ । যারে দেখিবারে ঝুরে দিবারাতি তারে নেহারিতে লাজ ॥ যার বচনে নিছয়ে প্রাণ । সে ভণে কাকুতি বাণী কত মত তাহে না পাতয়ে কাণ ॥ যার পরশ লাগিয়া কান্দে । এবে সে পরশ বাসে কত ভয় ভাবিতে পড়িলু ধান্ধে ॥ আর সে কথা কি কাজ কৈয়া । নরহরি রহু নিছনি এ নব প্রেমের বালাই লৈয়া ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| ধনী শুনিয়া কানুর রীত ভণিতা নরহরি কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫১। ॥ তিরোতিয়া ধানশী॥ ধনী শুনিয়া কানুর রীত । ভুলিল সকল লাজ কুলভয় উলসে আউলাল্যো চিত ॥ বেশ বিরচি চঞ্চল অতি । সহচরী সহ গহনে চলয়ে কি নব মধুর গতি ॥ কিবা ভঙ্গিতে ঈষত চায়া । সথীকোরে রহে সামায়া সুন্দরী শ্যামের সমীপে যায়া ॥ সখী রাইয়ে সোঁপে শ্যামকরে । কনক পদক- সব শ্যাম লৈয়া হিয়ার মাঝারে ধরে ॥ হিয়া উথলে কত না সুখে । কেলি অবসানে লহু লহু বাণী শুনি সুবদনী মুখে ॥ নরহরি অভিলাষ মনে । এ নব মিলন কৌতুকে আখি কি দেখিব সখীর সনে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |