কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
দেখ কিনা অপরূপ রঙ্গ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৪৩।

॥ আশাবরী ॥

দেখ কিনা অপরূপ রঙ্গ ।
হরিণনয়নী                          হরি হেরইতে
হরষে অবশ অঙ্গ॥ ধ্রু ॥
কত ছলে কালা                    চকোর নিরখি
রাইয়ের বদনবিধু ।
চঞ্চল নয়ন-                          কোণে ঘনঘন
ঢালয়ে পিরীতি মধু ॥
সুমধুর হাসি                      ভাসি কত রসে
পশারি যুগল বাহু ।
যতনে ধরিয়া                       করে আলিঙ্গন
যেন চান্দ ঝাঁপে রাহু ॥
অধরে অধর                           ধরইতে ধনী
অমনি রহয়ে লাজে ।
নরহরি পহু                         বিলসে ললিত
কেলিতলপের মাঝে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ দেখহ রাইয়ের কাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৬০।

॥ ধানশী॥

দেখ দেখহ রাইয়ের কাজ ।
যারে দেখিবারে                         ঝুরে দিবারাতি
তারে নেহারিতে লাজ ॥
যার বচনে নিছয়ে প্রাণ ।
সে ভণে কাকুতি                          বাণী কত মত
তাহে না পাতয়ে কাণ ॥
যার পরশ লাগিয়া কান্দে ।
এবে সে পরশ                           বাসে কত ভয়
ভাবিতে পড়িলু ধান্ধে ॥
আর সে কথা কি কাজ কৈয়া ।
নরহরি  রহু                              নিছনি এ নব
প্রেমের বালাই লৈয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখিয়া রাইর দশা সখী বসি কাছে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৪৮।

.         ॥ ধানশী ॥

দেখিয়া রাইর দশা সখী বসি কাছে ।
বসন অঞ্চল দিয়া চান্দমুখ মোছে ॥
ধরিয়া দুখানি করে বোলে বারে বার ।
এমন দারুণ বাণী না শুনাবে আর ॥
তোমার নিছনি লৈয়া আমরা মরিব ।
যেরূপে মিলয়ে শ্যাম তাহাই করিব ॥
এত কহি কানু আনিবারে চলে ধাইয়া ।
নরহরি কহে সে আছয়ে পথ চায়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখিলু বিরলে বসি বালা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮৭।

.     অথ মাল্যার্পণে
.       ॥ পঠমঞ্জরী॥

দেখিলু বিরলে বসি বালা ।
গাঁথে সে মালতী ফুলমালা ॥
ধরিয়া সখীর দুটি করে ।
কহে অতি গদ গদ স্বরে ॥
এ মালা গাঁখিলু বড় সাধে ।
পরাইহ নদীয়ার চাঁদে ॥
এত কহি থির নাই রয় ।
সুমধুর আঁখিধারা বয় ॥
অবনী লোটায় হেম দেহা ।
বিষম হইল গৌরলেহা ॥
নরহরি কহে গোরাবিনু ।
কেমনে ধরিবে ধনী তনু ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনী অনুরাগ অমিয়-পরবাহ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১৩।

.          ॥ ধানশী ॥

ধনী অনুরাগ অমিয়-পরবাহ ।
সহচরী লেই চললি যাহা নাহ ॥
লহু লহু হাসি ভণই শুন কান ।
কিয়ে না করই তুয় বংশিক সান ॥
সো অপচল মতি কুলবতী হোই ।
তুয় দর দরশ লাগি রলু রোই ॥
কত পরবোধলু কি কহব তোয় ।
তৃষিত বারি বিনু তৃপিত না হোয় ॥
শুনইতে শ্যাম সরল মতি ভেল ।
সুন্দরী নিয়রে তবহি চলি গেল ॥
দুহু দুহু দরশে অবশ দুহু দেহ ।
নরহরি নিছনি নিরখি দুহু লেহ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনীতনু-বরণে উজর বন কেল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৮০।

.           ॥ শ্রীরাগ ॥

ধনীতনু-বরণে উজর বন কেল ।
কত শত চান্দ উদয় জনু ভেল ॥
হেরইতে শ্যাম আগুসরি যাত ।
মহি ন পরশে পগ, উলসিত গাত ॥
কিয়ে-নব মিলনে প্রেমপরকাশ ।
রঙ্গিণী লাজে ন চললু পিয়-পাশ ॥
চঞ্চল কানু মদন-জ্বরে কাঁপি ।
অলখি বেণী ভুজগসঞে কাঁপি ॥
কুচ পরশত-ভয়ে মুদই দিঠ ।
কত ছলে পিবই অধর-রশ মিঠ ॥
নাগরকোরে অবশ ধনী অঙ্গ ।
নরহরি ভণব কি নব নব রঙ্গ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনী বিধুবদনে অমিয় মৃদু হাস
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২৬৯।

.       ॥ দেশপাল ॥

ধনী বিধুবদনে অমিয় মৃদু হাস ।
পিবইতে সহচরী পরম উলাস ॥
তৈখণে গুরুজনে অনুমতি নেল ।
পশুপতি-পূজনে গোরী লই গেল ॥
পৈঠল ললিত কুঞ্জবন মাঝ ।
তহি রহু শ্যাম সুঘর রসরাজ ॥
ধনীক ধিয়ানে ধিরজ-পন খোয় ।
বিলপই পিয়া কি মিলব পুন মোর ॥
ঐছে ভণত শুনি নূপুর রাব ।
চৌকি চপল দিঠে চহুদিশ ধাব ॥
আওত গোরী গমন অনুপাম ।
তাকর নিয়রে হরষে চলু শ্যাম ॥
আদরে কর গহি কয়লহি কোর ।
চুম্বই বদন মদনমদ ভোর ॥
দুহুঁক মিলনে পুলকিত সখীদেহ ।
নরহরি মিছনি নিরখি ইহ লেহ ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনী ললিত নিকুঞ্জ পথে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৪১৩।

.      ॥ শ্রীগান্ধার ॥

ধনী ললিত নিকুঞ্জ পথে ।
বেগে চলিল সখীর সাথে ॥
দূরে নিরখি গোকুলবিধু ।
লহু হাসি বরিষয়ে মধু ॥
লাজে ঝাঁপে বসনে গা ।
রহি রহি লিখে পয়ে পা ॥
কানু সে নব ভঙ্গিমা দেখি ।
নারে ফিরাইতে চঞ্চল আঁখি ॥
মাতে মদনে না বাঁধে থেহা ।
পাশে যাইতে কাঁপয়ে দেহা ॥
আইস আইস প্রাণপ্রিয়ে বলি ।
করে পরশে চরণধূলি ॥
কোরে করই পসারি বাহু ।
যেন চাঁদে গরাসয়ে রাহু ॥
নরহরি কি সখীর সঙ্গে ।
হেন রঙ্গ নিরখিব রঙ্গে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনী শুনিয়া কানুর রীত
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫১।

॥ তিরোতিয়া ধানশী॥

ধনী শুনিয়া কানুর রীত ।
ভুলিল সকল                           লাজ কুলভয়
উলসে আউলাল্যো চিত ॥
বেশ বিরচি চঞ্চল অতি ।
সহচরী সহ                             গহনে চলয়ে
কি নব মধুর গতি ॥
কিবা ভঙ্গিতে ঈষত চায়া ।
সথীকোরে রহে                      সামায়া সুন্দরী
শ্যামের সমীপে যায়া ॥
সখী রাইয়ে সোঁপে শ্যামকরে ।
কনক পদক-                         সব শ্যাম লৈয়া
হিয়ার মাঝারে ধরে ॥
হিয়া উথলে কত না সুখে ।
কেলি অবসানে                         লহু লহু বাণী
শুনি সুবদনী মুখে ॥
নরহরি অভিলাষ মনে ।
এ নব মিলন                       কৌতুকে আখি কি
দেখিব সখীর সনে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ধনী শুনিয়া সইয়ের মুখে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৬৮।

.       ॥ দেশাগ ॥

ধনী শুনিয়া সইয়ের মুখে ।
হিয়া ভরল কত না সুখে ॥
ভেল বেকত মরম কাজ ।
কিছু ঘুচিল অন্তর লাজ ॥
পুন ধরিয়া সইয়ের করে ।
ধনী কহয়ে উলসভরে ॥
কিবা মধুর মাধুরী তার ।
সখি ! কহিতে নাহিক পার ॥
ওগো ভুবনমোহন সে ।
তারে কি দিয়া গড়িল কে ॥
নরহরি সে গুণেতে ঝুরে ।
তায় দেখি কে ধৈরয ধরে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর