কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
মাধব সমুঝলু কাজ
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪০।

সখী শ্রীকৃষ্ণং প্রত্যাহ ---
॥ বালা ধানশী ॥

মাধব সমুঝলু কাজ ।
কহইতে না করহ লাজ ॥
এ নিজজন পরবীণ ।
জানয়ে যুগতি নবীন ॥
করব তোহারি মনহিত ।
করহ বচনে পরতীত ॥
ঐছন শুনত মাধাই ।
কহে নরহরি মুখ চাই ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মাধব! সো গোকুলবালা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২২৮।

দূতী শ্রীকৃষ্ণস্য সমীপে তজ্জড়িমদদশাং প্রাহ –
.    ॥ ধানশী॥

মাধব !  সো গোকুলবালা ।
তাহে কি সহে ইহ জ্বালা ?
বোধই সখী চহু পাশে ।
তাহে না করু বিশোয়াসে ॥
পুছইতে কছু নাহি কহই ।
নিশসি মৌন গহি রহই ॥
তোহারি এ মুরুতি-ধিয়ানে ।
নিশি দিশি কিছুই না জানে ॥
তুহু যব পরশবি রাধা ।
তবহি ঘুচব সব বাধা ॥
খণে খণে হোয়ই খীণা ।
অঙ্গ অবশ মহি-লীনা ॥
কঞ্জ নয়নে জল গলই ।
অঞ্জন তহি বহি চলই ॥
মুখ হেরি নরহরি ধন্দা ।
দিবসে মলিন জনু চন্দা ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মোরে কি বোলহ আর
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩৮।

॥ পুনঃ আম্রপঞ্চম॥

মোরে কি বোলহ আর ।
যশ-অপযশ                          প্রাণ-সরবস্ব
সোঁপিনু চরণে তার ॥
হেন উপায় বোলো হে সখি !
সে চান্দ বয়ান                      পুন যেন দুটি
নয়ান ভরিয়া দেখি ॥
তবে জীবন সফল হয় ।
সে নব রমণী-                   মণি যদি মোরে
আপন করিয়া লয় ॥
শুনি শ্যামেরে প্রবোধিয়া ।
নরহরি ছলে                       চলে ধনীপাশে
কহয়ে উলাস হিয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
মোরে যে বোলো সে বোলো সখি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩৫।

॥ পুনঃ আশাবরী॥

মোরে যে বোলো সে বোলো সখি !
সে রূপ নিরখি                  নারি নেবারিতে                মজিল যুগল আঁখি॥ ধ্রু॥
ও না তনুখানি                     কেবা সিরজিল                কি মধু মাখিয়া তায়।
সে সৌরভরসে                       উনমত নাসা                     ভ্রমর হইয়া ধায়॥
কিবা সে ভঙ্গিতে               চাহে চারিভিতে                  হাসিতে অমিয়া খসে।
হেন করে হিয়া                        চকোর হইয়া               রহিয়ে উহারি পাশে॥
নরহরি জানে                      আনে কি বলিব                প্রাণে না সহয়ে আর।
এ হেন রঙ্গিণী                       বিহি মিলাইলে                  করিয়ে গলার হার॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৩-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে
বলা হয়েছে।

॥ পুনঃ আশাবরী ॥

মোরে যে বোলো সে বোলো সখি!
সে রূপ নিরখি                                 নারি নেবারিতে
মজিল যুগল আঁখি॥ ধ্রু॥
ও না তনুখানি                                  কেবা সিরজিল
কি মধু মাখিয়া তায়।
সে সৌরভরসে                                      উনমত নাসা
ভ্রমর হইয়া ধায়॥
কিবা সে ভঙ্গিতে                                চাহে চারিভিতে
হাসিতে অমিয়া খসে।
হেন করে হিয়া                                      চকোর হইয়া
রহিয়ে উহারি পাশে॥
নরহরি জানে                                   আনে কি বলিব
প্রাণে না সহয়ে আর।
এ হেন রঙ্গিয়া                                    বিহি মিলাইলে
করিয়ে গলার হার॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা- ১৩৩৩, ৩৭৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

মোরে যে বোলো সে বোলো সখি।
সে রূপ নিরখি নারি নেবারিতে
মজিল যুগল আঁখি॥
ও না তনুখানি কেবা সিরজিল
কি মধু মাখিয়া তায়।
সে সৌরভরসে উনমত নাসা
ভ্রমর হইয়া ধায়॥
কিবা সে ভঙ্গিতে চাহে চারিভিতে
হাসিতে অমিয়া খসে।
হেন করে হিয়া চকোর হইয়া
রহিয়ে উহারি পাশে॥
নরহরি জানে আনে কি বলিব
প্রাণে না সহয়ে আর।
এ হেন রঙ্গিয়া বিহি মিলাইলে
করি যে গলার হার॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
যেদিন হইতে শুনিল সুন্দরী
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৭৯।

॥ পুনঃ তোড়ী॥

যেদিন হইতে শুনিল সুন্দরী
নদীয়াচাঁদের কথা ।
সেই দিন হৈতে না জানি কি হৈল
দেখিয়া পাইয়ে ব্যথা ॥

সই কি কব তাহার রীতি ।
রহে নিরজনে                         কিবা ভাবে মনে
সদাই অথির গতি ॥
কাঁপে অনুখণ                              নহে সম্বরণ
সঘনে নিশাস ছাড়ে ।
নিরস অধর                          আঁখি বারিধারা
ধরণী বাহিয়া পড়ে ॥
বি-বরণ ঘন                            ঘরমে সিঞ্চিত
ধরিতে নারয়ে তনু ।
কহে নরহরি                            না হবে সম্বিত
সে গোরা-পরশ বিনু ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
যে হউক সে হউক সই না
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৫৬।

.           ॥ ধানশী ॥

যে হউক সে হউক সই না সহে পরাণে ।
জরজর হৈল হিয়া নয়ানের বাণে ॥
কালিয়া কমল মুখে মৃদু মৃদু হাস ।
কুলের ধরম মোর সব কৈলে নাশ ॥
এমন হইবে ইহা কভু নাহি জানি ।
জাগিতে ঘুমাইতে দেখি কালারূপ খানি ॥
কহিতে কহিতে রাই দুই আঁখি মুদে ।
ধরিয়া সখীর গলা ‘কালা’ বলি কাঁদে ॥
দূতী অতি যতনে রাইরে প্রবোধিয়া ।
কালিয়া নিকটে গিয়া কহে মুখ চায়া ।
হেদেহে নাগর তুমি কিছু নাই মানো ।
কুলবতী সতী ভুলাইতে ভালো জানো ॥
কিবা রস পিয়াইয়া নয়াণের কোণে ।
মাতাইলা অবলা না জিয়ে তোমা বিনে ॥
শুনি নরহরি সহ নিকুঞ্জে গমন ।
শুভখণে রাইকানু দোহার মিলন ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
যে হৈতে স্বপনে দেখিল
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৮০।

॥ পুনঃ মালব ॥

যে হৈতে স্বপনে                       দেখিল সুন্দরী
সুন্দর নদীয়াচাঁদে ।
সে হৈতে কি দশা                     বিধি ঘটায়ল
গুমরি গুমরি কাঁদে ॥
সই !  হইল বিষম তায় ।
তিলে তিলে অতি                     পীড়িত অন্তর
সঘনে চৌদিক চায় ॥
অরুণিম আঁখে                        নিঁদ না পরশে
শেজে না ছোয়ায় গা ।
উসসি উসসি                        জাগে সব নিশি
মুখে না নিসরে রা ॥
অতি সুচতুরা                         প্রিয়সখী কত
রাখিবে প্রবোধ দিয়া ।
নরহরি প্রাণ-                         নাথেরে সোঙরি
ধরিতে নারয়ে হিয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রঙ্গে রঙিণী সঙ্গ শোহে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৭৪ ।

॥ ধানশী ॥

রঙ্গে রঙ্গিণী                     সঙ্গ শোহে
অনঙ্গমোহন শ্যাম ।
বৈছে বারিদ                   বৃন্দ মণ্ডিত
মঞ্জু দামিনী দাম ॥
চন্দ্রমুখী মুখ-                    চন্দ্রে চারু
চকোর গোকুলচন্দ ।
হরষে হসই                    সুকঞ্জ আননে
ঝরত জনু মকরন্দ ॥
ভূরি ভঙ্গি                  বিথারল লহু লহু
ভণই শুনইতে ভাষ ।
গোরী বচন                   ন থোরি উচরই
অধরে গহি রহু বাস ॥
লাজভয়ে কছু                লোল লোচন—
কোণে ঝলকই প্রীত ।
রহি কি সহচরী-                পাশ নরহরি
হেরব ইহ নবরীত ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রজনী-স্বপন শুন গো সজনি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৫। সেখানে এই পদটি কোন নরহরির, তা বলা নেই।
তাই এই পদটি নরহরি চক্রবর্তীর মনে হওয়া স্বাভাবিক। তাই পদটি দুজনের পাতাতেই দেওয়া হলো।

॥ পুনঃ ললিত॥

রজনী-স্বপন                       শুন গো সজনি !
বলিয়ে নিলজী হইয়া ।
ধীরে ধীরে গোরা                   মন্দিরে প্রবেশে
চকিত চৌদিকে চাইয়া ॥
হাসিয়া হাসিয়া                     রসিয়া আসিয়া
বসিয়া সিথান-পাশে ।
নিজ করে মোর                      অধর পরশি
সুখের সায়রে ভাসে ॥
সুমধুর বাণী                       ভণি নানা ভাতি
মাতিয়া কৌতুক-ছলে ।
ভুজে ভুজে দিয়া                  হিয়া মাঝে রাখি
ভিজয়ে আঁখির জলে ॥
আপনার মনে                      মানে পাই নিধি
তিলেক ছাড়াইতে ভার ।
নরহরি-প্রাণ                        পিয়া পিরীতের
মূরতি কি কব আর ॥

ই পদটি, ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী
সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১৩৬-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল
রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের,
১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়।

॥ যথারাগ॥

রজনী-স্বপন শুন গো সজনি বলি যে নিলজী হৈয়া।
ধীরে ধীরে গোরা মন্দিরে প্রবেশে চকিত চৌদিকে চাঞা॥
হাসিয়া হাসিয়া বসিয়া বসিয়া আসিয়া শিথান পাশে।
নিজকরে মোর অধর পরশি সুখের সায়রে ভাসে॥
সুমধুর বাণী ভণে নানা জাতি মাতিয়া কৌতুক ছলে।
ভুজে ভুজ দিয়া হিয়া মাঝে রাখি ভিজয়ে আঁখির জলে॥
আপনার মনে মানে পাইনু নিধি তিলেক ছাড়াতে ভার।
নরহরি-প্রাণ-পিয়া পীরিতের মূরতি কি কব আর॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রতি-র্যা সঙ্গমাৎ পূর্বং দর্শন-শ্রবণাদিজা
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৮।

॥ তথাহি উজ্জলে—॥

রতি-র্যা সঙ্গমাৎ পূর্বং দর্শন-শ্রবণাদিজা ।
তয়োরুন্মীলতি প্রাজ্ঞৈঃ পূর্ব রাগঃ স উচ্যতে ॥

সাক্ষাৎ চিত্রপট স্বপ্ন আদি যে দর্শন ।
বন্দীদূতী সখীমুখে গীতাদি-শ্রবণ ॥
লালসাদি দশা--- কামলেখা মাল্যার্পণ ।
সংক্ষিপ্ত সম্ভোগ আদি ইহাতে বর্ণন ॥
আদি শব্দ সম্পন্ন স্পর্শিব সংক্ষিপ্তেতে ।
জানো সে ক্কচিৎ মহাপ্রেমবিহ্বলেতে ॥
শ্রীউজ্জ্বলক্রমমত কহি তার পরে ।
কব সে সংক্ষেপে আরস্ফুরে যে অন্তরে ॥
পূর্বরাগে রাইদশা দেখি সখীগণ ।
পরস্পর কহে নানা বিতর্কবচন ॥
করয়ে লালসা ব্যক্ত ভাসি প্রেমরসে ।
নরহরি গায় তাহা মনের উল্লাসে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
সাক্ষাৎ চিত্রপট স্বপ্ন আদি যে দর্শন
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৯৮।

॥ তথাহি উজ্জলে—॥

রতি-র্যা সঙ্গমাৎ পূর্বং দর্শন-শ্রবণাদিজা ।
তয়োরুন্মীলতি প্রাজ্ঞৈঃ পূর্ব রাগঃ স উচ্যতে ॥

সাক্ষাৎ চিত্রপট স্বপ্ন আদি যে দর্শন ।
বন্দীদূতী সখীমুখে গীতাদি-শ্রবণ ॥
লালসাদি দশা--- কামলেখা মাল্যার্পণ ।
সংক্ষিপ্ত সম্ভোগ আদি ইহাতে বর্ণন ॥
আদি শব্দ সম্পন্ন স্পর্শিব সংক্ষিপ্তেতে ।
জানো সে ক্কচিৎ মহাপ্রেমবিহ্বলেতে ॥
শ্রীউজ্জ্বলক্রমমত কহি তার পরে ।
কব সে সংক্ষেপে আরস্ফুরে যে অন্তরে ॥
পূর্বরাগে রাইদশা দেখি সখীগণ ।
পরস্পর কহে নানা বিতর্কবচন ॥
করয়ে লালসা ব্যক্ত ভাসি প্রেমরসে ।
নরহরি গায় তাহা মনের উল্লাসে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর