কবি নরহরি চক্রবর্তীর গীতচন্দ্রোদয় গ্রন্থের গীত
*
রমণীমণি ধনী রঙ্গিণী জিনি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২।

॥ মালবশ্রী ॥

রমণীমণি ধনী            রঙ্গিণী জিনি        কনক-নবনীত অঙ্গ।
গঞ্জি খঞ্জন               নয়ন-চাহনি        নিরখি মুরুছে অনঙ্গ॥
ভাঙ যুগবর           ভঙ্গি মধুরিম        অধরে মৃদু মৃদু হাস।
বলিত কুন্তলে        কুন্দ কলি জনু        জলদে উড়ু পরকাশ॥
সরল সিন্দুর            বিন্দু ললিত        ললাট অলক উজোর।
শ্রবণে মণি            তাড়ঙ্ক ঝলমল        চিবুকে মৃগমদ থোর॥
গীম বলনি                সুচারু করযুগ        নীল বলয় বিরাজ।
অসিত কঞ্চুক         রচিত উচ কুচ        হার উরে বর সাজ॥
উদর নিরুপম             নাভিপঙ্কজ        লোম ভ্রমর বিথারি।
বলিত কিঙ্কিণী           খীণ কটিতট        সিংহ-মদভর-হারি॥
মঞ্জু বিপুল              নিতম্ব সুগঠন        জানু যুগ ছবি ভূরি।
নিন্দি বিধুপদ           নখর নরহরি        হৃদয় তম করু দূরি॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২৩-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য আমরা এই পদটিকে
একটি স্বতন্ত্র পদ “রমণীরমণি রঙ্গিণী জিনি” হিসেবেও তুলে দিচ্ছি।

॥ মালবশ্রী ॥

রমণীরমণি                                    রঙ্গিণী জিনি
কনক-নবনীত অঙ্গ।
গঞ্জি খঞ্জন                                       নয়ন চাহনি
নিরখি মুরুছে অনঙ্গ॥
ভাঙ যুগবর                                   ভঙ্গি মধুরিম
অধরে মৃদু মৃদু হাস।
বলিত কুন্তলে                                কুন্দ কলি জনু
জলদে উড়ু পরকাশ॥
সরল সিন্দুর                                     বিন্দু ললিত
ললাট অলকে উজোর।
শ্রবণে মণি                                   তাড়ঙ্ক ঝলমল
চিবুকে মৃগমদ থোর॥
গীম বলনি                                     সুচারু করযুগ
নীল বলয় বিরাজ।
অসিত কঞ্চুক                                রচিত উচ কুচ
হার উরে বর সাজ॥
উদর নিরুপম                                     নাভিপঙ্কজ
লোম ভ্রমর বিথারি।
বলিত কিঙ্কিণী                                   খীণ কটিতট
সিংহ-মদভর-হারি॥
মঞ্জু বিপুল                                     নিতম্ব সুগঠন
জানু যুগ ছবি ভূরি।
নিন্দি বিধুপদ                                   নখর নরহরি
হৃদয় তম করু দূরি॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রমণিরমণি রঙ্গিণী জিনি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৩-
পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য আমরা এই পদটিকে একটি স্বতন্ত্র পদ
“রমণীরমণি রঙ্গিণী জিনি” হিসেবেও তুলে দিচ্ছি।

॥ মালবশ্রী ॥

রমণিরমণি                                    রঙ্গিণী জিনি
কনক-নবনীত অঙ্গ।
গঞ্জি খঞ্জন                                     নয়ন চাহনি
নিরখি মুরুছে অনঙ্গ॥
ভাঙ যুগবর                                   ভঙ্গি মধুরিম
অধরে মৃদু মৃদু হাস।
বলিত কুন্তলে                                কুন্দ কলি জনু
জলদে উড়ু পরকাশ॥
সরল সিন্দুর                                    বিন্দু ললিত
ললাট অলকে উজোর।
শ্রবণে মণি                                    তাড়ঙ্ক ঝলমল
চিবুকে মৃগমদ থোর॥
গীম বলনি                                      সুচারু করযুগ
নীল বলয় বিরাজ।
অসিত কঞ্চুক                                রচিত উচ কুচ
হার উরে বর সাজ॥
উদর নিরুপম                                     নাভিপঙ্কজ
লোম ভ্রমর বিথারি।
বলিত কিঙ্কিণী                                  খীণ কটিতট
সিংহ-মদভর-হারি॥
মঞ্জু বিপুল                                    নিতম্ব সুগঠন
জানু যুগ ছবি ভূরি।
নিন্দি বিধুপদ                                  নখর নরহরি
হৃদয় তম করু দূরি॥

ই পদটি ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, ১২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই
পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য আমরা এই
পদটিকে একটি স্বতন্ত্র পদ “রমণীমণি ধনী রঙ্গিণী জিনি” হিসেবেও তুলে দিচ্ছি।

॥ মালবশ্রী ॥

রমণীমণি ধনী               রঙ্গিণী জিনি        কনক-নবনীত অঙ্গ।
গঞ্জি খঞ্জন                 নয়ন-চাহনি        নিরখি মুরুছে অনঙ্গ॥
ভাঙ যুগবর              ভঙ্গি মধুরিম        অধরে মৃদু মৃদু হাস।
বলিত কুন্তলে           কুন্দ কলি জনু        জলদে উড়ু পরকাশ॥
সরল সিন্দুর              বিন্দু ললিত        ললাট অলক উজোর।
শ্রবণে মণি             তাড়ঙ্ক ঝলমল        চিবুকে মৃগমদ থোর॥
গীম বলনি                সুচারু করযুগ        নীল বলয় বিরাজ।
অসিত কঞ্চুক          রচিত উচ কুচ        হার উরে বর সাজ॥
উদর নিরুপম             নাভিপঙ্কজ        লোম ভ্রমর বিথারি।
বলিত কিঙ্কিণী            খীণ কটিতট        সিংহ-মদভর-হারি॥
মঞ্জু বিপুল              নিতম্ব সুগঠন        জানু যুগ ছবি ভূরি।
নিন্দি বিধুপদ             নখর নরহরি        হৃদয় তম করু দূরি॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা- ১৩৩৪, ৩৭৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

রমণীরমণি রঙ্গিণী জিনি
কনক নবনীত অঙ্গ।
গঞ্জি খঞ্জন নয়ন চাহনি
নিরখি মুরুছে অনঙ্গ॥
ভাঙ্গ যুগবর ভঙ্গি মধুরিম
অধরে মৃদু মৃদু হাস।
বলিত কুন্তলে কুন্দ কলি জনু
জলদে উড়ু পরকাশ॥
সরল সিন্দুর বিন্দু ললিত
ললাট অলকে উজোর।
শ্রবণে মণি তাড়ঙ্ক ঝলমল
চিবুকে মৃগমদ থোর॥
গীম বলনি সুচারু করযুগ
নীল বলয় বিরাজ।
অসিত কঞ্চুক রচিত উচ কুচ
হার উরে বর সাজ॥
উদর নিরুপম নাভিপঙ্কজ
লোম ভ্রমর বিথারি।
বলিত কিঙ্কিণী খীণ কটিতট
সিংহমদভরহারি॥
মঞ্জু বিপুল নিতম্ব সুগঠন
জানু যুগ ছবি ভূরি।
নিন্দি বিধুপদ নখর নরহরি
হৃদয় তম করু দূরি॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রসিক শেখর শ্যামরায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-২১১।

.      ॥ ধানশী ॥

রসিক শেখর শ্যামরায় ।
যুবতি মোহিত হয় যাহার কথায় ॥
রূপ দেখি কেবা নাই ভুলে ।
কূলবতী আনল ভেজায় জাতিকুলে ॥
কত না ভঙ্গিতে চলি যায় ।
রাই-রূপ দেখি আখিযুগল জুড়ায় ॥
মদনে বিভোর রাই পাশে ।
দুটি হাত জুড়িয়া কহয়ে মৃদু ভাষে ॥
চরণ পরশি মনে করি ।
ভয়ে তনু কাঁপে তেঞি পরশিতে নারি ॥
কহিয়ে যে লাগি মনে ভয় ।
মোর নামে করিল তোমার অপচয় ॥
শুক শুনাইলে নামখানি ।
নামে যে এমন হয় ইহা নাই জানি ॥
নাম মোরে কৈল পরচার ।
নামে যে করিল দোষ সে দোষ আমার ॥
দোষী হৈয়া হৈলু উপনীত ।
ভুজপাশে বান্ধি দণ্ড কর যে উচিত ॥
শুনি বাজে মুচকিয়া হাসে ।
রাই কোরে করিয়া নাগর রসে ভাসে ॥
কি নব সঙ্গম দোহাকার ।
তিলে তিলে বাড়ে কত সুখের পাথার ॥
সখী কত সুখে পুলকিত ।
নরহরি দেখিব কি রহি অলখিত ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রসের সাগর গোরা রায়
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৯।

অথ স্বাপ্ন সংক্ষিপ্ত সম্ভোগে--

.        ॥ ধানশী ॥

রসের সাগর গোরা রায় ।
রূপে গুণে ভুবন মাতায় ॥
পুলক-বলিত তনুখানি ।
হাসি কহে আধ আধ বাণী ॥
স্বপনে পাইলু প্রাণনাথে ।
এত কহি নারে থির হৈতে ॥
পুন সে আবেশে যাহা কয় ।
নরহরি তাহা না বুঝয় ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাই একি অপরূপ দেখি
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৪৭।

॥ দেশী ॥

রাই একি অপরূপ দেখি ।
তুয়া অদরশে                            ব’ল বিয়াকুল
দরশে পরম সুখী ॥
এথা আইলা ভাল এখনে ।
তুয়া বনে বসি                       তোহে আরাধয়ে
বধিলা এমন জনে ॥
শুনি চমকি কহয়ে রাই ।
বোল বোল ওহে                       সে কথা কেমন
তারে কি দেখিতে পাই ॥
সখী কহয়ে দেখ’হ গিয়া ।
সে যে শ্যামশশী                           রসিকশেখর
ধরিতে নারয়ে হিয়া ॥
দূতীমুখে তুয়া গুণ শুনি ।
কত না যতনে                           দেবে মানাইল
দেখিতে এ’তনুখানি ॥
হৈল সফল যে কৈল সাধা ।
বারেক নিরখি                          খিতিতলে তনু
লুঠই সোঙরি রাধা ॥
ইথে করো যে উচিত মনে ।
ইহা শুনি শশি-                        মুখী সুখে ভাসি
চলে সে সখীর সনে ॥
দূরে দেখি সে কালিয়া চান্দে ।
পুলকে পুরল                              তনু অনুপম
পড়িল মদনফাঁদে ॥
কিবা কৌতুক হিয়ার মাঝে ।
সখী কর গহি                           রহে কানুপাশে
যাইতে নারয়ে লাজে ॥
শ্যাম সে রূপে নয়ান দিয়া ।
নরহরি সহ                              চলে আগুসরি
আনন্দে উথলে হিয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাই এমন হইলা কেনে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১৪২।

পুন স্তদ্ যথা       
॥বালা ধানশী॥

রাই এমন হইলা কেনে ।
কুলভয় না বাসহ মনে ॥
দুটি আঁখি বহে জলধারা ।
হেমতনুয়ে অঞ্জনপারা ॥
সদা যমুনা যাইতে চাও ।
বোলো, সেখানে কি নিধি পাও ॥
শুনি ধনী সলজ্জিত হইয়া ।
কহে নরহরি পানে চাইয়া ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাই কত কব তুয়া কাছে
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১০৪।

ততঃ সখ্যা উক্তরং
.     ॥ ধানশী ॥

রাই কত কব তুয়া কাছে ।
জলদ বরণে কেউ আছে ॥
যে বারেক চায় তার পানে ।
সে কভু না লাজ ভয় মানে ॥
কুলে শীলে তিলাঞ্জলি দিয়া ।
রাই রহয় বাউরী  হইয়া ॥
হেন কুলবধূ নাই আর ।
সদা না ঝুরয়ে হিয়া যার ॥
সে শোভা-সায়রে রহে ভাসি ।
মদনে মাতয়ে দিবানিশি ॥
কিরূপ দেখিলে কালাচাঁদ ।
কেমন তাহার প্রেমফাঁদ ॥
দেখিতে কেমন হৈল হিয়া ।
কহ কহ লাজ তিয়াগিয়া ॥
অমিয়া ঝরয়ে তুয়ামুখে ।
পিয়া হিয়া উমড়য়ে সুখে ॥
নরহরি নিছনি পরাণে ।
শুনিতে কত না সাধ মনে ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইক দশমী দশা শুনি কান
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১২৩। এই পদটি ১৯৪৬ সালে
প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”,
৮২৭-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে।

॥ সুহই ॥

রাইক দশমী দশা শুনি কান।
চৌকি চপলমতি বিকল পরাণ॥
লোচনকমলে গলয়ে জলধার।
ধিক ধিক জীবন ভণই অনিবার॥
সো কুলবতী সতী অতি অনুরাগী।
তাকর মিলন মানি বহুভাগি॥
নরহরি যুগতি বিরচি অব ভাল।
তেজব তুরিতে আপন বনমাল॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩৩৫, ৩৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

রাইক দশমী দশা শুনি কান।
চৌকি চপলমতি বিকল পরাণ॥
লোচনকমলে গলয়ে জলধার।
ধিক ধিক জীবন ভণই অনিবার॥
সো কুলবতী সতী অতি অনুরাগী।
তাকর মিলন মানি বহুভাগি॥
নরহরি যুগতি বিরচি অব ভাল।
তেজব তুরিতে আপন বনমাল॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইক নিরখি দশা অনুপাম
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১৪।

ইয়ং দূতী অমিতার্থা
.        ॥কামোদ ॥

রাইক নিরখি দশা অনুপাম ।
দূতী অতি তুরিত চলই যাঁহা শ্যাম ॥
মনহি মনোরথ করু অনিবার ।
উলসে ধরই পগ ধরণি-মাঝার ॥
পৈঠল ললিত কুঞ্জবনমাহ ।
নাগরবর বিলসই তিহি ঠাহ ॥
নরহরি সহ উহ শুভখণ জানি ।
ভেটি কহই কছু মধুরিম-বাণী ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাইক যতনে লেই নিজ অঙ্ক
ভণিতা নরহরি
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৩১।

.      ॥ ধানশী ॥

রাইক যতনে লেই নিজ অঙ্কে।
বৈঠলু কানু ললিত পরিষঙ্কে॥
অপরূপ দুহুঁ কর পহিল বিলাস।
হেরইতে সহচরী পরম উলাস॥
প্রফুল্লিত তরুকুল বল্লি উজোর।
উনমত ভ্রমর ভ্রমই চহুঁ ওর॥
নাচত শিখী পিকু কুহকত কীর।
মঙ্গলময় ভেল কুঞ্জকুটীর॥
নরহরি ঐছে সময়ে সখীপাশ।
হেরি পূরব কিয়ে হিয়-অভিলাষ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৩০-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি
নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

.      ॥ ধানশী ॥

রাইক যতনে লেই নিজ অঙ্কে।
বৈঠলু কানু ললিত পরিষঙ্কে॥
অপরূপ দুহুঁ কর পহিল বিলাস।
হেরইতে সহচরী পরম উলাস॥
প্রফুল্লিত তরুকুল বল্লি উজোর।
উনমত ভ্রমর ভ্রমই চহুঁ ওর॥
নাচত শিখী পিকু কুহরত কীর।
মঙ্গলময় ভেল কুঞ্জকুটীর॥
নরহরি ঐছে সময়ে সখীপাশ।
হেরি পূরব কিয়ে হিয় অভিলাষ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩৩৬, ৩৭৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে।
এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

রাইক যতনে লেই নিজ অঙ্কে।
বৈঠলু কানু ললিত পরিষঙ্কে॥
অপরূপ দুহুঁকর পহিল বিলাস।
হেরইতে সহচরী পরম উলাস॥
প্রফুল্লিত তরুকুল বল্লি উজোর।
উনমত ভ্রমর ভ্রমই চহুঁ ওর॥
নাচত শিখী পিকু কুহরত কীর।
মঙ্গলময় ভেল কুঞ্জকুটীর॥
নরহরি ঐছে সময়ে সখীপাশ।
হেরি পূরব কিয়ে হিয় অভিলাষ॥

.            *************************             

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর