| কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী |
| আজু উলস অভঙ্গ ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৩১ । ॥ কামোদ ॥ আজু উলস অভঙ্গ । গোরী শ্যামর নবীন সঙ্গমে উপজে নব নব রঙ্গ ॥ কুহকে কোইল কীর । দেত সুখ অলি পুঞ্জ গুঞ্জত বহত মলয় সমীর ॥ চতুর সহচরী মেলি । কুঞ্জ শয়ন বিনোদ অলখিত হেরি হিয় ভরি নেলি ॥ ভণত নরহরি দাস । সফল হোয় কব এ লোচন হেরব ঐছে বিলাস ॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৩০-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। ॥ কামোদ॥ আজু উলস অভঙ্গ। গোরী শ্যামর নবীন সঙ্গমে উপজে নব নব রঙ্গ॥ কুহরে কোইল কীর। দেই সুখ অলি পুঞ্জ গুঞ্জত বহত মলয় সমীর॥ চতুর সহচরী মেলি। কুঞ্জ শয়ন বিনোদ অলখিত হেরি হিয় ভরি নেলি॥ ভণত নরহরি দাস। সফল হোয়ব কব এ লোচন হেরব ঐছে বিলাস॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩০৬, ৩৬৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। আজু উলস অভঙ্গ। গোরী শ্যামর নবীন সঙ্গমে উপজে নব নব রঙ্গ॥ কুহরে কোইল কীর। দেই সুখ অলি পুঞ্জ গুঞ্জত বহত মলয় সমীর॥ চতুর সহচরী মেলি। কুঞ্জ শয়ন বিনোদ অলখিত হেরি হিয় ভরি নেলি॥ ভণত নরহরি দাস। সফল হোয়ব কব এ লোচন হেরব ঐছে বিলাস॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| আজু ললিত নিকুঞ্জ মন্দির ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৯৩ । ॥ তিরোতিয়া বেলাবলী ॥ আজু ললিত নিকুঞ্জ মন্দির মাহ মনমথ মাতি । রাই কানুক পহিল মিলনহি রঙ্গ কত কত ভাতি ॥ রুচির নব পরি- যঙ্ক কুসুম সু- রচিত অতি ছবি দেত । শয়ন নিরুপম নয়ন ভরি ভরি বয়ন মাধুরী লেত ॥ চতুর সহচরী- চরিত নিরখি উলাসে পুলকিত গাত । হসত লহু লহু পরসপর ঘন ভণত রসময় বাত ॥ ভ্রমত ভ্রমর- কদম্ব শিখীশুক শারী সুখ নহু ওর । দাস নরহরি আশ করয়ে বিলাস হেরি হব তোর ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| আমার নিতাই গুণের মণি ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৯৭। এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২২-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে। ॥ পুনঃ বরাড়ী ॥ আমার নিতাই গুণের মণি । ভকতি রতন ধন বিলাইয়া জগত করিলা ধনী ॥ ধ্রু ॥ পতিত পামরে ধরি করি কোরে ভিজায় আঁখির জলে । গোরাপ্রেম ভরে থির হৈতে নারে পঢ়য়ে ধরণীতলে ॥ অরুণ ভূধর জিনি কলেবর এধূলি ধূসর তাহে । পুলক আবলি কিবা ঝলমলি ছটায়ে ভুবন মোহে ॥ চৌদিকে চাহিয়া গরগর হিয়া গজেন্দ্রগমনে যায় । নিরুপম যশে ভাসে দিশা দশ দাস নরহরি গায় ॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩০৮, ৩৬৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। আমার নিতাই গুণের মণি। ভকতি রতন ধন বিলাইয়া জগত করিলা ধনী॥ পতিত পামরে ধরি করি কোরে ভিজায় আঁখির জলে। গোরাপ্রেম ভরে থির হৈতে নারে পঢ়য়ে ধরণীতলে॥ অরুণ ভূধর জিনি কলেবর এ ধূলি ধূসর তাহে। পুলক আবলি কিবা ঝলমলি ছটায়ে ভুবন মোহে॥ চৌদিকে চাহিয়া গরগর হিয়া গজেন্দ্রগমনে যায়। নিরুপম যশে ভাসে দিশা দশ দাস নরহরি গায়॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| এ সখি! কো উহ নব যুবরাজ ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১০৪ । ॥ বেলাবলী ॥ এ সখি ! কো উহ নব যুবরাজ । নীপ নিকট নট বর তিরিভঙ্গিম মনমথদমন ভুবনজয়ী সাজ ॥ ধ্রু ॥ মরকত তিমির জলদ দলিতাঞ্জন পুঞ্জ দরপভর ভঞ্জন কাতি । কুঞ্চিত কচ-কচ নাতি রুচির শিখি- পিঞ্ছ কুসুম তহি মধুকর ভাতি ॥ তাল তিলক ঝল কত শ্রুতি কুণ্ডল গণ্ড সুগঠন মুকুর রহু দূর । অতুলিত মোতি জোতি লস নাসিক খগপতি চঞ্চু গরব করু চুর ॥ শরদ সুধাকর নিকর নিন্দি মুখ মধুরিম অমিয় ঝরত মৃদুহাস । লোচন চপল- চোর কুলবতী চরিত কি সমুঝব নরহরি দাস । এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২৬-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। ॥ বেলাবলী॥ এ সখি কো উহ নব যুবরাজ। নীপ নিকট নট- বর তিরিভঙ্গিম মনমথ দমন ভুবনজয়ী সাজ॥ ধ্রু॥ মরকত তিমির জলদ দলিতাঞ্জন পুঞ্জ দরপভরভঞ্জন কাঁতি। কুঞ্চিত কচ রচ- নাতি রুচির শিখি পিঞ্ছ কুসুম তহি মধুকরভাতি॥ ভাল তিলক ঝল- কত শ্রুতি কুণ্ডল গণ্ড সুগঠন মুকুর রহু দূর। অতুলিত মোতি জোতি লস নাসিক খগপতি চঞ্চু গরব করু চুর॥ শরদ সুধাকর নিকর নিন্দি মুখ মধুরিম অমিয় ঝরত মৃদুহাস। লোচন চপল চোর সো কুলবতী চরিত কি সমুঝব নরহরি দাস॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ১৩১০, ৩৬৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর পদ বলে বলা হয়েছে। এ সখি কো উহ নব যুবরাজ। নীপ নিকট নটবর তিরিভঙ্গিম মনমথ দমন ভুবনজয়ী সাজ॥ মরকত তিমির জলদ দলিতাঞ্জন পুঞ্জ দরপভরভঞ্জন কাঁতি। কুঞ্চিত কচ রচনাতি রুচির শিখি পিঞ্ছ কুসুম তহি মধুকরভাতি॥ ভাল তিলক ঝল কত শ্রুতি কুণ্ডল গণ্ড সুগঠন মুকুর রহু দূর। অতুলিত মোতি জোতি লস নাসিক খগপতি চঞ্চু গরব করু চুর॥ শরদ সুধাকর নিকর নিন্দি মুখ মধুরিম অমিয় ঝরত মৃদুহাস। লোচন চপল চোর সো কুলবতী চরিত কি সমুঝব নরহরি দাস॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| ওহে বিনোদিনী! তুয়া নামখানি ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৪৫। ॥ আশাবরী ॥ ওহে বিনোদিনি ! তুয়া নামখানি কিসে সিরজিল কে ? শুনিতে অমুনি কানু গুণমণি ভুলিল আপন দে’ ! জপিতে জপিতে কত উঠে চিতে তিলেক ধৈরজ নাই । মুখ-শ্রুতি কত অযুতে অযুত মাগয়ে বিধির ঠাঁই ॥ কত না আরতি পুছে সখী প্রতি আঁখি কি দেখিব তায় । কহিতে এ বাণী কি হইল জানি নিশ্বসি অবশ গায় ॥ পড়ি ক্ষিতিতলে ভাসে দিঠিজলে বুঝি বা না জীয়ে প্রাণে । ইথে যে উচিত করছ তুরিত দাস নরহরি ভণে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
| ওহে শ্রোতাগণ শুন ভণিতা নরহরি দাস কবি নরহরি চক্রবর্তী ১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৮৫। কিঞ্চ ॥ সুহই ॥ ওহে শ্রোতাগণ শুন । করযুগ জুড়ি চরণেতে পড়ি নিবেদিয়ে পুন পুন । শ্রীরাধিকাপূর্ব- রাগ ক্রমমত সঙ্ক্ষেপে গাইলু যাহা । স্বগণ সহিত নিত চিত দিয়া সুখে আস্বাদিব তাহা ॥ মুঞি শিশুমতি অতি হীন গুণে না বুঝি রসের লেশ । করিবে সঙ্গতি অসঙ্গতি যশ ঘুষিবে সকল দেশ ॥ অপরাধভয়ে ভাবি নিশিদিশি রাখিবে আপন জনে । এই কৈরো এই রসে ভাসি সদা দাস নরহরি ভণে ॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |