কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
কনক-কেতকী-দাম-দমন
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৯১।

অথ বৈয়গ্রে
॥ কামোদ ॥

কনক-কেতকী-                          দাম-দমন
মনোজ মোহন দেহ ।
কতহি কুলবতী-                    ধরম ধ্বংসন
ধূরি ধূসর সেহ ।
কৌন সমুঝব                    ভাব তিলে তিলে
হোত অতি হি উদাস ।
খেদ বচন                        উচারি ঘন পিয়
পারিষদগণ পাশ ॥
লোরে লোচন                         জল ছলছল
চারু করুণ বিথারি ।
দীন দুরগত                       পতিত পামরে
গহই বাহু পসারি ॥
দেত কি মধুর                  অমিয় পিবইতে
কো না উনমত হোই ।
দাস নরহরি                         পহুঁক ইহ গুণ
গুণত জগজন রোই ॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৮২২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তীর  পদ বলে
বলা হয়েছে।

বৈয়গ্রে।
॥ কামোদ॥

কনক কেতকী                                      দাম দমন
মনোজ মোহন দেহ।
কতহি কুলবতী                                   ধরম ধ্বংসন
ধূরি ধূসর সেহ॥
কৌন সমুঝব                                ভাব তিলে তিলে
হোত অতিহি উদাস।
খেদ বচন                                     উচারি ঘন পিয়
পারিষদগণ পাশ॥
লোরে লোচন                                     জলজ ছলছল
চারু করুণ বিথারি।
দীন দুরগত                                     পতিত পামরে
গহই বাহু পসারি॥
দেত কি মধুর                                অমিয় পিবইতে
কো না উনমত হোই।
দাস নরহরি                                     পহুঁক ইহ গুণ
গুণত জগজন রোই॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা- ১৩১৩, ৩৬৮-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

কনক কেতকী দাম দমন
মনোজ মোহন দেহ।
কতহি কুলবতী ধরম ধ্বংসন
ধূরি ধূসর সেহ॥
কৌন সমুঝব ভাব তিলে তিলে
হোত অতিহি উদাস।
খেদ বচন উচারি ঘন পিয়
পারিষদগণ পাশ॥
লোরে লোচন জলজ ছলছল
চারু করুণ বিথারি।
দীন দুরগত পতিত পামরে
গহই বাহু পসারি॥
দেত কি মধুর অমিয় পিবইতে
কো না উনমত হোই।
দাস নরহরি পহুঁক ইহ গুণ
গুণত জগজন রোই॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কনক ভূধর-গরব দঞ্জন
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৮৯। এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ
মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮২২-পৃষ্ঠায় একই রূপে দেওয়া রয়েছে।

অথ জাগর্য্যে --
॥ সিন্ধুড়া ॥

কনক ভূধর-                            গরব গঞ্জন
মঞ্জু গৌর শরীর ।
ভাবে গর গর                      মরম কি বুঝব
বিজুরী জিনিয়ে অথির ॥
শরদ বিধু মদ-                    কদন বিধু মুখে
গদত গদ গদ বাত ।
নিরখি মাধব-তনয়ে                     অভিনব
ভঙ্গি ভণই ন যাত ॥
সুঘর পরিকর                      করত কীর্ত্তন
শ্রবণে ঘন ঘন মাতি ।
বঙ্কে গহি মহী                       পঙ্ক করু, ঝরু
অরুণ দিঠি দিন রাতি ॥
প্রেমধনে ধনী                     কয়ল কলি-হতে
রহল নাহি দুঃখ-লেশ ।
দাস নরহরি                        পহুঁক নব নব
সুযশে ভরু সব দেশ ॥

ই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত  পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, পদ সংখ্যা- ১৩১৪, ৩৬৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি (ঘনশ্যাম)
চক্রবর্তীর  পদ বলে বলা হয়েছে।

কনক ভূধর গরব গঞ্জন
মঞ্জু গৌর শরীর।
ভাবে গর গর মরম কি বুঝব
বিজুরী জিনিয়ে অথির॥
শরদ বিধু মদকদন বিধু মুখে
গদত গদ গদ বাত।
নিরখি মাধব তনয়ে অভিনব
ভঙ্গি ভণই ন যাত॥
সুঘর পরিকর করত কীর্ত্তন
শ্রবণে ঘন ঘন মাতি।
বঙ্কে গহি মহী পঙ্ক করু ঝরু
অরুণ দিঠি দিন রাতি॥
প্রেমধনে ধনী কয়ল কলি হতে
রহল নাহি দুঃখ লেশ।
দাস নরহরি পহুঁক নব নব
সুযশে ভরু সব দেশ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কালিয়া রসিক শিরোমণি
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৭৪।

   ॥ শ্রীরাগ ॥

কালিয়া রসিক-শিরোমণি ।
জানে কত পিরীতি কাহিনী ॥
মধুর মধুর মৃদু ভাষে ।
কত না আদরে পরিতোষে ॥
শুনি ধনী কালিয়ার কথা ।
লাজেতে করয়ে হেট মাথা ॥
কালিয়া পসারি দু’টি বাহু ।
ঝাপয়ে সে চান্দে যেন রাহু ॥
কুসুমশেজেতে শোয়াইয়া ।
মুখে মুখে রহে মিশাইয়া ॥
অপরূপ এ নব বিলাস ।
দেখিব কি নরহরি দাস ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
কুঞ্জ মন্দিরে সুন্দরী সহ
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৫২।

॥ সুহই ॥

কুঞ্জমন্দিরে                   সুন্দরী সহ
শ্যামসুন্দর-কেলি ।
হেরি সহচরী-                বৃন্দ নন্দিত
ভূরি কৌতুক ভেলি ॥
মঞ্জু পিঞ্জর                 মাহি সোহত
কীর কোইল শারী ।
চারু বিচিত্র               চরিত গায়ত
চিত্তরঞ্জনকারী ॥
ভ্রমর গুঞ্জত               পুঞ্জ জনু নব
যন্ত্র বাজত জোর ।
ঘোর শবদ                উচারি পঙ্খ
পসারি নৃত্যত মোর ॥
মন্দ মন্দ                 সুগন্ধ মলয়
সমীর বহত অভঙ্গ ।
দাস নরহরি                 আশা পূরব
কব নেহারব রঙ্গ ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গোরা আজু কি রসে বিভোর
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৬।

   ॥ পুনঃ সুহই ॥

গোরা আজু কি রসে বিভোর ।
নিবারিতে নারে দুটি নয়ানের লোর ॥
ধরিতে ধৈরজ নাহি রয় ।
মরম-কাহিনী কারে কিছুই না কয় ॥
ঘন ঘন চায় চারি পানে ।
হয়রে পরাণ সে যে হাসির সন্ধানে ॥
হিলিদুলি পথে চলি যায় ।
গায়ের বাতাসে কত যুবতি মাতায় ॥
কেশবেশ পড়ে আউলাইয়া ।
তাহা না সম্বরে সদা পুলকিত হিয়া ॥
নরহরি কি বুঝিব তায় ।
মধুর ভঙ্গিতে সে মদন মুরুছায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গৌর গুণমণি ভাবে গরগর
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪২।

চিত্রে যথা
॥ ভুপালী॥

গৌর গুণমণি                      ভাবে গরগর
ভণই কি হোয়ল আজ ।
শ্যামসুন্দর                          মুরতি চিত্র
নেহারি করলু অকাজ ॥
ভুবনমোহন                       রূপ অনুপম
পৈঠি রহল হিয়ায় ।
চন্দ্রবদনে সু-                       হাস মধুরিম
মাতি মন রহু তায় ॥
চপলগতি সু-                     বিশাল লোচন
কুটিল কাল ভুজঙ্গ ।
সরমে কি করব                  মরমে দংশল
অবশ করল এ অঙ্গ ॥
অথির পঁহু ইহ                    ভাতি ভণইতে
নয়নে ঝরু জলধার ।
দাস নরহরি                     নিছনি অপরূপ
চরিত ভুবন বিথার ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গৌর গুণমণি মরম কি বুঝব
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩০৩।

॥ পুনঃ সুহই॥

গৌর গুণমণি                      মরম কি বুঝব
বিরলে পেখলু থোরি ।
শরদ বিধুমদ-                        কদন বদনে
সুভাস হাসহি ছোরি ॥
পীতবসনে                     অগোরি তনু তহি
নীপ নিকটহি বেঠি ।
ধরই কি নব                     ধিয়ান নিজজন-
বচন শ্রবণে না পৈঠি ॥
কমলদল দলি                      ললিত লোচন-
কোণে কছু ন নেহারি ।
নিরত ঝর ঝর                   বারি ঝরু জনু
বিমল মোতি বিথারি ॥
হোত ভ্রম বহু                    না রহু শুধি বুধি
তেজি তীখিণ নিশ্বাস ।
করত কতহি                      উপায় উপশম
লাগি নরহরি দাস ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গৌর বিধুবর পরম সুন্দর
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪৮ ।

॥ পুনঃ দ্রাবিড় গৌড় ॥

গৌর বিধুবর                    পরম সুন্দর
কনক ভূধর দেহ ।
হোত ছল ছল                   ছিন জনু নব-
দলিত কেশর রেহ ॥
ধুরি ঢরকত                       নিয়ত দুবর
দূর করু উরহার ।
সহই শকত                 ন আন কছু পরি-
ধেয়ব অম্বরভার ॥
বৈঠি রহই                  না পারি অতিশয়
চাহ চহু দিশ ফেরি ।
জপই কৈছন                      মন্ত্র অনুখণ
নীল উতপল হেরি ॥
থেহ নহু হিয়                    উমরি আয়ত
নয়নে গল জলাধার ।
দাস নরহরি                   রোই রহুঁ মৌন
হোই কছু ন বিচার ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
গৌরবিরহিণী গোরী মতি গতি
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৮৬ ।

॥ পুনঃ দেশাগ ॥

গৌরবিরহিণী                        গোরী মতি গতি
থোরি বুঝই ন যাত ।
চাহি চহুঁ দিশ                        সঘনে নিশসই
কহই লহু লহু বাত ॥
কনক কেশর                         কাঁতি মলয়জ-
সম সুশীতল মানি ।
পৈঠে মঝু হিয়                        মাহ অলখিত
ভেল দব অব্ জানি ॥
ঐছে কহি অতি                       থির রহি পুন
চলই পদ দুই চারি ।
বিরস তনু অনু-                   পাম ক্ষিতিতলে
লুঠই কবরী বিথারি ॥
হেরি সহচরী                     তুরিত দরি করি
কোরে করই বিচার ।
দাস নরহরি                        নাহ বিনু পর-
বোধে কি করব আর ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় জয় রাইক নিরুপম প্রেম
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৩।

     ॥ ধানসী ॥

জয় জয় রাইক নিরুপম প্রেম ।
ঝলকই নিরত নিন্দি নব হেম ॥
জগতে পরাবধি অধিক বিলাস ।
ভণইতে কো-না করয়ে অভিলাষ ॥
প্রবল প্রভাব রহল জগ জাগি ।
শ্যাম গৌর ভেল যাকর লাগি ॥
লছিমী আদি যছু অন্ত না পায় ।
নরহরি দাস নিছনি রহু তায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর