কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
জয় নবদ্বীপচন্দ্র শ্রীগৌরসুন্দর
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪২২ ।

     তত্র শ্রবণে
     ॥ কামোদ ॥

জয় নবদ্বীপচন্দ্র শ্রীগৌরসুন্দর ।
নিত্যানন্দাদ্বৈতের অভিন্ন কলেবর ॥
জয় গদাধর পণ্ডিতের প্রাণধন ।
শ্রীবাসাদি-প্রিয় ভক্তগণের জীবন ॥
জয় জয় ভুবনপাবন গুণনিধি ।
কৃপা করি কর মোর মনোরথসিধি ॥
ওহে বিজ্ঞ শ্রোতাগণ করো অবধান ।
পূর্বে পূর্বরাগ গাইল, এবে গাই মান ॥
পূর্বে যৈছে ত্রিবিধ গাইল গৌরগীত ।
তৈছে এথা পৃথক না গাবো রুপামৃত ॥
ক্রম পূর্ব মানরস কর আস্বাদন ।
এথা অতি অল্পে কহি মান-বিবরণ ॥
মান মুখ্য সহেতু নির্হেতু ভেদ দ্বয় ।
শ্রবণানুমান দৃষ্ট সহেতুতে ত্রয় ॥
শ্রবণানুমানে ভেদ অনেক প্রকার ।
এথা না গাইব আগে হইব প্রচার ॥
নির্হেতু মান মানাভাস এ সুলভ ।
হেতুমানভঞ্জন এ পরম দুর্লভ ॥
ইথে যে প্রকার তাহা না গাইব এথা ।
এথা যে গাইব জানাইয়ে সেই প্রথা ॥
হেতুমান শ্রবণানুমান দৃষ্ট ত্রয় ।
নির্হেতুমান মানভঞ্জনাদি দ্বয় ॥
এই পঞ্চ গাব এ সামান্য প্রকরণে ।
সুখে আস্বাদহ গৌরচন্দ্র-গীতগণে ॥
সামান্য প্রকারে গীতচিন্তামণি প্রায় ।
মনের উল্লাসে দাস নরহরি গায় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
জয় শচীসুত নিতাই অবধূত
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ২৯৮।

অথ শ্রীমদ্ গৌরনিত্যানন্দাদ্বৈতদেবানাং
॥ সুহই ॥

জয় শচীসুত                        নিতাই অবধূত
অদ্বৈত গুণের নিধি ।
চারিযুগ বলি                       তাহে এই কলি
ধন্য সে বাঞ্ছিত-সিধি ॥
অতি অবিদিত                    ভক্তি প্রেমামৃত
ব্রহ্মার দুর্লভ যাহা ।
পতিত পামরে                       চাহি ঘরে ঘরে
যাচিয়া বিলায় তাহা ॥
সংকীর্ত্তনরসে                       দিবানিশি ভাসে
প্রিয়পারিষদ সঙ্গে ।
সুরধনীতীরে                            নদীয়ানগরে
বিহরে বিবিধ রঙ্গে ॥
পাপী তাপী যত                        হৈল ভাগবত
ফিরয়ে আনন্দ হৈয়া ।
নরহরি দাসে                       কবে দেশে দেশে
বেড়াবে এ যশ গায়া ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
নাতি! কি আর বলিব তোরে
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩১৭।

॥ পুনঃ সুহই ॥

নাতি !  কি আর বলিব তোরে ।
মুরুছি পড়হ                             খিতিতলে তনু
মরম না কহ মোরে ॥ ধ্রু ॥
সে নবীনা ধনী                           কেমন না জানি
যে কৈলে পরাণ চুরি ।
নদীয়ানগরে                            ফিরি ঘরে ঘরে
তারে না চিনিতে পারি ॥
যদি জানে কেহো                     না কহয়ে সেহো
রচিলু উপায় চিতে ।
দেব আরাধিয়া                       তাহারে মিলিয়া
মিলাব তোমার সাথে ॥
সোণার বরণ                           সে হইল এমন
না জানি কেমন হবে !
ঘটিব যে দশা                        ইথে কি ভরসা
দাস নরহরি ভাবে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখনু অপরূপ গৌর উদার
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৮ ।

॥ যথা বেলাবলী ॥

পেখনু অপরূপ গৌর উদার ।
নিবসই নিয়ত                   সুললিত লতাতরু
নিকর রচিত নব ভবন মাঝার ॥ ধ্রু ॥
চম্পক কনক                       কোকনদ কুঙ্কুম
পুঞ্জ গঞ্জ অতি মঞ্জুল দেহ ।
অবিরল বিপুল                   পুলককুল-মণ্ডিত
কাঁপই বিজুরি বিজই নহু থেহ ॥
মনমথ-মদ-মর-                    দন বিশাল যুগ
লোচন চপল গলত জলধার ।
মেরুশিখরে সুর-               সরিত নিসরে জনু
গিরত ধরণীমধি মোতিমহার ॥
শরদ-সুধাকার-                       দরপ-বিভঞ্জন
মধুরিন বদনে বিগলত মৃদুহাস ।
অবনত মাথ                        বাত-বিরহিত
ধরু ধ্যান কি সমুঝব নরহরি দাস ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখনু অপরূপ ভাবতরঙ্গ
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৪৫।

অথ লালসাদৌ তত্র লালসায়াং যথা
॥ সিন্ধুড়া॥

পেখনু অপরূপ ভাবতরঙ্গ ।
ভণই নয়ান কি                      শুনই পাতি শ্রুতি
হসত মন্দ পুনঃ পুলকিত অঙ্গ ॥ ধ্রু ॥
মন নহু পাশ                          পাশ নহু দোসর
দোসর কি করব অথির অপার ।
নীপবিপিনে যুগ                       নয়ন সোঁপি পুন
নীল কমল তুলি গাঁথই হার ॥
তিলে তিলে কত                    শত বেরি করত
ঘর বাহির চহুদিশ চকিত নেহারি ।
ছোড়ই দীঘ                         নিশাস কাহে করু
ত্রাস অধিক কছু বুঝই না পারি ॥
নব নব নিত                         নিপুণ পুন সাহসে
লালস তীখিণ অনুপ গতি গোই ।
সে করু বেকত                       দাস নরহরি পহুঁ
ভাবত যাক ভাব কিয়ে সোই ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
পেখি আয়লু আজ
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩০৫।

পুনঃ ধানশী

পেখি আয়লু আজ ।
গৌর বিধুবর                    তরল ছলছল
না রহু পরিকর মাঝ ॥
ভ্রমত ভ্রমই ন জাত ।
চৌকি চহুঁ দিশ                চাহি মহি গহি
ধুরি ধুসর গাত ॥
কি দিশি নিশি নাহি জানি ।
কিয়ে কঠিন                 উনমাদ উপজল
কাহু বচন না মানি ॥
শ্বাস তীখিণ বিথারি ।
বারি ঝরু ন                 নিবারি বারিজ-
নয়ানে বারিদহারি ॥
কহই কাতর ভাষ ।
সোই সুবদনী                 মোহে নিকরুণ
সখি !   না পূরল আশ ॥
বহু বিলপি বিরমই বাণী ।
দাস নরহরি                 পহুঁ এ গোকুল-
নাহ নিহচয় জানি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
বিহরই গৌর নিতাই প্রেমময়
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩৫।

॥ বেলাবলী ॥

ধনি কলিযুগ মহী  মহিম অনুপ ।
বিহরই গৌর                           নিতাই প্রেমময়
শ্রীঅদ্বৈত দেবগণভূপ ॥
কো সমুঝব অব-                      তার রুচির নব
নিগম-অগোচর চরিত অপার ।
কত কত কাম-                      ধেনু সুরতরু অরু
চিন্তামণি জিনি পরম উদার ॥
দেবদুল্লভ শুভ                          ভুবন-বিমোহন
বিদিত অসীম সুকরুণ জিনি মেহ ।
অনুক্ষণ বিমল                   ভকতি রস বরিষই
মুদিত ভকতগণ পুলকিত দেহ ॥
পামর পতিত                        দুঃখিতজন-বান্ধব
প্রবল তাপত্রয় ভঞ্জনকারী ।
সংকীর্ত্তণ ধন-                          বিতরণ পণ্ডিত
নরহরি দাস পহুঁক বলিহারি ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
ভাবভরে গৌরবর অথির অনিবার
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৫২।

    ॥ পুনঃ কর্ণাট ॥

ভাবভরে গৌরবর অথির অনিবার ।
সঘনে ঘনশ্বাস যুগলয়নে জলধার ॥
হেমমদ-দমন দ্যুতি পাণ্ডুর বিথারি ।
দেব দবদাহ সম দহই দুখ ভারি ॥
শীতে কম্পই বচন ভণই বহু থোর ।
শ্যামগুণ শুনত চিত চাহ নহুওর ॥
লুঠত ক্ষিতি নিরত মতিগতি বিষম হোয় ।
দাস নরহরি নিরখি রজনি দিন রোয় ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
যে সিরজিল ইহ নিকরুণভাব
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস
দাস দ্বারা প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৫৬।

    ॥ পুনঃ শ্রীরাগ॥।

যো সিরজিল ইহ নিকরুণভাব ।
দূরে রহু তাক নিয়রে নাহি যাব ॥
কি কহব গৌর হোয়ল যছু ভাতি ।
কো ধরু ধৃতি হেরি বিদরই ছাতি ॥
নিরুপম মতি গতি নহু পরকাশ ।
রোই নিরব পুন বিরহিত শ্বাস ॥
লুঠত ধরণীতলে ললিত শরীর ।
কনক অচল সম রহলহি থির ॥
যব নিজজন হরি কহই ফুকারি ।
তব উহ মুদিত নয়নে ঝরু বারি ॥
কহইতে কন্ঠে বেকত নহু ভাষ ।
ইথে কই প্রবোধব নরহরি দাস ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
রাই! কি কানুর লেহা
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৩৫০ ।

॥ বঙ্গাল ॥

রাই !  কি কানুর লেহা ।
তুয়া নাম গুণ                   শুনিতে চিতে না
তিলেক বাঁধয়ে থেহা ॥
তুয়া তনুখানি                      ধ্যান অনুখণ
মন না আনত চলে ।
কনক কেতকী                   রাখি আঁখিপাশে
ভাসয়ে আঁখির জলে ॥
যমুনা হইতে                      আইলা যে পথে
রাখিয়া চরণচিন ।
সেই পথে সদা                      সে ধূলি ধুসর
না জানে রজনি দিন ।
ধনি ধনি তুয়া                       সোহাগ গমনে
বিলম্ব উচিত নহে ।
কুলবতীকুলে                       সুযশ ঘুষিবে
দাস নরহরি কহে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর