কবি নরহরি চক্রবর্তীর বৈষ্ণব পদাবলী
*
শচীর দুলাল বাউলের পারা
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ৬০ ।

যথা বা
॥ কামোদ ॥

শচীর দুলাল                   বাউলের পারা
কিভাবে অথির হৈয়া ।
কহে ঘন ঘন-                  শ্যামেরে দেখিলু
কদম্বকাননে রৈয়া ॥
চারু চিত্রপটে                   থাকি পুন প্রাণ
হরে সে মদনভূপ ।
স্বপনেতে আসি                দেখা দিল কিবা
ভুবনমোহন রূপ ॥
বন্দী-দূতী-সখী                     শুনাইলে তার
অমিয়া চরিত বাণী ।
গুণিগণ গানে                     গুণ শুনি হিয়া
কেমন করয়ে জানি ॥
খেণে কহে কারে                   কব এ মরম
কে মোর পূরাবে আশ ।
এত কহি পুন                     নিরব নিরখি
ভাবে নরহরি দাস ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শান্তিপুর-পতি পরম সুন্দর
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-৩১। পদটি কবির ভক্তিরত্নাকর গ্রন্থের ৯৭৭-পৃষ্ঠাতেও
রয়েছে।


॥ কামোদ ॥

শান্তিপুর-পতি                পরম সুন্দর
চরিত বরণি ন যাত ।
ভাবভরে অতি                মত্ত অনুখন
বিপুল পুলকিত গাত ॥
প্রবল কলিমদ-                দমন ঘনঘন
ঘোর গরজি বিভোর ।
গৌর হরি হরি                ভণত কম্পই
গিরত সহচর-কোর ॥
অবনি ঘন গড়ি                যাত অপরূপ
ধূরিধূসরিত দেহ ।
কঞ্জলোচন                     ঝরই ঝরঝর
জনু সুশাঙন নেহ ॥
দীন দুখিত                    নেহারি করু
করুণা ভুবনে পরচার ।
দাস নরহরি                     পহুঁক বলি
বলিহারি পরম উদার ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
শুন শুন অতি অপরূপ চিতে
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা- ১৩ ।

॥ ভৈরব ॥

শুন শুন অতি                       অপরূপ চিতে
চিন্তিলে হইবে পরম সুখী ।
মহাভাবচিন্তা                        মণিরূপা রাই
কায়ব্যুহ ললিতাদিক সখী ॥
শ্রীরাধিকা প্রতি                       কৃষ্ণচন্দ্রস্নেহ
সুগন্ধি উদ্ধর্ত্তন নাহি হেন ।
তাথে অতিশয়                       সুগন্ধি শরীর
সুচারু উজ্জ্বল বরণ মেন ॥
ক্রমে স্নান কারুণ্যা                     মৃত ধারাএ
তারুণ্যামৃতএ লাবণ্যামৃতে ।
নিজলজ্জা শ্যাম                  পট্টশাড়ী পরিধান
অতিশয় কৌতুক ই’থে ॥
কৃষ্ণ অনুরাগ                          দ্বিতীয় অরুণ
বসন নিরত বিলসে দেহে ।
প্রণয় মান                          কাঁচুলি সুললিত
নিরুপম বক্ষ গোপন তাহে ॥
সৌন্দর্য্য প্রণয়                            সখী কুঙ্কুম
চন্দন কর্পূরে লেপিত অঙ্গ ।
কৃষ্ণের উজ্জ্বল                            রস মৃগমদ
তাহে চিত্র তনু এ অতিরঙ্গ ॥
প্রচ্ছন্নমান                          বাম্যকেশ-বিন্যাস
ধীরাধীরাত্মগুণাংশুক দেহে ।
রাগ তাম্বুলরাগে                    অধরোজ্জ্বল প্রেম-
কৌটিল্য কজ্জলাক্ষে শোহে ॥
সূদ্দীপ্ত সাত্ত্বিক                             হর্ষ সঞ্চারী
কিলকিঞ্চিতাদি ভাবভূষা চারু ।
গুণশ্রেণী পুষ্প-                      মালা সুসৌভাগ্য
তিলকে ললাট উজ্জ্বল করু ॥
প্রেমবৈচিত্ত্য রত্ন                         হিয়ে তরল
নিরুপম মধ্যাবয়সে স্থিতি ।
সখীস্কন্ধে কর-                  ন্যাস সখী আশপাশ
শ্রীকৃষ্ণলীলা মনোবৃত্তি ॥
নিজাঙ্গ সৌরভ                      আলয়েতে গর্ব
পর্য্যঙ্ক তাহাতে বসিয়া মেনে ।
সদা চিন্তে কৃষ্ণ-                    সঙ্গকৃষ্ণনাম গুণ
যশ অবতংস সুকাণে ॥
শ্রীকৃষ্ণের চারু                   গুণনাম যশ-প্রবাহ
বচনেতে অবিরাম ।
শ্যামরস মধু                           পিয়াইয়া পূর্ণ
করয়ে কৃষ্ণের সকল কাম ॥
হেন শ্রীরাধিকা-                      ভাবমূর্ত্তি গোরা
চাঁদের অন্তরে আনে কি জানে ।
সেইরূপ দশা হয়                  নিরন্তর আস্বাদয়ে
নিজ ভকতগণে ॥
সেই কৃষ্ণ এই                           শচীসুত রাই-
প্রেম ঋণী হৈয়া কিবা না কৈল ।
নরহরি পঁহু                            লীলা অতিগূঢ়
ব্রহ্মাদিক কেহ পার না পাইল ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর
*
হেদেহে রসিকরাজ
ভণিতা নরহরি দাস
কবি নরহরি চক্রবর্তী
১১৭০টি পদ সম্বলিত, নরহরি (ঘনশ্যাম) চক্রবর্তী প্রণীত, ৪৬২ শ্রীগৌরাব্দে (১৯৪৯), হরিদাস দাস দ্বারা
প্রকাশিত, শ্রীশ্রীগীতচন্দ্রোদয় ( পূর্বরাগ ) গ্রন্থ, পৃষ্ঠা-১১৫।

তদ্ যথা
॥ তোড়ী ॥

হেদেহে রসিকরাজ ।
হরিলে হরিণী-                      নয়নীর মন
করিলে বিষম কাজ ॥ ধ্রু ॥
অচপল মতি                    ধৃতি অতিশয়
কেবা না আদরে তারে ।
চপলার পারা                       চঞ্চল হইল
সকল তেজিল দূরে ॥
নানা মণিগণে                    খচিত যে হেন
আঙ্গিনা পানে না যায় ।
সে নব কদম্ব                       বনপানে চায়
পাগলী হইয়া ধায় ॥
সখীগণ সহ                   কৌতুকেতে  যার
লোচনকমল হাসে
এবে সে নয়ন-                  বারি নিবারিতে
নারে নরহরিদাসে ॥

.            *************************              

=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . .   
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .   
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . .  
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .   
নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . .   


মিলনসাগর