কবি নরহরি সরকারের নির্দিষ্টভাবে জ্ঞাত পদাবলী |
শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১১৩-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। ॥ ধানশী॥ শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়নের তারা। জীবনে গৌর, মরণে গৌর, গৌর গলার হারা॥ হিয়ার মাঝারে, গৌরাঙ্গ রাখিয়া, বিরলে বসিয়া রব। মনের সাধেতে, সেরূপ চাঁদেরে, নয়নে নয়নে থোব॥ সোই লো কহ না গৌরের কথা। গোরার সে নাম, অমিয়ার ধাম, পীরিতি মূরতি দাতা॥ ধ্রু॥ গৌর শবদ, গৌর সম্পদ, সদা যার হিয়ায় জাগে। কহে নরহরি, তাহার চরণে, সতত শরণ মাগে॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৪৩-পৃষ্ঠায় নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে এবং “নরহরি দাস” ভণিতায় রয়েছে। ॥ তথারাগ॥ শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা। জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা॥ হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া বিরলে বসিয়া রব। মনের সাধেতে সেরূপ চাঁদের রূপ নয়নে নয়নে থোব॥ সোই লো কহ না গৌরের কথা। গোরার সে নাম, অমিয়ার ধাম, মূরতি পিরীতি দাতা॥ গৌর শবদ গৌর সম্পদ সদা যার হিয়ে জাগে। নরহরি দাস তাহার চরণে সতত শরণ মাগে॥ এই পদটি ১৯৮৭ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-৫২, ২৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি কবিরাজ অর্থাৎ চৈতন্য সমসাময়িক কবি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। শয়নে গৌর স্বপনে গৌর গৌর নয়নের তারা। জীবনে গৌর মরণে গৌর গৌর গলার হারা॥ হিয়ার মাঝারে গৌরাঙ্গ রাখিয়া বিরলে বসিয়া রব। মনের সাধেতে সেরূপ চাঁদের রূপ নয়নে নয়নে থোব॥ সোই লো কহ না গৌরে কথা। গোরার সে নাম অমিয়ার ধাম মূরতি পিরীতি দাতা॥ গৌর শবদ গৌর সম্পদ সদা যার হিয়ে জাগে। নরহরি দাস তাহার চরণে সতত শরণ মাগে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
মরম কহিব সজনি কায় মরম কহিব কায় ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১১৩-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। ॥ ধানশী॥ মরম কহিব সজনি কায় মরম কহিব কায়। উঠিতে বসিতে দিক নিরখিতে, হেরিএ গৌরাঙ্গ রায়॥ ধ্রু॥ হৃদি সরোবরে, গৌরাঙ্গ পশিল, সকলি গৌরাঙ্গময়। এ দুটি নয়ানে, কত বা হেরিব, লাখ আঁখি যদি হয়॥ জাগিতে গৌরাঙ্গ, ঘুমাতে গৌরাঙ্গ, সদাই গৌরাঙ্গ দেখি। ভোজনে গৌরাঙ্গ, গমনে গৌরাঙ্গ, কি হৈল আমারে সখি ? গগনে চাহিতে, সেখানে গৌরাঙ্গ, গৌরাঙ্গ হেরিয়া সদা। নরহরি কহে, গৌরাঙ্গচরণ, হিয়ায় রহল বাঁধা॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৪২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। ॥ তথারাগ॥ মরম কহিব সজনি কায় মরম কহিব কায়। উঠিতে বসিতে দিক নিরখিতে হেরি এ গৌরাঙ্গ রায়॥ হৃদি সরোবরে গৌরাঙ্গ পশিল সকলি গৌরাঙ্গময়। এ দুটী নয়ানে কত বা হেরিব লাখ আঁখি যদি হয়॥ জাগিতে গৌরাঙ্গ ঘুমাতে গৌরাঙ্গ সদাই গৌরাঙ্গ দেখি। ভোজনে গৌরাঙ্গ গমনে গৌরাঙ্গ কি হৈল আমারে সখি॥ গগনে চাহিতে সেখানে গৌরাঙ্গ গৌরাঙ্গ হেরি এ সদা। নরহরি কহে গৌরাঙ্গচরণ হিয়ায় রহল বাঁধা॥ এই পদটি ১৯৮৭ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-৪৭, ২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি কবিরাজ অর্থাৎ চৈতন্য সমসাময়িক কবি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। মরম কহিব সজনি কায় মরম কহিব কায়। উঠিতে বসিতে দিক নিরখিতে হেরি এ গৌরাঙ্গ রায়॥ হৃদি সরোবরে গৌরাঙ্গ পশিল সকলি গৌরাঙ্গময়। এ দুটী নয়ানে কত বা হেরিব লাখ আঁখি যদি হয়॥ জাগিতে গৌরাঙ্গ ঘুমাতে গৌরাঙ্গ সদাই গৌরাঙ্গ দেখি। ভোজনে গৌরাঙ্গ গমনে গৌরাঙ্গ কি হৈল আমারে সখি॥ গগনে চাহিতে সেখানে গৌরাঙ্গ গৌরাঙ্গ হেরি এ সদা। নরহরি কহে গৌরাঙ্গচরণ হিয়ায় রহল বাঁধা॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
মজিলুঁ গৌরপীরিতে সজনি মজিলুঁ গৌর পীরিতে ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১১৩-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। ॥ ধানশী॥ মজিলুঁ গৌরপীরিতে সজনি মজিলুঁ গৌর পীরিতে। হেরি গৌররূপ জগতে অনুপ, মিশিয়া রৈয়াছে জগতে॥ আতসী কুসুম, কিবা চাঁপা শোণ, হরিল গৌরাঙ্গরূপ। কমলে নয়ন, পলাশে শ্রবণ, তিলফুলে নাসাকূপ॥ অপরাজিতার, কলিতে আমার, হরিল গৌরাঙ্গ ভুরু। হরে কুন্দকলি, দশন আবলী, কদলি তরুতে উরু॥ সনাল অম্বুজ, হরিল সে ভুজ, বক্ষঃস্থল পদুমিনী। কহে নরহরি, মোর গৌরহরি, সকল ভুবনে জানি॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৪৩-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। ॥ তথারাগ॥ মজিলুঁ গৌর পীরিতে সজনি মজিলুঁ গৌর পীরিতে। হেরি গৌর রূপ জগতে অনুপ মিশি রহিয়াছে জগতে॥ আতসী চম্পক কি শোণ কুসুমে হরিল গৌরাঙ্গ রূপ। কমলে নয়ন, পলাশে শ্রবণ তিলফুলে নাসাকূপ॥ অপরাজিতার কলিকা আমার হরিল গৌরাঙ্গ ভুরু। হরে কুন্দ কলি দশন আবলী কদলি তরুতে ঊরু॥ সণাল অম্বুজ হরিল সে ভুজ বক্ষঃস্থল পদুমিণী। কহে নরহরি মোর গৌরহরি সকল ভুবনে জানি॥ এই পদটি ১৯৮৭ সালে প্রকাশিত, কাঞ্চন বসু সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা-৪৬, ২৭-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি কবিরাজ অর্থাৎ চৈতন্য সমসাময়িক কবি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। মজিলুঁ গৌর পিরীতে সজনি মজিলুঁ গৌর পিরীতে। হেরি গৌর রূপ জগতে অনুপ মিশি রহিয়াছে জগতে॥ অতসী চম্পক কি শোণ কুসুমে হরিল গৌরাঙ্গ রূপ। কমলে নয়ন পলাশে শ্রবণ তিল ফুলে নাসাকূপ॥ অপরাজিতার কলিকা আমার হরিল গৌরাঙ্গ ভুরু। হরে কুন্দ কলি দশন আবলী কদলী তরুতে ঊরু॥ সণাল অম্বুজ হরিল সে ভুজ বক্ষস্থল পদুমিণী। কহে নরহরি মোর গৌরহরি সকল ভুবনে জানি॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |
কে আছে এমন মনের বেদন কাহারে কহিব সই ভণিতা নরহরি কবি নরহরি সরকার ঠাকুর ১৯৩৪ সালে প্রকাশিত, জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ- তরঙ্গিণী” (১৯৩৪, প্রথম সংস্করণ ১৯০২), ১১৩-পৃষ্ঠা। শ্রীখণ্ড থেকে প্রকাশিত শ্রীল রাখালানন্দ ঠাকুর শাস্ত্রীর সম্পাদনায় “শ্রীশ্রীগৌরাঙ্গমাধুরী” নামক পত্রিকায় শ্রীনরহরি সরকার ঠাকুরের, ১০৮টি পদের মধ্যে এই পদটিও গৌরপদতরঙ্গিণীতে অন্তর্ভুক্ত করা হয়। ॥ ধানশী॥ কে আছে এমন মনের বেদন কাহারে কহিব সই। না কহিলে বুক, বিদরিয়া মরি, তেঁই সে তোমারে কই॥ বেলি অবসানে, ননদিনী সনে, গেনু জল ভরিবার। দেখিতে গৌরাঙ্গে, কলসি ভাঙ্গিল, সরম হইল সার॥ সঙ্গে ননদিনী, কালভুজঙ্গিনী, কুটিল কুমতি ভেল। নয়নের বারি, সম্বরিতে নারি, বয়ান শুকায়ে গেল॥ গৌরকলেবর, করে ঝলমল, শারদ চাঁদের আলো। সুরধুনীতীরে দাঁড়াইয়া আছে, দুকুল করিয়া আলো॥ বুক পরিসর, তাহার উপর, চন্দন ফুলের মাল। নয়ন ভরিয়া, দেখিতে নারিনু, ননদী হইল কাল॥ কহে নরহরি, গৌরাঙ্গমাধুরী, যাহার হৃদয়ে জাগে। কুল শীল তার, সব ভাসি যায়, গৌরাঙ্গের অনুরাগে॥ এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ১৪২-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। ॥ তথারাগ॥ কে আছে এমন মনের বেদন কাহারে কহিব সই। না কহিলে বুক বিদরিয়া মরি তেই সে তোমারে কই॥ বেলি অবসানে ননদিনী সনে গেনু জল ভরিবার। দেখিতে গৌরাঙ্গে কলসি ভাঙ্গিল সরম হইল সার॥ সঙ্গে ননদিনী কাল ভুজঙ্গিনী কুটিল কুমতি ভেল। নয়নের বারি সম্বরিতে নারি বয়ান শুকায়ে গেল॥ গৌর কলেবর শারদচাঁদের আলো করে ঝলমলো। সুরধুনী তীরে দাঁড়াইয়া আছে দুকুল করিয়া আলো॥ বুক পরিসর তাহার উপর চন্দন ফুলের মালা। নয়ন ভরিয়া দেখিতে নারিনু ননদী হৈল জ্বালা॥ কহে নরহরি গৌরাঙ্গ মাধুরী যাহার হৃদয়ে জাগে। কুলশীল তার সব ভাসি যায় গৌরাঙ্গের অনুরাগে॥ এই পদটি ১৯৮৫ সালে প্রকাশিত, ৩৪৪৫টি পদ বিশিষ্ট, কাঞ্চন বসু সম্পাদিত পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, পদ সংখ্যা- ৩৪, ২৪-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। এখানে এই পদটি নরহরি কবিরাজ অর্থাৎ চৈতন্য সমসাময়িক কবি নরহরি সরকারের পদ বলে বলা হয়েছে। কে আছে এমন মনের বেদন কাহারে কহিব সই। না কহিলে বুক বিদরিয়া মরি তেই সে তোমারে কই॥ বেলি অবসানে ননদিনী সনে গেনু জল ভরিবার। দেখিতে গৌরাঙ্গে কলসি ভাঙ্গিল সরম হইল সার॥ সঙ্গে ননদিনী কাল ভুজঙ্গিনী কুটিল কুমতি ভেল। নয়নের বারি সম্বরিতে নারি বয়ান শুকায়ে গেল॥ গৌর কলেবর শারদচাঁদের আলো করে ঝলমলো। সুরধুনী তীরে দাঁড়াইয়া আছে দুকুল করিয়া আলো॥ বুক পরিসর তাহার উপর রঙ্গন ফুলের মালা। নয়ন ভরিয়া দেখিতে নারিনু ননদী হৈল জ্বালা॥ কহে নরহরি গৌরাঙ্গ মাধুরী যাহার হৃদয়ে জাগে। কুলশীল তার সব ভাসি যায় গৌরাঙ্গের অনুরাগে॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরির পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |