| কবি নরহরিয়া-র বৈষ্ণব পদাবলী |
| আজ কি আনন্দ ব্রজ ভরিয়া রে ভণিতা নরহরিয়া নরহরি চক্রবর্তী ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন-মালা”, ৫১-পৃষ্ঠা। ॥ কল্যাণী॥ আজ কি আনন্দ ব্রজ ভরিয়া রে। বনবাস ভূষা পরি, ধাওত গোপনারী রহিতে না রহে ধৃতি ধরিয়ারে॥ ধ্রু॥ কিবা অপরূপ সাজে, প্রবেশে ভবন মাঝে, গোপগণ কাঁধে ভার করিয়া রে। বৃষ্ভানু নৃপমণি, আপনারে মানে ধনি, বালিকা বদন বিধু হেরিয়া রে॥ শুভানু সুচন্দ্রভানু, ধরিতে নারয় তনু, নাচে তায় গোপসব ঘেরিয়া রে। বাজে বাদ্য নানা ভাঁতি, গীত গায় প্রেমে মাতি, বসন উড়ায় ফিরি ফিরিয়া রে॥ ঘৃত দধি দুগ্ধ সহ, হরিদ্রা-সলিল কেহ, ঢালে কারু মাথে ছল করিয়া রে। মুখরার সাথ কত, করয়ে মঙ্গল যত, কৌতুকে দেখয়ে নরহরিয়া রে॥ এই পদটি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “পদামৃত লহরী”, ২১-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ রাগিণী কল্যাণ - তাল একতালী॥ আজু কি আনন্দ ব্রজ ভরিয়া। নব বাসভূষা পরি, ধায়ত গোপনারী, রহিতে না পারে ধৃতি ধরিয়া॥ কিবা অপরূপ সাজে, প্রবেশে ভবন মাঝে, গোপগণ কান্ধে ভার করিয়া। বৃষভানু নৃপমণি,আপনা মানয়ে ধনী, বালিকা বদন বিধু হেরিয়া॥ সুভানু সুচন্দ ভানু, ধরিতে নারয়ে তনু, নাচে সব গোপ তায় ঘেরিয়া। বাজে বাদ্য নানা ভাতি, গীত গায় প্রেমে মাতি, বসন উড়ায় ফিরি ফিরিয়া॥ ঘৃত দধি দুগ্ধ সহ, হরিদ্রা সলিল কেহ, ঢালে কারুমাথে ছল করিয়া। মুখরার সাধ কত, করয়ে মঙ্গল যত, কৌতুকে দেখে নরহরিয়া॥ এই পদটি, ১৯৩৭ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদালী সংকলন “শ্রীপদামৃতমাধুরী”, ৫৯-পৃষ্ঠায় এই রূপে দেওয়া রয়েছে। ॥ তুড়ী মিশ্র ভাটিয়ারী - ধামালী॥ আজ কি আনন্দ ব্রজ ভরিয়া। নব বাস ভূষা পরি, ধায়ত গোপ নারী রহিতে নারয়ে ধৃতি ধরিয়া॥ ধ্রু॥ কিবা অপরূপ সাজে, প্রবেশে ভবন মাঝে, গোপগণ কান্ধে ভার করিয়া। বৃষভানু নৃপমণি, আপনা মানয়ে ধনি, বালিকা বদন বিধু হেরিয়া॥ শুভানু সুচন্দ্র ভানু, ধরিতে নারয় তনু, নাচে সব গোপ তায় ঘেরিয়া। বাজে বাদ্য নানা জাতি, গীত গায় প্রেমে মাতি, বসন উড়ায় ফিরি ফিরিয়া॥ ঘৃত দধি দুগ্ধ সহ, হরিদ্রা সলিল কেহ, ঢালে কারু মাথে ছল করিয়া। মুখরার সাধ কত, করয়ে মঙ্গল যত, কৌতুকে দেখয়ে নরহরিয়া॥ এই পদটি নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং ৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম তরঙ্গ, ২৮৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি ভক্তিরত্নাকরের পাতাতেও রাখা হয়েছে। ॥ গীতে যথা॥ আজু কি আনন্দ ব্রজ ভরিয়া। নব বাস ভূষাপরি, ধায়ত গোপনারী, রহিতে নারয়ে ধৃতি ধরিয়া॥ ধ্রু॥ কিবা অপরূপ সাজে, প্রবেশে ভবন মাঝে, গোপগণ কান্ধে ভার করিয়া। বৃষভানু নৃপমণি, আপনা মানয়ে ধনি, বালিকা বদনবিধু হেরিয়া॥ সুভানু সুচন্দ্রভানু, ধরিতে নারয়ে তনু, নাচে সব গোপ তায় ঘেরিয়া। বাজে বাদ্য নানা ভাতি, গীত গায় প্রেমে মাতি, বসন উড়ায় ফিরি ফিরিয়া॥ ঘৃত দধি দুগ্ধ সেহ, হরিদা সলিল কেহ, ঢালে কারু মাথে ছল করিয়া। মুখরার সাধ কত, করয়ে মঙ্গল কত, কৌতুক দেখয়ে নরহরিয়া॥ . ************************* === নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . === নরহরি নামের কবিদের একত্রে সকল পদাবলীর সূচীতে . . . সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নর ভণিতাযুক্ত পদের সূচীতে . . . সকল নৃহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . . বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরি কবিদের পদের সূচীতে . . . নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . . নরহরি চক্রবর্তীর বিভিন্ন সংকলনে প্রাপ্ত পদের সূচীতে . . . মিলনসাগর |