কবি নৃহরি-র বৈষ্ণব পদাবলী
*
হে রাম রোহিণীতনয় নলানাক্ষ
ভণিতা নৃহরি
কবি নরহরি চক্রবর্তী
নরহরি চক্রবর্তী (ঘনশ্যাম) দ্বারা আনুমানিক ১৭২৫ সাল নাগাদ বিরচিত ও সংকলিত এবং
৪২৬ গৌরাব্দে (১৯১৩ খৃষ্টাব্দ), রামদেব মিশ্র দ্বারা প্রকাশিত “ভক্তিরত্নাকর” গ্রন্থ, পঞ্চম
তরঙ্গ, ২৬৫-পৃষ্ঠা।
॥ গীতে যথা দেশপাল॥
হে রাম রোহিণীতনয় নলিনাক্ষ যদুকুল তিলক বলদেব প্রণতবন্ধো।
ভকত বত্সল হলায়ূধ মোদসদন গুণধাম ভয় হরণ করুণৈকসিন্ধো॥
হে জগতবন্দ্য চন্দ্রাস্য সুন্দর শৃঙ্গবাদ্যাতিনিপুণ ধিকি ধিকট ধেন্না।
স রি হৃগ গরিম পধনিতি অয়ি কুরু কৃপাং ময়ি নৃহরিনাথ তেন্না॥
. *************************
=== নরহরির বিভিন্ন সূচীতে যেতে . . . ===
নরহরি নামের কবিদের এক
ত্রে
সকল পদাবলীর সূচীতে . . .
সকল নরহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .
সকল নরহরি দাস ভণিতাযুক্ত পদের সূচীতে . . .
সকল নরহরিয়া ভণিতাযুক্ত পদের সূচীতে . . .
সকল নৃহরি ভণিতাযুক্ত পদের সূচীতে . . .
বিভিন্ন পদ-সংকলনে প্রাপ্ত অনির্দিষ্ট নরহরি কবিদের পদের সূচীতে . . .
নরহরি সরকারের নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .
নরহরি চক্রবর্তীর নির্দিষ্ট ভাবে জ্ঞাত সকল পদের সূচীতে . . .
নরহরি চক্রবর্তীর শ্রীশ্রীগীতচন্দ্রোদয় গ্রন্থের পদের সূচীতে . . .
নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর গ্রন্থের পদের সূচীতে . . .
নরহরি চক্রবর্তীর
বিভিন্ন সংকলনে প্রাপ্ত
পদের সূচীতে . . .
মিলনসাগর
কবি
নৃহরি
-র পরিচিতির পাতায় . . .