কবি রাধামোহন ঠাকুরের বৈষ্ণব পদাবলী |
জয় জয় সুন্দর শ্যাম ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৩৭৮ । ॥ গান্ধার রাগ দশকোশীতালৌ ॥ জয় জয় সুন্দর শ্যাম । জলধর রুচির রুচিরানন সোহন মোহন কত কোটি কাম ॥ ধ্রু ॥ পুনমিক চান্দ কান্দ মুখ মণ্ডল কুণ্ডল শ্রবণ বিলাস । ব্রজ জন ভাব বিভাবিত অন্তর মন্থর মন্থর হাস ॥ কেলি কলাগুরু অন্তর অন্তর গতি অতি বারণ বার । রাধারমণ রমণিগণ মোহন যোহন প্রেম বিথার ॥ রাধা রাস রসিক বর শেখর শেখর জন মন জান । রাধামোহন মোহন বন্ধুক নিন্দক পদতল মান ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ২৮শ পল্লব, শ্রীকৃষ্ণের রূপ, ২৪৩৮সংখ্যক পদ। ততো ভাবোল্লাসোচিতং যথা। ॥ গান্ধার॥ জয় জয় সুন্দর শ্যাম। জলধর-রুচির রুচিরানন শোহন মোহন কত কোটি কাম॥ ধ্রু॥ পুনমিক চান্দ কান্দ মুখ-মণ্ডল কুণ্ডল শ্রবণ বিলাস। ব্রজ-জন-ভাব-বিভাবিত-অন্তর মন্থর মন্থর হাস॥ কেলি-কলা-গুরু অন্তর অন্তর গতি অতি বারণ-বার। রাধা-রমণ রমণিগণ-মোহন যোহন-প্রেম-বিথার॥ রাধা-রাস-রসিক-বর-শেখর শেখর-জন-মন জান। রাধা-মোহন মোহন বন্ধুক নিন্দুক পদ-তল মান॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪৩৯-পৃষ্ঠায় পুনঃ এইরূপে দেওয়া রয়েছে। ॥ গান্ধার॥ জয় জয় সুন্দর শ্যাম। জলধর রুচির, রুচিরানন শোহন, মোহন কত কোটি কাম॥ পুণিমক-চাঁদ-কান্ত মুখমণ্ডল, কুণ্ডল শ্রবণ বিলাস। ব্রজজন ভাব, বিভাবিত অন্তর, মন্থর মন্থর হাস॥ কেলি-কলা-গুরু, অন্তরে অন্তরু, গতি অতি বারণ-বার। রাধারমণ, রমণীগণ-মোহন, যোজন প্রেমবিথার॥ রাধা রাস, রসিকবর শেখর, শেখর জন-মন জান। রাধামোহন, মোহন বন্ধুক, নিন্দুক পদতল মান॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৫৩- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ গান্ধার॥ জয় জয় সুন্দর শ্যাম। জলধর রুচির, রুচিরানন শোহন, মোহন কত কোটি কাম॥ পুণিমক-চাঁদ-কান্ত-মুখমণ্ডল, কুণ্ডল শ্রবণ-বিলাস। ব্রজ-জন-ভাব, বিভাবিত অন্তর, মন্থর মন্থর হাস॥ কেলিকলা-গুরু, অন্তর অন্তরু, গতি অতি বারণ বার। রাধারমণ, রমণীগণ মোহন, যোজন-প্রেম-বিথার॥ রাধা রাস, রশিক বর শেখর, শেখর জন-মন জান। রাধামোহন, মোহন বন্ধুক, নিন্দুক পদতল মান॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |