কবি রাধামোহন ঠাকুরের বৈষ্ণব পদাবলী
*
দেখ দেখ পূর্ণতম অবতার
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে,
রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-১৫৫ ।

অথোত্কণ্ঠিতা॥
তদুচিত গৌরচন্দ্র যথা॥
॥ কামোদ রাগ সম তালৌ॥

দেখ দেখ পূর্ণতম অবতার ।
যছু গুণ গানে গবাশন গণ সঞে গরবহি পাওল পার ॥ ধ্রু ॥
গোপীগণ প্রাণ বল্লভ যোজন সো শচিনন্দন হোই ।
গোপীগণ গুণ গায়ে গৌর পুন হোই রজনি বনি রোই ॥
চৌদিশে চাঁদ চাঁদনি চাহি চমকিত চিত অতি পাই তরাস ।
কাঁপি কহয়ে কাহে কানু নাহি মিলল কী ফল কায় বিলাস ॥
কৃষ্ণ কৃষ্ণ করি করতহিঁ কীর্ত্তন কান্তক কামন মর্ম্ম ।
ভণ রাধামোহন ভাবে ভোর পহুঁ ভণ যুগ পাবন ধর্ম্ম ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ২য় শাখা, ৫ম
পল্লব, হিমকালোচিত উত্কণ্ঠিতা, পদসংখ্যা ৩৩৩।

অথোত্কণ্ঠিতা।
তত্র শ্রীগৌরচন্দ্রঃ।
॥ কেদার॥

দেখ দেখ পূর্ণতম অবতার।
যছু গুণ-গানে                               গবাশন গণ সঞে
গরবহি পাওল পার॥ ধ্রু॥
গোপীগণ-প্রাণ-                                 বল্লভ যো জন
সো শচিনন্দন হোই।
গোপীগণ-গুণ-                                 গামে গৌর পুন
হোই রজনী বনি রোই॥
চৌদিশে চাঁদ-                           চঁদনি চাহি চমকিত
চিতে অতি পাই তরাস।
কাঁপি কহয়ে কাহে                        কানু নাহি মিলল
কী ফল কায়-বিলাস॥
কৃষ্ণ কৃষ্ণ কহি                              করতহিঁ কীর্ত্তন
কান্তক কামন মর্ম্ম।
ভণ রাধামোহন                            ভাবে ভোর পহুঁ
ভণ যুগ-পাবন ধর্ম্ম॥

টীকা -
৬ - ৭। গোপী-গুণ ইত্যাদি। “গোপীগণানাং গুণগ্রামাৎ গৌরবর্ণো ভূত্বা রাত্রৌ বনি প্রস্তুতবেশং কৃত্বা
রোদনমুত্কণ্ঠয়া করোতি” ---প-স (পদামৃতসমুদ্র) টীকা ; অর্থাৎ গোপীদিগের (নির্ম্মল) গুণ-গ্রামের প্রভাবে
শচীনন্দন গৌর-বর্ণ হইয়া, সজ্জিত-বেশে রজনীতে রোদন করিতেছেন।
১২ - ১৫। কৃষ্ণ কৃষ্ণ ইত্যাদি। “কৃষ্ণ” “কৃষ্ণ” বলিয়া উচ্চৈঃস্বরে নাম-কীর্ত্তন করিতেছেন। তাঁহার অন্তরে
প্রয়তম স্রীকৃষ্ণের কামনা (রহিয়াছে)। রাধামোহন বলিতেছেন যে, প্রভু শ্রীগৌরাঙ্গ ভাবে বিভোর হইলেও
কলিযুগে যাহা পতিত-উদ্ধার-কারী, সেই সংকীর্ত্তন-ধর্ম্ম জগদ্বাসীদিগকে উপদেশ করিতেছেন।
---সতীশচন্দ্র রায়, পদকল্পতরু॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন
মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ১০৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ অথোত্কণ্ঠিতা তত্র গৌরচন্দ্র॥

দেখ দেখ পূর্ণতম অবতার।
জছু গুণ গানে গবাসল গণ সহে গরবহি পাওল পার॥
গোপীগণ প্রাণ বল্লভ ভোজন সো শচিনন্দন হোই।
গোপীগণ গুণ গানে গৌর পুন হোই রজনি বলি রোই॥
চৌদিসে চাঁদ চান্দনি চাহি চমকিত চিত অতি পাইএ তরাস।
কাঁপি কহই কাহে কানু নাহি আওল বিফল কায় অভিলাষ॥
কৃষ্ণ কৃষ্ণ কহি করতহি কীর্তন কান্তক কামন মর্ম।
ভণ রাধামোহন ভাবে ভোর পহু কলিযুগে পাবন ধর্ম॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৪২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কেদার॥

দেখ দেখ পূর্ণতম অবতার।
যছু গুণ-গানে, গরাসল গণসঞে, গরবহি পাওল পার॥
গোপীগণ-প্রাণবল্লভ যো জন, সো শচীনন্দন হোই।
গোপীগুণ-গাম, গৌর পুন গাবই, রজনী উডাগরি রোই॥
চৌদিকে চাঁদ-চাঁদনী চাহি চমকিত, চিতে অতি পাই তরাস।
কাঁপি কহয়ে কাঁহে, কানু নাহি মিলল, কি ফল কায় বিলাস॥
কৃষ্ণ কৃষ্ণ কহি, করতহিঁ কীর্ত্তন, কান্তক কামন মর্ম্ম।
ভণ রাধামোহন, ভাবে ভোর রহুঁ, কলিযুগ-পাবন ধর্ম্ম॥

ই পদটি জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”,
১৯৩৪ (প্রথম সংস্করণ ১৯০২), ১৯৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কেদার॥

দেখ দেখ পূর্ণতম অবতার।
যছু গুণ গানে, গবাশনগণ সঞে, গরবহি পাঅল পার॥ ধ্রু॥
গোপীগণ-প্রাণবল্লভ যো জন, সো শচীনন্দন হোই।
গোপীগণ গুণ গানে, গৌর পুন হোই, রজনী বলি রোই॥
চৌদিকে চাঁদ, চাঁদনি চাহি চমকিত চিতে অতি পাই তরাস।
কাঁপি কহয়ে কাহে, কানু নাহি মিলল, কি ফল কায় বিলাস॥
কৃষ্ণ কৃষ্ণ কহি করতহিঁ কীর্ত্তন, কান্তক কামন মর্ম্ম।
ভণ রাধামোহন, ভাবে ভোর পহুঁ, ভণ যুগপাবন ধর্ম্ম॥

ই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৪৩৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কেদার॥

দেখ দেখ পূর্ণতম অবতার।
যছু গুণগানে,                                গরাশল গণসঞে,
গরবহি পাওল পার॥
গোপীগণ প্রাণ,                                বল্লভ যো জন,
সো শচীনন্দন হোই।
গোপী-গুণগাম,                                গৌর পুন গাবই,
রজনী উজাগরি রোই॥
চৌদিশে চাঁদ,                           চাঁদনী চাহি চমকিত,
চিতে অতি পাই তরাস।
কাঁপি কহয়ে কাহে,                        কানু নাহি মিলল,
কি ফল কায় বিলাস॥
কৃষ্ণ কৃষ্ণ কহি,                               করতহিঁ কীর্ত্তন,
কান্তক কামন মর্ম্ম।
ভণ রাধামোহন,                            ভাবে ভোর পহুঁ,
কলিযুগ পাবন ধর্ম্ম॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯০৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

হিমকালোচিত উত্কণ্ঠিতা
গৌরচন্দ্র
॥ কেদার॥

দেখ দেখ পূর্ণতম অবতার।
যছু গুণ-গানে                             গবাশন গণ-সঞে
গরবহি পাওল পার॥
গোপীগণ-প্রাণ                                বল্লভ যো জন
সো শচিনন্দন হোই।
গোপীগণ-গুণ-                                গামে গৌর পুন
রজনী উজাগরি রোই॥
চৌদিশে চাঁদ-                          চাঁদনি চাহি চমকিত
চিতে অতি পাই তরাস।
কাঁপি কহয়ে কাহে                        কানু নাহি মীলল
কী ফল কায়-বিলাস॥
কৃষ্ণ কৃষ্ণ কহি                               করতহিঁ কীর্ত্তন
কান্তক কামন মর্ম্ম।
ভণ রাধামোহন                             ভাবে ভোর পহুঁ
ভণ যুগ-পাবন ধর্ম্ম॥

ই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মাধুরী নাম্নী ব্যাখ্যা সম্বলিত
মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ৩৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

পুনশ্চ উত্কণ্ঠিতা।
তদুচিত শ্রীগৌরচন্দ্র।
॥ কামোদ - যোত সমতাল॥

দেখ দেখ পূর্ণতম অবতার।
যছু গুণ গানে                              গবাশন গণ সঞে
গরবহি পাওল পার॥ ধ্রু॥
গোপীগণ প্রাণ-                                বল্লভ যো জন
সো শচিনন্দন হোই।
গোপীগণ-গুণ-                                গামে গৌর পুন
হোই রজনি বনি রোই॥
চৌদিশে চাঁদ                           চাঁদনি চাহি চমকিত
চিতে অতি পাই তরাস।
কাঁপি কহয়ে কাহে                        কানু নাহি মিলল
কী ফল কায়-বিলাস॥
কৃষ্ণ কৃষ্ণ কহি                              করতহিঁ কীর্ত্তন
কান্তক কামন মর্ম্ম।
ভণ রাধামোহন                            ভাবে ভোর পহুঁ
ভণ যুগ-পাবন ধর্ম্ম॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ দেখ ব্রজেশ্বরি নেহ
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে,
রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪১০ ।

॥ মায়ুর রাগোত্সাহ তালৌ॥

দেখ দেখ ব্রজেশ্বরি নেহ ।
গোধন সঙ্গ বিজয় কর নিজ সুতে কি করব না পাওই থেহ ॥ ধ্রু ॥
মুখ ধরি চুম্বন করতহি পুন পুন নয়নে গলয়ে জলধার ।
স্তন গত বসন ভীগি পরএ ঘন ক্ষীরধারা অতি অনিবার ॥
বিনিহত নয়ন বয়ন কমল পর যৈছন চন্দ্র চকোর ।
দিন অবসানে কিএ পুন হেরব অনুমানি হোত বিভোর ॥
কো বিহি অদভূত প্রেম ঘটাওল তাহে পুন ইহ পরমাদ ।
ভণ রাধামোহন অনুদিন ঐছন হোয়ত রস মরিযাদ ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ২৪শ
পল্লব, গোষ্ঠবিহার, ১৩০৪সংখ্যক পদ, এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত
পদরসসার পুথির ১৮০৭সংখ্যাক পদ।

॥ মায়ুর॥

দেখ দেখ ব্রজেশ্বরি-নেহ।
গোধন সঙ্গে                        বিজয় করু নিজ সুতে
কি করব না পায়ই থেহ॥ ধ্রু॥
মুখ ধরি চুম্বন                            করতহিঁ পুন পুন
নয়নে গলয়ে জল-ধার।
স্তন-গত বসন                            ভীগি পড়য়ে ঘন
ক্ষীর-ধারা অতি অনিবার॥
বিনিহিত নয়ন                             বয়ন-কমল পর
যৈছন চান্দ চকোর।
দিন-অবসানে                              কীয়ে পুন হেরব
অনুমানি হোয়ত বিভোর॥
কো বিহি অদভুত                             প্রেম ঘটায়ল
তাহে পুন ইহ পরমাদ।
ভণ রাধামোহন                              অনুদিন ঐছন
হোয়ত রস-মরিযাদ॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৪২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ মায়ূর॥

দেখ দেখ ব্রজেশ্বরি নেহ।
গোধন সঙ্গে, বিজয় কর নিজ সুতে, কি করিব না পায়ই থেহ॥
মুখ ধরি চুম্বন, করতহিঁ পুন পুন, নয়নে গলয়ে জলধার।
স্তনগত বসন, ভীজি পড়য়ে ঘন, ক্ষীর-ধারা অনিবার॥
বিনিহিত নয়ন, বয়ন-কমল পর, যৈছন চান্দ চকোর।
দিন-অবসানে, কিয়ে পুন হেরব, অনুমানি হোয়ত বিভোর॥
কো বিহি অদভুত, প্রেম ঘটাওল, তাহে পুন ইহ পরমাদ।
ভণ রাধামোহন, অনুদিন ঐছন, হোয়ত রস-মরিযাদ॥

ই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৪৪৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ মায়ুর॥

দেখ দেখ ব্রজেশ্বরি-নেহ।
গোখ দেখ ব্রজেশ্বরি-নেহ।
গোধন সঙ্গে,                        বিজয় কর নিজ সুতে,
কি করব না পায়ই থেহ॥ ধ্রু
মুখ ধরি চুম্বন,                             করতহিঁ পুন পুন,
নয়নে গলয়ে জল-ধার।
স্তন-গত বসন,                             ভিজি পড়য়ে ঘন,
ক্ষীর-ধারা অনিবার॥
বিনিহিত নয়ন,                             বয়ন-কমল পর,
যৈছন চন্দ্র চকোর।
দিন-অবসানে,                             কিয়ে পুন হেরব,
অনুমানি হোত বিভোর॥
কো বিহি অদভুত,                            প্রেম ঘটাওল,
তাহে পুন ইহ পরমাদ।
ভণ রাধামোহন,                             অনুদিন ঐছন,
হোয়ত রস-মরিযাদ॥

ই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯২৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

গোষ্ঠবিহার
॥ মায়ুর॥

দেখ দেখ ব্রজেশ্বরি-নেহ।
গোধন সঙ্গে                        বিজয় করু নিজ সুতে
কি করব না পায়ই থেহ॥ ধ্রু॥
মুখ ধরি চুম্বন                             করতহিঁ পুন পুন
নয়নে গলয়ে জল-ধার।
স্তন-গত বসন                             ভীগি পড়য়ে ঘন
ক্ষীর-ধারা অতি অনিবার॥
বিনিহিত নয়ন                             বয়ন-কমল পর
যৈছন চান্দ চকোর।
দিন-অবসানে                             কীয়ে পুন হেরব
অনুমানি হোয়ত বিভোর॥
কো বিহি অদভুত                           প্রেম ঘটায়ল
তাহে পুন ইহ পরমাদ।
ভণ রাধামোহন                             অনুদিন ঐছন
হোয়ত রস-মরিযাদ॥

ই পদটি নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ৩য় খণ্ড, ১৬৫-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ মঙ্গলমিশ্র মায়ূর - মধ্যম দশকুশী॥

দেখ দেখ ব্রজেশ্বরি-লেহ।
গোধন সঙ্গে,                        বিজই করু নিজসুত,
কি করব না পায়ই থেহ॥ ধ্রু॥
মুখ ধরি চুম্বন,                          করতহিঁ পুন পুন,
নয়নে গলয়ে জলধার।
স্তনগত বসন,                            ভীগি পড়য়ে ঘন,
খিরধারা বহে অনিবার॥
বিনিহিত নয়ন,                           বয়ন-কমল পরি,
যৈছন চাঁদ চকোর।
দিন-অবসান,                          পুনহি কিয়ে হেরব,
অনুমানি হোয়ত বিভোর॥
কো বিহি অদভুত,                          প্রেম ঘটায়ল,
তাহে পুন ইহ পরমাদ।
কহ রাধামোহন,                            অনুদিন ঐছন
হোয়ত রস-মরিযাদ॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ পুন চেতন দুহঁ অবলম্ব
ভণিতা রাধামোহন দাস
কবি রাধামোহন ঠাকুর
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৪৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

দেখ পুন চেতন দুহঁ অবলম্ব।
পুনহি অচেতন যব দুহুঁ চুম্ব॥
বিপুল পুলক বর স্বেদ সঞ্চার।
চির থির নয়নে নীর অনিবার॥
কাঁপয়ে থরহরি গদ গদ ভাষ।
দুহুঁ দোহা পরশশনে কতহুঁ উল্লাস॥
আন আন সঙ্গ রঙ্গে ভরু অঙ্গ।
কো করু অনুভব প্রেম-তরঙ্গ॥
নিতি নিতি ঐছন হোয়ত বিলাস।
কব হেরব রাধামোহন দাস॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ রাধা মাধব ধারি
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে,
রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-১৯৪। প্রথম পংক্তির
ভিন্নতার জন্য এই পদটিকে “দেখ দেখ রাধা মাধব ধারী” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে।

॥ তথা রাগ তালৌ ॥

দেখ রাধা মাধব ধারি ।
রতিরণ মান বিরামক যৈছন চরবণ তপত কুশারি ॥
হরি মুখ হেরইতে সুমখি অবাঞ্চই চাহনি কুটিলহি ভাঁতি ।
গদ গদ কথন অসূয়া কছু সূচন ততহি মনোমথ মাতি ॥
নখ শর ঘাত তৈছে সুখাবহ চুম্বন কছু পর সাদ ।
রম্ভণ শূন পুলক কচুঁ কবর ভেদই রস মরিযাদ ॥
ও সুখসিন্ধু মগন ভেল মাধব কামিনী কছু কছু বূর ।
ভণ রাধামোহন সম্ভোগ সংকীরণ দুহুঁক মনোরথ পূর ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ২য় শাখা, ১৩শ পল্লব,
কলহান্তরিতা, ৪৫০পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার
পুথির ৬৩৯সংখ্যক পদ।

॥ ধানশী॥

দেখ রাধা মাধব ধারি।
রতি-রণ-মান-                            বিরামক যৈছন
চরবণ তপত কুশারি॥
হরি মুখ হেরইতে                        সুমখি অবাঞ্চই
চাহনি কুটিলহি ভাতি।
গদ গদ বচন                            অসূয়া কছু সূচন
ততহি মনোমথে মাতি॥
নখ-শর-ঘাত                               তৈছে সুখাবহ
চুম্বন কছু পরসাদ।
রম্ভণ শূন                                পুলক কচুঁক-বর
ভেদই রস-মরিযাদ॥
ও সুখ-সিন্ধু                             মগন ভেল মাধব
কামিনি কছু কছু বূর।
ভণ রাধামোহন                          সঁভোগ সঁকীরণ
দুহুঁক মনোরথ পূর॥

ই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সঙ্কীর্ণ সম্ভোগ
॥ ধানশী॥

দেখ রাধা মাধব ধারি।
রতি-রণ-মান-                             বিরামক যৈছন
চরবণ তপত কুশারি॥
হরি মুখ হেরইতে                        সুমখি অবাঞ্চই
চাহনি কুটিলহি ভাতি।
গদ গদ বচন                            অসূয়া কছু সূচন
ততহি মনমথে মাতি॥
নখ-শর-ঘাত                               তৈছে সুখাবহ
চুম্বন কছু পরসাদ।
রম্ভণ পূন                                পুলক কচুঁক-বর
ভেদই রস-মরিযাদ॥
ও সুখ-সিন্ধু                             মগন ভেল মাধব
কামিনি কছু কছু বূর।
ভণ রাধামোহন                           সঁভোগ সঁকীরণ
দুহুঁক মনোরথ পূর॥

ই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মাধুরী নাম্নী ব্যাখ্যা সম্বলিত
মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ২৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী মায়ূর - একতালা॥

দেখ রাধা মাধব ধারি।
রতি রণ মান                             বিরামক যৈছন
চরবণ তপত কুশারি॥
হরি মুখ হেরইতে                        সুমুখি অবাঞ্চই
চাহনি কুটিলহি ভাতি।
গদ গদ বচন                             অসূয়া কছু সূচন
ততহি মনোরথে মাতি॥
নখ শরঘাত                                তৈছে সুখাবহ
চুম্বন কছু পরমাদ।
রম্ভণ-শূন                                  পুলক কচুকবর
ভেদই রস-মরিযাদ॥
ও সুখ সিন্ধু                             মগন ভেল মাধব
কামিনী কছু কছু বূর।
ভণ রাধামোহন                            সম্ভোগ সঙ্কীরণ
দুহুঁক মনোরথ পূর॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৪২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “দেখ রাধা মাধব
ধারী” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে।

॥ ধানশী॥

দেখ দেখ রাধা মাধব ধারী।
রতি রণ মান, বিরমে কৈছন, চরবণ তপত কুশারি॥
হরি-মুখ হেরইতে, সুমখী অবাঞ্ছই, চাহনী কুটিলহি ভাঁতি।
গদ গদ বচন, অসূয়া কছু সূচন, ততহি মনোরথে মাতি॥
নখ-শর-ঘাতে, তৈছে সুখাবহ, চুম্বন কছু পরসাদ।
পরিরম্ভণ শূল, পুলক কুচক-বর, ভেদই রস মরিযাদ॥
ও সুখ-সিন্ধু, মগন ভেল মাধব, কামিনি কছু কছু ঝুর।
ভণ রাধামোহন, সম্ভোগ সঙ্কীরণ, দুহুঁক মনোরথ পূর॥

ই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৪৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

দেখ দেখ রাধামাধবধারী।
রতি-রণ মান,                              বিরমে কৈছন,
চরবণ তপত কুশারি॥
হরি-মুখ হেরইতে,                        সুমুখী অবাঞ্চই,
চাহনী কুটিলহি ভাতি।
গদ গদ বচন,                            অসূয়া কছু সূচন,
ততহিঁ মনোরথে মাতি॥
নখ-শর-ঘাতে,                             তৈছে সুখাবহ,
চুম্বন কছু পরসাদ।
পরিরম্ভণ শূল,                            পুলক রুচুঁক-বর,
ভেদই রস-মরিযাদ॥
ও সুখ-সিন্ধু,                             মগন ভেল মাধব,
কামিনী কছু কছু ঝুর।
ভণ রাধামোহন,                           সম্ভোগ সঙ্কীরণ,
দুহুঁক মনোরথ পূর॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ দেখ রাধা মাধব ধারী
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪২২-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “দেখ রাধা মাধব ধারী”
শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে।

॥ ধানশী॥

দেখ দেখ রাধা মাধব ধারী।
রতি রণ মান, বিরমে কৈছন, চরবণ তপত কুশারি॥
হরি-মুখ হেরইতে, সুমখী অবাঞ্ছই, চাহনী কুটিলহি ভাঁতি।
গদ গদ বচন, অসূয়া কছু সূচন, ততহি মনোরথে মাতি॥
নখ-শর-ঘাতে, তৈছে সুখাবহ, চুম্বন কছু পরসাদ।
পরিরম্ভণ শূল, পুলক কুচক-বর, ভেদই রস মরিযাদ॥
ও সুখ-সিন্ধু, মগন ভেল মাধব, কামিনি কছু কছু ঝুর।
ভণ রাধামোহন, সম্ভোগ সঙ্কীরণ, দুহুঁক মনোরথ পূর॥

ই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”,
৪৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী॥

দেখ দেখ রাধামাধবধারী।
রতি-রণ মান,                              বিরমে কৈছন,
চরবণ তপত কুশারি॥
হরি-মুখ হেরইতে,                        সুমুখী অবাঞ্চই,
চাহনী কুটিলহি ভাতি।
গদ গদ বচন,                            অসূয়া কছু সূচন,
ততহিঁ মনোরথে মাতি॥
নখ-শর-ঘাতে,                             তৈছে সুখাবহ,
চুম্বন কছু পরসাদ।
পরিরম্ভণ শূল,                            পুলক রুচুঁক-বর,
ভেদই রস-মরিযাদ॥
ও সুখ-সিন্ধু,                             মগন ভেল মাধব,
কামিনী কছু কছু ঝুর।
ভণ রাধামোহন,                           সম্ভোগ সঙ্কীরণ,
দুহুঁক মনোরথ পূর॥

ই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং
১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-১৯৪।
প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “দেখ দেখ রাধা মাধব ধারী” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও
দেওয়া হয়েছে।

॥ তথা রাগ তালৌ ॥

দেখ রাধা মাধব ধারি ।
রতিরণ মান বিরামক যৈছন চরবণ তপত কুশারি ॥
হরি মুখ হেরইতে সুমখি অবাঞ্চই চাহনি কুটিলহি ভাঁতি ।
গদ গদ কথন অসূয়া কছু সূচন ততহি মনোমথ মাতি ॥
নখ শর ঘাত তৈছে সুখাবহ চুম্বন কছু পর সাদ ।
রম্ভণ শূন পুলক কচুঁ কবর ভেদই রস মরিযাদ ॥
ও সুখসিন্ধু মগন ভেল মাধব কামিনী কছু কছু বূর ।
ভণ রাধামোহন সম্ভোগ সংকীরণ দুহুঁক মনোরথ পূর ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ২য় শাখা, ১৩শ পল্লব,
কলহান্তরিতা, ৪৫০পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার
পুথির ৬৩৯সংখ্যক পদ।

॥ ধানশী॥

দেখ রাধা মাধব ধারি।
রতি-রণ-মান-                            বিরামক যৈছন
চরবণ তপত কুশারি॥
হরি মুখ হেরইতে                        সুমখি অবাঞ্চই
চাহনি কুটিলহি ভাতি।
গদ গদ বচন                            অসূয়া কছু সূচন
ততহি মনোমথে মাতি॥
নখ-শর-ঘাত                               তৈছে সুখাবহ
চুম্বন কছু পরসাদ।
রম্ভণ শূন                                পুলক কচুঁক-বর
ভেদই রস-মরিযাদ॥
ও সুখ-সিন্ধু                             মগন ভেল মাধব
কামিনি কছু কছু বূর।
ভণ রাধামোহন                          সঁভোগ সঁকীরণ
দুহুঁক মনোরথ পূর॥

ই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

সঙ্কীর্ণ সম্ভোগ
॥ ধানশী॥

দেখ রাধা মাধব ধারি।
রতি-রণ-মান-                             বিরামক যৈছন
চরবণ তপত কুশারি॥
হরি মুখ হেরইতে                        সুমখি অবাঞ্চই
চাহনি কুটিলহি ভাতি।
গদ গদ বচন                            অসূয়া কছু সূচন
ততহি মনমথে মাতি॥
নখ-শর-ঘাত                               তৈছে সুখাবহ
চুম্বন কছু পরসাদ।
রম্ভণ পূন                                পুলক কচুঁক-বর
ভেদই রস-মরিযাদ॥
ও সুখ-সিন্ধু                             মগন ভেল মাধব
কামিনি কছু কছু বূর।
ভণ রাধামোহন                           সঁভোগ সঁকীরণ
দুহুঁক মনোরথ পূর॥

ই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মাধুরী নাম্নী ব্যাখ্যা সম্বলিত
মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ২৫৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ ধানশী মায়ূর - একতালা॥

দেখ রাধা মাধব ধারি।
রতি রণ মান                             বিরামক যৈছন
চরবণ তপত কুশারি॥
হরি মুখ হেরইতে                        সুমুখি অবাঞ্চই
চাহনি কুটিলহি ভাতি।
গদ গদ বচন                             অসূয়া কছু সূচন
ততহি মনোরথে মাতি॥
নখ শরঘাত                                তৈছে সুখাবহ
চুম্বন কছু পরমাদ।
রম্ভণ-শূন                                  পুলক কচুকবর
ভেদই রস-মরিযাদ॥
ও সুখ সিন্ধু                             মগন ভেল মাধব
কামিনী কছু কছু বূর।
ভণ রাধামোহন                            সম্ভোগ সঙ্কীরণ
দুহুঁক মনোরথ পূর॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ রাধা মাধব প্রীত
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও
বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-১৯৩ ।

॥ ক্ষুদ্রৈকতালী  তালৈশ্চ ॥

দেখ রাধা মাধব প্রীতি ।
দুহুঁকর নিজ গুণহিঁ বাঢ়ায়ত দুহুঁকর নিজ নিজ রীতি ॥
অনুনয় করি হরি পাণি পশারই রাই চরণক আগে ।
নিজমুখে আপক কহই দেখি শত মানই আপন অভাগে ॥
সুমুখি কহত কাহে মোহে বিড়ম্বায়সি হাম তনু মুগধিনি নারি ।
তুহু সে রসিক বর বিদগধ নাগর নাগরি জন মন হারি ॥
কহইতে এতহু নয়ন লোড়ে ঝাপল কানু কয়ল ধরি কোর ।
ভাঙ্গল মান হেরি রাধামোহন আনন্দে পুন ভেল ভোর ॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখরি ইহ রাস রঙ্গ শ্যাম সুখক সাধিকা
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও
বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২২৫। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “দেখবি
ইহ রাস-রঙ্গ শ্যাম সুখক সাধিকা” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে।

॥ কেদার রাগ চঞ্চু পুট তালৌ ॥

দেখরি ইহ রাস রঙ্গ শ্যাম সুখক সাধিকা ।
বিবিধ যন্ত্র যুবতি বৃন্দ ততহি অধিক রাধিকা ॥
শ্যাম অঙ্গ সঙ্গ রঙ্গ প্রমোদ আকুল ইন্দ্রিয় সংঘ গোপনারী ভোরণী ।
কেশ বেশ কন্ঠমাল কুচক কঞ্চুক নহ সাম্ভাল তৈছন পট বাসনী ॥
দেখত বেকত মনক হারি কামহি ভূলল দেব নারি সগণ চন্দ মোহিণী ।
যতহু হেম বরণ নারী সবহুঁ পাশ গত মুরারি যোগ মায়ক জোরণী ।
কোই কাহুক লখ না পার পিরিতিকি রিতি রতি বিহার ঘাম করহিঁ মোছনি ।
রাস রসিক গণক গান জনহি জনহি ধরল মান চারু হাস শোভনী ॥
ততহিঁ সবহুঁ জনহুঁ কেলি বনহি ভ্রমণ পুনহি মেলি করিহুঁ করিণি যৈছনী ।
চাঁদ কাঁতি সকল রাতি সফল কয়ল ঐছন ভাঁতি নবীন কাম মোহিনী ॥
সুখহি সুখহি নাহিক ওর কোই কাহুক নাপারু ছোর দৈব গেহ গামিনী ।
রাধামোহন রচিত রাস জলহি কেলি বন বিলাস সহৃদয় হৃদ তোষণী ॥

ই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন
“কীর্ত্তন-পদাবলী”, ১১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

দেখবি ইহ, রাস-রঙ্গ শ্যাম সুখক সাধিকা।
বিবিধ যন্ত্র, যুবতী বৃন্দ, ততহি অধিক রাধিকা॥
শ্যাম অঙ্গ সঙ্গ রঙ্গ, প্রমোদ আকুল, ইন্দ্রিয় সঙ্ঘ, গোপনারী ভোরনী।
কেশ বেশ কন্ঠমাল, কুছক কঞ্চুক নহ সম্ভাল, তৈছন পট-বাসিনী॥
দেখত বেকত মনক হারী, কামহি ভুলল দেব নারি, সগণ চন্দ মোহিণী।
যতহুঁ হেম বরণ নারী, সবহুঁ পাশগত মুরারি, যোগমায়াক জোরনী।
কোই কাহক লখনা পার, পিরীতিক রীতি রতি বিহার, ঘাম করহি মোছনি।
রাস রসিক গণক গান, জনহি জনহি ধরল মান, চারুহাস শোহনি॥
ততহি সবহুঁ জনহুঁ কেলি বলহি ভ্রমণ পুনহি মেলি, করিহুঁ জৈছন করিণী।
চান্দ কাঁতি সকল রাতি, সফল কয়ল ঐছন ভাঁতি, নবীন কাম মোহিনী॥
সুখহি সুখহি নাহিক পর, কোই কাহুক না পারু ছোড়, দৈবগেহ গামিনী।
রাধামোহন রচিত রাস, জলহি কেলি বন বিলাস, সহৃদয় হৃদ তোষণী॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখবি ইহ রাস-রঙ্গ শ্যাম সুখক সাধিকা
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন “কীর্ত্তন-
পদাবলী”, ১১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে
“দেখরি ইহ রাস রঙ্গ শ্যাম সুখক সাধিকা” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে।


দেখবি ইহ, রাস-রঙ্গ শ্যাম সুখক সাধিকা।
বিবিধ যন্ত্র, যুবতী বৃন্দ, ততহি অধিক রাধিকা॥
শ্যাম অঙ্গ সঙ্গ রঙ্গ, প্রমোদ আকুল, ইন্দ্রিয় সঙ্ঘ, গোপনারী ভোরনী।
কেশ বেশ কন্ঠমাল, কুছক কঞ্চুক নহ সম্ভাল, তৈছন পট-বাসিনী॥
দেখত বেকত মনক হারী, কামহি ভুলল দেব নারি, সগণ চন্দ মোহিণী।
যতহুঁ হেম বরণ নারী, সবহুঁ পাশগত মুরারি, যোগমায়াক জোরনী।
কোই কাহক লখনা পার, পিরীতিক রীতি রতি বিহার, ঘাম করহি মোছনি।
রাস রসিক গণক গান, জনহি জনহি ধরল মান, চারুহাস শোহনি॥
ততহি সবহুঁ জনহুঁ কেলি বলহি ভ্রমণ পুনহি মেলি, করিহুঁ জৈছন করিণী।
চান্দ কাঁতি সকল রাতি, সফল কয়ল ঐছন ভাঁতি, নবীন কাম মোহিনী॥
সুখহি সুখহি নাহিক পর, কোই কাহুক না পারু ছোড়, দৈবগেহ গামিনী।
রাধামোহন রচিত রাস, জলহি কেলি বন বিলাস, সহৃদয় হৃদ তোষণী॥

ই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও
বিরচিত এবং ১৮৭৮ সালে,  রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২২৫।

॥ কেদার রাগ চঞ্চু পুট তালৌ ॥

দেখরি ইহ রাস রঙ্গ শ্যাম সুখক সাধিকা ।
বিবিধ যন্ত্র যুবতি বৃন্দ ততহি অধিক রাধিকা ॥
শ্যাম অঙ্গ সঙ্গ রঙ্গ প্রমোদ আকুল ইন্দ্রিয় সংঘ গোপনারী ভোরণী ।
কেশ বেশ কন্ঠমাল কুচক কঞ্চুক নহ সাম্ভাল তৈছন পট বাসনী ॥
দেখত বেকত মনক হারি কামহি ভূলল দেব নারি সগণ চন্দ মোহিণী ।
যতহু হেম বরণ নারী সবহুঁ পাশ গত মুরারি যোগ মায়ক জোরণী ।
কোই কাহুক লখ না পার পিরিতিকি রিতি রতি বিহার ঘাম করহিঁ মোছনি ।
রাস রসিক গণক গান জনহি জনহি ধরল মান চারু হাস শোভনী ॥
ততহিঁ সবহুঁ জনহুঁ কেলি বনহি ভ্রমণ পুনহি মেলি করিহুঁ করিণি যৈছনী ।
চাঁদ কাঁতি সকল রাতি সফল কয়ল ঐছন ভাঁতি নবীন কাম মোহিনী ॥
সুখহি সুখহি নাহিক ওর কোই কাহুক নাপারু ছোর দৈব গেহ গামিনী ।
রাধামোহন রচিত রাস জলহি কেলি বন বিলাস সহৃদয় হৃদ তোষণী ॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ সখি গৌর নওল কিশোর
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে,
রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪৫৭। প্রথম পংক্তির
ভিন্নতার জন্য পদটিকে “দেখ দেখি গৌর নওল কিশোর” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে।

॥ বিহাগড়া রাগ প্রতি চঞ্চু পুটতালৌ ॥

দেখ সখি গৌর নওল কিশোর ।
স্বাধীন ভর্ত্তৃকা সুবর নায়িকা ভাবে বুঝি ভেল ভোর ॥
কহত গদ গদ শুনহ বিদগধ প্রাণবল্লভ মোর ।
কেশ বেশ কর সীঁথহি সিন্দূর ভালে তিলোক উজোর ॥
পীন পয়োধরে নখর বীদরে পুরহ মৃগমদ সার ।
কর্ণে কুণ্ডল কোমল কুবলয় গলহি মোতিম হার ॥
এতহু কহি পুন কাঁপে ঘন ঘন নয়ন আনন্দ লোর ।
এদাস রাধামোহন চীতহি কছু নাপায়ল ওর ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ৩০শ পল্লব,
অষ্টকালীয় নিত্য-লীলা, ২৭৩০সংখ্যক পদ।

অথ স্বাধীন-ভর্ত্তৃকা।
শ্রীগৌরচন্দ্র যথা।
॥ বিহাগড়া॥

দেখ সখি গৌর নওল কিশোর।
স্বাধীন-ভর্ত্তৃকা                                সুবর-নায়িকা
ভাবে বুঝি ভেল ভোর॥
কহত গদ গদ                                শুনহ বিদগধ
প্রাণ-বল্লভ মোর।
কেশ বেশ কর                                সীথে সিন্দূর
ভালে তিলক উজোর॥
পীন পয়ধরে                                নখর-বীদরে
পুরহ মৃগ-মদ-সার।
কাণে কুণ্ডল                                কমল কুবলয়
গলহিঁ মোতিম-হার॥
এতহুঁ কহি পুন                           কাঁপয়ে ঘন ঘন
নয়ন আনন্দ-লোর।
এ রাধামোহন-                                দাস চীতহি
কছু না পাওল ওর॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন
মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিহাগড়া রাগ চঞ্চুপুট তালৈ। স্বাধীনভর্ত্তৃকা গৌরচন্দ্র॥

দেখ সখি গৌর নওল কিশোর।
স্বাধীনভর্ত্তৃকা সুবর নায়িকা ভাবে বুঝি ভেল ভোর॥
কহত গদগদ সুনহ বিদগধ প্রাণবল্লভ মোর।
কেশ বেশ কর সিথহি সিন্দূর ভালে তিলক উজোর॥
পীন পয়োধরে নখর বিদরে পুরহ মৃগমদ সার।
কর্ণে কুণ্ডল কোমল কুবলয় গলহী মোতিম হার॥
এতহি কহি পুন কাঁপে ঘন ঘন নয়ন আনন্দলোর।
এ দাস রাধামোহন চীতহি ভাবই কভু না পায়ল ওর॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৪৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিহাগড়া॥

দেখ সখি গৌর নওল কিশোর।
স্বাধীনভর্ত্তৃকা, সুরবরনায়িকা, ভাবে বুঝি ভেল ভোর॥
কহত গদ গদ, শুনহ বিদগধ, প্রাণবল্লভ মোর।
কেশ বেশ কর, সীঁথে-সিন্দূর, ভালে তিলক উজোর॥
পীন পয়োধরে, নখরে বিদরে, পুরহ মৃগমদসার।
কাণে কুণ্ডল, কোমল কুবলয়, গলহিঁ মোতিমহার॥
এতহুঁ কহি পুন, কাঁপয়ে ঘন ঘন, নয়নে আনন্দলোর।
এ দাস রাধামোহন চিতহি, কছু না পাওল ওর॥

ই পদটি জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”,
১৯৩৪, ২২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিহাগড়া॥

দেখ সখি গৌর নওল কিশোর।
স্বাধীনভর্ত্তৃকা সুরবর নায়িকা ভাবে বুঝি ভেল ভোর॥
কহত গদ গদ শুনহ বিদগধ প্রাণবল্লভ মোর।
কেশ বেশ কর সীথে সিন্দূর ভালে তিলক উজোর॥
পীন পয়ধরে নখর বীদরে পূরহ মৃগমদ সার।
কানে কুণ্ডল, কোমল কুবলয় গলহি মোতিম হার॥
এতহুঁ কহি পুন, কাঁপয়ে ঘন ঘন নয়নে আনন্দ লোর।
এ রাধামোহনদাস চীত তহিঁ কছু না পাওল ওর॥

ই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিহাগড়া॥

দেখ দেখি গৌর নওল কিশোর।
স্বাধীন-ভর্ত্তৃকা                               সুবর-নায়িকা
ভাবে বুঝি ভেল ভোর॥
কহত গদ গদ                                শুনহ বিদগধ
প্রাণ-বল্লভ মোর।
কেশ বেশ কর                               সীথে সিন্দুর
ভালে তিলক উজোর॥
পীন পয়ধরে                                নখর-বীদরে
পুরহ মৃগ-মদ-সার।
কানে কুণ্ডল                                কমল কুবলয়
গলহিঁ মোতিম-হার॥
এতহুঁ কহি পুন                           কাঁপয়ে ঘন ঘন
নয়ন আনন্দ লোর।
এ রাধামোহন-                                দাস চীতহি-
কছু না পাওল ওর॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
দেখ দেখি গৌর নওল কিশোর
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯১২-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য পদটিকে “দেখ সখি গৌর নওল কিশোর”
শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে।

॥ বিহাগড়া॥

দেখ দেখি গৌর নওল কিশোর।
স্বাধীন-ভর্ত্তৃকা                               সুবর-নায়িকা
ভাবে বুঝি ভেল ভোর॥
কহত গদ গদ                                শুনহ বিদগধ
প্রাণ-বল্লভ মোর।
কেশ বেশ কর                               সীথে সিন্দুর
ভালে তিলক উজোর॥
পীন পয়ধরে                                নখর-বীদরে
পুরহ মৃগ-মদ-সার।
কানে কুণ্ডল                                কমল কুবলয়
গলহিঁ মোতিম-হার॥
এতহুঁ কহি পুন                           কাঁপয়ে ঘন ঘন
নয়ন আনন্দ লোর।
এ রাধামোহন-                                দাস চীতহি-
কছু না পাওল ওর॥

ই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং
১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪৫৭।

॥ বিহাগড়া রাগ প্রতি চঞ্চু পুটতালৌ ॥

দেখ সখি গৌর নওল কিশোর ।
স্বাধীন ভর্ত্তৃকা সুবর নায়িকা ভাবে বুঝি ভেল ভোর ॥
কহত গদ গদ শুনহ বিদগধ প্রাণবল্লভ মোর ।
কেশ বেশ কর সীঁথহি সিন্দূর ভালে তিলোক উজোর ॥
পীন পয়োধরে নখর বীদরে পুরহ মৃগমদ সার ।
কর্ণে কুণ্ডল কোমল কুবলয় গলহি মোতিম হার ॥
এতহু কহি পুন কাঁপে ঘন ঘন নয়ন আনন্দ লোর ।
এদাস রাধামোহন চীতহি কছু নাপায়ল ওর ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ৩০শ পল্লব,
অষ্টকালীয় নিত্য-লীলা, ২৭৩০সংখ্যক পদ।

অথ স্বাধীন-ভর্ত্তৃকা।
শ্রীগৌরচন্দ্র যথা।
॥ বিহাগড়া॥

দেখ সখি গৌর নওল কিশোর।
স্বাধীন-ভর্ত্তৃকা                                সুবর-নায়িকা
ভাবে বুঝি ভেল ভোর॥
কহত গদ গদ                                শুনহ বিদগধ
প্রাণ-বল্লভ মোর।
কেশ বেশ কর                                সীথে সিন্দূর
ভালে তিলক উজোর॥
পীন পয়ধরে                                নখর-বীদরে
পুরহ মৃগ-মদ-সার।
কাণে কুণ্ডল                                কমল কুবলয়
গলহিঁ মোতিম-হার॥
এতহুঁ কহি পুন                           কাঁপয়ে ঘন ঘন
নয়ন আনন্দ-লোর।
এ রাধামোহন-                                দাস চীতহি
কছু না পাওল ওর॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন
মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিহাগড়া রাগ চঞ্চুপুট তালৈ। স্বাধীনভর্ত্তৃকা গৌরচন্দ্র॥

দেখ সখি গৌর নওল কিশোর।
স্বাধীনভর্ত্তৃকা সুবর নায়িকা ভাবে বুঝি ভেল ভোর॥
কহত গদগদ সুনহ বিদগধ প্রাণবল্লভ মোর।
কেশ বেশ কর সিথহি সিন্দূর ভালে তিলক উজোর॥
পীন পয়োধরে নখর বিদরে পুরহ মৃগমদ সার।
কর্ণে কুণ্ডল কোমল কুবলয় গলহী মোতিম হার॥
এতহি কহি পুন কাঁপে ঘন ঘন নয়ন আনন্দলোর।
এ দাস রাধামোহন চীতহি ভাবই কভু না পায়ল ওর॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৪৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিহাগড়া॥

দেখ সখি গৌর নওল কিশোর।
স্বাধীনভর্ত্তৃকা, সুরবরনায়িকা, ভাবে বুঝি ভেল ভোর॥
কহত গদ গদ, শুনহ বিদগধ, প্রাণবল্লভ মোর।
কেশ বেশ কর, সীঁথে-সিন্দূর, ভালে তিলক উজোর॥
পীন পয়োধরে, নখরে বিদরে, পুরহ মৃগমদসার।
কাণে কুণ্ডল, কোমল কুবলয়, গলহিঁ মোতিমহার॥
এতহুঁ কহি পুন, কাঁপয়ে ঘন ঘন, নয়নে আনন্দলোর।
এ দাস রাধামোহন চিতহি, কছু না পাওল ওর॥

ই পদটি জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”,
১৯৩৪, ২২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিহাগড়া॥

দেখ সখি গৌর নওল কিশোর।
স্বাধীনভর্ত্তৃকা সুরবর নায়িকা ভাবে বুঝি ভেল ভোর॥
কহত গদ গদ শুনহ বিদগধ প্রাণবল্লভ মোর।
কেশ বেশ কর সীথে সিন্দূর ভালে তিলক উজোর॥
পীন পয়ধরে নখর বীদরে পূরহ মৃগমদ সার।
কানে কুণ্ডল, কোমল কুবলয় গলহি মোতিম হার॥
এতহুঁ কহি পুন, কাঁপয়ে ঘন ঘন নয়নে আনন্দ লোর।
এ রাধামোহনদাস চীত তহিঁ কছু না পাওল ওর॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর