কবি রাধামোহন ঠাকুরের বৈষ্ণব পদাবলী
*
প্রাতর জাগি যশোমতি পেখত
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও
বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪০৮ ।

॥ বিভাষ সিন্ধুড়া রূপপ্রতিরূপকতালেভ্যশ্চ ॥

প্রাতর জাগি যশোমতি পেখত ব্রজকুলনন্দন মুখ ।
আনন্দ নীর নিমিখ ঘন নিন্দহ কহ তহিঁ বিহিক মুরূখ ॥
কো রহু অপরূব নেহ ।
পুন পুন চুম্বনে তনু পুলকাইত স্তন ক্ষীর ভীগল দেহ ॥ ধ্রু ॥
লহু লহু জাগই পেখী নীলিম ধব নখ খত ঝামর দেহ ।
কহ কাহে দেখি বলাম্বর পহিরণ হা হা কন্টক রেহ ॥
দোহন সিনান করাই পুন ভোজন শয়ন করাওত নীত ।
রাধামোহন গোঠ বিজয় জানি সোই করত যদুচিত ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড,
৪র্থ শাখা - ২য় ভাগ, ৩২শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৮৫০সংখ্যক পদ হিসেবে
এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

প্রাতর জাগি যশোমতি পেখত
ব্রজকুল-নন্দন-মুখ।
আনন্দ-নীর নিমিখ ঘন নিন্দই
কহতহি বিহিক মুরূখ॥
কো কহু অপরূপ লেহ।
পুন পুন চুম্বনে তনু পুলকাইত
স্তন-খিরে ভীগল দেহ॥
লহু লহু জাগাই পেখি নীলাম্বর
নখ-খত ঝামর দেহ।
কহ কাহে দেখি বলাম্বর পহিরণ
হা হা কন্টক-রেহ॥
দোহন সিনান করাই পুন ভোজন
শয়ন করাওত নীতি।
রাধামোহন গোঠ-বিজয় জানি
সোই করত তদুচীতি॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন
“সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

প্রাতহিঁ জাগি, যশোমতী পেখত, ব্রজকুল-নন্দন মুখ।
আনন্দ-নীর, নিমিখ ঘন নিন্দই, কহতহি বিহিক মুরুখ॥
কো কহু অপরূপ নেহ।
পুন পুন চুম্বনে, তনু পুলকাইত স্তন-ক্ষীরে ভীগল দেহ॥
লহু লহু জাগাই, পেখি নীলাম্বর, নখ-ক্ষত ঝামর দেহ।
কহ কাঁহে দেখি, বলাম্বর পহিরণ, আর তাহে কণ্টক রেহ॥
দোহন সিনান, করাই পুন ভোজন, শয়ন করাওত নিত।
রাধামোহন, গোঠ-বিজয় জানি, সোই করত তদুচিত॥

ই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৩২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ তথা রাগ॥

প্রাতর জাগি যশোমতি পেখত
ব্রজকুল-নন্দন-মুখ।
আনন্দ-নীর নিমিখ ঘন নিন্দই
কহতহি বিহিক মুরূখ॥
কো কহু অপরূপ নেহ।
পুন পুন চুম্বনে তনু পুলকাইত
স্তন-খিরে ভীগল দেহ॥
লহু লহু জাগাই পেখি নীলাম্বর
নখ-খত ঝামর দেহ।
কহ কাহে দেখি বলাম্বর পহিরণ
হা হা কন্টক-রেহ॥
দোহন সিনান করাই পুন ভোজন
শয়ন করাওত নীতি।
রাধামোহন গোঠ-বিজয় জানি
সোই করত তদুচীতি॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
প্রাতর মিললহি আনন্দ ভেল
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও
বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২৭২ ।

॥ বরাড়ি রাগ চন্দ্রশেখর তালৌ ॥

প্রাতর মিললহি আনন্দ ভেল ।
রাধামাধব দুহু করু কেল ॥ ধ্রু ॥
দুহুঁ বর সুরত রঙ্গ অবগাহ ।
কত মত সো রস করু নিরবাহ ॥
নিমিলিত নয়ন অরু দৌ রহু থীর ।
মদন পরাভব সময় সুধীর ॥
বদরি কোরক অছু মেটল দূখ ।
রাধামোহন পহুঁ সো এক সুখ ॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে
অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ
থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত
ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ১০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বরাড়ি রাগ॥ চন্দ্রশেখর তাল॥

প্রাতরমিলন হিয়ানন্দ ভেলি। রাধামাধব দোহু করূ কেলী॥ ধ্রু॥
দুহুঁ জন সুরত তরঙ্গ অবগাহ। কত মত সো রস করূ নিরবাহ॥
নিমীলিত নয়ন করূতহি থীর। মদন পরাভব সময় সুধীর॥
বদরি কোরক অছু মেটল দুখ। রাধামোহন পহুঁ শোএক সুখ॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
প্রিয়া জত কয়ল সোহাগ
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায়
সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময়
মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”,
৩৬২-পৃষ্ঠা।

॥ রাগ সুহোই॥ সমতালো॥

প্রিয়া জত কয়ল সোহাগ সো। মঝু হৃদি মাহা জাগ॥ ১
সখি সো জদি নিকরুণ ভেল। মানিয়ে জীবন শেল॥
কহ পুন কি করব কাজ। খনয়েক জিবইতে লাজ॥
কৈছনে প্রাণ বাহিরায়। দুখি রাধামোহন গায়॥

১ - এই পংক্তিটি সম্ভবত মুদ্রণ প্রমাদের শিকার হয়েছে। এই রকম হওয়া উচিত . . .
“প্রিয়া জত কয়ল সোহাগ। সো মঝু হৃদি মাহা জাগ॥”


.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
ফুল্লেন্দীবর-কান্তি-মনোহর
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত
শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ২৮শ পল্লব, শ্রীকৃষ্ণের
রূপ, ২৪৩৩সংখ্যক পদ। এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব
পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৯৮-পৃষ্ঠায় একইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

ফুল্লেন্দীবর-কান্তি-মনোহর
মুখ-বর-শারদ-চান্দ।
কৃত-অবতংস প্রশংস সুমাধুরি
শিখণ্ডি-শিখণ্ড-সুছান্দ॥
ভজ মন পরমানন্দ।
নিজ নিজ অভিমত গো-গোপাবৃত
অপরুপ নাম গোবিন্দ॥ ধ্রু॥
শ্রীবত্সাঙ্ক বক্ষ কৌস্তুভ-ধর
পীতাম্বর পহিরাণ।
ত্রিভুবন-সুন্দর অদভুত-বেণু-কর
মনহর-সুললিত-গান॥
গোপী-নয়নোত্পল-দল-পূজিত
বৃন্দাবন-নব-কাম।
ক্ষোভিত-মানস রাধামোহন
পূরল অভিমত কাম॥

ই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন-
মালা”, ২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ সিন্ধুড়া॥

ফুল্লেন্দীবর-                                কান্তি-মনোহর
মুখ-বর-শারদ-চান্দ।
কৃত অবতংস                           প্রশংস সুমাধুরী
শিখণ্ডি-শিখণ্ড-সুছান্দ॥
ভজ মন পরমানন্দ।
নিজ নিজ অভিমত                        গো গোপাবৃত
অপরুপ নাম গোবিন্দ॥
শ্রীবত্সাঙ্ক                                বক্ষকৌস্তুভ ধর
পীতাম্বর পহিরণ।
ত্রিভুবন সুন্দর                          অদভুত বেণুকর
মনহর সুললিত গান॥
গোপী-নয়নোৎ-                            পল-দল-পূজিত
বৃন্দাবন নব কাম।
ক্ষোভিত-মানস                                রাধামোহন
পুরব অভিমত কাম॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বচনে পরাভব মানি মুরারি
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
সতীশচন্দ্র রায় সম্পাদিত, ১৯২৬ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “অপ্রকাশিত
পদরত্নাবলী”, ১৪২-পৃষ্ঠা।

[ মান-ভঞ্জন ]

বচনে পরাভব মানি মুরারি।
নিজ-কর রাইক চরণে পসারি॥
মানিনি মানে বিমুখ তহিঁ হোই।
নিজ-চাতুরি করি পহুঁ তহি রোই॥
নাগর কহতহি গদগদ বাত।
পঞ্চবদন র্কিমি ধরু মঝু হাত॥
কি কি বলি চমকি উঠল ধনি কোর॥
মান আন ভেল কানু করি কোর॥
মানিনি-মান নাগর করু বাদ।
রাধামোহন মন পূরল সাধ॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বন্দে বিশ্বম্ভর পদকমলং
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও
বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২২ ।

॥ বিভাষ রাগৈকতালী তালাভ্যাং ॥

বন্দে বিশ্বম্ভর পদকমলং ।
খণ্ডিত কলিয়ুগ জন মল মমলং ॥
সৌরভ কর্ষিত নিজজন মধুপং ।
করুণা খণ্ডিত বিরহ বিতাপং ॥
নাশিত হৃদগত মায়া তিমিরং ।
বর নিজ কান্ত্যা জগতামচিরং ॥
সতত বিজারিত নিরুপম শোভং ।
রাধামোহন কলিত বিলোভং ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড,
৪র্থ শাখা - ২য় ভাগ, ২৭শ পল্লব, শ্রীকৃষ্ণের রূপ, ২৪০৯সংখ্যক পদ।

শ্রীমন্নবদ্বীপ-কিশোর-চন্দ্রস্য যথা।
॥ বিভাষ॥

বন্দে বিশ্বম্ভর-পদ-কমলম্।
খণ্ডিত-কলি-য়ুগ-জন-মলমমলম্॥ ধ্রু॥
সৌরভ-কর্ষিত-নিজ-জন-মধুপম্।
করুণা-খণ্ডিত-বিরহ-বিতাপম্॥
নাশিত হৃদগত-মায়া-তিমিরম্।
বর-নিজ-কান্ত্যা জগতামচিরম্॥
সতত-বিজারিত-নিরুপম-শোভম্।
রাধামোহন-কলিত-বিলোভম্॥

অনুবাদ -
১ - ৮। শ্রীগৌরাঙ্গের নির্ম্মল পদ-কমল বন্দনা করি। উহা কলি-জীবের পাপচয় খণ্ডিত,
সৌরভ দ্বারা নিজজনরূপ মধুপদিগকে আকৃষ্ট, করুণা দ্বারা তাঁহাদিগের বিরহ-
তাপ বিদূরিত ও নিজের উত্কৃষ্ট দীপ্তি দ্বারা অচিরে জগজ্জনের হৃদগত মায়া-তিমির বিনষ্ট
করিয়াছেন। উহাঁর নিরুপম শোভা সতত প্রকাশিত হইয়া (পদকর্ত্তা) রাধামোহনের লোভ
উত্পাদন করিয়াছেন।
---সতীশচন্দ্র রায়, পদকল্পতরু॥

ই পদটি জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন
“শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ১৯৩৪ (প্রথম সংস্করণ ১৯০২), ১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাস॥

বন্দে বিশ্বম্ভরপদকমলং। খণ্ডিতকলিযুগজনমলসমলং॥
সৌরভকর্ষিতনিজজনমধুপং। করুণাখণ্ডিতবিরহবিতাপং॥
নাশিতহৃদগতমায়াতিমিরং। বরনিজকান্ত্যা জগতামচিরং॥
সততবিজারিতনিরুপমশোভং। রাধামোহনকলিতবিলোভং॥

ই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-
পদলহরী”, ৪৫৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ বিভাষ॥

বন্দে বিশ্বম্ভর-পদ-কমলং।
খণ্ডিত-কলি-য়ুগ-জন-মলমমলং॥
সৌরভ-কর্ষিত-নিজ-জন-মধুপং।
করুণা-খণ্ডিত-বিরহ-বিতাপং॥
নাশিত হৃদগত-মায়া-তিমিরং।
বর-নিজ-কান্ত্যা জগতামচিরং॥
সতত-বিজারিত-নিরুপম শোভং।
রাধামোহন কলিত বিলোভং॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বহু খন পদতলে যব রহু কান
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও
বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২০৬ ।

॥ ধানশী রাগ যতি তালৌ ॥

বহু খন পদতলে যব রহু কান ।
সখিগণ কহইতে ভাঙ্গল মান ॥
কহু পুন গদগদ লোচনে লোর ।
কানু জানি তব করলহি কোর ॥
কত কত প্রেম করল পুন নাহ ।
বর সংকীরণ রস করু অবগাহ ॥
রাধামোহন পহুঁ গুপত যো কারি ।
সো সুখ কো জন কহইতে পারি ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং
সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড,
২য় শাখা, ২২শ পল্লব, কারণাভাস মান, ৫৮৩পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই
পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ৭৩৩সংখ্যক পদ।

॥ তথা রাগ॥

বহুখন পদতলে যব রহুঁ কান।
সখিগণ কহইতে ভাঙ্গল মান॥
দুহুঁ জন গদ-গদ লোচন-লোর।
কানু জানি তব করলহি কোর॥
কত কত প্রেম কয়ল পুন নাহ।
বর সঙ্কীরণ-রস-নিরবাহ॥
রাধামোহন-পহুঁ গুপত যো কারি।
সো সুখ কো জন কহইতে পারি॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন
“সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪২২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ শ্রীরাগ॥

বহুক্ষণ পদতলে যব রহুঁ কান।
সখীগণ কহইতে ভাঙ্গল মান॥
দুহুঁ জন গদ-গদ লোচন লোর।
কানু জানি তব কয়লহি কোর॥
কত কত প্রেম কয়ল পুন নাহ।
ভই সঙ্কীরণ-রস-নিরবাহ॥
রাধামোহন পহুঁ গোপত যো কারী।
সো সুখ কো জন কহইতে পারি॥

ই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী
সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

মান - প্রকারান্তর
॥ তথা রাগ॥

বহুখন পদতলে যব রহুঁ কান।
সখিগণ কহইতে ভাঙ্গল মান॥
দুহুঁ জন গদ-গদ লোচন-লোর।
কানু জানি তব করলহি কোর॥
কত কত প্রেম কয়ল পুন নাহ।
বর সঙ্কীরণ-রস-নিরবাহ॥
রাধামোহন-পহুঁ গুপত যো কারি।
সো সুখ কো জন কহইতে পারি॥

ই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মাধুরী নাম্নী
ব্যাখ্যা সম্বলিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ৪৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া
রয়েছে।

॥ বালা ধানশী - জপতাল॥

বহুখন পদতলে যব রহুঁ কান।
সখিগণ কহইতে ভাঙ্গল মান॥
দুহুঁজন গদ গদ লোচন লোর।
কানু জানি তব করয়হি কোর॥
কত কত প্রেম কয়ল পুন নাহ।
বর সঙ্কীরণ রস নিরবাহ॥
রাধামোহন-পহুঁ গুপত যোকারি।
সো সুখ কোজন কহইতে পারি॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বাজে বাজে বলয়া
ভণিতা রাধামোহন
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮
সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২২২ ।

॥ তথারাগ তালৌ ॥

বাজে বাজে বলয়া ।
পহিল বাজে বলয়া  ॥ ধ্রু ॥
নূপুর মণি কিঙ্কিনী কর কঙ্কনা ।
নাগর সঞে নাচত কত যূথ যুথ অঙ্গনা ॥
ততহিঁ তাল মৃদঙ্গ ভাল মধুর মধুর বোলনা ।
ধোগরণ ধোগ্ গা তী ঝেঁন্না তীঝেঁ তিনি তিনি না লঘু বাজনা ॥
তাগরণ ধোগ্ গা তিনি তিনি তিনাঙ তিনাঙ না ।
তিগর ধোগ্ গা তিনি তিনি তিনাঙ তিনাঙ না গুরু বাজনা ॥
ঝেঁনা ঝেঁঝ খিটিতা তা ধে খিটিতা ধোঁগগা তিনি তা
ঘিনিতা ঘেনাঙ গরণ তিন্দা তী ঝাঁ অতি গুরু বাজনা ।
ততহিঁ যন্ত্র বোলত মন্ত্র অতিশয় ধ্বনি শোহনা ॥
থোরণ রগ লগ ঝিগি তগঝিগি লগঝিগি ধাঁ ধেনং ইহসুলহ বোলনা ।
রাধামোহন রচিত রাস ততহিঁ কতহুঁ লোভনা ॥

ই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর
গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময়
মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ২২৩-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কেদারোবৃহদেক তালো নর্ত্তকোরাসারম্ভ॥
বলয়ানাং নূপুরাণাং কিঙ্কিনীনাঞ্চ ষোসিতাং
সপ্রয়াণামভুচ্ছব্দস্তু মুলো রাসমণ্ডলে॥

বাজে বাজে বলয়া। পহিল বাজে বলয়া॥ ধ্রু॥
নূপুর মণি কিঙ্কিণী করকঙ্কনা। নাগর সঞে নাচত কত যূথযুথ অঙ্গনা ॥
ততহি তাল মৃদঙ্গ ভাল মধুর মধুর বোলনা।
ধোগরল ধোগ্ গা তীর্ঝেন্না তীঝি তিনি তিনি না লঘু বাজনা॥
তাগরল ধোগ্ গা তিনি তিনি তিনাঙ তিনাঙ না।
তিগর ধোগ্ গা তিনি তিনি তিনাঙ তিনাঙ তিনাঙ নাঙ গুরু বাজনা॥
ঝের্ন্না ঝেঝকিটি তাধি খিটিতা ধোঁগ্ গা তিনিতা ঘিনিতা।
ঘেনঙ গরল তিন্ধা তীর্ঝা অতি গুরু বাজনা।
ততহি জন্ত বোলত মন্ত অতিশয় ধ্বনি শোভন॥
থোরল রগলগ ঝিগি লগ ঝিগিতা ঝিগিলগ ধিগি ধা ধেন ইহ সুনহ বোলনা।
রাধামোহন রচিত রাস ততহি কতহুঁ শোভনা॥

ই পদটি ১৯৫৯ সালে প্রকাশিত, দুর্গাচরণ বিশ্বাস সংগৃহীত বৈষ্ণব পদাবলী সংকলন “কীর্ত্তন-
পদাবলী”, ১১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

বাজে বাজে বলয়া। পহিল বাজে বলয়া॥
নূপুর মণি কিঙ্কিণী কর কঙ্কণা। নাগর সঞে, নাচত কত, যূথ যুথ অঙ্গনা ॥
ততহি তাল, মৃদঙ্গ ভাল, মধুর মধুর বোলনা।
ধোগরন ধোগ্ গা, তীঝেঁনা তীঝে তিনি তিনি, না লঘু বাজনা॥
তাগরণ ধোগ্ গা, তিনি তিনি তিনাং তিনাং, তিগর ধোগ্ গা তিনি তিনি তিনাং না, গুরু বাজনা॥
ঝেঁনা ঝেঁঝ খিটিতা, তাঁধে খিটিতা ধোগ্ গা তিনিতা।
ঘিনিতা ঘেনাং গরণ তিন্দা, তী ঝাঁ অতি গুরু বাজনা।
ততহি যন্ত্র, বোলত মন্ত্র, অতিশয় ধ্বনি শোহনা॥
থোরণ রগলগ, ঝিগিতক ঝিগিলগ, নিগিঝাঁ ধেনং ইহ সুলহ বোলনা।
রাধামোহন, রচিত রাস ততহি কতহুঁ লোভনা॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বাসকগেহ গমন শুনি শামর
ভণিতা রাধামোহন দাস
কবি রাধামোহন ঠাকুর
আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে,
রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-১৫৪। প্রথম পংক্তির
ভিন্নতার জন্য এই পদটিকে “বাস-গেহে রাইক, গমন শুনি শামর” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া
হয়েছে।

॥ কামোদ রাগ ধ্রুব তালৌ ॥

বাসকগেহ গমন শুনি শামর দেয়ই বেণু নিশান ।
তিলে মঝু গমন বিলম্বহি সোধনি কলপ মানিব অনুমান ॥
ধনি ধনি রাইক সোহাগ ।
যো জগজীবন যুবতি প্রাণধন তাঁহার পরাণ সম জাগ ॥ ধ্রু ॥
তছু প্রেমে আকুল মৌলি বকুল ফুল অভরণ পন্থহি ডারি ।
চলল সিন্ধুর গতি নাহি জন সঙ্গতি উপনিত ভেল যাঁহা নারি ॥
দেখি ধনি নাগর আনন্দ আগর সফল দেহ করি মান ।
জীবন যৌবন বাসগেহ পুন যো কিছু আপন বিতান ॥
আনন্দ সায়রে নিমগণ সখিগণ হেরইতে দুহুক উল্লাস ।
সোসুখ সিন্ধু বিন্দু পরশে লাগি যাচে রাধামোহন দাস ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ২য় শাখা, ২য় পল্লব, রূপাভিসার,
পদসংখ্যা ২৮৪।

॥ কামোদ॥

বাসক গেহ                               গমন শুনি শ্যামর
দেয়ই বেণু-নিসান।
তিল মঝু গমন                           বিলম্বহি সো ধনি
কলপ-কোটি অনুমান॥
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগজীবন                                যুবতি-প্রাণধন
তাঁহারি পরাণ সম জাগ॥ ধ্রু॥
তছু প্রেমে আকুল                          মৌলি-বকুলফুল
অভরণ পন্থহি ডারি।
চলল সিন্ধুর-গতি                           নাহি জন সঙ্গতি
উপনিত ভেল যাঁহা নারি॥
দেখি ধনি নাগর                              আনন্দ-আগর
সফল দেহ করি মান।
জীবন যৌবন                                  বাস-গেহ পুন
যো কিছু আপন বিতান॥
আনন্দ-সায়রে                              নিমগণ সখিগণ
হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখ-সিন্ধু-                             বিন্দু পরশ নাগি
যাচে রাধামোহন দাস॥

টীকা -
১২ - ১৫। “দেখি ধনি” ইত্যাদি। নায়িকা নাগরকে দেখিয়া আনন্দে পরিপূর্ণা হইলেন, (নিজের) দেহকে কৃতার্থ
মনে করিতে লাগিলেন এবং (নিজের) জীবন, যৌবন ও বাসক-নিকুঞ্জে যাহা কিছু নিজের ছিল, তাহা
(প্রিয়তমকে) অর্পণ করিলেন।---সতীশচন্দ্র রায়, পদকল্পতরু॥

ই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের অভিসার
॥ কামোদ॥

বাসকগেহ                                গমন শুনি শ্যামর
দেয়ই বেণু-নিসান।
তিল মঝু গমন                            বিলম্বহি সো ধনি
কলপ-কোটি অনুমান॥
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগজীবন                                যুবতি প্রাণধন
তাহারি পরাণ সম জাগ॥
তছু প্রেমে আকুল                          মৌলি বকুলফুল
অভরণ পন্থহি ডারি।
চলল সিন্ধুর গতি                          নাহি জন সঙ্গতি
উপনিত ভেল যাঁহা নারি॥
দেখি ধনি নাগর                              আনন্দ-সাগর
সফল দেহ করি মান।
জীবন যৌবন                                বাস-গেহ পুন
যো কিছু আপন বিতান॥
আনন্দ-সায়রে                             নিমগণ সখিগণ
হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখ সিন্ধু                             বিন্দু পরশ নাগি
যাচে রাধামোহন দাস॥

ই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মাধুরী নাম্নী ব্যাখ্যা সম্বলিত
মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ২৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ - ধ্রুব তাল॥

বাসক গেহ-                               গমন শুনি শ্যামর
দেয়ই বেণু নিসান।
তিলে মঝু গমন                            বিলম্বহি সো ধনি
কলপ কোটি অনুমান॥
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগ-জীবন                                যুবতি-প্রাণধন
তাহারি পরাণ সম জাগ॥ ধ্রু॥
তছু প্রেমে আকুল                         মৌলি বকুল ফুল
অভরণ পন্থহি ডারি।
চলল সিন্ধুর-গতি                           নাহি জন-সঙ্গতি
উপনীত ভেল যাঁহা নারি॥
দেখি ধনি নাগর                              আনন্দ আগর
সফল দেহ করি মান।
জীবন যৌবন                                  বাস গেহ পুন
যো কিছু আপন বিতান॥
আনন্দ সায়রে                               নিমগণ সখিগণ
হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখ-সিন্ধু-                              বিন্দু-পরশ লাগি
যাচে রাধামোহন দাস॥

ই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”,
১ম খণ্ড, ৪১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “বাসকগেহ গমন
শুনি শামর” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে।

॥ কামোদা॥

বাস-গেহে রাইক, গমন শুনি শামর, দেয়ই বেণু-নিসান।
তিল মঝু গমন, বিলম্বহি সো ধনী, কল্প-কোটি অনুমান॥
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগজীবন, যুবতী প্রাণধন, তাহারি পরাণ সম জাগ॥
তছু প্রেমে আকুল, মৌলি বকুল ফুল, অভরণ পন্থহি ডারি।
চলন সিন্ধুর-গতি, নাহি জন সঙ্গতি, উপনীত ভেল যাঁহা নারী॥
দেখি ধনী নাগর, আনন্দ সাগর, সফল দেহ করি মান।
জীবন যৌবন, বাস গৃহে পুন, যো কিছু আপন বিতান॥
আনন্দ-সায়রে, নিমগণ সখীগণ, হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখ-সিন্ধু-বিন্দু পরশ নাগি, যাচে রাধামোহন দাস॥

ই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৫১-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

বাস-গেহে রাইক,                          গমন শুনি শ্যামর,
দেয়ই বেণু নিসান।
তিল মঝু গমন,                             বিলম্বহি সো ধনী,
কল্পকোটি অনুমান॥
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগজীবন,                                যুবতী প্রাণধন
তাহারি পরাণ সম জাগ॥
তছু প্রেমে আকুল,                        মৌলি বকুল ফুল,
অভরণ পন্থহি ডারি।
চলল সিন্ধুর-গতি,                          নাহি জন সঙ্গতি,
উপনীত ভেল যাঁহা নারি॥
দেখি ধনী নাগর,                              আনন্দ সাগর,
সফল দেহ করি মান।
জীবন যৌবন,                                  বাস গৃহে পুন,
যো কছু আপন বিতান॥
আনন্দ সায়রে,                                নিমগণ সখীগণ,
হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখসিন্ধু-                                বিন্দু পরশ নাগি
যাচে রাধামোহন দাস॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর
*
বাস-গেহে রাইক গমন শুনি শামর
ভণিতা রাধামোহন দাস
কবি রাধামোহন ঠাকুর
১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪১৯-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “বাসকগেহ গমন শুনি শামর”
শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে।

॥ কামোদা॥

বাস-গেহে রাইক, গমন শুনি শামর, দেয়ই বেণু-নিসান।
তিল মঝু গমন, বিলম্বহি সো ধনী, কল্প-কোটি অনুমান॥
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগজীবন, যুবতী প্রাণধন, তাহারি পরাণ সম জাগ॥
তছু প্রেমে আকুল, মৌলি বকুল ফুল, অভরণ পন্থহি ডারি।
চলন সিন্ধুর-গতি, নাহি জন সঙ্গতি, উপনীত ভেল যাঁহা নারী॥
দেখি ধনী নাগর, আনন্দ সাগর, সফল দেহ করি মান।
জীবন যৌবন, বাস গৃহে পুন, যো কিছু আপন বিতান॥
আনন্দ-সায়রে, নিমগণ সখীগণ, হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখ-সিন্ধু-বিন্দু পরশ নাগি, যাচে রাধামোহন দাস॥

ই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৫১-
পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ॥

বাস-গেহে রাইক,                          গমন শুনি শ্যামর,
দেয়ই বেণু নিসান।
তিল মঝু গমন,                             বিলম্বহি সো ধনী,
কল্পকোটি অনুমান॥
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগজীবন,                                যুবতী প্রাণধন
তাহারি পরাণ সম জাগ॥
তছু প্রেমে আকুল,                        মৌলি বকুল ফুল,
অভরণ পন্থহি ডারি।
চলল সিন্ধুর-গতি,                          নাহি জন সঙ্গতি,
উপনীত ভেল যাঁহা নারি॥
দেখি ধনী নাগর,                              আনন্দ সাগর,
সফল দেহ করি মান।
জীবন যৌবন,                                  বাস গৃহে পুন,
যো কছু আপন বিতান॥
আনন্দ সায়রে,                                নিমগণ সখীগণ,
হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখসিন্ধু-                                বিন্দু পরশ নাগি
যাচে রাধামোহন দাস॥

ই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং
১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-১৫৪।
প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “বাস-গেহে রাইক, গমন শুনি শামর” শিরোনামে স্বতন্ত্র পদ
হিসেবেও দেওয়া হয়েছে।

॥ কামোদ রাগ ধ্রুব তালৌ ॥

বাসকগেহ গমন শুনি শামর দেয়ই বেণু নিশান ।
তিলে মঝু গমন বিলম্বহি সোধনি কলপ মানিব অনুমান ॥
ধনি ধনি রাইক সোহাগ ।
যো জগজীবন যুবতি প্রাণধন তাঁহার পরাণ সম জাগ ॥ ধ্রু ॥
তছু প্রেমে আকুল মৌলি বকুল ফুল অভরণ পন্থহি ডারি ।
চলল সিন্ধুর গতি নাহি জন সঙ্গতি উপনিত ভেল যাঁহা নারি ॥
দেখি ধনি নাগর আনন্দ আগর সফল দেহ করি মান ।
জীবন যৌবন বাসগেহ পুন যো কিছু আপন বিতান ॥
আনন্দ সায়রে নিমগণ সখিগণ হেরইতে দুহুক উল্লাস ।
সোসুখ সিন্ধু বিন্দু পরশে লাগি যাচে রাধামোহন দাস ॥

ই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায়
সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ২য় শাখা, ২য় পল্লব, রূপাভিসার,
পদসংখ্যা ২৮৪।

॥ কামোদ॥

বাসক গেহ                               গমন শুনি শ্যামর
দেয়ই বেণু-নিসান।
তিল মঝু গমন                           বিলম্বহি সো ধনি
কলপ-কোটি অনুমান॥
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগজীবন                                যুবতি-প্রাণধন
তাঁহারি পরাণ সম জাগ॥ ধ্রু॥
তছু প্রেমে আকুল                          মৌলি-বকুলফুল
অভরণ পন্থহি ডারি।
চলল সিন্ধুর-গতি                           নাহি জন সঙ্গতি
উপনিত ভেল যাঁহা নারি॥
দেখি ধনি নাগর                              আনন্দ-আগর
সফল দেহ করি মান।
জীবন যৌবন                                  বাস-গেহ পুন
যো কিছু আপন বিতান॥
আনন্দ-সায়রে                              নিমগণ সখিগণ
হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখ-সিন্ধু-                             বিন্দু পরশ নাগি
যাচে রাধামোহন দাস॥

টীকা -
১২ - ১৫। “দেখি ধনি” ইত্যাদি। নায়িকা নাগরকে দেখিয়া আনন্দে পরিপূর্ণা হইলেন, (নিজের) দেহকে কৃতার্থ
মনে করিতে লাগিলেন এবং (নিজের) জীবন, যৌবন ও বাসক-নিকুঞ্জে যাহা কিছু নিজের ছিল, তাহা
(প্রিয়তমকে) অর্পণ করিলেন।---সতীশচন্দ্র রায়, পদকল্পতরু॥

ই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব
পদাবলী”, ৯১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

শ্রীকৃষ্ণের অভিসার
॥ কামোদ॥

বাসকগেহ                                গমন শুনি শ্যামর
দেয়ই বেণু-নিসান।
তিল মঝু গমন                            বিলম্বহি সো ধনি
কলপ-কোটি অনুমান॥
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগজীবন                                যুবতি প্রাণধন
তাহারি পরাণ সম জাগ॥
তছু প্রেমে আকুল                          মৌলি বকুলফুল
অভরণ পন্থহি ডারি।
চলল সিন্ধুর গতি                          নাহি জন সঙ্গতি
উপনিত ভেল যাঁহা নারি॥
দেখি ধনি নাগর                              আনন্দ-সাগর
সফল দেহ করি মান।
জীবন যৌবন                                বাস-গেহ পুন
যো কিছু আপন বিতান॥
আনন্দ-সায়রে                             নিমগণ সখিগণ
হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখ সিন্ধু                             বিন্দু পরশ নাগি
যাচে রাধামোহন দাস॥

ই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মাধুরী নাম্নী ব্যাখ্যা সম্বলিত
মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ২৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে।

॥ কামোদ - ধ্রুব তাল॥

বাসক গেহ-                               গমন শুনি শ্যামর
দেয়ই বেণু নিসান।
তিলে মঝু গমন                            বিলম্বহি সো ধনি
কলপ কোটি অনুমান॥
ধনি ধনি রাইক সোহাগ।
যো জগ-জীবন                                যুবতি-প্রাণধন
তাহারি পরাণ সম জাগ॥ ধ্রু॥
তছু প্রেমে আকুল                         মৌলি বকুল ফুল
অভরণ পন্থহি ডারি।
চলল সিন্ধুর-গতি                           নাহি জন-সঙ্গতি
উপনীত ভেল যাঁহা নারি॥
দেখি ধনি নাগর                              আনন্দ আগর
সফল দেহ করি মান।
জীবন যৌবন                                  বাস গেহ পুন
যো কিছু আপন বিতান॥
আনন্দ সায়রে                               নিমগণ সখিগণ
হেরইতে দুহুঁক উল্লাস।
সো সুখ-সিন্ধু-                              বিন্দু-পরশ লাগি
যাচে রাধামোহন দাস॥

.              *************************                
.                                                                                 
সূচীতে . . .   


মিলনসাগর