কবি রাধামোহন ঠাকুরের বৈষ্ণব পদাবলী |
ফুল্লেন্দীবর-কান্তি-মনোহর ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ২৮শ পল্লব, শ্রীকৃষ্ণের রূপ, ২৪৩৩সংখ্যক পদ। এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৮৯৮-পৃষ্ঠায় একইরূপে দেওয়া রয়েছে। ॥ সিন্ধুড়া॥ ফুল্লেন্দীবর-কান্তি-মনোহর মুখ-বর-শারদ-চান্দ। কৃত-অবতংস প্রশংস সুমাধুরি শিখণ্ডি-শিখণ্ড-সুছান্দ॥ ভজ মন পরমানন্দ। নিজ নিজ অভিমত গো-গোপাবৃত অপরুপ নাম গোবিন্দ॥ ধ্রু॥ শ্রীবত্সাঙ্ক বক্ষ কৌস্তুভ-ধর পীতাম্বর পহিরাণ। ত্রিভুবন-সুন্দর অদভুত-বেণু-কর মনহর-সুললিত-গান॥ গোপী-নয়নোত্পল-দল-পূজিত বৃন্দাবন-নব-কাম। ক্ষোভিত-মানস রাধামোহন পূরল অভিমত কাম॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন- মালা”, ২৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ সিন্ধুড়া॥ ফুল্লেন্দীবর- কান্তি-মনোহর মুখ-বর-শারদ-চান্দ। কৃত অবতংস প্রশংস সুমাধুরী শিখণ্ডি-শিখণ্ড-সুছান্দ॥ ভজ মন পরমানন্দ। নিজ নিজ অভিমত গো গোপাবৃত অপরুপ নাম গোবিন্দ॥ শ্রীবত্সাঙ্ক বক্ষকৌস্তুভ ধর পীতাম্বর পহিরণ। ত্রিভুবন সুন্দর অদভুত বেণুকর মনহর সুললিত গান॥ গোপী-নয়নোৎ- পল-দল-পূজিত বৃন্দাবন নব কাম। ক্ষোভিত-মানস রাধামোহন পুরব অভিমত কাম॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
বাসকগেহ গমন শুনি শামর ভণিতা রাধামোহন দাস কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-১৫৪। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “বাস-গেহে রাইক, গমন শুনি শামর” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে। ॥ কামোদ রাগ ধ্রুব তালৌ ॥ বাসকগেহ গমন শুনি শামর দেয়ই বেণু নিশান । তিলে মঝু গমন বিলম্বহি সোধনি কলপ মানিব অনুমান ॥ ধনি ধনি রাইক সোহাগ । যো জগজীবন যুবতি প্রাণধন তাঁহার পরাণ সম জাগ ॥ ধ্রু ॥ তছু প্রেমে আকুল মৌলি বকুল ফুল অভরণ পন্থহি ডারি । চলল সিন্ধুর গতি নাহি জন সঙ্গতি উপনিত ভেল যাঁহা নারি ॥ দেখি ধনি নাগর আনন্দ আগর সফল দেহ করি মান । জীবন যৌবন বাসগেহ পুন যো কিছু আপন বিতান ॥ আনন্দ সায়রে নিমগণ সখিগণ হেরইতে দুহুক উল্লাস । সোসুখ সিন্ধু বিন্দু পরশে লাগি যাচে রাধামোহন দাস ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ২য় শাখা, ২য় পল্লব, রূপাভিসার, পদসংখ্যা ২৮৪। ॥ কামোদ॥ বাসক গেহ গমন শুনি শ্যামর দেয়ই বেণু-নিসান। তিল মঝু গমন বিলম্বহি সো ধনি কলপ-কোটি অনুমান॥ ধনি ধনি রাইক সোহাগ। যো জগজীবন যুবতি-প্রাণধন তাঁহারি পরাণ সম জাগ॥ ধ্রু॥ তছু প্রেমে আকুল মৌলি-বকুলফুল অভরণ পন্থহি ডারি। চলল সিন্ধুর-গতি নাহি জন সঙ্গতি উপনিত ভেল যাঁহা নারি॥ দেখি ধনি নাগর আনন্দ-আগর সফল দেহ করি মান। জীবন যৌবন বাস-গেহ পুন যো কিছু আপন বিতান॥ আনন্দ-সায়রে নিমগণ সখিগণ হেরইতে দুহুঁক উল্লাস। সো সুখ-সিন্ধু- বিন্দু পরশ নাগি যাচে রাধামোহন দাস॥ টীকা - ১২ - ১৫। “দেখি ধনি” ইত্যাদি। নায়িকা নাগরকে দেখিয়া আনন্দে পরিপূর্ণা হইলেন, (নিজের) দেহকে কৃতার্থ মনে করিতে লাগিলেন এবং (নিজের) জীবন, যৌবন ও বাসক-নিকুঞ্জে যাহা কিছু নিজের ছিল, তাহা (প্রিয়তমকে) অর্পণ করিলেন।---সতীশচন্দ্র রায়, পদকল্পতরু॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের অভিসার ॥ কামোদ॥ বাসকগেহ গমন শুনি শ্যামর দেয়ই বেণু-নিসান। তিল মঝু গমন বিলম্বহি সো ধনি কলপ-কোটি অনুমান॥ ধনি ধনি রাইক সোহাগ। যো জগজীবন যুবতি প্রাণধন তাহারি পরাণ সম জাগ॥ তছু প্রেমে আকুল মৌলি বকুলফুল অভরণ পন্থহি ডারি। চলল সিন্ধুর গতি নাহি জন সঙ্গতি উপনিত ভেল যাঁহা নারি॥ দেখি ধনি নাগর আনন্দ-সাগর সফল দেহ করি মান। জীবন যৌবন বাস-গেহ পুন যো কিছু আপন বিতান॥ আনন্দ-সায়রে নিমগণ সখিগণ হেরইতে দুহুঁক উল্লাস। সো সুখ সিন্ধু বিন্দু পরশ নাগি যাচে রাধামোহন দাস॥ এই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মাধুরী নাম্নী ব্যাখ্যা সম্বলিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ২৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ - ধ্রুব তাল॥ বাসক গেহ- গমন শুনি শ্যামর দেয়ই বেণু নিসান। তিলে মঝু গমন বিলম্বহি সো ধনি কলপ কোটি অনুমান॥ ধনি ধনি রাইক সোহাগ। যো জগ-জীবন যুবতি-প্রাণধন তাহারি পরাণ সম জাগ॥ ধ্রু॥ তছু প্রেমে আকুল মৌলি বকুল ফুল অভরণ পন্থহি ডারি। চলল সিন্ধুর-গতি নাহি জন-সঙ্গতি উপনীত ভেল যাঁহা নারি॥ দেখি ধনি নাগর আনন্দ আগর সফল দেহ করি মান। জীবন যৌবন বাস গেহ পুন যো কিছু আপন বিতান॥ আনন্দ সায়রে নিমগণ সখিগণ হেরইতে দুহুঁক উল্লাস। সো সুখ-সিন্ধু- বিন্দু-পরশ লাগি যাচে রাধামোহন দাস॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “বাসকগেহ গমন শুনি শামর” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে। ॥ কামোদা॥ বাস-গেহে রাইক, গমন শুনি শামর, দেয়ই বেণু-নিসান। তিল মঝু গমন, বিলম্বহি সো ধনী, কল্প-কোটি অনুমান॥ ধনি ধনি রাইক সোহাগ। যো জগজীবন, যুবতী প্রাণধন, তাহারি পরাণ সম জাগ॥ তছু প্রেমে আকুল, মৌলি বকুল ফুল, অভরণ পন্থহি ডারি। চলন সিন্ধুর-গতি, নাহি জন সঙ্গতি, উপনীত ভেল যাঁহা নারী॥ দেখি ধনী নাগর, আনন্দ সাগর, সফল দেহ করি মান। জীবন যৌবন, বাস গৃহে পুন, যো কিছু আপন বিতান॥ আনন্দ-সায়রে, নিমগণ সখীগণ, হেরইতে দুহুঁক উল্লাস। সো সুখ-সিন্ধু-বিন্দু পরশ নাগি, যাচে রাধামোহন দাস॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৫১- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ বাস-গেহে রাইক, গমন শুনি শ্যামর, দেয়ই বেণু নিসান। তিল মঝু গমন, বিলম্বহি সো ধনী, কল্পকোটি অনুমান॥ ধনি ধনি রাইক সোহাগ। যো জগজীবন, যুবতী প্রাণধন তাহারি পরাণ সম জাগ॥ তছু প্রেমে আকুল, মৌলি বকুল ফুল, অভরণ পন্থহি ডারি। চলল সিন্ধুর-গতি, নাহি জন সঙ্গতি, উপনীত ভেল যাঁহা নারি॥ দেখি ধনী নাগর, আনন্দ সাগর, সফল দেহ করি মান। জীবন যৌবন, বাস গৃহে পুন, যো কছু আপন বিতান॥ আনন্দ সায়রে, নিমগণ সখীগণ, হেরইতে দুহুঁক উল্লাস। সো সুখসিন্ধু- বিন্দু পরশ নাগি যাচে রাধামোহন দাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
বাস-গেহে রাইক গমন শুনি শামর ভণিতা রাধামোহন দাস কবি রাধামোহন ঠাকুর ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪১৯- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “বাসকগেহ গমন শুনি শামর” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে। ॥ কামোদা॥ বাস-গেহে রাইক, গমন শুনি শামর, দেয়ই বেণু-নিসান। তিল মঝু গমন, বিলম্বহি সো ধনী, কল্প-কোটি অনুমান॥ ধনি ধনি রাইক সোহাগ। যো জগজীবন, যুবতী প্রাণধন, তাহারি পরাণ সম জাগ॥ তছু প্রেমে আকুল, মৌলি বকুল ফুল, অভরণ পন্থহি ডারি। চলন সিন্ধুর-গতি, নাহি জন সঙ্গতি, উপনীত ভেল যাঁহা নারী॥ দেখি ধনী নাগর, আনন্দ সাগর, সফল দেহ করি মান। জীবন যৌবন, বাস গৃহে পুন, যো কিছু আপন বিতান॥ আনন্দ-সায়রে, নিমগণ সখীগণ, হেরইতে দুহুঁক উল্লাস। সো সুখ-সিন্ধু-বিন্দু পরশ নাগি, যাচে রাধামোহন দাস॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৫১- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ বাস-গেহে রাইক, গমন শুনি শ্যামর, দেয়ই বেণু নিসান। তিল মঝু গমন, বিলম্বহি সো ধনী, কল্পকোটি অনুমান॥ ধনি ধনি রাইক সোহাগ। যো জগজীবন, যুবতী প্রাণধন তাহারি পরাণ সম জাগ॥ তছু প্রেমে আকুল, মৌলি বকুল ফুল, অভরণ পন্থহি ডারি। চলল সিন্ধুর-গতি, নাহি জন সঙ্গতি, উপনীত ভেল যাঁহা নারি॥ দেখি ধনী নাগর, আনন্দ সাগর, সফল দেহ করি মান। জীবন যৌবন, বাস গৃহে পুন, যো কছু আপন বিতান॥ আনন্দ সায়রে, নিমগণ সখীগণ, হেরইতে দুহুঁক উল্লাস। সো সুখসিন্ধু- বিন্দু পরশ নাগি যাচে রাধামোহন দাস॥ এই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-১৫৪। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “বাস-গেহে রাইক, গমন শুনি শামর” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে। ॥ কামোদ রাগ ধ্রুব তালৌ ॥ বাসকগেহ গমন শুনি শামর দেয়ই বেণু নিশান । তিলে মঝু গমন বিলম্বহি সোধনি কলপ মানিব অনুমান ॥ ধনি ধনি রাইক সোহাগ । যো জগজীবন যুবতি প্রাণধন তাঁহার পরাণ সম জাগ ॥ ধ্রু ॥ তছু প্রেমে আকুল মৌলি বকুল ফুল অভরণ পন্থহি ডারি । চলল সিন্ধুর গতি নাহি জন সঙ্গতি উপনিত ভেল যাঁহা নারি ॥ দেখি ধনি নাগর আনন্দ আগর সফল দেহ করি মান । জীবন যৌবন বাসগেহ পুন যো কিছু আপন বিতান ॥ আনন্দ সায়রে নিমগণ সখিগণ হেরইতে দুহুক উল্লাস । সোসুখ সিন্ধু বিন্দু পরশে লাগি যাচে রাধামোহন দাস ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ২য় শাখা, ২য় পল্লব, রূপাভিসার, পদসংখ্যা ২৮৪। ॥ কামোদ॥ বাসক গেহ গমন শুনি শ্যামর দেয়ই বেণু-নিসান। তিল মঝু গমন বিলম্বহি সো ধনি কলপ-কোটি অনুমান॥ ধনি ধনি রাইক সোহাগ। যো জগজীবন যুবতি-প্রাণধন তাঁহারি পরাণ সম জাগ॥ ধ্রু॥ তছু প্রেমে আকুল মৌলি-বকুলফুল অভরণ পন্থহি ডারি। চলল সিন্ধুর-গতি নাহি জন সঙ্গতি উপনিত ভেল যাঁহা নারি॥ দেখি ধনি নাগর আনন্দ-আগর সফল দেহ করি মান। জীবন যৌবন বাস-গেহ পুন যো কিছু আপন বিতান॥ আনন্দ-সায়রে নিমগণ সখিগণ হেরইতে দুহুঁক উল্লাস। সো সুখ-সিন্ধু- বিন্দু পরশ নাগি যাচে রাধামোহন দাস॥ টীকা - ১২ - ১৫। “দেখি ধনি” ইত্যাদি। নায়িকা নাগরকে দেখিয়া আনন্দে পরিপূর্ণা হইলেন, (নিজের) দেহকে কৃতার্থ মনে করিতে লাগিলেন এবং (নিজের) জীবন, যৌবন ও বাসক-নিকুঞ্জে যাহা কিছু নিজের ছিল, তাহা (প্রিয়তমকে) অর্পণ করিলেন।---সতীশচন্দ্র রায়, পদকল্পতরু॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের অভিসার ॥ কামোদ॥ বাসকগেহ গমন শুনি শ্যামর দেয়ই বেণু-নিসান। তিল মঝু গমন বিলম্বহি সো ধনি কলপ-কোটি অনুমান॥ ধনি ধনি রাইক সোহাগ। যো জগজীবন যুবতি প্রাণধন তাহারি পরাণ সম জাগ॥ তছু প্রেমে আকুল মৌলি বকুলফুল অভরণ পন্থহি ডারি। চলল সিন্ধুর গতি নাহি জন সঙ্গতি উপনিত ভেল যাঁহা নারি॥ দেখি ধনি নাগর আনন্দ-সাগর সফল দেহ করি মান। জীবন যৌবন বাস-গেহ পুন যো কিছু আপন বিতান॥ আনন্দ-সায়রে নিমগণ সখিগণ হেরইতে দুহুঁক উল্লাস। সো সুখ সিন্ধু বিন্দু পরশ নাগি যাচে রাধামোহন দাস॥ এই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মাধুরী নাম্নী ব্যাখ্যা সম্বলিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ২৯৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ - ধ্রুব তাল॥ বাসক গেহ- গমন শুনি শ্যামর দেয়ই বেণু নিসান। তিলে মঝু গমন বিলম্বহি সো ধনি কলপ কোটি অনুমান॥ ধনি ধনি রাইক সোহাগ। যো জগ-জীবন যুবতি-প্রাণধন তাহারি পরাণ সম জাগ॥ ধ্রু॥ তছু প্রেমে আকুল মৌলি বকুল ফুল অভরণ পন্থহি ডারি। চলল সিন্ধুর-গতি নাহি জন-সঙ্গতি উপনীত ভেল যাঁহা নারি॥ দেখি ধনি নাগর আনন্দ আগর সফল দেহ করি মান। জীবন যৌবন বাস গেহ পুন যো কিছু আপন বিতান॥ আনন্দ সায়রে নিমগণ সখিগণ হেরইতে দুহুঁক উল্লাস। সো সুখ-সিন্ধু- বিন্দু-পরশ লাগি যাচে রাধামোহন দাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |