কবি রাধামোহন ঠাকুরের বৈষ্ণব পদাবলী |
মনোহর বেশ বনাওলি সখীগণ ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪৪৭ । ॥ বরাড়ীরাগ নন্দনতালৌ ॥ মনোহর বেশ বনাওলি সখীগণ বৈঠল সব একু ঠাম । পাশক কেলি রচন পুন তৈখন পুন করু নিজ নিজ ঠাম ॥ সজনী কাহ্নু কহ বড় বিপরীত । যো ইথে হারব দখিন গণ্ড নিজ দেয়ব দংশন নীত ॥ পহিলহি কান জীতি করু ঐছন কামিনী তহিঁ করু ভোর । খেলন পুন কর বলি রাই বিরচল পাশক জোরহি জোর ॥ বামঞ্চ দশ করি সুন্দরি ডারল নিজ জিতি লিএ সোই দান । বলে ছলে বাম গণ্ড পুন দংশই হোর দেখ বিদগধ কান ॥ রাই জীতি পুন মুরলী হরল বলে কানু কহ ইহ নহ রীত । মঝু মুখ চুম্বন কিএ ভুজ বন্ধন করহ যোই ইহ নীত ॥ এত শুনি রাই কহত শুন নাগর যাহক যোমন মান । রাধামোহন পহুঁ হাসি কহত তুহুঁ জনি পুন পিছে কর আন ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৬৭২সংখ্যক পদ। ॥ বরাড়ী॥ মনোহর বেশ বনাওল সখিগণ বৈঠল সব একু-ঠাম। পাশক কেলি রচল পুন তৈখনে পণ করু নিজ নিজ কাম॥ সজনী কানুক বড় বিপরীত। যো ইথে হারব দখিণ গণ্ড নিজ দেয়ব দংশন নীত॥ পহিলহিঁ কানু জীতি করু ঐছন কামিনী তহিঁ ভেল ভোর। খেলন পুন কর বলি রাই বিরচল পাশক জোরহি জোর॥ বামঞ্চ দশ করি সুন্দরি ডারল নিজ জিত লিয়ে সোই দান। বলে ছলে বাম গণ্ড পুন দংশই হোর দেখ বিদগধ কান॥ রাই জীতি পুন মুরলি হরল বলে কানু কহ ইহ নহ রীত। মঝু মুখ-চুম্বন কিয়ে ভুজ-বন্ধন করহ যোই ইহ নীত॥ এত শুনি রাই কহত শুন নাগর যাহক যো মন মান। রাধামোহন পহু হাসি কহত তুহুঁ জানি পুন পিছে কর আন॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বরাড়ী॥ মনোহর বেশ, বনাওল সখীগণ, বৈঠল সব একু ঠাম। পাশক কেলি রচন পুন তৈখনে, পুণ করু নিজ নিজ কাম॥ সজনি কানু কহ বড় বিপরীত। যো ইথে হারব, দখিণ গণ্ড নিজ, দেয়ব দংশন নীত॥ পহিলহিঁ কানু, জীত করু ঐছন, কামিনী তহিঁ ভেল ভোর। খেলন পুন কর, বলি রাই বিরচিল, পাশক জোরহি জোর॥ “বামঞ্চ দশ” করি সুন্দরী ডারল, নিজ জিতি লিয়ে সোই দান। বলে ছলে বাম, গণ্ড পুন দংশই, হোর দেখ বিদগধ কান॥ রাই জিতি পুন, মুরলী হরল বলে, কানু কহ ইহ নহ রীত। মঝু মুখ চুম্বন কিয়ে ভুজ-বন্ধন, করহ যোই ইহ নীত॥ এত শুনি রাই, কহত শুন নাগর, যাহক যো মন মান। রাধামোহন পহু, হাসি কহত তুহুঁ, জানি পুন পিছে কর আন॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৩২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বরাড়ী॥ মনোহর বেশ বনাওল সখিগণ বৈঠল সব একু-ঠাম। পাশক কেলি রচল পুন তৈখনে পণ করই নিজ কাম॥ সজনী কানুক বড় বিপরীত। যো ইথে হারব দখিণ গণ্ড নিজ দেয়ব দংশন নীত॥ পহিলহিঁ কানু জীতি করু ঐছন কামিনী তহিঁ ভেল ভোর। খেলন পুন কর বলি রাই বিরচল পাশক জোরহি জোর॥ দু চারি দশ করি সুন্দরি ডারল নিজ জিত লিয়ে সোই দান। বলে ছলে বাম গণ্ড পুন দংশই হোর দেখ বিদগধ কান॥ রাই জীতি পুন মুরলি হরল বলে কানু কহ ইহ নহ রীত। মঝু মুখ-চুম্বন কিয়ে ভুজ-বন্ধন করহ যোই ইহ নীত॥ এত শুনি রাই কহত শুন নাগর সো কহ যো মন মান। রাধামোহন পহু হাসি কহত তুহুঁ জানি পুন পিছে কর আন॥ এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ২০৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রাগ তালো যথা॥ মনোহর বেশ রচই সব সখীগণ বৈঠই সভে এক ঠাম। পাসক কেলি রচন বচন পুন তৈখন পুন করু নিজ নিজ কাম॥ সজনি কানুক বড় বিপরীত। জেই নেহারব দখিন গণ্ড নিজ দেয়ব দংশন নিত॥ ধ্রু॥ পহিলহি কাহ্ন জিত করি ঐছন কামিনী তহি ভেলি ভোর। খেলল পুন করবলি রাই বিরচল পাসক জোড়হি জোড়॥ বামঙ্ক দশ করি সুন্দরী ডারল নিজ জিত নিএ সোই দান। বলে ছলে বামগণ্ড পুন দংশই হোর দেখ বিদগদ কান॥ রাই জিতল পুন মুরূলি হরল বল কান্হ কহ ইহ নহ রিত। মঝু মুখচুম্বন কিএ ভুজবন্ধন করহ জো ইহ নিত॥ এত সুনি নাগরী কহত সূন নাগর জাহক জো মন মান। রাধামোহন পুন হাঁসি কহ তছু জানি পুন পিছে কর আন॥ এই পদটি নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” তয় খণ্ড, ৩০৪- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বরাড়ী - একতাল॥ মনোহর বেশ, রচল সব সখিগণ, বৈঠল সবে একঠাম। পাশক কেলি, রচল পুন তৈখনে, পুন করু নিজ নিজ কাম॥ সজনী কানুক বড় বিপরীত। যো ইথে হারয়ে, দখিণ গণ্ড নিজ, দেয়ব দংশন নিত॥ পহিলহি কানু, জিতি করু ঐছন, কামিনী তহিঁ ভেল ভোর। খেলন পুন কর, বলি রাই বিরচল, পাশক জোরহি জোর॥ বামঞ্চ দশ করি, সুন্দরি ডারল, নিজ জিত লিয়ে সোই দান। বলে ছলে বাম, গণ্ড পুন দংশই, হোর দেখ বিদগধ কান॥ রাই জিতি পুন, মুরলী হরল বলে, কানু কহে ইহ নহে রীত। মঝু মুখ চুম্বন, কিয়ে ভুজ বন্ধন, করহ যোই ইহ নীত॥ এত শুনি রাই, কহত শুন নাগর যাহক যো মন মান। রাধামোহন-পহুঁ, হাসি কহত তুহুঁ, জানি পিছে কর আন॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
মনোহর বেশ রচই সব সখীগণ ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ২০৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রাগ তালো যথা॥ মনোহর বেশ রচই সব সখীগণ বৈঠই সভে এক ঠাম। পাসক কেলি রচন বচন পুন তৈখন পুন করু নিজ নিজ কাম॥ সজনি কানুক বড় বিপরীত। জেই নেহারব দখিন গণ্ড নিজ দেয়ব দংশন নিত॥ ধ্রু॥ পহিলহি কাহ্ন জিত করি ঐছন কামিনী তহি ভেলি ভোর। খেলল পুন করবলি রাই বিরচল পাসক জোড়হি জোড়॥ বামঙ্ক দশ করি সুন্দরী ডারল নিজ জিত নিএ সোই দান। বলে ছলে বামগণ্ড পুন দংশই হোর দেখ বিদগদ কান॥ রাই জিতল পুন মুরূলি হরল বল কান্হ কহ ইহ নহ রিত। মঝু মুখচুম্বন কিএ ভুজবন্ধন করহ জো ইহ নিত॥ এত সুনি নাগরী কহত সূন নাগর জাহক জো মন মান। রাধামোহন পুন হাঁসি কহ তছু জানি পুন পিছে কর আন॥ এই পদটি নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” তয় খণ্ড, ৩০৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বরাড়ী - একতাল॥ মনোহর বেশ, রচল সব সখিগণ, বৈঠল সবে একঠাম। পাশক কেলি, রচল পুন তৈখনে, পুন করু নিজ নিজ কাম॥ সজনী কানুক বড় বিপরীত। যো ইথে হারয়ে, দখিণ গণ্ড নিজ, দেয়ব দংশন নিত॥ পহিলহি কানু, জিতি করু ঐছন, কামিনী তহিঁ ভেল ভোর। খেলন পুন কর, বলি রাই বিরচল, পাশক জোরহি জোর॥ বামঞ্চ দশ করি, সুন্দরি ডারল, নিজ জিত লিয়ে সোই দান। বলে ছলে বাম, গণ্ড পুন দংশই, হোর দেখ বিদগধ কান॥ রাই জিতি পুন, মুরলী হরল বলে, কানু কহে ইহ নহে রীত। মঝু মুখ চুম্বন, কিয়ে ভুজ বন্ধন, করহ যোই ইহ নীত॥ এত শুনি রাই, কহত শুন নাগর যাহক যো মন মান। রাধামোহন-পহুঁ, হাসি কহত তুহুঁ, জানি পিছে কর আন॥ এই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪৪৭ । ॥ বরাড়ীরাগ নন্দনতালৌ ॥ মনোহর বেশ বনাওলি সখীগণ বৈঠল সব একু ঠাম । পাশক কেলি রচন পুন তৈখন পুন করু নিজ নিজ ঠাম ॥ সজনী কাহ্নু কহ বড় বিপরীত । যো ইথে হারব দখিন গণ্ড নিজ দেয়ব দংশন নীত ॥ পহিলহি কান জীতি করু ঐছন কামিনী তহিঁ করু ভোর । খেলন পুন কর বলি রাই বিরচল পাশক জোরহি জোর ॥ বামঞ্চ দশ করি সুন্দরি ডারল নিজ জিতি লিএ সোই দান । বলে ছলে বাম গণ্ড পুন দংশই হোর দেখ বিদগধ কান ॥ রাই জীতি পুন মুরলী হরল বলে কানু কহ ইহ নহ রীত । মঝু মুখ চুম্বন কিএ ভুজ বন্ধন করহ যোই ইহ নীত ॥ এত শুনি রাই কহত শুন নাগর যাহক যোমন মান । রাধামোহন পহুঁ হাসি কহত তুহুঁ জনি পুন পিছে কর আন ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৬৭২সংখ্যক পদ। ॥ বরাড়ী॥ মনোহর বেশ বনাওল সখিগণ বৈঠল সব একু-ঠাম। পাশক কেলি রচল পুন তৈখনে পণ করু নিজ নিজ কাম॥ সজনী কানুক বড় বিপরীত। যো ইথে হারব দখিণ গণ্ড নিজ দেয়ব দংশন নীত॥ পহিলহিঁ কানু জীতি করু ঐছন কামিনী তহিঁ ভেল ভোর। খেলন পুন কর বলি রাই বিরচল পাশক জোরহি জোর॥ বামঞ্চ দশ করি সুন্দরি ডারল নিজ জিত লিয়ে সোই দান। বলে ছলে বাম গণ্ড পুন দংশই হোর দেখ বিদগধ কান॥ রাই জীতি পুন মুরলি হরল বলে কানু কহ ইহ নহ রীত। মঝু মুখ-চুম্বন কিয়ে ভুজ-বন্ধন করহ যোই ইহ নীত॥ এত শুনি রাই কহত শুন নাগর যাহক যো মন মান। রাধামোহন পহু হাসি কহত তুহুঁ জানি পুন পিছে কর আন॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪৪৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বরাড়ী॥ মনোহর বেশ, বনাওল সখীগণ, বৈঠল সব একু ঠাম। পাশক কেলি রচন পুন তৈখনে, পুণ করু নিজ নিজ কাম॥ সজনি কানু কহ বড় বিপরীত। যো ইথে হারব, দখিণ গণ্ড নিজ, দেয়ব দংশন নীত॥ পহিলহিঁ কানু, জীত করু ঐছন, কামিনী তহিঁ ভেল ভোর। খেলন পুন কর, বলি রাই বিরচিল, পাশক জোরহি জোর॥ “বামঞ্চ দশ” করি সুন্দরী ডারল, নিজ জিতি লিয়ে সোই দান। বলে ছলে বাম, গণ্ড পুন দংশই, হোর দেখ বিদগধ কান॥ রাই জিতি পুন, মুরলী হরল বলে, কানু কহ ইহ নহ রীত। মঝু মুখ চুম্বন কিয়ে ভুজ-বন্ধন, করহ যোই ইহ নীত॥ এত শুনি রাই, কহত শুন নাগর, যাহক যো মন মান। রাধামোহন পহু, হাসি কহত তুহুঁ, জানি পুন পিছে কর আন॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৩২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বরাড়ী॥ মনোহর বেশ বনাওল সখিগণ বৈঠল সব একু-ঠাম। পাশক কেলি রচল পুন তৈখনে পণ করই নিজ কাম॥ সজনী কানুক বড় বিপরীত। যো ইথে হারব দখিণ গণ্ড নিজ দেয়ব দংশন নীত॥ পহিলহিঁ কানু জীতি করু ঐছন কামিনী তহিঁ ভেল ভোর। খেলন পুন কর বলি রাই বিরচল পাশক জোরহি জোর॥ দু চারি দশ করি সুন্দরি ডারল নিজ জিত লিয়ে সোই দান। বলে ছলে বাম গণ্ড পুন দংশই হোর দেখ বিদগধ কান॥ রাই জীতি পুন মুরলি হরল বলে কানু কহ ইহ নহ রীত। মঝু মুখ-চুম্বন কিয়ে ভুজ-বন্ধন করহ যোই ইহ নীত॥ এত শুনি রাই কহত শুন নাগর সো কহ যো মন মান। রাধামোহন পহু হাসি কহত তুহুঁ জানি পুন পিছে কর আন॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
যছু মুখ লাবণি কত কুলকামিনী ভণিতা রাধামোহন দাস কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪৯ । দশমী দশা যথা॥ ॥ তথা রাগ তালৌ ॥ যছু মুখ লাবণি কত কুলকামিনী হেরইতে মদন আগোর । সো অব বরজ রমণী শিরোমণি নব নব ভাব বিভোর ॥ অপরূপ গোরা অবতার । ঐ ছন প্রেমধন বিতরয়ে জগজন তারল সকল সংসার ॥ ধ্রু ॥ গদগদ কহত মোহে যদি নিকরুণ নাগর করুণাক সীম । অখিল রসামৃত সকল সুখাকর বিদগধ গুণহি গরিম ॥ এত কহি তৈখনে করল প্রিয়ক হেরি দশমী দশা পরকাশ । কান্দি ভকত সব উঠ হরি বোলত কহ রাধামোহন দাস ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ১ম শাখা, ৭ম পল্লব, শ্রীরাধার পূর্ব্বরাগ-সবিস্তার, পদসংখ্যা ১৭৯। এই পদটি ১৯৪৬ সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯০৩-পৃষ্ঠায় একইরূপে দেওয়া রয়েছে। অথ দশমী দশা। শ্রীগৌরচন্দ্র। ॥ ধানশী॥ যছু মুখ লাবণি কত কুল-কামিনি হেরইতে মদন আগোর। সো অব বরজক রমণি-শিরোমণি- নব-নব-ভাবে বিভোর॥ অপরূপ গোরা অবতার। ঐছন প্রেম-ধন বিতরয়ে জগ-জন তারল সকল সংসার॥ ধ্রু॥ গদ গদ কহত মোহে যদি নিকরুণ নাগর করুণা-সীম। অখিল রসামৃত সকল সুখাকর বিদগধ গুণহিঁ গরীম॥ এত কহি তৈখনে করল প্রিয়ক কেরি দশমী দশা পরকাশ। কান্দি ভকত সব উচ হরি বোলত কহ রাধামোহন দাস॥ এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ শ্রীমত্যা দশমীদশা সঙ্গীতসংগ্রহ॥ উক্ত দশা গৌরচন্দ্র॥ ॥ ধানশী॥ যছু মুখলাবণি কত কুলকামিনী হেরইতে মদন আগোর। সো অব বরজক রমণী শিরোমণি নব নব ভাব বিভোর॥ অপরূপ গোরা অবতার। ঐছনে প্রেমধন বিতরয়ে জগজন তারল সকল সংসার॥ গদগদ কহত মোহি জদি নিকরুণ নাগর করুণা সীম। অখিলরসামৃত সকল সুখাকর বিদগধ গুণহি গরীম॥ এত কহি তৈখনে করল প্রিয়ক হেরি দশমী দশা পরুকাশ। কান্দি ভকত সব উচ হরি বোলত কহ রাধামোহন দাস॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ যছু মুখ-লাবণী, কত কুলকামিনী, হেরই মদন আগোর। সো অব বরজক, রমণী-শিরোমণি, নব নব ভাবে বিভোর॥ অপরূপ গোরা অবতার। ঐছন প্রেমধন, বিতরয়ে জগজন, তারল সকল সংসার॥ গদ গদ কহত, মোহে যদি নিকরুণ, নাগর করুণাসীম। অখিল রসামৃত, সকল সুখাকর, বিদগধ গুণহি গরিম॥ এত কহি তৈখনে, করল প্রিয়ক কেরি, দশমী দশা পরকাশ। কান্দি ভকত সব, উচ্চ হরি বোলত, কহ রাধামোহন দাস॥ এই পদটি জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ১৯৩৪ (প্রথম সংস্করণ ১৯০২), ১৮৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ যছু মুখ লাবণি, হেরি কত কামিনী, হেরই মদন আগোর। সো অব বরজক, রমণী-শিরোমণি, নব নব ভাবে বিভোর॥ অপরূপ গোরা অবতার। ঐছন প্রেমধনে, বিতরই জগজনে, তারল সকল সংসার॥ ধ্রু॥ গদ গদ কহত, মোহে যদি নিকরুণ নাগর করুণা অসীম। অখিল রসামৃত সকল সুখাকর, বিদগধ গুণগরীম॥ এত কহি তৈখনে, করল প্রিয়ক ফেরি, দশমী দশা পরকাশ। কাঁদি ভকত সব, উচ্চ হরি বোলত, কহ রাধামোহন দাস॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৫২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ যছু মুখলাবণী, হেরি কত কামিনী হেরই মদন আমোর। সো অব বরজক, রমণীশিরোমণি, নব নব ভাবে বিভোর॥ অপরূপ গোরা অবতার। ঐছন প্রেমধনে, বিতরই জগজনে, তারল সকল সংসার॥ গদ গদ কহত, মোহে যদি নিকরুণ, নাগর করুণা অসীম। অখিল রসামৃত, সকল সুধাকর, বিদগধ গুণ গরীম॥ এত কহি তৈখনে, করল প্রিয়ক কেরি, দশমী দশা পরকাশা। কাঁদি ভকত সব, উচ্চ হরি বোলত, কহ রাধামোহন দাস॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন- মালা”, ১০৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। পূর্ব্বরাগ। দশম দশা। ॥ গুর্জ্জরী॥ যছু মুখ লাবণী কত কুল কামিনী হেরইতে মদন আগোর। সো অব বরজক রমণী শিরোমণি নব নব ভাবে বিভোর॥ অপরূপ গোরা অবতার। ঐছন প্রেমধন বিতরয়ে জগজনে তারল সকল সংসার॥ ধ্রু॥ গদ গদ কহত মোহে যদি নিকরুণ নাগর করুণা সীম। অখিল রসামৃত সকল সুখাকর বিদগধ গুণহি গরিম॥ এত কহি তৈখনে করল প্রিয়ক হেরি দশমী দশা পরকাশ। কান্দি ভকত সব উচ হরি বোলত কহ রাধা মোহন দাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
যব তুয়া নয়ন মুরলী বিষ জারল ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৬৩ । ॥ ধানশী দশকোষী তালাভ্যাং ॥ যব তুয়া নয়ন মুরলী বিষ জারল তব মনমোহন ভেল । নিচল কলেবর পড়ল ধরণীতল পরিজনে লাগল শেল ॥ আন উপদেশে তুঁহারি নাম তৈখনে দৈবহি উপনীত কেল । সোই শবদ পুন কানে সম্ভায়ল ঐছনে চেতন ভেল ॥ মাধব কি কহব সোই অনুরাগ । ঐ ছন ভাঁতি দশা হোয়ে পুন পুন না বুঝিয়ে জাগ না জাগ ॥ ধ্রু ॥ কিয়ে জানি দশমী দশা যদি নীচয়ে ইছই তুয়া অভিলাষে । আশা পরম দুখদ পুন মেটউ নহ কহ সুখদ নৈরাশে ॥ যাচিত লখিমি উপেখয়ে যোজন কভু নহে তাহারি কল্যাণ । অতয়ে তুরিতে চল রমণী রতনে মিল রাধামোহন যশ গান ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ১ম শাখা, ৭ম পল্লব, শ্রীরাধার পূর্ব্বরাগ-সবিস্তার, পদসংখ্যা ১৭৭। ॥ ধানশী॥ যব তুয়া নয়ন মুরলি-বিষ জারল তব মন মোহন ভেল। নিচল কলেবর পড়ল ধরণিতল পরিজনে লাগল শেল॥ আন উপদেশে তোহারি নামে তৈখনে দৈবহি উপনিত কেল। সোই শবদ পুন কাণে সম্ভায়ল ঐছনে চেতন ভেল॥ মাধব, কি কহব সো অনুরাগ। ঐছন ভাতি দিশই মোহে পুন পুন না বুঝিয়ে জাগ না জাগ॥ কিয়ে জানি দশমী- দশা যদি নীচয়ে ইছয়ে তুয়া অভিলাষে। আশা পরম দুখদ পুন মেটউ নহ কহ সুখদ নৈরাশে॥ যাচিত লখিমি উপেখয়ে যো জন কভু নহে তাক কল্যাণ। অতয়ে তুরিতে চল রমণী-রতনে মিল রাধামোহন যশ গান॥ টীকা - ৯ - ১১। “মাধব, কি কহব” ইত্যাদি। হে মাধব! (শ্রীরাধার) সেই অনুরাগ কি বলিব ? আমার নিকট পুনঃ পুনঃ ঐরূপ দৃষ্ট হইতেছে, (যাহাতে) (শ্রীরাধা) জাগিয়া আছে কিংবা জাগিয়া নাই, বুঝিতে পারি না। তুলনা করুন ;--- “সাভ্রেহহ্ণীব স্থলকমলিনীং ন প্রবুদ্ধাং ন সুপ্তাম্।”---মেঘদূত, উত্তর-মেঘ। ১২ - ১৫। “কিয়ে জানি” ইত্যাদি। কি জানি যদি (শ্রীরাধা) তোমার আশায় নিশ্চিতই দশমী দশা অর্থাৎ মৃত্যু ইচ্ছা করিয়া থাকে, (তাহা হইলে অতৃপ্ত আশায় তাহাকে মারিবে কেন ?) তাহার পরম দুঃখজনক আশা পূর্ণ হইক ; যদি তাহা না হয়, তাহা হইলে সুখজনক নৈরাশ্য আজ্ঞা কর অর্থাৎ যদি তাহার বাঞ্ছা নিতান্তই পূর্ণ করিবে না, তাহা হইলে তাহাকে সে কথা স্পষ্টবাবে জবাব দিয়া দেও ; নিষ্ফল আশা অপেক্ষা সেই নৈরাশ্য তাহার পক্ষে অনেক সুখজনক হইবে। তুলনা করুন ;--- “ন তথা সুখয়ত্যঙ্গ-সংলগ্না বরবর্ণিনী। যথা সুখয়তি স্বান্তমিন্দু শীতা নিরাশতা॥”---যোগবাশিষ্ঠ, ৪০| ৭৪ | ---সতীশচন্দ্র রায়, পদকল্পতরু॥ এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ দৈবাহিত ধানশী॥ যব তুয়া নয়ন মুরলী বিষ জারল তব মনমোহন ভেল। নিচল কলেবর পড়ল ধরণীতল পরিজনে লাগল শেল॥ আন উপদেশে তোহারি নাম তৈখনে দৈবেহি উপনীত কেল। সোই বরদ পুন কানে সম্ভাষণ ঐছনে চেতন ভেল॥ মাধব কি কহব সো অনুরাগ। ঐ ছন ভাঁতি দিশ মোহে পুন পুন না বুঝিএ জাগ না জাগ॥ কিয়ে জানি দশমী দশা যদি নীচয়ে ইছয়ে তুয়া অভিলাষে। আশা পরম দুখদ পুন মেটউ নহ কহ সুখদ নৈরাশে॥ যাচিত লছমি উপেখয়ে যো জন কভু নহে তাক কল্যাণ। অতএ তুরিতে চল রমণীরতনে মিল রাধামোহন যশ গান॥ এই পদটি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৮৭০ সাল পর্যন্ত সংগৃহীত এবং তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ১৬৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী রাগ - দশকুশী॥ যব তুয়া নয়ন, মুরলী-বিষ জারল, তব মনোমোহন ভেল। নিচল কলেবর, পড়ল ধরণীতল, পরিজনে লাগল শেল॥ আন উপদেশে, তুঁহারি নাম তৈখনে, দৈবাহ উপনীত কেল। সোই শবদ পুন, কানে সম্ভায়ল, ঐছনে চেতন ভেল॥ মাধব, কি কহব সোই অনুরাগ। ঐছন ভাঁতি, দিশই মোহে পুন পুন, না বুঝি এ জাগ না জাগ॥ ধ্রু॥ কি এ জানি দশমী, দশা যদি নীচয়ে, ইছয়ে তুয়া অভিলাষে। আশা পরম দুখদ, পুন মেটউ, নহ কহ সুখদ নৈরাশে॥ যাচিত লখমি, উপেখয়ে যো জন, কভু নহে তাক কল্যাণ। অত এ তুরিতে চল, রমণী রতনে মিল, রাধামোহন রস গান॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪১৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ যব তুয়া নয়ন, মুরলী বিষে জারল, তব মনোমোহন ভেল। নিচল কলেবর, পুন ধরণিতলে, পরিজনে লাগল শেল॥ আন উপদেশে, তোহারি নামে তৈখনে, দৈবহি উপনীত কেল। সোই শবদ পুন, কাণে সম্ভায়ল, ঐছনে চেতন ভেল॥ মাধব কি কহব সো অনুরাগ। ঐছন ভাঁতি, দিশই মোহে পুন পুন, না বুঝিয়ে জাগ না জাগ॥ কিয়ে জানি দশমী, দশা যদি নিচয়ে, ইছয়ে তুয়া অভিলাষে। আশা পরম, দুখ পুন মেটউ, নহ কহ সুখদ নৈরাশে॥ যাচিত লখিমী, উপেখয়ে যো জন, কভু নহে তাক কল্যাণ। অতয়ে তুরিতে চল, রমণী রতনে মিল, রাধামোহন রস গান॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন- মালা”, ১০৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীমতীর মোহদশা। ॥ ধানশী॥ যব তুয়া নয়ন মুরলী বিষে জারল তব মন মোহন ভেল। নিচল কলেবর পড়ল ধরণী তল পরিজন লাগল শেল॥ আন উপদেশ তোহারি নাম তৈখনে দৈবহি উপনীত কেল। সোই শব্দ পুনঃ কাণে সন্ধায়ল ঐছন চেতন ভেল॥ মাধব কি কহব সো অনুরাগ। ঐছন ভাঁতি দিশই মোহ পুনঃ পুনঃ না বুঝিয়ে জাগ না জাগ॥ ধ্রু॥ কিয়ে জানি দশমী দশা যদি নিচয় ইছয়ে তুয়া অভিলাষে। আশা পরম দুখদ পুন মেট নহ কহ সুখদ নৈরাশে॥ যাচিতে লছমী উপেখয়ে যো জন কভু নহে তাক কল্যাণ। অত এ তুরিতে চল রমণী রতনে মিল রাধা মোহন রস গান॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯১৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ যব তুয়া নয়ন মুরলি-বিষ জারল তব মন মোহন ভেল। নিচল কলেবর পড়ল ধরণিতল পরিজনে লাগল শেল॥ আন উপদেশে তোহারি নামে তৈখনে দৈবহি উপনিত কেল। সোই শবদ পুন কাণে সম্ভায়ল ঐছনে চেতন ভেল॥ মাধব, কি কহব সো অনুরাগ। ঐছন ভাতি দেখই মোহে পুন পুন না বুঝিয়ে জাগ না জাগ॥ কিয়ে জানি দশমী দশা যদি নীচয়ে ইছয়ে তুয়া অভিলাষে। আশা পরম দুখদ পুন মেটউ নহ কহ সুখদ নৈরাশে॥ যাচিত লখিমি উপেখয়ে যো জন কভু নহে তাক কল্যাণ। অতয়ে তুরিতে চল রমণী-রতন মিল রাধামোহন যশ গান॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
যো ধনি সপনে নাহ মুখ ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৩১৫ । ॥ সুহই রাগ নন্দন তালাভ্যাং ॥ যো ধনি সপনে নাহ মুখ হেরই যো পুনবতি ব্রজমাঝ । ধনি ধনি তাক সফল করু জীবন দেহ গেহ তছু কাজ ॥ সজনী নীদঁ বৈরিণি মঝু ভেল । যো দিন অবধি ছোড়ল ব্রজ নন্দন তাকর সঙ্গহি গেল ॥ ধ্রু ॥ শয়নক সাধ বাদ করু যো বিহি সো বিপরিত মতিমন্দ । সহজে অভাগিনি মোহে পুন বঞ্চই দরশন ও মুখ চন্দ ॥ কৈছনে ঐছহিঁ দরশন পাইয়ে সুন্দর বিদগধ শ্যাম । রাধামোহন পহুঁ কঠিন উজাগর তিল একু নহত বিরাম ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৩য় খণ্ড, ৪র্থ শাখা, ৪র্থ পল্লব, ভূত বিরহ, ১৬৪৪সংখ্যক পদ। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ৮৬৭সংখ্যক পদ। ॥ ধানশী॥ যো ধনি সপনে নাহ-মুখ হেরই সো পুনবতি ব্রজ মাঝ। ধনি ধনি তাক সফল বরু জীবন দেহ গেহ তছু কাজ॥ সজনি নিন্দ বৈরিণি মুঝে ভেল। যো দিন অবধি ছোড়ল ব্রজনন্দন তাকর সঙ্গহি গেল॥ ধ্রু॥ শয়নক সাধ বাদ করু যো বিধি সো বিপরিত মতি মন্দ। সহজে অভাগিনি মোহে পুন বঞ্চই দরশনে ও মুখচন্দ॥ কৈছনে ঐছন দরশন পাইয়ে সুন্দর বিদগধ শ্যাম। রাধামোহন পহুঁ কঠিন উজাগর তিল এক নহত বিরাম॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ যো ধনি স্বপনে, নাহ মুখ হেরয়ে, সো পুণবতী ব্রজ মাঝ। ধনি ধনি তাক, সফল করু জীবন, দেহ গেহ তছু কাজ॥ সজনি নিঁদ বৈরী মঝু ভেল। যো দিন অবধি, ছোড়ল ব্রজনন্দন, তাকর সঙ্গহি গেল॥ শয়নক সাধ, বাদ করু যো বিহি, সো বিপরীত মতি মন্দ। সহজে অভাগিনী, মোহে পুন বঞ্চই, দরশনে ও মুখ চন্দ॥ কৈছনে ঐছন, দরশন পাইয়ে, সুন্দর বিদগধ শ্যাম। রাধামোহন পহুঁ, কঠিন উজাগর, তিল এক নহত বিরাম॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৪০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ যো ধনী স্বপনে, নাহ মুখ হেরয়ে, সে পুণবতী ব্রজ মাঝ। ধনি ধনি তাক, সফল বরু জীবন, দেহ গেহ তছু কাজ॥ সজনি নিদ বৈরি মঝু ভেল। যো দিন অবধি, ছোড়ল ব্রজনন্দন, তাকর সঙ্গহি গেল॥ শয়নক সাধ, বাদ করু যো বিহি, সো বিপরীত মতি মন্দ। সহজে অভাগিনী, মোহে পুন বঞ্চই, দরশনে ও মুখ চন্দ॥ যৈছেন ঐছন, দরশন পাইয়ে, সুন্দর বিদগধ শ্যাম। রাধামোহন পহুঁ, কঠিন উজাগর, তিল এক নহত বিরাম॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ভূত বিরহ ॥ ধানশী॥ যো ধনি সপনে নাহ-মুখ হেরই সো পুনবতি ব্রজ মাঝ। ধনি ধনি তাক সফল বরু জীবন দেহ গেহ তছু কাজ॥ সজনি নিন্দ বৈরিণি মুঝে ভেল। যে দিন অবধি ছোড়ল ব্রজনন্দন তাকর সঙ্গহি গেল॥ ধ্রু॥ শয়নক সাধ বাদ করু যো বিধি সো বিপরিত মতি মন্দ। সহজে অভাগিনি মোহে পুন বঞ্চই দরশনে ও মুখচন্দ॥ কৈছনে ঐছন দরশন পাইয়ে সুন্দর বিদগধ শ্যাম। রাধামোহন পহুঁ কঠিন উজাগর তিল এক নহত বিরাম॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |