কবি রাধামোহন ঠাকুরের বৈষ্ণব পদাবলী |
রতি অবসানে বৈঠি শ্যামসুন্দর ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২৩৫ । ॥ মল্লাররাগ যতিরূপক তালাভ্যাং ॥ রতি অবসানে বৈঠি শ্যামসুন্দর পোছই নিজ করে ঘাম । জনু দ্বিজরাজ পূজয়ই বর কোকনদে পরাভব পাইয়া কাম ॥ অপরূপ নাগর প্রেম । না জানিয়ে কি করব যৈছন দারিদ পাইয়া ঘট ভরি হেম ॥ ধ্রু ॥ বিজনে মৃদু তর পবন করই পুন চন্দন গাত লাগায় । খপুর কপুর যুত পূর্ণ সুশোভিত মুখ ভরি প্রচুর যোগায় ॥ ঐছন বহুবিধ করিয়া সুসেবন পুন লই কয়ল শয়ন । কহ রাধামোহন কব হব শুভদিন যবহিঁ পাওব দরশন ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ১৫শ পল্লব, বিপরীত সম্ভোগ, ১০৮২সংখ্যক পদ হিসেবে এইরূপে দেওয়া রয়েছে। ॥ মল্লার॥ রতি-অবসানে বৈঠি শ্যামসুন্দর পোঁছয়ে নিজ করে ঘাম। জনু দ্বিজ-রাজ পূজই বর কোকনদে পরাভব পাইয়া কাম॥ অপরূপ নাগর-প্রেম। না জানিয়ে কি করব যৈছন দারিদ পাইয়া ঘট ভরি হেম॥ ধ্রু॥ বীজনে মৃদুতর পবন করই পুন চন্দন গাত লাগায়। খপুর কপুরযুত পর্ণ সুশোভিত মুখ ভরি প্রচুর যোগায়॥ ঐছন বহুবিধ করিয়া সুসেবন পুন লই কয়ল শয়ন। কহ রাধামোহন কব হব শুভ দিন যবহিঁ পায়ব দরশন॥ এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রাগিণী মন্দার গৌরতাল তদন্তে ছুটা॥ রতি অবসানে বৈঠল শ্যাম সুন্দর পোছএ নিজ করে ঘাম। জনু দ্বিজরাজ পোজএ বর কোকনদ পরাভব মা@য়ে কাম॥ অপরূপ নাগর প্রেম। না জানিএ কি করব জৈছন দরিদ্র পাইএ ঘট ভরি হেম॥ বিজনে মৃদুতর পবন করএ পুন চন্দন গাএ লাগাএ। খপ্পুর কপ্পুরজুত পর্ন্নৌ সুশোভিত মুখভরি প্রচুর জোগাই॥ ঐছন বহুবিধ করিএ সুসেবন পুনহি কৈয়ল শয়ন। কহ রাধামোহন কব হব শুভদিন জবহু পাওব দরসন॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মল্লার॥ রতি অবসানে, বৈঠি শ্যামসুন্দর, পোঁছয়ে নিজকরে ঘাম। জনু দ্বিজ-রাজ, পোঁছই বর কোকনদ, পরাভব পাইয়া কাম॥ অপরূপ নাগর-প্রেম। না জানিয়ে কি করব, যৈছন দারিদ, পাইয়া ঘট ভরি হেম॥ বীজনে মৃদুতর পবন করই পুন, চন্দন গাত লাগায়। খপুর কপূরযুত, পূর্ণ সুশোভিত, মুখ ভরি প্রচুর যোগায়॥ ঐছন বহুবিধ, করিয়া সুসেবন, পুনহি কয়ল শয়ান। কহ রাধামোহন, কব হব শুভ দিন, যবহি পায়ব দরশন॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৪৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মল্লার॥ রতি-অবসানে, বৈঠি শ্যামসুন্দর, পৌঁছয়ে নিজ করে ঘাম। জনু দ্বিজরাজ, পোঁছই বর কোকনদে, পরাভব পাইয়া কাম॥ অপরূপ নাগর-প্রেম। না জানিয়ে কি করব, যৈছন দারিদ, পাইয়া ঘট ভরি হেম॥ বীজনে মৃদুতর, পবন করই পুন, চন্দন গাত লাগায়। খপুর কপুরযুত, পূর্ণ সুশোভিত, @@ @@ প্রচুর যোগায়॥ ঐছন বহুবিধ, করিয়ে সুসেবন, পুনহি করল শয়ান। কহ রাধামোহন, কব হব শুভ দিন, যবহি পায়ব দরশন॥ @ - অপাঠ্য অক্ষর। এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সম্ভোগান্তে ॥ মল্লার॥ রতি-অবসানে বৈঠি শ্যামসুন্দর পোঁছয়ে নিজ করে ঘাম। জনু দ্বিজ-রাজ পূজই বর কোকনদে পরাভব পাইয়া কাম॥ অপরূপ নাগর-প্রেম। না জানিয়ে কি করব যৈছন দারিদ পাইয়া ঘট ভরি হেম॥ ধ্রু॥ পবন মৃদুতর বীজন করই পুন চন্দন গাত লাগায়। খপুর কপুরযুত পর্ণ সুশোভিত মুখ ভরি প্রচুর যোগায়॥ ঐছন বহুবিধ করিয়া সুসেবন পুন লই কয়ল শয়ন। কহ রাধামোহন কব হব শুভ দিন যবহিঁ পায়ব দরশন॥ এই পদটি নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” তয় খণ্ড, ৫৭০- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মল্লার - তেওট॥ রতি-অবসানে, বৈঠি শ্যামসুন্দর, পোঁছয়ে নিজ করে ঘাম। জনু দ্বিজরাজ, পূজই বর কোকনদে পরাভব পাইয়া কাম॥ অপরূপ নাগর-প্রেম। না জানিয়ে কি করব, যৈছন দারিদ, পাইয়া ঘট ভরি হেম॥ ধ্রু॥ বীজনে মৃদুতর, পবন করই পুন, চন্দন গাত লাগায়। খপুর কপূর যত, পর্ণ সুশোভিত, মুখ ভরি প্রচুর যোগায়॥ ঐছন বহুবিধ, করিয়া সুসেবন, পুন লেই কয়ল শয়ন। কহ রাধামোহন, কব হব শুভ দিন যবহিঁ পায়ব দরশন॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
রতি রঙ্গ উচিত শয়নহি নাগর ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২৩২ । ॥ কামোদ রাগ মন্ঠক তালাভ্যাং॥ রতি রঙ্গ উচিত শয়নহি নাগর যাচত বিপরিত কেলি । অনুনয় কতহু করয়ে জনি হসি হসি মুখহিঁ মুখহিঁ করি মেলি ॥ শুনি হসি শশি মুখি লাজহি কুন্ঠিত অবনত করত বয়ান । জিবইতে উপবাসি দারিদ যৈছন মাঁগয়ে ভোজন পান ॥ দেখ দেখ বৈদগধ রঙ্গ । কাম কলা গুরু রসিক শিরোমণি নাছারই ষোরস ঢঙ্গ ॥ পাদ পরশি পুন রাই মানায়ল নিজ সুখ বহুত জানাই । ভণ রাধামোহন তছু সুখে সুখি হউ অতএ সে হোত বাধাই ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ১৫শ পল্লব, বিপরীত সম্ভোগ, ১০৭৭সংখ্যক পদ হিসেবে এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ রতি-রঙ্গ-উচিত শয়নহি নাগর যাচত বিপরিত কেলি। অনুনয় কতহুঁ করয়ে জনি হসি হসি মুখহি মুখহি করি মেলি॥ শুনি হসি শশি-মুখি লাজহি কুঞ্চিত অবনত করত বয়ান । জিয়ইতে উপবাসি দারিদ যৈছন মাগয়ে ভোজন পান॥ দেখ দেখ বৈদগধি-রঙ্গ। কামকলা-গুরু রসিক-শিরোমণি না ছোড়ই সো রস ঢঙ্গ॥ পাদ পরশি পুন রাই মানায়ল নিজসুখ বহুত জানাই। ভণ রাধামোহন তছু সুখে সুখি উহ অতয়ে সে হোত বাধাই॥ এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৪৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ রতিরঙ্গ উচিত শয়নহি নাগর জাচত বিপরীত কেলি। অনুনয় কতহু করই জনু হাসি হাসি মুখহি মুখহি করি মেলি॥ সুনি হাস শশিমুখী লাজহি কুঞ্জিত অবনত করত বয়ান। জীবইতে উপবাসি দারিদ্য জৈছন মাগএ ভোজন পান॥ দেখ দেখ বৈদগধি রঙ্গ। কামকলাগুরু রসিকশিরোমণি না ছোড়ই সো রসভঙ্গ॥ পাদ পরশি পুন রাই মানায়ত নিজসুখ বহুত জানাই। ভণ রাধামোহন তদুসুখে সুখী হউ অতএ সে হোত বাধাই॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪২৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ রতি রঙ্গ-উচিত, শয়নহি নাগর, যাবত বিপরীত কেলি। অনুনয় কতহুঁ, করয়ে জনি হসি হসি, মুখহি মুখহি করি মেলি॥ শুনি হসি শশি-মুখী, লাজহি কুঞ্চিত, অবনত করত বয়ান। জিইইতে উপবাসী, দরিদ্র যৈছন, মাগয়ে ভোজন পান॥ দেখ দেখ বৈদগধি-রঙ্গ। কামকলা-গুরু, রসিক-শিরোমণি, না ছোড়ই সো রস ঢঙ্গ॥ পাদ পরশি পুন, রাই মানায়ল, নিজসুখ বহুত জানাই। ভণ রাধামোহন, তছু সুখে সুখী উহ, অতয়ে সে হোত বাধাই॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের বিপরীত সম্ভোগ প্রার্থনা ॥ কামোদ॥ রতি-রঙ্গ-উচিত শয়নহি নাগর যাচত বিপরিত কেলি। অনুনয় কতহুঁ করয়ে জনি হসি হসি মুখহি মুখহি করি মেলি॥ শুনি হসি শশি-মুখি লাজহি কুঞ্চিত অবনত করত বয়ান । জিয়ইতে উপবাসি দারিদ যৈছন মাগয়ে ভোজন পান॥ দেখ দেখ বৈদগধি-রঙ্গ। কামকলা-গুরু রসিক-শিরোমণি না ছোড়ই সো রস ঢঙ্গ॥ পাদ পরশি পুন রাই মানায়ল নিজসুখ বহুত জানাই। ভণ রাধামোহন তছু সুখে সুখি উহ অতয়ে সে হোত বাধাই॥ এই পদটি নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” তয় খণ্ড, ৫৬৪- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ - দশকুশী॥ রতিরঙ্গ-উচিত শয়নহিঁ-নাগর, যাচত বিপরিত কেলি। অনুনয় কতহু, করয়ে জনি হসি হসি, মুখহি মুখহি করি মেলি॥ শুনি হাসি শশিমুখী লাজহিঁ কুঞ্চিত, অবনত করত বয়ান। জিবইতে উপবাসী, দারিদ যৈছন, মাগয়ে ভোজন পান॥ দেখ দেখ বৈদগধি-রঙ্গ। কাম-কলা-গুরু, রসিক শিরোমণি, না ছোড়ই সো রস ঢঙ্গ॥ ধ্রু॥ পাদ পরশি পুন, রাই মানাওয়ে, নিজ সুখ বহুত জানাই। ভণ রাধামোহন, তছু সুখে সুখী উহ, অতয়ে সে হোত বাধাই॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
রতি রস শ্রমযুত নাগর নাগরি ভণিতা রাধামোহন দাস কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪৭৫ । ততঃ সখীনাং সেবনং যথা॥ ॥ ভূপালিরাগ নন্দনতালৌ ॥ রতি রস শ্রমযুত নাগর নাগরি মুখ ভরি তাম্বুল যোগায় । মলয়জ কুঙ্কুম মৃগমদ কর্পূর মিলিতহি গাত লাগায় ॥ অপরূপ প্রিয়সখি প্রেম । নিজ প্রাণ কোটি দেই নিরমঞ্ছই নহ তুল লাখবান হেম ॥ মনোরম মাল্য দুহুঁ গলে অর্পই বীজই শিত মৃদুবাত । সুগন্ধ সুশীতল করু জল অর্পণ যৈছে হোয়ত দুহুঁ সাত ॥ দুহুঁক চরণ পুন মৃদু সম্বাহন করি শ্রম কয়লহি দূর । ইঙ্গিতে শয়ন কয়ল সখীগণ সকল মনোরথ পূর ॥ কুসুম শেজ দুহুঁ নিদ্রিত হেরই সেবন পরাগণ সুখ । রাধামোহন দাস কিএ হেরব মেটব ভব ভয় দুঃখ ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৭৪১সংখ্যক পদ। অথঃ প্রিয়-নর্ম্ম-সখীনাং সেবনং যথা॥ ॥ ভূপালী॥ রতি-রস-শ্রম-যুত নাগরি নাগর মুখ ভরি তাম্বুল যোগায়। মলয়জ কুঙ্কুম মৃগমদ কর্পূর মিলি তহিঁ গাত লগায়॥ অপরুপ প্রিয়-সখি-প্রেম। নিজ প্রাণ-কোটি দেই নিরমঞ্ছই নহ তুল লাখবান হেম ॥ মনোরম মাল্য দুহুঁ-গলে অর্পয়ে বীজই শিত মৃদু বাত। সুগন্ধি শীতল করু জল অর্পণ যৈছে হোয়ত দুহুঁ-সাত॥ দুহুঁক চরণ পুন মৃদু সম্বাহন করি শ্রম কয়লহি দূর। ইঙ্গিতে শয়ন করল দুহুঁ-সখিগণ সকহুঁ মনোরথ পূর॥ কুসুম-শেজ দুহুঁ নিদ্রিত হেরই সেবন-পরা-গণ সুখ। রাধামোহন দাস কিয়ে হেরব মেটব সব মনোদুখ॥ এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ২৬৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ রাগিণী ভৈরবী তাল দশকোশি॥ রতিরসশ্রমজুত নাগর নাগরী মুখ ভরি তাম্বুল জোগায়। মলয়জ পঙ্কম মৃগমদ কর্পূর মিলি তহি গাতো লাগায়॥ অপরূপ প্রিয়সখি প্রেম। নিজপ্রাণ কোটি দেই নিরমঞ্ছই নহ তুল লাখবাণ হেম॥ মনোরম মাল্য দোহ গলে অর্পই বিজই শীত মৃদু বাত। সুগন্ধি সুশীতল করূ জল অর্পণ জৈছে হোয়ত দেহু সাত॥ দুহুক বচন পুনু মৃদু সম্ভাষই করি শ্রম কয়লহি দূর। ইঙ্গিতে দুহুঁজন করলহু শয়ন সবহু মনোরথ পূর॥ কুসুমসেজ দুহুঁ নিদ্রিত হেরই সেবনপরাগণ সুখ। রাধামোহনদাস কিয়া হেরব মিটব সবহু মনদুখ॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪৪৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ভূপালী॥ রতিরসশ্রমযুত, নাগরী নাগর, মুখ ভরি তাম্বুল যোগায়। মলয়জ কুঙ্কুম, মৃগমদ কপুর, মিল তহিঁ গাত লাগায়॥ অপরুপ প্রিয়সখাপ্রেম। নিজ প্রাণ কোটি, দেই নিরমঞ্ছই, নহ তুল লাখবাণ হেম॥ মনোরম মাল্য, দুহুঁ গলে অর্পয়ে, বীজই শীত মৃদুবাত। সুগন্ধি শীতল, করু জল অর্পণ, যৈছে হোত দুহুঁ শাত॥ দুহুক চরণ পুন, মৃদু সম্বাহন, পরিশ্রম কয়লহি দূর। ইঙ্গিতে শয়ন, করল দুহুঁ সখাগণ, সবহুঁ মনোরথ পূর॥ কুসুম শেষে দুহু, নিদ্রিত হেরই, সেবনপরায়ণ সুখ। রাধামোহন, দাস কিয়ে হেরব, মেটব সব মনোদুখ॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন- মালা”, ২৩২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। প্রিয়-নর্ম্ম-সখী সেবা। ॥ ভূপালী॥ রতি রস শ্রম যুত নাগরী নাগর মুখ ভরি তাম্বুল যোগায়। মলয়জ কুঙ্কুম মৃগমদ কর্পূর মিলতহি গতে লাগায়॥ অপরুপ প্রিয়-সখী-প্রেম। নিজ প্রাণ কোটি দেই নিরমঞ্জই নহ তুল লাখবান হেম॥ মনোরম মাল্য দুহু গলে অর্পয়ে বাজই শীত মৃদু বাত। সুগন্ধি শীতল করু জল অর্পণ যৈছে হোত দুহুঁ শাত॥ দুহুঁক চরণ পুনঃ মৃদু সম্বাহন করি শ্রম কয়লহি দূর। ইঙ্গিতে শয়ন করল দুহুঁ সখীগণ সবহুঁ মনোরথ পূর॥ কুসুম শেজে দুহুঁ নিদ্রিত হেরই সেবন পরায়ণ সুখ। রাধা মোহন দাস কিয়ে হেরব মেটব সব মনোদুঃখ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
রতি সুখ শয়ন নিবেশহি ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪৭০ । ॥ বিহাগড়ারাগ প্রতি মন্ঠকতালৌ ॥ রতি সুখ শয়ন নিবেশহি সুন্দরি প্রমুদিত মানস ভেলি । বিছুরল আন আন কেলি কৌতুক অনুগত নিধুবন কেলি ॥ অদভুত মদন বিলাস । রাই দেহ দণ্ডপরি শোভিত শ্রম জল মুকুতা বিকাশ ॥ ধ্রু ॥ নিমিলিত নয়ন বয়নবর শোভন অলখিত সহজহি হাস । অনধিন বাহু বল্লি অরু সব অঙ্গ তেঁ উহ রহত উদাস ॥ বিগলিত অঙ্গ রাগ অরু অভরণ বিগলিত কুঞ্চিত কেশ । রাধামোহন চিতে নিতি নিতি ভাবই ঐছন প্রেম আবেশ ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ৮ম পল্লব, অনুরাগে কুণ্ডে মিলন, ৭৬৩পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি ওই গ্রন্থেরই ২য় খণ্ড, ৩য় শাখা, ১৪শ পল্লব, রূপোল্লাস, ১০৪৮সংখ্যক পদ হিসেবেও দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ১২৫৩সংখ্যক পদ। রত্যন্তে মূর্চ্ছা। ॥ বিহাগড়া॥ রতি-সুখ-শয়ন-নিবেশহি সুন্দরি প্রমুদিত-মানস ভেলি। বিছুরল আন আন কেলি-কৌতুক অনুগত-নিধুবন-কেলি॥ অদভুত মদন-বিলাস। রাই দেহ-দণ্ড পরিশোভিত শ্রমজল-মুকুতা বিকাশ॥ নিমিলিত নয়ন বয়ন-বর শোভন অলখিত সহজহি হাস। অনধিন বাহু-বল্লি অরু সব অঙ্গ তে উহ রহত উদাস॥ বিগলিত অঙ্গ-রাগ অরু অভরণ বিগলিত কুঞ্চিত কেশ। রাধামোহন চিতে নিতি নিতি ভাবই ঐছন প্রেম-আবেশ॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪২৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কেদার॥ রতি-সুখ-শয়ন, নিবেশহি সুন্দরী, প্রমুদিত মানস ভেলি। বিছুরল আন, আন রস কৌতুক, অনুগত নিধুবন কেলি॥ অদভুত মদন-বিলাস। রাই দেহ-দণ্ড পরি শোভিত, শ্রমজলমুকুতা বিকাশ॥ নিমিলিত নয়ান, বয়নবর শোহন, অলখিত সহজহিঁ হাস। অনধিন বাহু-বল্লী অরু সব অঙ্গ, তেজহ রহত উদাস॥ বিগলিত অঙ্গ-রাগ অরু অভরণ, বিগলিত কুঞ্চিত কেশ। রাধামোহন চিতে, নিতি নিতি ভাবই, ঐছন প্রেম-আবেশ॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৩৮- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ বিহাগড়া॥ রতি সুখ শয়নে, নিবেশই সুন্দরী, প্রমুদিত মানস ভেলি। বিছুরল আন, আন কেলি কৌতুক, অনুগত নিধুবন কেলি॥ অদভুত মদন-বিলাস। রাইক দেহ দণ্ড, পরি শোভিত, শ্রমজল-মুকুতা বিকাশ॥ নিমিলিত নয়ন, বয়ন বর শোভন, হেরইতে সহচরী হাস। অনধীন বাহু, বাহু-বল্লরী অরু, সব অঙ্গে রহত উদাস॥ বিগলিত অঙ্গ-, রাগ অরু অভরণ, বিগলিত কুঞ্চিত কেশ। রাধামোহন চিতে, নিতি নিতি ভাবই, ঐছন প্রেম আবেশ॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৪২-পৃষ্ঠায় পুনঃ এইরূপে দেওয়া রয়েছে। ॥ কেদার॥ রতি সুখ শয়ন, নিবেশহি সুন্দরী, প্রমুদিত-মানস ভেলি। বিছুরল আন, আন রস-কৌতুক, অনুগত নিধুবন কেলি॥ অদ্ভুত মদন-বিলাস। রাইক দেহ-, দণ্ড পরিশোভিত, শ্রমজল-মুকুতা বিকাশ॥ মিলিত নয়ান, বয়নবর শোহন, অলখিত সহজহি হাস। অনধীন বাহু-, বল্লী অরু সব অঙ্গ, তেজহ-রহত উদাস॥ বিগলিত অঙ্গ-, রাগ অরু অভরণ, বিগলিত কুঞ্চিত-কেশ। রাধামোহন চিতে, নিতি নিতি ভাবই, ঐছন প্রেম-আবেশ॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সম্ভোগ ॥ বিহাগড়া॥ রতি-সুখ-শয়ন-নিবেশহি সুন্দরি প্রমুদিত-মানস ভেলি। বিছুরল আন আন কেলি-কৌতুক অনুগত-নিধুবন-কেলি॥ অদভুত মদন-বিলাস। রাইক দেহ-দণ্ড পরিশোভিত শ্রমজল-মুকুতা বিকাশ॥ নিমিলিত নয়ন বয়ন-বর শোভন অলখিত সহজহি হাস। অনধিন বাহু-বল্লি অরু সব অঙ্গ তে উহ রহত উদাস॥ বিগলিত কুঞ্চিত কেশ। ১ বিগলিত অঙ্গ-রাগ অরু অভরণ ২ রাধামোহন চিতে নিতি নিতি ভাবই ঐছন প্রেম-আবেশ॥ ১,২ - এই গ্রন্থে এই পদের চিহ্নিত ১ ও ২ পংক্তি, আগে পরে দেওয়া রয়েছে। সম্ভবত মুদ্রণ প্রমাদ। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
রাইক ঐছে দশা হেরি নায়ব ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪৪২। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “রাইক ঐছে দশা হেরি নাগর” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে। ॥ ধানশী রাগ যতি তালৌ ॥ রাইক ঐছে দশা হেরি নায়ব কাতর ভই করু কোর । বহুত যতনে পুন চেতন করাইয়া মধুর বচন কহু থোর ॥ সুন্দরী কহ ইহ কো অনুবন্ধ । নিরুপম প্রেম অমিঞা রস মাধুরি অনুভবি লাগল ধন্দ ॥ ধ্রু ॥ হামে নিজ আঁখি সমুখে নিরন্তর হেরইতে মানসি দূর । কত পরলাপ করসি তুহু দারুণ বিরহ জলধি মাহা বূর ॥ ঐছন শুনইতে রাই সুনায়রি বিহসি লাজে ভেল ভোর । রাধামোহন পহুঁ আনন্দে নিমগন তবহিঁ তাহে করু কোর ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৬৩৬সংখ্যক পদ। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “রাইক ঐছে দশা হেরি নায়ব” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে। ॥ তথা রাগ॥ রাইক ঐছে দশা হেরি নাগর কাতর ভই করু কোর। বহুত যতনে পুন চেতন করাইয়া মধুর বচন কহু থোর॥ সুন্দরী কহ ইহ কোন অনুবন্ধ। নিরুপম প্রেম-অমিয়া-রস-মাধুরি অনুভবি লাগল ধন্দ॥ ধ্রু॥ হামে নিজ নয়ান সমুখহি নিরন্তর হেরইতে মানসি দূর। কত পরলাপ করসি তহিঁ দারুণ বিরহ-জলধি মাহা বুর॥ ঐছন শুনইতে রাই সুনায়রি বিহসি লাজে ভেল ভোর। রাধামেহন-পহু আনন্দে নিমগন তবহি তাহে করু কোর॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মল্লার॥ রাইক ঐছে, দশা হেরি নাগর, কাতর ভই করু কোর। বহু যতনে পুন, চেতন করাইয়া, মধুর বচন কহু থোর॥ সুন্দরি কহ ইহ কোন অনুবন্ধ। নিরুপম প্রেম, অমিয়া-রস-মাধুরী, অনুভবি লাগল ধন্দ॥ হামে নিজ নয়ান-সমুখহি নিরন্তর, হেরইতে মানসি দূর। কত পরলাপ, করসি তহিঁ দারুণ, বিরহ জলধি মহা বূড়॥ ঐছন শুনইতে, রাই সুনাগরী, বিহসি লাজে ভেল ভোর। রাধামোহন-পহু, আনন্দে নিমগন, তবহি তাহে করু কোর॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তথা রাগ॥ রাইক ঐছে দশা হেরি নাগর কাতর ভই করু কোর। বহুত যতনে পুন চেতন করাইয়া মধুর বচন কহু থোর॥ সুন্দরী কহ ইহ কোন অনুবন্ধ। নিরুপম প্রেম-অমিয়া-রস-মাধুরি অনুভবি লাগল ধন্দ॥ ধ্রু॥ হামে নিজ নয়ান সমুখহি নিরন্তর হেরইতে মানসি দূর। কত পরলাপ করসি তহিঁ দারুণ বিরহ-জলধি মাহা বুর॥ ঐছন শুনইতে রাই সুনায়রি বিহসি লাজে ভেল ভোর। রাধামেহন-পহু আনন্দে নিমগন তবহি তাহে করু কোর॥ এই পদটি নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” তয় খণ্ড, ২৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ করুণ কামোদ - একতালা॥ রাইক ঐছে দশা, হেরি কাতর, নাগর ভৈ করু কোর। বহুত যতনে পুন, চেতন করাইয়া, মধুর বচন কহে থোর॥ সুন্দরী কহ ইহ কোন অনুবন্ধ। নিরুপম প্রেম, অমিয়া-রস-মাধুরী, অনুভবি লাগল ধন্দ॥ ধ্রু॥ হাম নিজ নয়ান, সমুখহি নিরন্তর, হেরইতে মানসি দূর। কত পরলাপ, করসি তহিঁ দারুণ, বিরহ-জলধি মাহা বূর॥ ঐছন শুনইতে, রাই সুনাগরী বিহসি লাজে ভেল ভোর। রাধামোহন-পহুঁ, আনন্দে নিমগন, তবহি তাহে করু কোর॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
রাইক ঐছে দশা হেরি নাগর ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩৩০ বঙ্গাব্দের (১৯২৩ সাল) ৪র্থ খণ্ড, ৪র্থ শাখা - ২য় ভাগ, ৩০শ পল্লব, অষ্টকালীয় নিত্য-লীলা, ২৬৩৬সংখ্যক পদ। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “রাইক ঐছে দশা হেরি নায়ব” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে। ॥ তথা রাগ॥ রাইক ঐছে দশা হেরি নাগর কাতর ভই করু কোর। বহুত যতনে পুন চেতন করাইয়া মধুর বচন কহু থোর॥ সুন্দরী কহ ইহ কোন অনুবন্ধ। নিরুপম প্রেম-অমিয়া-রস-মাধুরি অনুভবি লাগল ধন্দ॥ ধ্রু॥ হামে নিজ নয়ান সমুখহি নিরন্তর হেরইতে মানসি দূর। কত পরলাপ করসি তহিঁ দারুণ বিরহ-জলধি মাহা বুর॥ ঐছন শুনইতে রাই সুনায়রি বিহসি লাজে ভেল ভোর। রাধামেহন-পহু আনন্দে নিমগন তবহি তাহে করু কোর॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪৪২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ মল্লার॥ রাইক ঐছে, দশা হেরি নাগর, কাতর ভই করু কোর। বহু যতনে পুন, চেতন করাইয়া, মধুর বচন কহু থোর॥ সুন্দরি কহ ইহ কোন অনুবন্ধ। নিরুপম প্রেম, অমিয়া-রস-মাধুরী, অনুভবি লাগল ধন্দ॥ হামে নিজ নয়ান-সমুখহি নিরন্তর, হেরইতে মানসি দূর। কত পরলাপ, করসি তহিঁ দারুণ, বিরহ জলধি মহা বূড়॥ ঐছন শুনইতে, রাই সুনাগরী, বিহসি লাজে ভেল ভোর। রাধামোহন-পহু, আনন্দে নিমগন, তবহি তাহে করু কোর॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তথা রাগ॥ রাইক ঐছে দশা হেরি নাগর কাতর ভই করু কোর। বহুত যতনে পুন চেতন করাইয়া মধুর বচন কহু থোর॥ সুন্দরী কহ ইহ কোন অনুবন্ধ। নিরুপম প্রেম-অমিয়া-রস-মাধুরি অনুভবি লাগল ধন্দ॥ ধ্রু॥ হামে নিজ নয়ান সমুখহি নিরন্তর হেরইতে মানসি দূর। কত পরলাপ করসি তহিঁ দারুণ বিরহ-জলধি মাহা বুর॥ ঐছন শুনইতে রাই সুনায়রি বিহসি লাজে ভেল ভোর। রাধামেহন-পহু আনন্দে নিমগন তবহি তাহে করু কোর॥ এই পদটি নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” তয় খণ্ড, ২৭৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ করুণ কামোদ - একতালা॥ রাইক ঐছে দশা, হেরি কাতর, নাগর ভৈ করু কোর। বহুত যতনে পুন, চেতন করাইয়া, মধুর বচন কহে থোর॥ সুন্দরী কহ ইহ কোন অনুবন্ধ। নিরুপম প্রেম, অমিয়া-রস-মাধুরী, অনুভবি লাগল ধন্দ॥ ধ্রু॥ হাম নিজ নয়ান, সমুখহি নিরন্তর, হেরইতে মানসি দূর। কত পরলাপ, করসি তহিঁ দারুণ, বিরহ-জলধি মাহা বূর॥ ঐছন শুনইতে, রাই সুনাগরী বিহসি লাজে ভেল ভোর। রাধামোহন-পহুঁ, আনন্দে নিমগন, তবহি তাহে করু কোর॥ এই পদটি আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪৪২। প্রথম পংক্তির ভিন্নতার জন্য এই পদটিকে “রাইক ঐছে দশা হেরি নাগর” শিরোনামে স্বতন্ত্র পদ হিসেবেও দেওয়া হয়েছে। ॥ ধানশী রাগ যতি তালৌ ॥ রাইক ঐছে দশা হেরি নায়ব কাতর ভই করু কোর । বহুত যতনে পুন চেতন করাইয়া মধুর বচন কহু থোর ॥ সুন্দরী কহ ইহ কো অনুবন্ধ । নিরুপম প্রেম অমিঞা রস মাধুরি অনুভবি লাগল ধন্দ ॥ ধ্রু ॥ হামে নিজ আঁখি সমুখে নিরন্তর হেরইতে মানসি দূর । কত পরলাপ করসি তুহু দারুণ বিরহ জলধি মাহা বূর ॥ ঐছন শুনইতে রাই সুনায়রি বিহসি লাজে ভেল ভোর । রাধামোহন পহুঁ আনন্দে নিমগন তবহিঁ তাহে করু কোর ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
রাইক কুঞ্জগমন শুনি মাধব ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-৪৪২ । ॥ মঙ্গল রাগ দশকোষী তালৌ॥ রাইক কুঞ্জ গমন শুনি মাধব অচপল প্রেম অনুমানি। মিলইতে গমন কর নব নাগর আনন্দে আপন না জানি॥ চলইতে খলই চলই নাহি পারই কত কত ভাব বিথারি। পদে পদে হেম কদলী দেখি আকুল গদ গদ পুছে সোই নারী॥ ঐছন বহুত যতনে পহু মীলল দুহুঁ হেরি দুহুঁ ভেল ভোরঃ। . . . এই পদের শেষ অংশ যে পাতায় ছিল সেই পাতাটি আমাদের সংগ্রহ করা গ্রন্থে নেই। সম্পূর্ণ পদটি অন্য গ্রন্থ থেকে নীচে দেওয়া হয়েছে। এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ১ম শাখা, ২য় পল্লব, শ্রীরাধার পূর্ব্বরাগ, পদসংখ্যা ৫০। ॥ কামোদ॥ রাইক কুঞ্জ- গমন শুনি মাধব অচপল প্রেম অনুমানি। মিলইতে গমন করল বর নাগর আনন্দে আপনা না জানি॥ চলইতে খলই চলই না পারই কত কত ভাব বিথারি। পদে পদে হেম- কদলি হেরি আকুল গদগদ পুছে সোই নারী॥ ঐছন বহুত যতনে পহু মীলল দুহুঁ হেরি দুহুঁ ভেল ভোর। দুহুঁ মন মান সফল ভেল জীবন দুহুঁক গলয়ে প্রেম-লোর॥ ধৈরজ ধরি হরি অঞ্চল পরশিতে ধনিক মুগধি পরকাশ। রাধামোহন-পহুঁ- চিতে খন সংশয় পিছে বূঝল পরিহাস॥ টীকা - ৭ - ৮। “পদে পদে” ইত্যাদি। শ্রীকৃষ্ণ সঙ্কেত-কুঞ্জে গমন-সময়ে উত্কণ্ঠার আতিশয্যে স্থানে স্থানে স্বর্ণ-কদলীর তরু দেখিয়া, অন্ধকারে শ্রীরাধা বলিয়া মনে ভ্রম হওয়ায়, অস্থির হইয়া গদ-গদ স্বরে সেই কদলী- তরুরূপ কল্পিত নারীকে সংবাদ জিজ্ঞাসা করিতেছেন। ১৩ - ১৬। “ধৈরজ ধরি” ইত্যাদি। শ্রীকৃষ্ণ ভাবের উচ্ছ্বাস সংযমিত করিয়া শ্রীরাধার অঞ্চল স্পর্শ করা মাত্র (সখীগণের শিক্ষা অনুসারে) তাঁহার মৌগ্ধ্য অর্থাৎ সলজ্জতা প্রকাশ পাইল ; (তাহাতে) পদ-কর্ত্তা রাধামোহনের প্রভু শ্রীকৃষ্ণের চিত্তে ক্ষণকালের জন্য (শ্রীরাধার অনুরাগ সম্বন্ধে) সন্দেহ উপস্থিত হইল ; (কিন্তু) একটু পরেই বুঝিলেন যে, উহা পরিহাস অর্থাৎ রঙ্গ বটে।---সতীশচন্দ্র রায়, পদকল্পতরু॥ এই পদটি দ্বিজ মাধব দ্বারা সংকলিত, উনিশ শতকের প্রথমার্ধে অনুলিখিত, বিশ্বভারতীর গ্রন্থশালায় সংরক্ষিত, ১৯৮২ সালে বিশ্বভারতী বাংলা বিভাগ থেকে ভূদেব চৌধুরী, সুখময় মুখোপাধ্যায়, পঞ্চানন মণ্ডল ও সুমঙ্গল রাণা দ্বারা সম্পাদিত ও প্রকাশিত, “শ্রীপদমেরুগ্রন্থ”, ১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। রাইক কুঞ্জ গমন শুনি মাধব অচপল প্রেম অনুমানি। মিলইতে গমন করল বরনাগর আনন্দে আপনা না জানি॥ চলইতে খলই চলই নাহি পারই কতো কতো ভাব বিথারি। পদে পদে হেম কদলি হেরি আকুল গদগদ পুছই নারী॥ যৈছন বহুত জতনে পহু মিলল দোহ হেরি দোহ ভেল ভোর। দোহ মনমানস সফল ভেল জীবন দোহুক গলয়ে প্রেমলোর॥ ধৈরজ ধরি হরি অঞ্চল পরশিতে ধনিক মুগধি পরকাশ। রাধামোহন পহু চিতে ক্ষণ সংশয় পিছে বূঝল পরিহাস॥ এই পদটি ১৮৪৯ সালে প্রকাশিত গৌরমোহন দাস সংকলিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদকল্পলতিকা”, ৫১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ রাইক কুঞ্জ গমন শুনি মাধব অচপল প্রেম অনুমানি। মিলইতে গমন করল বর নাগর আনন্দে আপনা নাজানি॥ চলইতে নখই চলই না পারই কত কত ভাব বিথারি। পদে পদে হেম কদলি হেরি আকুল গদগদ পুছে সেই নারী॥ ঐছে বহু যতনে পহুঁ মিলল দুহু হেরি দুহু ভেল ভোর। দুহুঁ মন মানস সফল ভেল জীবন দুহুক গলয়ে প্রেম নোর॥ ধৈরজ ধরি হরি অঞ্চল পরশিতে ধনিক মুগধী পরকাশ। রাধামোহন বুঝিতে সংশয় পিছে বূঝল পরিহাস॥ এই পদটি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৮৭০ সাল পর্যন্ত সংগৃহীত এবং তাঁর পুত্র রাজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দ্বারা ১৯২২ সালে প্রকাশিত “শ্রীশ্রীপদামৃতসিন্ধু”, ২৩১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ রাইক কুঞ্জ গমন শুনি, মাধব অচপল প্রেম অনুমানি। মিলইতে গমন করল বর নাগর, আনন্দে আপনা না জানি॥ চলইতে লখই, চলই না পারই, কত কত ভাব বিথারি। পদে পদে হেম কদলি, হেরি আকুল গদ গদ, পুছে সেই নারী॥ ঐছে বহু যতনে পহুঁ মিলল দুহুঁ, হেরি দুহুঁ ভেল ভোর। দুহুঁ মন মানস সফল ভেল জীবন, দুহুঁক গলয়ে প্রেম লোর॥ ধৈরজ ধরি হরি, অঞ্চল পরশিতে, ধনিক মুগধি পরকাশ। রাধামোহন বুঝিতে সংশয়, পিছে বুঝল পরিহাস॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদা॥ রাইক কুঞ্জ, গমন শুনি মাধব, অচপল প্রেম অনুমানি। মিলইতে গমন, করল বর নাগরী, আপনি আপনা না জানি॥ চলইতে খলই, চলই নাহি পারই, কত কত ভাব বিথারি। পদে পদে হেমকদলি হেরি আকুল, গদগদ পুছে সেই নারী॥ ঐছন বহুত, যতনে পহু মিলল, দুহুঁ হেরি দুহুঁ ভেল-ভোর। দুহুঁ মন মান, সফল ভেল জীবন, দুহুঁক গলয়ে প্রেমলোর॥ ধৈরজ ধরি হরি, অঞ্চল পরশিতে, ধনিক মুগধি পরকাশ। রাধামোহন পহুঁ, চিতে ক্ষণ সংশয়, পিছে বূঝল পরিহাস॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৫৩- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ রাইক কুঞ্জ, গমন শুনি মাধব, অচপল প্রেম অনুমানি। মিলইতে গমন, করল বর নাগর, আনন্দে আপনা না জানি॥ চলইতে নখই, চলই না পারই, কত কত ভাব বিথারি। পদে পদে হেম, কদলি হেরি আকুল, গদ গদ পুছে সেই নারী॥ ঐছে বহু যতনে, পহুঁ মিলন দুহুঁ, হেরি দুহুঁ ভেল ভোর। দুহুঁ মন মানস, সফল ভেল জীবন, দুহুঁক গলয়ে প্রেম-লোর॥ ধৈরয ধরি হরি, অঞ্চল পরশিতে, ধনিক মুগধি পরকাশ। রাধামোহন, বুঝিতে সংশয়, পিছে বুঝল পরিহাস॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন- মালা”, ১১২-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ রাইক কুঞ্জ গমন শুনিয়া মাধব অচপল প্রেম অনুমানি। মিলইতে গমন করল বর নাগর আনন্দে আপনা না জানি॥ চলইতে খলই চলই না পরই কত কত ভাব বিথারি। পদে পদে হেম কদলী হেরি আকুল গদ গদ পুছে সোই নারী॥ ঐছন বহুত যতনে পহুঁ মিলল দুহুঁ হেরি দুহুঁ ভেল ভোর। দুহুঁ মন মানস সফল ভেল জীবন দুহুঁক গলয়ে প্রেম লোর॥ ধৈরজ ধরি হরি অঞ্চল পরশিতে ধনিক মুগধি প্রকাশ। রাধামোহন পহুঁ চিতে ক্ষণে সংশয় পিছে বুঝল পরিহাস॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯১৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের অভিসার ॥ কামোদ॥ রাইক কুঞ্জ- গমন শুনি মাধব অচপল প্রেম অনুমানি। মিলইতে গমন করল বর নাগর আনন্দে আপনা না মানি॥ চলইতে খলই চলই না পারই কত কত ভাব বিথারি। পদে পদে হেম কদলি হেরি আকুল গদ গদ পুছে কাঁহা নারী॥ ঐছন বহুত যতনে পহু মীলল দুহুঁ হেরি দুহুঁ ভেল ভোর। দুহুঁ মন মান সফল ভেল জীবন দুহুঁক গলয়ে প্রেম লোর॥ ধৈরজ ধরি হরি অঞ্চল পরশিতে ধনিক মুগধি পরকাশ। রাধামোহন পহুঁ চিতে যেন সংশয় পিছে বুঝল পরিহাস॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |