কবি রাধামোহন ঠাকুরের বৈষ্ণব পদাবলী |
কোপ হৃদয়ে মঝু অঙ্গ না হেরসি ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-১৭৭ । ॥ ললিত রাগ প্রতিমন্ঠক তালৌ ॥ কোপ হৃদয়ে মঝু অঙ্গ না হেরসি ভাল ভাঁতি আঁখি পসারি । খলজন বচনহিঁ কছু নাহি শুনসি সাঁচহি বচন হামারি ॥ মানিনি যব কোপ করবি অন্তরায় । গুণ অব গুণ ভাল মন্দ বিচারণ তবহিঁ বুঝন ভাল যায় ॥ ধ্রু ॥ ঐছন ভাঁতি নিজ নয়ন কোণে পুন হেরসি হামারি নয়ান । হামারি হৃদয় হৃদয়ে অবধারিয়ে নখ পদ অছু অনুমান ॥ ইথে যদি দোষ লেশ তুহুঁ পায়বি তবহুঁ করবি অপমান । রাধামোহন পহুঁ কহ নহ আনমত যথি দুহুঁ একই পরাণ । এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২২ বঙ্গাব্দের (১৯১৫ সাল) ১ম খণ্ড, ২য় শাখা, ১১শ পল্লব, ধীরা মধ্যা খণ্ডিতা, পদসংখ্যা ৪১০। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ৫৫২সংখ্যক পদ। ॥ ললিত॥ কোপহৃদয়ে মঝু- অঙ্গ না হেরসি ভাল ভাঁতি আঁখি পসারি। খল-জন-বচনহিঁ কছু নাহি শূনসি সাঁচহুঁ বচন হামারি॥ মানিনি যব কোপ করি অন্তরায়। গুণ অবগূণ ভাল মন্দ বিচারণ তবহি বুঝন ভাল যায় ॥ ধ্রু॥ ঐছন ভাঁতি নিজ নয়ন-কোণে পুন হেরসি হামারি নয়ান। হামারি হৃদয় হৃদয়ে অবধারিয় নখ-পদ অছু অনুমান॥ ইথে যদি দোষ- লেশ তুহুঁ পায়বি তবহুঁ করবি অপমান। রাধামোহন-পহুঁ কহ নহ আন-মত যথি দুহুঁ একই পরাণ। এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪২১-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ললিত॥ কোপ হৃদয়ে মঝু, অঙ্গ না হেরসি, ভাঁতি আঁখি পসারি। খল জন বচনহি, কছু নাহি শুনসি, সাঁচহুঁ বচন হামারি॥ মানিনি যব কোপ করবি অন্তরায়। গুণ অবগুণ, ভাল মন্দ বিচারল, তবহি বুঝলু ভাল যায়॥ ঐছন ভাঁতি পুন, নয়ন-কোণে নিজ, হেরসি হামারি বয়ান। হামারি হৃদয়ে, হৃদয় অব ধারিয়ে, নখ-পদ অছু অনুমান॥ ইথে যদি দোষ, লেশ তুহুঁ পায়বি, তবহি করবি অপমান। রাধামোহন পহুঁ, কহ নহ আন মত, যদি দুহুঁ একই পরাণ। এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৩৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ললিত॥ কোপ হৃদয়ে মঝু, অঙ্গ না হেরসি, ভাঁতি আঁখি পসারি। খল-জন-বচনহি, কছু নাহি শুনসি, সাঁচহুঁ বচন হামারি॥ মানিনি, যব কোপ করবি অন্তরায়। গুণ অবগুণ, ভাল মন্দ বিচারল, তবহি বুঝলু ভাল যায়॥ ঐছন ভাতি পুন, নয়ন-কোণে নিজ, হেরসি হামারি বয়ান। হামারি হৃদয়ে, হৃদয়ে অব ধারিয়, নখ-পদ অছু অনুমান॥ ইথে যদি দোষ, লেশ তুহুঁ পায়বি, তবহুঁ করহি অপমান। রাধামোহন পহুঁ, কহ নহ আন মত, যথি দুহুঁ একই পরাণ। এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯১৭-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। অধীরা মধ্যা খণ্ডিতা ॥ ললিত॥ কোপহৃদয়ে মঝু- অঙ্গ না হেরসি ভাল ভাঁতি আঁখি পসারি। খল-জন-বচনহিঁ কছু নাহি শূনসি সাঁচহুঁ বচন হামারি॥ মানিনি যব কোপ করি অন্তরায়। গুণ অবগূণ ভাল মন্দ বিচারণ তবহি বুঝন ভাল যায় ॥ ধ্রু॥ ঐছন ভাঁতি নিজ নয়ন কোণে পুন হেরসি হামারি নয়ান। হামারি হৃদয় হৃদয়ে অবধারিয় নখ-পদ অছু অনুমান॥ ইথে যদি দোষ লেশ তুহুঁ পায়বি তবহুঁ করবি অপমান। রাধামোহন-পহুঁ কহ নহ আন-মত যথি দুহুঁ একই পরাণ। এই পদটি ১৯৫৩ সালে প্রকাশিত, নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মাধুরী নাম্নী ব্যাখ্যা সম্বলিত মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” ২য় খণ্ড, ৩১৬-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। শ্রীকৃষ্ণের উক্তি। ॥ ললিত - মণ্ঠকতাল॥ কোপ হৃদয়ে মঝু অঙ্গ না হেরসি ভাল ভাঁতি আঁখি পসারি। খলজন বচনহিঁ কছু নাহি শুনসি সাঁচহি বচন হামারি॥ মানিনি যব কোপ করবি অন্তরায়। গুণ অবগুণ ভাল মন্দ বিচারণ তবহিঁ বুঝন ভাল যায় ॥ ঐছন ভাঁতি নিজ নয়ন কোণে পুন হেরসি হামারি নয়ান। হামারি হৃদয় হৃদয়ে অব ধারিয়ে নখ-পদ অছু অনুমান॥ ইথে যদি দোষ লেশ তুহুঁ পায়বি তবহুঁ করবি অপমান। রাধা মোহন পহুঁ কহ নহ আনমত যথি দুহু একই পরাণ। . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
মুদির মরকত মঞ্জু সুন্দর ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২৭৬ । ॥ সাম তোড়ী রাগোত্সাহ তালৌ ॥ মুদির মরকত মঞ্জু সুন্দর সতত সুখময় শ্যাম । কদম্ব কিশলয় কর্ণ করম্বিত চলন নটবর ঠাম ॥ জয় যদু নন্দন চন্দ । মালতি মুকুলহিঁ চূড় শোভিত যুবতি মনো শশ ফন্দ ॥ ধ্রু ॥ ঈষত মুকুলিত যূথি কুসুমক তেরছ কৃত বর মাল । গৌরি গুণ গণ গান গুম্ফিত গিরতহিঁ গীত রসাল ॥ সঙ্গে সমরস সুঘড় সবয়স সতত করু গুণ গান । এ রাধামোহন চীতে অনুমানল মদন মোহন ভান ॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
গরবহি সুন্দরী চললহি আনত ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২৬০ । ॥ সারঙ্গ রাগ নিঃসারক তালৌ ॥ গরবহি সুন্দরী চললহি আনত নাগর পন্থ আগোর । কহ তহি বাত দান দেহ মঝু আন ছলে কাঁচলি তোর ॥ অপরূপ প্রেম তরঙ্গ । দানকেলি রাস কলিত মহোৎসব বর কিলকিঞ্চিত রঙ্গ ॥ ধ্রু ॥ অল পাটল ভেল অথির দৃগঞ্চল তহি জল কণ পরকাশ । ধুনাইত ভুরু ধনু পুলকে পুরল তনু অলখিত আনন্দ হাস ॥ ঐছন হেরি চরিত পুন তৈখনে বাহুড়ল পদ দুই চারি । রাধামাধব দুহুঁকর পদ তলে রাধামোহন বলিহারি ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ২৫শ পল্লব, দান-লীলা, ১৩৪০সংখ্যক পদ, এইরূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ১৮৫০সংখ্যাক পদ। ॥ ধানশী॥ গরবহি সুন্দরী চললহ আনত নাগর পন্থ আগোর। কহতহিঁ বাত দান দেহ মঝু হাত আন ছলে কাঁচলি তোড়॥ অপরূপ প্রেম-তরঙ্গ। দান-কেলি-রস- কলিত মহোৎসব বর কিলকিঞ্চিত-রঙ্গ॥ ধ্রু॥ অলপ পাটল ভেল অথির দৃগঞ্চল তহিঁ জল-কণ পরকাশ। ধুনাইত ভুরু-ধনু পুলকে পুরল তনু অলখিত আনন্দ-হাস॥ ঐছন হেরি চরিত পুন তৈখনে বাহুড়ল পদ দুই চারি। রাধা মাধব দুহুঁকর পদতলে রাধামোহন বলিহারি॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪৩০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ গরবহি সুন্দরী, চললহি আনত, নাগর পন্থ আগোর। কহতহিঁ বাত, দান দেহ মঝু হাত, আন ছলে কাঁচুলী তোর॥ অপরূপ প্রেম-তরঙ্গ। দানকেলি রস-কলিত মহোৎসব, বর কিলকিঞ্চিত রঙ্গ॥ অলপ পাটল ভেল, অথির দৃগঞ্চল, তহিঁ জল-কণ পরকাশ। ধুনাইত ভ্রু-ধনু পুলকে পূরল তনু, অলখিত আনন্দ-হাস॥ ঐছন হেরি, চরিত পুন তৈখন, বাহুড়ল পদ দুই চারি। রাধামাধব, দুহুঁকর পদতলে, রাধামোহন বলিহারি॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৩২- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী॥ গরবহি সুন্দরী, চললহি আনত, নাগর পন্থ আস্বার। কহতহি বাত, দল দেহ মঝু হাত,, আন ছয়ে কামুকী বতার॥ অপরূপ প্রেম-তরঙ্গ। দান-কেলি-রস-, কলিত মহোৎসব বর কিলকিঙ্গিত রঙ্গ॥ অলপ পাটল ভেল, অথির দৃগঞ্চল তহি জল-কণ পরকাশ। ধূনাইত ভ্রু-ধনু, পুলকে পুরল তনু, অলখিত আনন্দ-হাস॥ ঐছন হেরি, চকিত পুন তৈখন, বাহুড়ল পদ দুই চারি। রাধা মাধব, দুহুঁ কর পদতলে, রাধামোহন বলিহারি॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। দানলীলা ॥ ধানশী॥ গরবহি সুন্দরী চললহ আনত নাগর পন্থ আগোর। কহতহিঁ বাত দান দেহ মঝু হাত আন ছলে কাঁচলি তোড়॥ অপরূপ প্রেমতরঙ্গ। দান-কেলি-রস কলিত মহোৎসব বর কিলকিঞ্চিত-রঙ্গ॥ ধ্রু॥ অলপ পাটল ভেল অথির দৃগঞ্চল তহিঁ জলকণ পরকাশ। ধুনাইত ভুরু-ধনু পুলকে পুরল তনু অলখিত আনন্দ-হাস॥ ঐছন হেরি চরিত পুন তৈখনে বাহুড়ল পদ দুই চারি। রাধামাধব দুহুঁকর পদতলে রাধামোহন বলিহারি॥ এই পদটি নবদ্বীপ চন্দ্র ব্রজবাসী ও খগেন্দ্রনাথ মিত্রের মহাজন পদাবলী “শ্রীপদামৃতমাধুরী” তয় খণ্ড, ৩৩৬- পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ ধানশী - মধ্যম দশকুশী॥ গরবহি সুন্দরী চলল আনপথ নাগর পন্থ আগোর। কহতহি বাত, দান দেহ মঝু হাত, আন ছলে কাঁচলি তোড়॥ অপরূপ প্রেম তরঙ্গ। দান-কেলি-রস, কলিত মহোৎসব, বর কিলকিঞ্চিত রঙ্গ॥ ধ্রু॥ অলপ পাটল ভেল অথির দৃগঞ্চল তহি জলকণ পরকাশ। ধুনাইত ভ্রুধনু পুলকে পূরল তনু অলখিত আনন্দ হাস॥ ঐছন হেরি চরিত পুন তৈখনে বাহুড়ল পদ দুই চারি। রাধামাধব দুহুঁকর পদতলে রাধামোহন বলিহারি॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
গিরিবর কুঞ্জে চললি দুহু নিরজনে ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭২৫ সালে রাধামোহন ঠাকুর ( রাধামোহন দাস ) সংকলিত ও বিরচিত এবং ১৮৭৮ সালে, রামনারায়ণ বিদ্যারত্ন দ্বারা সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “পদামৃত সমুদ্র”, পৃষ্ঠা-২১৫ । ॥ কেদার রাগ সমতালৌ ॥ গিরিবর কুঞ্জে চললি দুহু নিরজনে উজ্বল সমরক লাগি । নিজ অভিযোগ বচন কৌশলে মনোহি মনোভব জাগি ॥ সজনি আজু পরম রস ভেল । অভিনব রাগ মনোরথে দুহুঁক ঘটন পুন ভেল ॥ ধ্রু ॥ অণ্ডজগণ পুন ভেল রণ বাদক কোকিল স্বর রণশৃঙ্গ । ভেরি তূরি কুল বাজাওত সখিগণ বিরপন গাওত ভৃঙ্গ ॥ ভাঙ কামান কটাখ তিখন শর অদভূত পুলক কচুক । অশ্রু শেল ভেল ঘাম পরশু কুল স্বরভেদ মদন বন্ধুক ॥ ঐছন সাজ মদন রণ পণ্ডিত জূঝব যুগল কিশোর । ভণ রাধামোহন দরশন কিএ উহু লীলা হোয়ব মোর ॥ এই পদটি আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ১ম পল্লব, স্বয়ং দৌত্য, ৬২৫পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ১০৯৬সংখ্যক পদ। ॥ কেদার॥ গিরিবর-কুঞ্জে চললি দুহুঁ নিরজনে উজ্জ্বল-সমরক লাগি। নিজ অভিযোগ-বচন কৌশলে মনোহিঁ মনোভব জাগি॥ সজনি আজু পরম রস ভেল। অভিনব রাগ তুরঙ্গ-মনোরথে দুহুঁক ঘটন পুন ভেল॥ ধ্রু॥ অণ্ডজগণ পুন ভেল রণ-বাদক কোকিলগণ সর-শৃঙ্গ। ভেরি-তূরি-কুল বাজাওত শিখিগণ বির-পন গাওত ভৃঙ্গ॥ ভাঙু কামান কটাখ তিখিন শর অদভূত পুলক কচুক। অশ্রু শেল ভেল ঘাম পরশুকুল স্বর-ভেদ মদন-বন্ধুক॥ ঐছন সাজ মদন-রণ-পণ্ডিত যূঝব যুগল কিশোর। ভণ রাধামোহন দরশন কিয়ে উহ লীলা হোয়ব মোর॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪২৩-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কেদার॥ গিরিবর কুঞ্জে, চললি দুহুঁ নিরজনে, উজ্জ্বল-সমরক লাগি। নিজ অভিযোগ, বচন কৌশল, মনহি মনোভব জাগি॥ সজনি আজু পরম রস ভেল। অতি অনুরাগ, তুরগ মনোরথে, দুহুঁক ঘটন অব ভেল॥ অঙ্গজগণ পুন, ভেল রণ-বাদক, কোকিলগণ স্বর-শৃঙ্গ। ভেরী তূরী কুল, বাজাওত সখীগণ, বীর-পণ গাওত ভৃঙ্গ॥ ভাঙ কামান, কটাক্ষ তীখণ শর, অদভুত পুলক কঞ্চক। অশ্রু শ্রেণী ভেল, ঘাম পর মুকুল, স্বর-ভেদ মদন-বন্ধুক॥ ঐছন সাজ, মদন রণ-পণ্ডিত, যুঝব যুগল কিশোর। ভণ রাধামোহন, দরশন কিয়ে উহ, লীলা হোয়ব মোর॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৩৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কেদার॥ গিরিবর কুঞ্জে, চললি দুহুঁ নিরজনে, উজ্জ্বল-সমরক লাগি। নিজ অভিযোগ, বচনক কৌশল, মনহি মনোভব জাগি॥ সজনি, আজু পরম রস ভেল। অতি অনুরাগ, তুরগ মনোরথে, দুহুঁক ঘটন অব ভেল॥ অঙ্গজ-গণ পুন, ভেল রণ-বাদক, কোকিলগণ স্বর শৃঙ্গ। @@-@@-@@ বাজাওত সখীগণ, বীরগণ গাওত ভৃঙ্গ॥ ভাঙ-কামান, কটাক্ষ তীখণ শর, অদভুত পুলক কঞ্জুক। অশ্রু শ্রেণী ভেল, ঘাম পর মুকুল, স্বর-ভেদ মদন-বন্ধুক॥ ঐছন সাজ, মদন-রণ-পণ্ডিত, যুঝব যুগল কিশোর। ভণ রাধামোহন, দরশন কিয়ে উহ, লীলা হোয়ব মোর॥ @ - অপাঠ্য অক্ষর। এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯১৯-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। সম্ভোগ ॥ কেদার॥ গিরিবর-কুঞ্জে চললি দুহুঁ নিরজনে উজ্জ্বল-সমরক লাগি। নিজ অভিযোগ-বচন কৌশলে মনোহিঁ মনোভব জাগি॥ সজনি আজু পরম রস ভেল। অভিনব রাগ তুরঙ্গ মনোরথে দুহুঁক ঘটন পুন ভেল॥ ধ্রু॥ অণ্ডজগণ পুন ভেল রণ-বাদক কোকিলগণ সর-শৃঙ্গ। ভেরি-তূরি-কুল বাজাওত শিখিগণ বির-পন গাওত ভৃঙ্গ॥ ভাঙু কামান কটাখ তিখিন শর অদভূত পুলক কঁচুক। অশ্রু শেল ভেল ঘাম পরশুকুল স্বর-ভেদ মদন-বন্দুক॥ ঐছন সাজ মদন-রণ-পণ্ডিত যূঝব যুগল কিশোর। ভণ রাধামোহন লীলা দরশন কিয়ে উহ হোয়ব মোর॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
গোরাচাঁদ রাধার ভাবেতে ভোরা ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর জগবন্ধু ভদ্র সংকলিত ও মৃণালকান্তি ঘোষ সম্পাদিত, পদাবলী সংকলন “শ্রীগৌরপদ-তরঙ্গিণী”, ১৯৩৪ (প্রথম সংস্করণ ১৯০২), ১৯৪-পৃষ্ঠা। ॥ কামোদ॥ গোরাচাঁদ রাধার ভাবেতে ভোরা। অভিসারভাবে, যায় ত্বরা করি, যেন পাগলিনীপারা॥ ধ্রু॥ এ দিক্ ও দিক্, চৌদিক্ নেহারে, থমকি থমকি চলে। কাঁহা শ্যাম বঁধু, কাঁহা কুঞ্জবন, রহিয়া রহিয়া বোলে॥ সব ভক্তগণ, ধাওল পশ্চাতে, উচরি শ্যামের নাম। সে নাম শুনিয়া, মুচকি হাসিয়া, যায় গোরা প্রেম ধাম॥ বসন অঞ্চল, ঘোঙুটের মত, করিয়া দেওল মাথে। সে ভাব দেখিয়া, এ রাধা মোহন, চলু গোরা সাথে সাথে॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন- মালা”, ১৮৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। অভিসার। তস্য শ্রীগৌরচন্দ্র। ॥ কামোদ॥ গোরাচাঁদ রাধার ভাবেতে ভোরা। অভিসার ভাবে যায় ত্বরা করি যেন পাগলিনী পারা॥ ধ্রু॥ এ দিক ও দিক চৌদিক নেহারে থমকি থমকি চলে। কাঁহা শ্যাম বন্ধু কাঁহা কুঞ্জবন রহিয়া রহিয়া বোলে॥ সব ভক্তগণ ধাওল পশ্চাতে উচ্চরি শ্যামের নাম। সে নাম শুনিয়া মুচকি হাসিয়া যায় গোরা প্রেম ধাম॥ বসন অঞ্চল ঘোঙটের মত করিয়া দেওল মাথে। সে সব দেখিয়া এ রাধা মোহন চলু গোরা সাথে সাথে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |
গৌরি আরাধন ছল করি সুন্দরি ভণিতা রাধামোহন কবি রাধামোহন ঠাকুর আনুমানিক ১৭৫০ সালে, বৈষ্ণবদাস (গোকুলানন্দ সেন) সংকলিত এবং সতীশচন্দ্র রায় সম্পাদিত শ্রীশ্রীপদকল্পতরু গ্রন্থের ১৩২৫ বঙ্গাব্দের (১৯১৮ সাল) ২য় খণ্ড, ৩য় শাখা, ৮ম পল্লব, অনুরাগে কুণ্ডে মিলন, ৭৪৫পদসংখ্যক পদ-রূপে দেওয়া রয়েছে। এই পদটি নিমানন্দ দাস সংকলিত পদরসসার পুথির ১২৩৪সংখ্যক পদ। ॥ তথা রাগ ॥ গৌরি আরাধন ছল করি সুন্দরি মীললি নাগর সঙ্গে। আগুসরি নাহ রাই-কর ধরি তহিঁ আনল কৌতুক-রঙ্গে॥ কুণ্ডক তীরে কুঞ্জ অতি শীতল বহুতহি মলয়-সমীর। কোকিল কুহরত কপোত ফুকারত চৌদিশে শিখিকুল ফীর॥ রাধা-মাধব কেলি-বিলাস। দোহেঁ দোহাঁ বদন নেহারি ঘন চুম্বয়ে কতহুঁ হাস পরিহাস॥ ধ্রু॥ চন্দন কুসুম-হার সব সখিগণ দেয়ত কানুক অঙ্গে। ঐছন সময়ে কবহুঁ রাধামোহন হেরব সহচরি সঙ্গে॥ এই পদটি ১৯০০ সালে প্রকাশিত, হরিমোহন মুখোপাধ্যায় সম্পাদিত পদাবলী সংকলন “সঙ্গীত-সার-গ্রন্থ”, ১ম খণ্ড, ৪২৫-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদা॥ গৌরি আরাধন, ছল করি সুন্দরী, মিলল নাগর সঙ্গে। আগুসরি নাহ, রাই কর ধরি তহিঁ, আনল কৌতুক রঙ্গে॥ কুণ্ডক তীরে, কুঞ্জ অতি শীতল, বহুতহি মলয় সমীর। কোকিল কুহরত, মধুকর গায়ত, চৌদিকে শিখিকুল ফির॥ রাধামাধব কেলি-বিলাস। দুহেঁ দুহাঁ বদন, নেহারি ঘন চুম্বয়ে, কতহুঁ হাস পরিহাস॥ চন্দন কুঙ্কুম, ধরি সব সখীগণ, দেয়ত কানুক অঙ্গে। ঐছন সময়ে, কবহুঁ রাধামোহন, হেরব সহচরী সঙ্গে॥ এই পদটি দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ১৯০৫ সালে প্রকাশিত, পদাবলী সংকলন “বৈষ্ণব-পদলহরী”, ৪৩৮-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ তথা রাগ ॥ গৌরী আরাধন, ছল করি সুন্দর, মিলল নাগর সঙ্গে। আগুসরি নাহ, রাই কর ধরি তঁহি, আনল কৌতুক রঙ্গে॥ কুণ্ডক তীরে, কুঞ্জ অতি শীতল, বহতহি মলয় সমীর। কোকিল কুহরত, মধুকর গায়ত, চৌদিগো শিখিকুল ফির॥ রাধামাধব কেলি-বিলাস। দুহেঁ দুহাঁ বদন, নেহারি ঘন চুম্বয়ে, কতহুঁ করত পরিহাস॥ চন্দন কুসুম, ধরি সব সখীগণ, দেয়ত কানুক অঙ্গে। ঐছন সময়ে, কবহুঁ রাধামোহন, হেরব সহচরী সঙ্গে॥ এই পদটি ১৯১৬ সালে প্রকাশিত, হরিলাল চট্টোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “শ্রীশ্রীপদরত্ন- মালা”, ২৭৪-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। ॥ কামোদ॥ গৌরি আরাধন ছল করি সুন্দরী মিলল নাগর সঙ্গে। আগুসারি নাহ রাই কর ধরিতহি আনল কৌতুক রঙ্গে॥ কুণ্ডক তীরে কুঞ্জ অতি শীতল বহুতহি মলয় সমীর। কোকিল কুহরত মধুকর গায়ত চৌদিকে শিখিকুল কির॥ রাধা মাধব কেলি বিলাস। দুঁহে দুঁহা বদন নেহারি ঘন চুম্বয়ে কতহুঁ করত পরিহাস॥ ধ্রু॥ চন্দন কুসুম ধরি সব সখীগণ দেয়ত কানুক অঙ্গে। ঐছন সময়ে কবহুঁ রাধা মোহন হেরব সহচরী সঙ্গে॥ এই পদটি ১৯৪৬সালে প্রকাশিত, হরেকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পাদিত বৈষ্ণব পদাবলী সংকলন “বৈষ্ণব পদাবলী”, ৯২০-পৃষ্ঠায় এইরূপে দেওয়া রয়েছে। অনুরাগে কুণ্ডে মিলন ॥ তথারাগ ॥ গৌরি আরাধন ছল করি সুন্দরি মীললি নাগর সঙ্গে। আগুসরি নাহ রাই-কর ধরি তহিঁ আনল কৌতুক-রঙ্গে॥ কুণ্ডক তীরে কুঞ্জ অতি শীতল বহুতহি মলয়-সমীর। কোকিল কুহরত কপোত ফুকারত চৌদিশে শিখিকুল ফীর॥ রাধা-মাধব কেলি-বিলাস। দোহেঁ দোহাঁ বদন নেহারি ঘন চুম্বয়ে কতহুঁ হাস পরিহাস॥ ধ্রু॥ চন্দন কুসুম-হার সব সখিগণ দেয়ত কানুক অঙ্গে। ঐছন সময়ে কবহুঁ রাধামোহন হেরব সহচরি সঙ্গে॥ . ************************* . সূচীতে . . . মিলনসাগর |