কবি বিভূতিভূষণ মুখোপাধ্যায় - জন্মগ্রহণ করেন বিহারের দারভাঙ্গায়। পিতা বিপিনবিহারী এবং
মাতা গিরিবালা দেবী। দাভাঙ্গাতেই তাঁদের তিন পুরুষের বাস থাকলে
তাঁদের আদি নিবাস ছিল হুগলী
জেলার চাতরায়।

কবি, দারভাঙ্গার পীতাম্বরী বিদ্যালয় থেকে স্কুল পাশ করে পাটনা থেকে বি.এ. পাশ করেন। কর্মজীবনে তিনি
কিছুকাল ইণ্ডিয়ান নেশন পত্রিকার কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। দারভাঙ্গা মহারাজের সচিবের কাজ

তিনি করেছেন। এ ছাড়া তিনি সাংবাদিকতা ও শিক্ষকতার কাজও করেছেন।

তিনি মূলতঃ ঔপন্যাসিক ও গল্পকার হিসেবেই খ্যাতি লাভ করেন। হাসির গল্প, কৌতুক ও স্নিগ্ধ প্রেমের
কাহিনিকার হিসেবেও তিনি সুনাম অর্জন করেন।

অধ্যাপক শিশিরকুমার দাশ তাঁর "বাংলা সাহিত্য সঙ্গী" গ্রন্থে জানিয়েছেন যে বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের
প্রথম রচনা ‘অবিচার’ নামক গল্প প্রথম প্রকাশিত হয় “প্রবাসী” পত্রিকায় ১৯১৭ সালে। তাঁর রাণুর প্রথম ভাগ
(১৯৩৭), রাণুর দ্বিতীয় ভাগ (১৯৩৮), রাণুর তৃতীয় ভাগ (১৯৪০)-এ সংকলিত কাহিনীগুলি তাঁকে বাংলা
সাহিত্যে প্রতিষ্ঠা দেয়।

তাঁর অন্যান্য রচনার মধ্যে রয়েছে
"বরযাত্রী" (১৯৪২), "নীলাঙ্গুরীয়" (১৯৪২), "কুশী প্রাঙ্গণের চিঠি" (১৯৫৩),
"স্বর্গাদপি গরীয়সী" (১৯৪০), "কাঞ্চনমুল্য" (১৯৫৬), "অক্রূর সংবাদ" (১৯৪৬), "অতঃ কিম" (১৯৫২), "লঘুরূপক"
(১৯৪৮),
"বাসর" (১৯৪৮), "ক্ষণ অন্তপুরিতা" (১৯৪৬), "নবসন্ন্যাস" (১৯৪৮), "উত্তরায়ণ" (১৯৫২) প্রভৃতি।

কবি ১৯৫৮ সালে আনন্দ পুরস্কারে ভূষিত হন। রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন ১৯৭৮ সালে। এ ছাড়া তাঁকে
কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পুরস্কার, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ডি.লিট. উপাধী এবং বিশ্বভারতী
থেকে দেশিকোত্তম-এ ভূষিত করা হয়।

কবি দারভাঙ্গাতেই পরলোক গমন করেন ৯৩ বছর বয়সে। তিনি অকৃতদার ছিলেন।

তিনি কবিতা লিখতেন একথা আমাদের জানা ছিল না। কিন্তু অক্ষয়কুমার নন্দী ও সুরবালা দত্ত সম্পাদিত
“মাতৃ-মন্দির” পত্রিকার ফাল্গুন ১৩৩১ (ফেব্রুয়ারী ১৯২৫) সংখ্যায় প্রকাশিত তাঁর
"সন্ধ্যাতারা" নামের একটি
কবিতা পাওয়া গিয়েছে। সেই কবিতাটিই আমরা মিলনসাগরে তুলে
, তাঁকে আমাদের কবিদের সভায় স্থান
দিতে পেরে ধন্য হলাম।

কেউ যদি কবির সম্বন্ধে আরও তথ্য, তাঁর লেখা আরো কবিতা আমাদের কাছে পাঠান তাহলে আমরা
কৃতজ্ঞতা স্বরূপ
প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।

আমরা মিলনসাগরে  কবি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলে এই প্রচেষ্টাকে সার্থক মনে করবো।


কবি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


উত্স
  • শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
  • সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত সংসদ বাঙালি চরিতাবিধান, ১ম খণ্ড, ১৯৭৬।
  • উইকিপেডিয়া    



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতার প্রথম প্রকাশ - ১.৮.২০১৮
...