হিংসা কবি কুমুদরঞ্জন মল্লিক শ্রীজ্যোত্স্নানাথ মল্লিক, শ্রীকৌশাম্বীনাথ মল্লিক ও শ্রীসুধেন্দু মল্লিক সম্পাদিত “কুমুদ কাব্যমঞ্জুষা” কাব্যসংকলন থেকে নেওয়া | ১৯০৬-০৭ সালে প্রকাশিত “শতদল” কাব্যগ্রন্থের কবিতা।
বুড়া বক শুনি পাপিয়ার মধু-গান, বলে এরি লাগি এর এতই সম্মান | ওর চেয়ে ভাল গান কত দিনে রেতে গাওয়া গেছে ও বয়সে পথে যেতে যেতে |
সঙ্কীর্ণতা কবি কুমুদরঞ্জন মল্লিক শ্রীজ্যোত্স্নানাথ মল্লিক, শ্রীকৌশাম্বীনাথ মল্লিক ও শ্রীসুধেন্দু মল্লিক সম্পাদিত “কুমুদ কাব্যমঞ্জুষা” কাব্যসংকলন থেকে নেওয়া | ১৯০৬-০৭ সালে প্রকাশিত “শতদল” কাব্যগ্রন্থের কবিতা।
বলিছে কুয়ার বেঙ বাহিরেতে গিয়া দেখিবার কিবা আছে বল দেখি ভায়া | যাহা নাই এ কুয়াতে নাহি এ ধরায় আমাদেরি এক জন বলে গেছে হায় |
বাচাল কবি কুমুদরঞ্জন মল্লিক শ্রীজ্যোত্স্নানাথ মল্লিক, শ্রীকৌশাম্বীনাথ মল্লিক ও শ্রীসুধেন্দু মল্লিক সম্পাদিত “কুমুদ কাব্যমঞ্জুষা” কাব্যসংকলন থেকে নেওয়া | ১৯০৬-০৭ সালে প্রকাশিত “শতদল” কাব্যগ্রন্থের কবিতা।
আরশোলা বলে টিয়া তুমিও যেমন জাতিভেদ মানা আর চলে না এখন | আমরা বিহগ কুল এক হলে হায় সাম্য, মৈত্রী, একতায় বাঁধিব ধরায় |
মূর্খ কবি কুমুদরঞ্জন মল্লিক শ্রীজ্যোত্স্নানাথ মল্লিক, শ্রীকৌশাম্বীনাথ মল্লিক ও শ্রীসুধেন্দু মল্লিক সম্পাদিত “কুমুদ কাব্যমঞ্জুষা” কাব্যসংকলন থেকে নেওয়া | ১৯০৬-০৭ সালে প্রকাশিত “শতদল” কাব্যগ্রন্থের কবিতা।
গাধা বলে আমি দাদা দেখিয়া অবাক বুঝিল না জীব মোর সুগম্ভীর ডাক | গূঢ় দার্শনিক তত্ত্ব, গভীরতা তার, শুনিল না পোড়া দেশ বুঝা কোন ছার |
ঘোর বিশ্বাসী কবি কুমুদরঞ্জন মল্লিক শ্রীজ্যোত্স্নানাথ মল্লিক, শ্রীকৌশাম্বীনাথ মল্লিক ও শ্রীসুধেন্দু মল্লিক সম্পাদিত “কুমুদ কাব্যমঞ্জুষা” কাব্যসংকলন থেকে নেওয়া | ১৯০৬-০৭ সালে প্রকাশিত “শতদল” কাব্যগ্রন্থের কবিতা।
পণ্ডিত বলেন শুন হে বৈষ্ণব ভায়া ডাকিলে কি হরি আসে যায় তারে পাওয়া ? বিশ্বাসী বৈষ্ণব বলে পণ্ডিত গোঁসাই ডাকিলে আসে না হরি একি বল ছাই | কোকিলের ডাকে দেখ আসে ঊষারাণী, চাতক ডাকের বলে জল আনে টানি | ঝিঁ ঝিঁর ডাকেতে যদি আসে বিভাবরী, আমার ডাকেতে কেন আসিবে না হরি |
মহাপ্রাণ কবি কুমুদরঞ্জন মল্লিক শ্রীজ্যোত্স্নানাথ মল্লিক, শ্রীকৌশাম্বীনাথ মল্লিক ও শ্রীসুধেন্দু মল্লিক সম্পাদিত “কুমুদ কাব্যমঞ্জুষা” কাব্যসংকলন থেকে নেওয়া | ১৯০৬-০৭ সালে প্রকাশিত “শতদল” কাব্যগ্রন্থের কবিতা।
ইক্ষু বলে কল তুমি সুহৃদ আমার তোমার পীড়নে বহে মোর সুধাধার | স্বর্ণ বলে অগ্নি কেন লাজ পাও তুমি বিশুদ্ধ তোমারি স্পর্শে হইয়াছি আমি | ধর্ম কহে দুখ তুমি পরম মঙ্গল তোমারি দহনে আমি হয়েছি উজ্বল |
সত্সঙ্গ কবি কুমুদরঞ্জন মল্লিক শ্রীজ্যোত্স্নানাথ মল্লিক, শ্রীকৌশাম্বীনাথ মল্লিক ও শ্রীসুধেন্দু মল্লিক সম্পাদিত “কুমুদ কাব্যমঞ্জুষা” কাব্যসংকলন থেকে নেওয়া | ১৯০৬-০৭ সালে প্রকাশিত “শতদল” কাব্যগ্রন্থের কবিতা।
কৌটা বলে হে কস্তুরি ভাবি দিয়া যামি কত পুণ্যে তব সঙ্গ লভেছিনু আমি | চলে গেছ, সুরভিতে তবু বক্ষ মোর ভূর ভূর করিতেছে, ওগো চিত্তচোর |
কুসঙ্গ কবি কুমুদরঞ্জন মল্লিক শ্রীজ্যোত্স্নানাথ মল্লিক, শ্রীকৌশাম্বীনাথ মল্লিক ও শ্রীসুধেন্দু মল্লিক সম্পাদিত “কুমুদ কাব্যমঞ্জুষা” কাব্যসংকলন থেকে নেওয়া | ১৯০৬-০৭ সালে প্রকাশিত “শতদল” কাব্যগ্রন্থের কবিতা।
পতঙ্গ বলিছে অগ্নি মুহূর্ত্তেক তরে, তোর কাছে গিয়া মোর পক্ষ গেল পুড়ে | ক্ষণিক আমোদ তরে হারালাম যাহা জীবনের বিনিময়ে যায় না তা পাওয়া |
বাক্য ও কার্য্য কবি কুমুদরঞ্জন মল্লিক শ্রীজ্যোত্স্নানাথ মল্লিক, শ্রীকৌশাম্বীনাথ মল্লিক ও শ্রীসুধেন্দু মল্লিক সম্পাদিত “কুমুদ কাব্যমঞ্জুষা” কাব্যসংকলন থেকে নেওয়া | ১৯০৬-০৭ সালে প্রকাশিত “শতদল” কাব্যগ্রন্থের কবিতা।
বাক্য বলে আমি বড় কার্য্য বলে হাসি আমি জল, তুমি মোর শুভ্র ফেন রাশি |
জাতীয়তা কবি কুমুদরঞ্জন মল্লিক শ্রীজ্যোত্স্নানাথ মল্লিক, শ্রীকৌশাম্বীনাথ মল্লিক ও শ্রীসুধেন্দু মল্লিক সম্পাদিত “কুমুদ কাব্যমঞ্জুষা” কাব্যসংকলন থেকে নেওয়া | ১৯০৬-০৭ সালে প্রকাশিত “শতদল” কাব্যগ্রন্থের কবিতা।
জলহস্তী বলে হাসি প্রবালে ডাকিয়া, এত প্রাণ ডারি দাও কিসের লাগিয়া ? প্রবাল বলিছে ক্ষুদ্র প্রাণ দিয়ে বলি, সুন্দর প্রবাল দ্বীপ মোরা গড়ে তুলি |