কবি দীপক কুমার সরকার - জন্মগ্রহণ করেন খড়্গপুর শহরে। পিতা নলিনী রঞ্জন সরকার ও মাতা
গীতা রানী সরকার। কবির বর্তমান নিবাস হাওড়া জিলার সাঁতরাগাছিতে। স্ত্রী স্বপ্না, কন্যা অঙ্কোলিকা ও পুত্র
আবেশ তাঁর পরিবার।

কবির প্রাথমিক শিক্ষা থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত খড়্গপুরেই সম্পন্ন হয় এবং তিনি স্নাতক হন কলকাতা
 
বিশ্ববিদ্যালয় থেকে।

তাঁর কর্মজীবন শুরু হয় দশম ক্লাস থেকেই। তিনি একনাগারে ১৯৯৫ পর্যন্ত, ১১ বছর প্রাইভেট কোচিং
দিয়েছেন। সাথে ছোট-ছোট ব্যবসাও করেছেন। ১৯৯৫ তে সরকারী চাকরীতে যোগ দেন দিল্লীতে গিয়ে।
তারপর কিছুদিন দিল্লী থেকেই “সাহিত্য-সমাজ” পত্রিকার সাথে যোগাযোগ রেখেছিলেন।

সপ্তম ক্লাস থেকেই রাজনীতির সাথে তাঁর যোগাযোগ। সক্রীয় ভাবে রাজনীতি করেছেন ১৯৯৫ পর্যন্ত। মাঝে
আবৃত্তি-গানের অনুষ্টান আয়োজনের সঙ্গে যুক্ত থেকেছেন। বিজ্ঞান ও কুসংস্কার আন্দোলনের বিভিন্ন কাজেও
যুক্ত থেকেছেন।

কবি লেখালেখি শুরু করেন ১৪ বৎসর বয়স থেকেই। প্রথমে দেয়াল পত্রিকা প্রকাশ করতেন এবং তাতে
 
লেখালেখি করতেন। লিটল ম্যাগাজিনে প্রথম লেখা প্রকাশ ‘নতুন দিগন্ত’ পত্রিকায় ১৯৮৫ সালে। এছাড়াও
‘একালের স্বপ্ন’ ও ‘সাহিত্য-সমাজ’ পত্রিকায় লেখালেখি করেছেন। নতুনদিগন্ত ও সাহিত্য-সমাজ পত্রিকার
সাথে যুক্ত থেকেছেন বেশ কয়েক বছর।

কবির প্রথম কবিতার বই ‘এসো চাঁদ এসো’ (১৯৯০)। সাহিত্য-সমাজে শেষ কবিতা প্রকাশ কবিতা ‘ঘুমঘোর’
১৯৯৭ সালের প্রথম বর্ষ প্রথম সংখ্যায়। তারপর দীর্ঘ বিরতি। কর্মসূত্রে দিল্লীতে হিন্দী ভাষা নিয়ে চর্চা
 
করেছেন। ২০১৪ সাল থেকে পুনরায় কবিতার জগতে ফিরে আসা। হিন্দী কবিতার প্রথম প্রকাশ কেন্দ্রীয়
 
সরকারের ‘কর্মচারী চয়ন আয়োগ’ দ্বারা প্রকাশিত ‘ঝরোখা’ পত্রিকায় ২০১৪ এর চতুর্থ সংখ্যায় এবং পরে
২০১৫-এ সপ্তম সংখ্যায়। বর্তমানে বাংলা ও হিন্দী উভয় ভাষাতেই কবিতা লেখার সাথে বিভিন্ন কবির ও
 
স্বরচিত কবিতার আবৃত্তি চর্চাও করছেন।

যে ঘটনা, দৃশ্য ও কল্পনা কবিকে আকৃষ্ট করে তা সে প্রকৃতি ও বাস্তব অভিজ্ঞতার যে বিষয়ই হোক না কেন
তা নিয়েই তাঁর কবিতা লেখা। বাস্তব অভিজ্ঞতা ও সৃষ্টিশীল মনোভাবই তাঁর কবিতার উৎস।

বন্ধুদের নিয়ে আড্ডা এবং কবিতা পড়তে তিনি ভালোবাসেন। তাঁর প্রিয় কবিদের মধ্যে রয়েছেন
 
জীবনানন্দ, রবীন্দ্রনাথ, নজরুল, জসীমউদ্দীন, জয়গোস্বামী, রুদ্র মুহম্মদ শহিদুল্লা। তবে যে কবিতাই নজরে
এসে যায় তা তিনি পড়ে ফেলেন।

মিলনসাগরে  কবি দীপক কুমার সরকারের কবিতা তুলে আমরা আনন্দিত।


কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - ফ্ল্যাট নাম্বার-২০৩, রেইনবো অ্যাপার্টমেন্ট, প্রেস কোয়ার্টার বাজার, নয়াবাজ, সাঁতরাগাছি, হাওড়া,
পশ্চিমবঙ্গ - পিন-৭১১১১২।   

ইমেল :
dipakkumarsarkar1968@gmail.com      
ফেসবুক - https://www.facebook.com/dipakkumar.sarkar.50159       



উত্স - কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।   


কবি দীপক কুমার সরকারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ২৮.১.২০১৮।
...