রবীন্দ্রজীবনীকার কবি প্রভাতকুমার মুখোপাধ্যায়ের কবিতা
প্রভাতকুমার মুখোপাধ্যায় ২ ২৫.৭.১৮৯২ ~ ৮. ১১. ১৯৮৫
আমরা দু'জন কবি পাই প্রভাতকুমার মুখোপাধ্যায় নামের। ইনি বয়ঃকনিষ্ঠ, তাই এঁকে আমরা প্রভাতকুমার মুখোপাধ্যায় ২ বলছি। ইনি ছিলেন সম্ভবতঃ প্রখ্যাত রবীন্দ্র জীবনীকার। ইনি রবীন্দ্রজীবনীকার ব্যতীত অন্য কোনও ব্যক্তিও হতে পারেন। এ বিষয়ে আমাদের বক্তব্য নীচে রয়েছে। অপর বয়োজ্যেষ্ঠ প্রভাতকুমার মুখোপাধ্যায় ছিলেন প্রখ্যাত গল্পকার ও ঔপন্যাসিক। তাঁকে আমরা প্রভাতকুমার মুখোপাধ্যায় ১ বলছি। প্রভাতকুমার মুখোপাধ্যায় ১ এর কবিতার পাতায় যেতে এখানে ক্লিক করুন . . . << কবির ছবি সৌজন্যে শিল্পী-কবি অলকেন্দুশেখর পত্রীর ব্লগ . . .