আমরা কৃতজ্ঞ দিল্লীর জাকিরহুসেন কলেজের অধ্যাপক ডঃ শর্মিষ্ঠা সেনের কাছে, যিনি আমাদের কবির এই সংক্ষিপ্ত জীবনীটি লিখে পাঠিয়েছেন। তিনি রমেশচন্দ্র সেনের কন্যা শ্রীমতী ইলা সেনের জ্যেষ্ঠ পুত্র শ্রী তমাল সেনের স্ত্রী। তিনি মিলনসাগরের অন্যতম উপদেষ্টা ও মার্গদর্শক। মিলনসাগরে কবি শর্মিষ্ঠা সেনের কবিতার পাতায় যেতে এখানে ক্লিক করুন . . .