মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা
কথা - কবি ঋতুপর্ণ ঘোষ
সুর - দেবজ্যোতি মিশ্র, কণ্ঠ - শ্রীকান্ত আচার্য, “তিতলি” ছায়াছবির গান (২০০২)।
গানটি ইউটিউবে
Bangla Rock এর পাতায় শুনতে . . . https://www.youtube.com/watch?v=fkC95vLacVA

মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।

মন খারাপের খবর আসে বনপাহাড়ের দেশে,
চৌকোণ সব বাক্সে যেথায় যেমন থাক সে
মন খারাপের খবর পরে দারুণ ভালোবেসে।

মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে মেঘ পিওনের পারি
পাগদন্ডী পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি,
বাগান শেষে সদর দোয়ার বারান্দাতে আরাম চেয়ার
গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি,
সেথায় এসে মেঘ পিওনের সমস্ত ব্যাগ খালি।

মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।

দেয়াল জুরে ছোট্ট রোদের ছায়া বিশাল কায়
নিস্পলকে ব্যকুল চোখে তাকিয়ে আছে ঠায়
কীসের অপেক্ষায়।

মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।

আষাঢ় মেঘে বৃষ্টি এল আকাশ জুড়ে গাড়ও,
রোদের সাথে ছায়ার আড়ি মুখ দেখেনা কারও।

মেঘ করেছে পড়ার ঘরে বিছানাটা জুড়ে,
উথাল পাথাল মেঘ করেছে নিজুম হৃদয়পুরে।

রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত
রোদের বুকের ভিতর ক্ষত।
সেই বুকের থেকে টুপ টুপ টুপ নীল কুয়াশা ঝরে,
আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে
সারা আকাশ জুড়ে।

মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।

মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায়,
যদি মেঘ পিওনের ডাকে সেই ছায়ার হদিশ থাকে
রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্খায়।
কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায়।
ছোট্ট বাগানটায়।

মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।

বুঝি হটাত করে মেঘ পিওনের ক্ষণেক অসাবধানে,
তার চিঠির গোছা উরে গেছে কখন দূরের বনে।

গড়িয়ে গেছে ঝর্না জলে ছড়িয়ে গেছে গাছের ডালে,
মন খারাপের পাতা গুলো গাছের পাতার মতো,
নীল পাহাড়ে পরছে ঝরে ঝরছে অবিরত।

মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা।

মন খারাপের মেঘে গেল সারাটা বন ঢেকে,
মেঘের ডাকে গুমরে ওঠা কষ্ট থেকে থেকে।
ছায়া যেন ছায়ার মতো মেলায় পাহাড় বনে,
ছায়াটি তার ফেলে গেছে কখন মনের কনে।

এপাশ ওপাশ রাত্রি ফুরায় মন খারাপের ভোরে
পশলা মেঘে বৃষ্টি পরে বৃষ্টি পরে ঝরে।
আয়ে বৃষ্টি টাপুর টুপুর আয়ে বৃষ্টি ঝেঁপে,
মন খারাপের বৃষ্টি তোকে দুঃখ দেবো মেপে।

মেঘ পিওনের কোথায় বাড়ি কোথায় সে কোন দূরে,
আষাঢ় হলেই কোথা থেকে আসে আকাশ জুরে।
মন খারাপের দিস্তেগুলি কখন বিলি করে,
রাত জাগা কোন ভোরে মেঘের দ্বিপ্রহরে।
বাগদন্দি পথের ধারে বাগান ঘেরা ঘরে,
এখন রোদ উঠেছে মেঘ পিওনের যাবার সময় প্রায়,
যেসব চিঠি হয়নি বিলি পরেছে ঝরনায়।

গড়িয়ে গেছে নদীর জলে ছড়িয়ে আছে গাছের ডালে,
টুপ টুপ টুপ পরবে ঝরে পাহাড়তলির পথে।
ধীরে ধীরে শুকিয়ে যাবে শুকনো পাতার সাথে।

মন খারাপের সজলটুকু শুকিয়ে গিয়ে শেষে ,
মিলিয়ে যাবে তিরতিরে এক মন কেমনের রেশে।

মেঘ পিওনের ব্যাগের এবার মন কেমনের দিস্তা,
সেই মন কেমনের মনের টানে চলছে বয়ে তিস্তা।
চলছে বয়ে তিস্তা।

.                ******************               


.                                                                         
বাংলা কবিতার সূচীতে . . .   
.                                                             हिन्दी गीत के सूची पर . . .  


মিলনসাগর
কবি ঋতুপর্ণ ঘোষের কবিতা ও গান
*
কত সুখ দুখ কত চেনা মুখ
কবি ঋতুপর্ণ ঘোষ
কবিতাটি প্রকাশিত হয় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে কবির হাতের লেখায়, “এই সময়” পত্রিকার
৯ই জুন ২০১৩ সংখ্যায়।

কত সুখ দুখ কত চেনা মুখ
লুকোয় ভীষণ আড়ালে ---
কখন কোথায় কে যে সাড়া দেয়
ঠিক যাদুকাঠি বাড়ালে
মরণের কাছে জিতে যাওয়া
নাকি জীবনের কাছে হার!
পারাপার
অপার্থিবের যত হাতছানি
অবিরত ইশারায়
এপারে ওপারে কানাকানি করে
যদি মন দিশা পায়
জীবনের নানা মুহুর্তে গাঁথা / বাঁধা
মরণের মণিহার
পারাপার।

.                ******************               


.                                                                         
বাংলা কবিতার সূচীতে . . .   
.                                                             हिन्दी गीत के सूची पर . . .   


মিলনসাগর
*
রূপসী বাংলা সোনার বাংলা
কবি ঋতুপর্ণ ঘোষ
“বাংলা এখন” চ্যানেলের অভিজিত দাশগুপ্তর অনুরোধে কবি, “বাংলা এখন” চ্যানেলের “অকপটে”
অনুষ্ঠানের থীম-সংটি লিখে দিয়েছিলেন। গানটি, ইউটিউবে
Bangla Ekhon এর পাতায়, "অকপটে ঋতুপর্ণ
ঘোষ" নামক সাক্ষাত্কার অনুষ্ঠানের এই ভিডিওটির শুরুতে শুনতে পাবেন।   
. . .
https://www.youtube.com/watch?v=BES6TBCqnhY


রুপসী বাংলা সোনার বাংলা
বাংলা মানে কি বেঙ্গল
বালুচড়ি শাড়ী মিষ্টির হাঁড়ি
ইলিশ চিংড়ি ফুটবল
বাংলা মানে কি মিটিং স্লোগান
মিছিলে হাজার গলা
বাংলা মানে কি নন্দনে ভীড়
অ্যাকাডেমি বইমেলা
বাংলা মানে কি শুধুই অতীত
কিম্বা চলছে চলবে
আপনার সাথে “বাংলা এখন”
প্রতিদিন কথা বলবে

.                ******************               


.                                                                         
বাংলা কবিতার সূচীতে . . .   
.                                                             हिन्दी गीत के सूची पर . . .  


মিলনসাগর
*
এদেশ ও প্রবাস হয়ে যায় আনমনে
আমি যদি ভিড় হয়ে যাই
কথা - কবি ঋতুপর্ণ ঘোষ
সুর - নীল দত্ত, কণ্ঠ - ইশিতা চক্রবর্তী, “মাছ মিষ্টি এন্ড মোর” ছায়াছবির গান (২০১২)। আমরা কৃতজ্ঞ
গানের লিরিকস ব্লগ এর কাছে যেখান থেকে গানের কথা পেয়েছি। গানটি ইউটিউবে Saragama Bengali
এর পাতায় শুনতে...
https://www.youtube.com/watch?v=ipYNwjetm_g  

এদেশ ও প্রবাস হয়ে যায়, আনমনে।
ঘর কেন ঠিকানা হারায়, কে বা জানে।
ওঠা নামা সিঁড়িগুলো সব,
নিজে নিজে এলোমেলো দিক পাল্টায়, অকারণে।
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই।

সন্ধে সকাল হতে চায়, ভালোবেসে।
সময়টা ঠিক পাল্টায়, অনিমেষে।
হাতে বাঁধা ঘড়িগুলো সব,
কেন যেন কি খেয়ালে এক হয়ে যায়, কাছে এসে।
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই।

হাতবাগে জড়ো করো কুচো সংসার,
তাই নিয়ে একা পথ চলা।
পুরনো যা কিছু আছে খুঁজে বারবার,
মিথ্যে নতুন নতুন খেলা।
ওঠা নামা আঁকাবাঁকা রাস্তাটা ঠিক জুটে যায়।
কম্পাসে যত দাগ এই পৃথিবীর, মুছে যায়।
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই।

পৃথিবী প্রবাস হতে চায়, অবহেলায়।
সব মন ঠিকানা হারায়, ধুলোখেলায়।
চেপে রাখা দমগুলো সব,
একে একে ফুসফুস থেকে ছাড়া পায়, প্রাণ খোলা।
ও বিষাদ বার বার হাতে হাত রাখো,
ভয় নেই হারাবার যদি পাশে থাকো,
আমি যদি ভিড় হয়ে যাই, আমি যদি ভিড় হয়ে যাই।

আমি যেন ভিড় হয়ে যাই।

.                ******************               


.                                                                         
বাংলা কবিতার সূচীতে . . .   
.                                                             हिन्दी गीत के सूची पर . . .  


মিলনসাগর
*
চলতে চলতে টলতে টলতে
কথা - কবি ঋতুপর্ণ ঘোষ
সুর - রাজ নারায়ণ দেব, কণ্ঠ - রূপঙ্কর, “আবহমান” ছায়াছবির গান (২০০৯)। আমরা কৃতজ্ঞ ফেসবুকের

আমার প্রাণের 'পরে চলে গেল কে
 এর কাছে যেখান থেকে গানের কথা পেয়েছি। গানটি ইউটিউবে
Saragama Bengali এর পাতায় শুনতে...
https://www.youtube.com/watch?v=2Pv9mGTdhwI&feature=emb_rel_pause  

চলতে চলতে টলতে টলতে
রোজ গুনে গুনে কত পা ফেলেছি
হলঘরে নাকি ছোট্ট বারান্দায়
রেলিং এর ছায়া মারিয়ে মারিয়ে
মুঠো ধরা ছিল ছোট্ট আঙ্গুলে
নাকি আঙ্গুলে ছিল ধরবার আশ্রয়
সেই হাঁটাপথ কবে শেষ হল
মুঠো ফাঁক দিয়ে কি গলে গেল
বার বার করে হিসেব না কষে তাই
চল দুজনেতে কিনে আনি গিয়ে
ছোট্ট বেলার ঠেলাগাড়ি সেই
perambulator

ট্রামে চেপে দেখ
দুজনেই দেব পাড়ি
ছোট্ট আঙ্গুল ফের মুঠো খুজে পাবে
আবছায়া দিয়ে ঘেরা ছায়া রেলিঙ এর বাড়ি
সব ধুল মুঠো সোনা মুঠো হয়ে যাবে
চল দুজনেতে কিনে আনি গিয়ে
ছোট্ট বেলার ঠেলাগাড়ি সেই
perambulator

আধো আধো কথা তাই দিয়ে শুরু
তাই দিয়ে গড়া কথার পাহার
কথার পাহাড় পেরিয়ে যাবো কথায়
ঠোঁট ভরা হাসি চোখে বানভাসি
কত কথা ছিল কথার আড়ালে
বুঝিনি, কিনা বুঝেও থাকা যায়
আজ পাহার এর এই
echo chamber
একই কথা ফিরে আসে বারে বারে
কথা শেখার শেষ হল নাতো কই
চল দুজনেতে খুজে আনি গিয়ে
ছোট্ট বেলার আদর্শলিপি সেই বর্ণমালার বই

অ আ ক খ দিয়ে শুরু
এসো আবার পরি
পরতে পরতে সন্ধ্যে হয়ে যাবে
সন্ধ্যে হয়ে গেলে পাখি রাও যাবে বাড়ি
ডানায় ডানায় সব কথা বলা হয় নি
চল দুজনেতে খুজে আনি গিয়ে
ছোট্ট বেলার আদর্শলিপি সেই বর্ণমালার বই।

.                ******************               


.                                                                         
বাংলা কবিতার সূচীতে . . .   
.                                                             हिन्दी गीत के सूची पर . . .  


মিলনসাগর
*
কৃষ্ণকলির চোখ হরিণীর মত
For youe eyes only
কথা - কবি ঋতুপর্ণ ঘোষ
সুর ও কণ্ঠ - রাজ নারায়ণ দেব, “আবহমান” ছায়াছবির গান (২০০৯)। আমরা কৃতজ্ঞ
কথা
সুর ব্লগ  এর কাছে যেখান থেকে গানের কথা পেয়েছি। গানটি "কথা ও সুর ব্লগ" এর পাতায় শুনতে...
http:
//kothaosur.blogspot.com/2015/06/for-your-eyes-only-abohomaan-2010-raja-deb-rituporno.html  

কৃষ্ণকলির চোখ হরিণীর মত
টানা টানা কালো দুটো তারা
কবি কি জানেন সে লুকিয়ে কখনো
লাগিয়েছিল মাস্কারা

জানলেও সে কথা বলেননি কবি
চেপে গিয়েছেন নিশ্চয়
তিনি গুরুদেব লোক পাক্কা জানেন
নায়িকা কে ছাড় দিতে হয়

আজ তার নাম জানে বাঙালি সবাই
রবি ঠাকুরের জয় হক
ময়নাপারার মাঠে আজও গিয়ে খোজে
কালো দুটি হরিণীর চোখ

তার নাম জানলনা কেউ কত্থাও
লিখলনা কেউ কোন কবি
তর চোখ দেখেয় খালি একজনি ফিদা
বুকে ছাপা হয়ে আছে ছবি
যত এসএমএস করি
missed call দি
তবু কেন শুনেও না শুনলি
আমি শুধু গাই, তাই তোর চোখ ভেবে
For your eyes only.

পাখির নীরের মত দুতি চোখ তুলে
বল দেখি কন মেয়ে চায়
কুইজ এর প্রশ্নের সোজা উত্তর
সব্বাই ফুল মার্কস পায়
কিন্তু পাখির চোখে জালি ছিল কিনা
ছিল কিনা
false eye lash
জিবনানন্দ আর বলেন নি কিছুই
কোথায় ছিলেন লিখে ব্যাস

বনলতা সেন যেই আইকন হল
সব সেন হল বিক্ষ্যাত
না থাক পাখির চোখে
Instant নেশা
রমা, রীনা, সুস্মিতা যত

তোর চোখে কিছু নেই চোখ দুটো ছাড়া
তাই চোখে পরেনি তো কারো
ভাগ্যিস থাঙ্ক গড বেঁচে গেছি গুরু
তাই তো আমার পোয়াবারো
তোর চোখ নিয়ে আমি গান লিখি তাই
ভাবি একা বসে বসে
lonely
আমার কৃষ্ণকলি বনলতা সেন
For your eyes only . . .

.                ******************               


.                                                                         
বাংলা কবিতার সূচীতে . . .   
.                                                             हिन्दी गीत के सूची पर . . .  


মিলনসাগর
*