চপ খাবো আস্ত কবি জহর রায় এই ছড়াটা কবি মুখে মুখে বেঁধেছিলেন উত্তর কলকাতার, রংমহল থিয়েটারের উলটো দিকে, বনেদী তেলেভাজার লক্ষ্মীনারায়ণ সাউ-এর দোকানে বসে। এই কবিতাটি এখনও সেই দোকানে সাড়ম্বরে টাঙানো রয়েছে। আমরা কৃতজ্ঞ গোয়াবাগান স্ট্রীটের নন্দী সুইটস- এর মালিক শ্রী প্রদীপ নন্দীর কাছে, যিনি আমাদের এই ছড়াটি পাঠিয়েছেন। তাঁর যোগাযোগের চলভাষ : +৯১৯৮৩০৩০৭৭৬০।