কবি বিবেকানন্দ জানা - জন্মগ্রহণ করেন পূর্ব মেদিনীপুর জেলার চুনখাবাড়ী গ্রামে।
কবির শৈশব কাটে গাছপালা দিয়ে ঘেরা তাঁর বাড়ীতে, যেখান থেকে দেখা যায় বিস্তীর্ন সবুজে ঘেরা মাঠ।
পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের পাশাপাশি “চুনখাবাড়ী”, তাঁর গ্রাম।
কবি ২০০৮ সালে মাধ্যমিক পাশ করেন “আবাসবাড়ী পি. এস. পি হাইস্কুল থেকে। এরপর ২০১০ সালে উচ্চ
মাধ্যমিক পাশ করেন ধান্যশ্রী কে. সি. হাইস্কুল থেকে। ২০১৩ সালে তিনি Sikkim Manipal University থেকে
BCA ডিগ্রি প্রাপ্ত হন।
নন্দীগ্রাম কে নিয়ে “জ্বলছে নন্দীগ্রাম” নামে তিনি তাঁর প্রথম কবিতা লেখেন। তাঁর প্রথম উপন্যাস “উপহার”।
২০১১ সালে তাঁর কবিতা ছাপা হয় “রদ্দুর” পত্রিকায়। তারপর একাধিকবার “দেবমিডিয়া” ও E-magazine এ
কবিতা প্রকাশিত হয়েছে।
তিনি মনে করেন --- মানুষের মনের পরিবর্বতন ঘটুক কবিতার মধ্যদিয়ে। চেতনা আসুক প্রতি ঘরে প্রতিটি
মানুষের মধ্যে।
আমরা মিলনসাগরে বিবেকানন্দ জানার কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - গ্রাম: চুনখাবাড়ী, ডাক: ব্রজলাল চক, থানা: চণ্ডীপুর, জেলা: পূর্ব মেদিনীপুর, পিন: ৭২১৬৫৯।
চলভাষ - +৯১৯৭৭৫১৫৫২১৬
ইমেল - vivekanandajana2@gmai.com
উত্স -
- কবির সঙ্গে ইমেলে যোগাযোগ।
কবি বিবেকানন্দ জানার মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১০.৬.২০২০ ^^ উপরে ফেরত
...