কবি অতুলপ্রসাদ সেনের গান
*
মম মনের বিজনে আমি মিলিব তব সনে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ কীর্ত্তন॥

মম মনের বিজনে আমি মিলিব তব সনে ;
জাগরণে যদি পথ নাহি পাও ( তুমি ) আসিও স্বপনে!

আমি যাব না, তব কুঞ্জ-কুটীরে যাব না ;
আমি চাব না, তব সাধের মালাটী চাব না ;
আমি কব না, তোমারে মনের কথাটী কব না,
মনোব্যথা রবে মনে ।

এ দুঃখ পাথারে সুখের ভেলায় ভাসিও ;
এ ভবের মেলায় প্রমোদ-খেলায় হাসিও ;
কণ্টক যদি চরণে লাগে, আসিও,
আমি ভুলিব সযতনে।

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
এস হে, এস হে ভারতভূষণ, মোদের প্রবাস-ভবনে
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। গানটি রচনা করেন ১৯২৩ সালের
এপ্রিল মাসে, রবীন্দ্রনাথের লখনৌ আগমনের অভ্যর্থনার জন্য, তাঁর জন্মদিন ২৫শে বৈশাখ
উপলক্ষে। কবি গানটি রচনার পর খ্যাতনামা অভিনেতা-শিল্পী পাহাড়ী সান্যালকে দিয়ে
গানটি গাইয়েছিলেন।---নূপুরছন্দা ঘোষ, রবীন্দ্রনাথ ও অতুলপ্রসাদের সম্পর্ক, ২০১৭।

॥ বেহাগ॥

এস হে, এস হে ভারতভূষণ, মোদের প্রবাস-ভবনে ;
আমরা বাঙ্গালী মিলিরাছি আজ পূজিতে বঙ্গ-রতনে।

লহ আমাদের হরষ-ভার ;
পর আমাদের প্রীতির হার;
হৃদয়ের থালা ভরিয়া এনেছি
ভক্তি-পুষ্প-চন্দনে।

তোমার গৌরব, তোমার মান,
তোমার সুকৃতি, তোমার জ্ঞান,
তোমার বিনয়, প্রেম মহান্‌
ঘোষিছে ভারত বন্দনে।

ঈশপদে করি মিনতি আজ,
কর, কর তুমি দেশের কাজ ;
দেশের দৈন্য, দেশের লাজ
ঘুচাও দীর্ঘজীবনে

.              ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ওগো, সুখ নাহি চাই
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ ভৈরবী॥

ওগো, সুখ নাহি চাই ;
তোমার পরাণ পাশে দিও মোরে ঠাঁই।

তুমি যদি থাক সুখে
আমারে রাখিও সুখে ;
তুমি যদি পাও দুঃখ
যেন দুখ পাই।

নাহি বুঝি কান্না-হাসি,
দারিদ্র্য-সম্পদরাশি ;
তোমা ছাড়া সুখ দুঃখ
সকলই বালাই।

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
বল সখী মোরে বল, বল
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ ভৈরবী॥

বল সখী, মোরে বল, বল,
কেন গো নয়ন ছল-ছল?

এমন প্রাতে ধরি দু’হাতে,
চেয়েছে কি কেহ ঢল-ঢল?

কাহারো বাঁশী মোহন-ভাষী,
ডেকেছে কি বঁধূ চল; চল”?

তোমার মালে পরিয়ে গলে
চলে গেছে কি হাসিয়ে খল-খল?

ভাঙ্গিব বাঁশী, সর্ব্ব-নাশী ;
চল ফিরে, ঘরে চল, চল॥

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
বঁধূ, ক্ষণিকের দেখা তবু তোমারে ভুলিতে পারে না আখিঁ
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ কালাংড়া॥

বঁধূ, ক্ষণিকের দেখা তবু তোমারে ভুলিতে পারে না আখিঁ ;
বহুদিন হতে যেন জানা শোনা, দেখা শুধু ছিল বাকি।

আমি খুঁজিয়াছি সব ধরা,
তবু তোমার পাইনি সাড়া ;
হায়, অন্তরে মোর আছিলে লুকায়ে
নয়নেরে দিয়ে ফাঁকি!

যত আধ-গাঁথা যুঁই-বেলি,
সরমে দিয়েছি ফেলি,
সে ফুল তোমার মালায় মালায়
কণ্ঠে রয়েছে ঢাকি!

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
বল গো স্বজনি, কেমনে ভুলিব তোমায়
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ খাস্বাজ॥

বল গো স্বজনি, কেমনে ভুলিব তোমায়?
যতন যাতনা বাড়ায়।

যদিও যাতনা সহি,
নয়ন ফিরায়ে লহি,
প্রাণ তবু পড়ে থাকে পায়।

না জানি কি আছে মধু
তোমার পরাণে বঁধু,
প্রাণ সদা তোমা পানে হায়!

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি তাই ছাড়িতে সদা ভয় পাই
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ বেহাগ-খাম্বাজ॥

আমি তাই ছাড়িতে সদা ভয় পাই ;
তুমি থাকিলে কাছে লোক-লাজ নাই!

যখন তোমারে দেখি,
আপনারে ভুলে থাকি ;
নয়ন মুদিলে পাছে তোমারে হারাই।

তুমি যবে যাও ছাড়ি,
আপনারি ভয়ে মরি,
তোমা বিনা এ জগতে সকলি বালাই।

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
ভুল না জীবনমণি, ভুল না আমায়
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

॥ দেশ ( ঘন-ঘটার সুর )॥

ভুল না জীবনমণি, ভুল না আমায় ;
আমি ধূলিকণা হয়ে রব হৰ পায়।
নিঠুর প্রাণে মোরে দিও না বিদায়।

এনেছি অধর ভরি শত শত চুম্বন ;
এনেছি হৃদয় ভরি শত শত কম্পন ;
রচেছি তোমার লাগি শত শত বন্ধন ;
আমি অন্ধ তোমার তৃষায়।

সুখ-প্রভাতে মোরে করিও না সাথী ;
রাখিও সাথে শুধু দুঃখের রাতি ;
জীবন শশীর তুমি তপন-ভাতি ;
আমি সুন্দর তোমার বিভায়।

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
কেন দেখা দিলে যদি দেখা নাহি দিবে আর
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

কেন দেখা দিলে যদি দেখা নাহি দিবে আর?
কেন গো জাগালে প্রেম পরাণ আমার?

পশিয়া এ অন্তরের অন্তঃপুরে
কেন গো ডাকিলে মোরে মোহন সুরে?
চলিয়া যাইবে যদি ফেলিয়া দূরে,
কেন গো ভাঙ্গিলে তবে সরম আমার

তোমার দেশের আমি নাহি জানি পথ ;
কোথা গেলে, হায় মম পুরে মনোরথ ;
পরাইয়া ফুলদল আমার কেশে,
চাহিয়া আমার প্রাণে মধুর হেসে,
করিয়াছ বিদেশিনী আপন দেশে ;
কেমনে হইব পার এ বিরহ অপার?

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর
*
যাও, যাও, জানাতে এসো না ভালবাসা
কবি অতুলপ্রসাদ সেন
কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান।

যাও, যাও, জানাতে এসো না ভালবাসা ;
চাহি না বরষ পরে বারেক আসা।

প্রভাতে মালতী-যুথী-করবী,
অলিকুল-গুঞ্জনে গরবী ;
আমা হতে সুন্দরী, সুরভি,
যাও তাঁর সনে কর খেলা-হাসা ;
যাও, যাও, জানাতে এসো না ভালবাসা।

নিশীথে কলঙ্কিনী আকাশে,
আমা হতে উজ্জ্বল বিকাশে ;
যাও তুমি সে রূপসী সকাশে
মিটাও তোমার রূপ-আশা ;
যাও, যাও, জানাতে এসো না ভালবাসা

কোকিলের মত কন্ঠ নাহি,
যে মোহন সুরে আমি তোমারে চাহি;
আমি কি পারি তুষিতে তোমারে গাহি,
.নিতি নিতি নব নব ভাষা!
যাও, যাও, জানাতে এসো না ভালবাসা।

.       ****************                
.                                                                            
সূচীতে . . .    


মিলনসাগর