এস হে, এস হে ভারতভূষণ, মোদের প্রবাস-ভবনে কবি অতুলপ্রসাদ সেন কবির “কয়েকটি গান” গীতিগ্রন্থের, “মানব” পর্বের গান। গানটি রচনা করেন ১৯২৩ সালের এপ্রিল মাসে, রবীন্দ্রনাথের লখনৌ আগমনের অভ্যর্থনার জন্য, তাঁর জন্মদিন ২৫শে বৈশাখ উপলক্ষে। কবি গানটি রচনার পর খ্যাতনামা অভিনেতা-শিল্পী পাহাড়ী সান্যালকে দিয়ে গানটি গাইয়েছিলেন।---নূপুরছন্দা ঘোষ, রবীন্দ্রনাথ ও অতুলপ্রসাদের সম্পর্ক, ২০১৭।