২টি কবিতা। ১ম টি সমস্যাপূরণ কবিতা রাজা প্রতাপাদিত্যের নামে চলে আসছে। ২য় টি বৈষ্ণব পদাবলী, প্রতাপ আদিত্য ভণিতার পদকর্তার। দুটি কবিতাই রাজা প্রতাপাদিত্যেরও হতে পারে! মহারাজ প্রতাপাদিত্যের কোনো ছবি নেই। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত, নরেশ মিত্র নির্দেশিত, ১৯৫৩ সালের ছায়াছবি “বৌ ঠাকুরাণীর হাট”-এ প্রতাপাদিত্যের ভূমিকায় অভিনেতা নিতীশ মুখোপাধ্যায়ের ছবি তুলে দেওয়া হলো।