শুভেচ্ছা বার্তা মহম্মদ আলী, সম্পাদক, 'প্রগতি', ১ লা বৈশাখ ১৪১৩ শিল্প সৌন্দর্য্যের প্রতীক। শিল্পী সেই সৌন্দর্য্য সৃষ্টি করেন। খোদাই শিল্পী মিলন সেনগুপ্তের ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে আমার একটা কথাই মনে হয়েছিল সাহিত্য যেখানেই সৃষ্টি হোক না কেন বা যেই সৃষ্টি করুক না কেন তা যেমন বিশ্বের জিনিষ তেমনি শিল্পীর সৃষ্ট বস্তুও পৃথিবীর সম্পদ । একটা ছোট্ট চকের উপর খোদাই শিল্পী মিলন সেনগুপ্তের সৃষ্টি এক কথায় অপূর্ব, অনবদ্য। দীর্ঘ অধ্যবসায়, নিষ্ঠা ও গভীর আন্তরিকতা না থাকলে এ জিনিষ সৃষ্টি করা সম্ভব নয়। এ এক বিরল প্রতিভা। আশা রাখি মিলন সেনগুপ্ত তাঁর শিল্প কর্মে আরও নিপূণতা প্রয়োগ করে তাঁর সৃষ্ট শিল্পকে আরও মূর্ত করে বিশ্বের শিল্প ভান্ডারকে আরও সমৃদ্ধ আরও উজ্জল করে তুলুক এই প্রার্থনা করি। এ ধরণের শিল্প প্রচেষ্টায় সাধারণতঃ কেউ এগিয়ে আসে না। স্নেহাস্পদ মিলন সেনগুপ্তের সঙ্গে আমার পরিচয় ২০ বছর আগে। তখন থেকেই তার শিল্প সম্পর্কে আমি ওয়াকিবহাল। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার মিলন সেনগুপ্ত এর শিল্প কলা নৈপূণ্য আমাকে মুগ্ধ করেছিল, একাডেমি অফ ফাইন আর্টসের তাঁর প্রদর্শনীতে। সেখানে আমার সপ্রশংস মন্তব্য উল্লেখিত আছে। শিল্প কর্মে তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এবং খোদাই শিল্পী হিসেবে তাঁর নাম আরও উজ্জল হোক এই আশা রেখে আমি তাঁর দীর্ঘ জীবন কামনা করি। মহম্মদ আলী, সম্পাদক, 'প্রগতি', ১ লা বৈশাখ ১৪১৩ |
"আপনার মতামতের" পাতায় ফেরত জনাব শেখ মহম্মদ আলীর বার্তা বাংলায় পড়ুন.... |
|
Click to read about this magazine "Your Opinion" by the Editor in ... English...বাংলা |
![]() |