অমলেন্দু সেনগুপ্ত
জন্ম ২৬ মার্চ ১৯২৭
এই লেখকের লেখা পড়তে এই পাতার উপরে লেখা Pulldown Menu-তে ক্লিক্ করুন অখবা এখানে ক্লিক্ করুন. |

অমলেন্দু সেনগুপ্ত কর্ম সূত্রে দীর্ঘ ৪৩ বছর (১৯৪৯ - ১৯৯২) আন্দামানে কাটিয়ে বর্তমানে চেন্নাইতে অবসর জীবন যাপন করছেন |

১৯৭৭ থেকে ১৯৯২ পর্যন্ত আন্দামানের পোর্ট ব্লেয়ার থেকে প্রকাশিত দ্বীপবাণী পত্রিকার সম্পাদকীয় বিভাগের সঙ্গে ঘনিষ্টভাবে যুক্ত ছিলেন |

গ্রামাঞ্চলের ব্লক ডেভেলপমেন্ট অফিস, আন্দামানের সেলুলার জেল, আন্দামান দীপ সমুহের আদিবাসী অধ্যুসিত প্রত্যন্ত এলাকার কর্মকাণ্ড, বেসরকারী ইঞ্জিনিয়ারিং সংস্থা, ব্যাঙ্ক ইত্যাদি নানাবিধ কাজকর্মে যুক্ত থেকে যে বিশাল অভিজ্ঞতার অধিকারী হয়েছেন, তার যত্সামান্য থেকে আমাদের জন্য এই লেখা |

২০০৭ সালে তিনি বঙ্গ সাহিত্য সম্মেলন, চেন্নাই শাখার সুনীতিবালা সেনগুপ্ত স্বর্ণ পদকে ভূষিত হন |

কবির সঙ্গে যোগাযোগ দূরভাষ - ৯১ ৪৪ ৬৪৬১৪১২৩


                                            ************************************************


এই লেখকের লেখা :
* মিন্টুবাবুর কথা
* দুই বড়লাটের কাহিনী
* অপরাধের দাগ কি চিরস্থায়ী



পাতার উপরে ফেরত