|
|
|
|
|
চিরঞ্জয় দাস
|
|
|
|
|
|
|
চিরঞ্জয় দাস খাস কলকাতার ছেলে |
জন্ম ১৯৮২ সালে |
স্কুলের পড়া, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, "সাউথ পয়েন্ট" স্কুল থেকে | বিষয় বিজ্ঞান | ইঞ্জিনায়ারিং পাশ ২০০৫ সালে | অবসর সময় কাটান পড়ে এবং পড়ে!
ছোট বেলায় বিদেশী মুদ্রা সংগ্রহ করার নেশা ছিল | এখনো তা পেলে যত্ন সহকারে রাখার অভ্যাসটা আছে |
জীতেন্দ্রনাথ ও প্রণতি-র সন্তান | দুই দিদা কমলা এবং আভা ব্যানার্জী কে নিয়ে সংসার | আছে মামাতো ছোট ছোট ভাই বোন পিয়া, পাপ্পু আর রাজা | দুই প্রিয় মামা দেবব্রত ও পুরুষোত্তম, মাসি রত্না আর একান্ত আপন বিট্টু |
তাঁর প্রিয় সাহিত্যিক শির্ষেন্দু মুখার্জী | প্রিয় বই শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের "শ্রীকান্ত" | সোনাঝুড়ি ওয়েব ম্যাগাজিনে "বোধন" নামে একটি গল্প বেরিয়েছে |
চিরঞ্জয়ের ইচ্ছা সাহিত্যিক হওয়ার | তার নিজের কথায় - জীবনটা তো সকলের জন্যই একটা খোঁজ, তাই না | বাউল "কোথায় পাবো তারে" বলে সুর তোলে | একজনকে খুঁজছেন সারা জীবন | আশা একদিন তাঁর সাথে দেখা হবে ... রূপসার নদী তীরে ....... |
*****************
চিরঞ্জয় দাস - এর সাথে যোগাযোগের ঠিকানা : chiranjoydas@indiatimes.com
এই মিলনসাগরেই তাঁর প্রকাশিত গল্প "নেপথ্যে" পড়ুন "এইখানে ক্লিক করে"
মিলনসাগর - এর সাথে যোগাযোগের ঠিকানা : srimilansengupta@yahoo.co.in
.....
|
|
|
|
|
|
|
|