পশ্চিম বাংলায় বিগত ২০০৬ সাল ও তার পূর্বের নির্বাচন প্রক্রিয়া থেকে নানান রকমের কারচুপি ও অসত পদ্ধতি বর্জন করে মানুষের আসল মনস্কামনা যাতে নির্বাচনি প্রক্রিয়ার ফলাফলে বেরিয়ে আসে তার জন্য নিরলস লেখালেখি করে মানুষকে জাগ্রত করা এবং শাসক দলের নানান কুকীর্তি, মানুষের সামনে যে সকল সাহসী বুদ্ধিজীবি তাঁদের লেখার মধ্য দিয়ে একের পর এক তুলে ধরেছেন, পুলকনারায়ণ তাঁদের অন্যতম |
তিনি কলকাতার মৌলানা আজাদ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেছেন |
দৈনিক স্টেটসম্যান সহ কলকাতার বিভিন্ন পত্র পত্রিকায় তিনি নিয়মিত লিখে আসছেন |
তাঁরই সম্পাদনায় গণমুক্তি পরিষদের পত্রিকা "গণমুক্তির ডাক" প্রকাশিত হয়ে আসছে |